আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট ১০টি দেশ

বর্তমানে আমাদের এই পৃথিবীতে মোট ২০০ এর কাছাকাছি স্বাধীন দেশ রয়েছে। এর মধ্যে কেবল ২৪ টি দেশ রয়েছে যাদের আয়তন ১০০০ বর্গকিলোমিটার এর চেয়েও কম। এমনকি এই দেশগুলোর আয়তন বিশ্বের অনেক নামিদামি শহর যেমন নিউইয়র্ক, শিকাগো, টোকিও এর আয়তনের চেয়েও কম। তবে এই ছোট দেশগুলোর আয়তন কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রার মানের দিক থেকে এই দেশগুলো খুবই ঈর্ষণীয় পর্যায়ের। পৃথিবীর মানচিত্রে এই দেশগুলোকে খুজে পাওয়া কষ্টকর হলেও এই ছোট দেশগুলোই বর্তমানে পৃথিবীর বিভিন্ন পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ছোট ১০টি দেশ সম্পর্কে।


১০. মাল্টা  

মাল্টা একটি প্রজাতান্ত্রিক দেশ। এর রাজধানীর নাম ভাল্লেত্তা। ইউরোপ মহাদেশের অন্যতম ছোট দেশ দ্যা রিপাবলিক অফ মাল্টা। দেশটির আয়তন ৩১৬ বর্গকিলোমিটার। মাল্টা ৭ টি দ্বীপ নিয়ে তৈরি একটি ছোট দ্বীপপুঞ্জ। এর মধ্যে ৩ টি প্রধান দ্বীপ রয়েছে এবং এই ৩ টি দ্বীপ কে ঘিরেই মূলত দেশটির জনবসতি গড়ে উঠেছে। দ্বীপ ৩ টি হল মাল্টা, গজো এবং কমিনো। আকারে ছোট হলেও প্রায় সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ এই দেশে বসবাস করে। ১৯৬৪ সালে ব্রিটিশ শাসনের অবসানের মাধ্যমে মাল্টা স্বাধীনতা লাভ করে। বর্তমানে এই দেশে ইউনেস্কো দ্বারা স্বীকৃত ৩ টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এগুলো হল- হাইপোজিয়াম, ভাল্লেত্তা শহর এবং কিছু প্রাগৈতিহাসিক মন্দির। এই দেশে মোট ৭ টি প্রাগৈতিহাসিক মন্দির রয়েছে। মাল্টার পাওলা শহরে হাইপোজিয়াম নামক একটি ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে যা প্রায় ৫০০০ হাজার বছর পুরনো একটি স্থাপনা। বর্তমানে এই দেশটির প্রধান আয়ের উৎস হল পর্যটন শিল্প। প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ স্থাপত্য এবং মনোমুগ্ধকর আবহাওয়ার কারনে বর্তমানে এই ছোট দেশটি সকল শ্রেণির ভ্রমনপিপাসুদের জন্য অন্যতম আকর্ষণ।

আরো জানুন: জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ

৯. মালদ্বীপ

মালদ্বীপ ভারত মহাসাগরের একটি ছোট দেশ। এর রাজধানীর নাম মালে। দেশটির আয়তন ২৯৮ বর্গকিলোমিটার। ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০০ এরও বেশি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত।। তবে এর মধ্যে মাত্র ২০০ টি দ্বীপ বসবাসযোগ্য। আয়তনে ছোট হলেও এ দেশে প্রায় সাড়ে ৪ লাখের বেশি মানুষ বসবাস করে। ষোড়শ, সপ্তদশ এবং উনবিংশ শতাব্দীতে মালদ্বীপ যথাক্রমে পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছে। ১৯৬৫ সালে মালদ্বীপে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে দেশটি স্বাধীনতা লাভ করে। বর্তমানে দেশটির আয়ের প্রধান উৎস হল পর্যটন শিল্প। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে মালদ্বীপ এশিয়া মহাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। অপরূপ সৌন্দর্যের এই দেশটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ। দেশটির সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং এর গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার। আশঙ্কা করা হচ্ছে যে, জলবায়ু পরিবর্তনের কারনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে আগামি ৩০ বছরের মধ্যে দেশটি পুরোপুরি সমুদ্রতলে হারিয়ে যাবে। তবুও দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের টানেই প্রতিবছর লাখ-লাখ পর্যটক ভিড় জমান এশিয়া মহাদেশের অন্যতম সুন্দর, মনোমুগ্ধকর ও ছোট দেশ মালদ্বীপে।

৮. সেন্ট কিট্‌স ও নেভিস

সেন্ট কিট্‌স ও নেভিস উত্তর আমেরিকার একটি ছোট দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম বাস্তার। এই দেশটির আয়তন ২৬১ বর্গ কিলোমিটার। এই দেশটি মূলত ২ টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। উত্তর আমেরিকার এই দেশটিতে প্রধানত ক্যারিবিয় লোকেরা বসবাস করে। বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম এখানে ভ্রমন করেছিলেন এবং এই জায়গাটি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে দীর্ঘসময় ব্রিটিশদের দ্বারা শাসিত হয়। ১৯৮৩ সালে এই দেশটি স্বাধীনতা লাভ করে। বর্তমানে এই দেশটিতে প্রায় ৪০ হাজারের বেশি মানুষ বসবাস করে। অধিকাংশ সময় এই ছোট দেশটিকে ওয়েস্ট ইন্ডিস বা ওয়েস্ট ইন্ডিয়ার মাতৃভূমি বলে স্বীকৃত করা হয়। দেশটির অধিকাংশ মানুষ সামুদ্রিক সম্পদের ওপর নির্ভরশীল। এছাড়া বর্তমানে এই দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে পর্যটন শিল্প। পৃথিবীর পশ্চিম গোলার্ধের এই ছোট দেশটি বর্তমানে অধিকাংশ পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ।

৭. মার্শাল দ্বীপপুঞ্জ

মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি ছোট দ্বীপ রাষ্ট্র। এই দেশটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। দেশটির আয়তন ১৮১.৩ বর্গকিলোমিটার। দেশটির রাজধানীর নাম মাজুরো। এই দেশটিকে দীর্ঘসময় যাবত আমেরিকার হিংসাত্মক আচরনের স্বীকার হতে হয়েছে। কেননা এই মার্শাল দ্বীপপুঞ্জ একসময় আমেরিকা দ্বারা শাসিত হয়েছে এবং ১৯৪৬ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত আমেরিকা ৬৭ টি বার এই দেশে তাদের পারমাণবিক বোমা হামলার পরীক্ষা চালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর থেকে আমেরিকা তাদের পারমাণবিক শক্তি বৃদ্ধি করার জন্য একের পর এক শক্তিশালী পরমাণু বোমা তৈরি করা শুরু করেছিল এবং এই বোমা গুলোকে পরীক্ষা করার জন্য তারা মার্শাল দ্বীপপুঞ্জকে বেছে নিয়েছিল। নতুন এই পারমাণবিক বোমা গুলো হিরশিমা-নাগাসাকি এর বোমার চেয়ে ৭ গুন বেশি শক্তিশালী ছিল। ১৯৫২ সালে আমেরিকা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় উন্মুক্ত পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। আমেরিকার সেই পরীক্ষামূলক পারমাণবিক বোমা হামলায় মার্শাল আইল্যান্ডসের একটি গোটা দ্বীপ মুহূর্তের মধ্যেই পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণভাবে মুছে যায়। অবশেষে এই মার্শাল দ্বীপপুঞ্জ ১৯৮৬ সালে আমেরিকা থেকে স্বাধীনতা লাভ করে। তবে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কোন সামরিক বাহিনী বা সেনাবাহিনী নেই।


৬. লিশটেনস্টাইন

লিশটেনস্টাইন মধ্য ইউরোপের একটি অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র। এর আয়তন ১৬০ বর্গকিলোমিটার। দেশটির রাজধানীর নাম ফাডুৎস। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝে অবস্থিত এই দেশটিতে আনুমানিক ৩৭ হাজার মানুষ বসবাস করে। এটি ইউরোপ এর একমাত্র দেশ যা Double Landlocked Country বা দ্বি স্তরীয় স্থলবেষ্টিত দেশ। অর্থাৎ দেশটি শুধুমাত্র স্থলবেষ্টিত এবং এর কোন সমূদ্রসীমা নেই। এমনকি এই দেশের আশেপাশের দেশগুলোতেও কোন সমূদ্রসীমা নেই। সবচেয়ে অবাক করার মত বিষয় হচ্ছে এটি পৃথিবীর একমাত্র দেশ যা আল্পস পর্বতমালার ওপর অবস্থিত। এই দেশটিতে সমতল ভূমি খুবই কম। দেশটি আয়তনে ছোট হলেও এর বেকারত্বের হার মাত্র ১.৫ শতাংশ অর্থাৎ বেকারত্বের হার নেই বললেই চলে। দেশটির রাজস্ব আয়ের অধিকাংশই আসে কৃষিখাত থেকে। প্রাকৃতিক সৌন্দর্যের ছোট এই দেশটি দেখার জন্য প্রতিবছর লাখ-লাখ পর্যটক এই দেশে আসে।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি শহর

৫. সান মারিনো

সান মারিনো ইউরোপ মহাদেশে অবস্থিত তৃতীয় ক্ষুদ্রতম দেশ। এর রাজধানীর নাম সিটি অফ সানমারিনো। দেশটির আয়তন ৬১.২ বর্গকিলোমিটার। এই দেশটি পৃথিবীর সবচেয়ে পুরনো স্বাধীন দেশগুলোর মধ্যে একটি। সেন্ট মারিনাস নামক একজন ব্যাক্তি এবং তার সঙ্গে থাকা কিছু লোক ৩০১ খৃষ্টাব্দে এই জায়গাটি খুজে পান। বর্তমানে এই দেশটিতে প্রায় ৩৩ হাজারেরও বেশি মানুষ বসবাস করে। পৃথিবীর ক্ষুদ্র এই দেশটি পুরোপুরি ভাবে ইতালি দ্বারা ঘিরে রয়েছে। বর্তমানে দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পর্যটন শিল্প, ব্যাংকিং এবং টেক্সটাইল শিল্প। আয়তনে ছোট হলেও জিডিপি অনুযায়ী এই দেশটি বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি। তবে একটি মজার ব্যাপার হল সান মারিনোতে জনসংখ্যার তুলনায় যানবাহনের সংখ্যাই সবচেয়ে বেশি। 

আরো জানুন: পৃথিবীর নতুন সপ্তম আশ্চর্য 

৪. টুভালু

টুভালু পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ রাষ্ট্র। দেশটির রাজধানীর নাম Vaiaku। দেশটির আয়তন ২৬ বর্গকিলোমিটার। এই দেশটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। ৪ টি দ্বীপ এবং ৫ টি প্রবাল প্রাচীর দ্বারা দেশটি গঠিত হয়েছে। ১৯৭৮ সালে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার মাধ্যমে টুভালু স্বাধীনতা লাভ করে। বর্তমানে এই দেশটিতে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ বসবাস করছে। টুভালু বিশ্বের অন্যতম নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির সর্বোচ্চ উচ্চতা ৪.৫ মিটার। তাই জলবায়ু পরিবর্তনের ফলে মালদ্বীপের মত টুভালুও খুব দ্রুত পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে বলে বিজ্ঞানীরা অভিমত প্রকাশ করেন। প্রাকৃতিকভাবে অপরূপ সুন্দর এই ছোট দেশটি প্রায়ই পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে থাকে।


৩. নাউরু

নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ছোট দ্বীপ রাষ্ট্র। এর আয়তন ২১ বর্গকিলোমিটার। দেশটির সরকারিভাবে স্বীকৃত কোন রাজধানী নেই। তবে দেশটির অধিকাংশ সরকারি কার্যাবলী যারেন নামক জেলায়  সম্পন্ন হয় বলে এই জেলাটিকে দেশটির বেসরকারি রাজধানী বলা হয়। নাউরু পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপ রাষ্ট্র। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ১০ হাজারেরও বেশি। আয়তনে ছোট এই দেশটি একসময় ফসফেট খনিজে সমৃদ্ধ ছিল। কিন্তু ১৯০৬ সালে আমেরিকা খনিজ সম্পদ লাভের উদ্দেশ্যে এই দেশটির প্রায় ৯০% ভূমি খনন করে ফেলে। আর বর্তমানে দেশটির বাকি ফসফেট খনিজগুলো শেষ হয়ে আসছে। ফলে দেশটির বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নাউরু পৃথিবীর এমন একটি দেশ যেই দেশে এখন পর্যন্ত খুবই কম সংখ্যক পর্যটক ভ্রমন করেছে। ২০১৭ সাল পর্যন্ত এই দেশে ভ্রমন করা পর্যটকের সংখ্যা মাত্র ৩০০ জন। সবচেয়ে মজার ব্যাপার হল, নাউরু পৃথিবীর সবচেয়ে বেশি মোটা মানুষ বসবাসকারী একটি দেশ। 

২. মোনাকো

মোনাকো ইউরোপ মহাদেশের একটি দেশ যার আয়তন ২.০২ বর্গকিলোমিটার। এই দেশের রাজধানীর নামও হল- মোনাকো। এটি আয়তনে পৃথিবীর ২য় ক্ষুদ্রতম দেশ। আয়তনে ছোট হলেও এই দেশটিতে আনুমানিক ৩৮ হাজারের বেশি মানুষ বসবাস করে। মোনাকোতে রয়েছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ক্যাসিনো যার নাম হল- মন্টে কার্লো ক্যাসিনো। তবে মোনাকোর স্থানীয় বাসিন্দাদের এই ক্যাসিনোতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না। সবচেয়ে অবাক করার মত বিষয় হল, মোনাকোতে কোন কর আদায়ের ব্যবস্থা নেই। এটি একটি কর মুক্ত দেশ। মোনাকো পৃথিবীর অন্যতম ধনী দেশ। এই দেশের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর। কেননা দেশটি চারপাশে ঘিরে রয়েছে হাজার হাজার ক্যামেরা। পৃথিবীর ক্ষুদ্র এই দেশটি সকল ধনী ব্যক্তিদের জন্যই বিনোদন আর আয়েশের অন্যতম আবাসস্থল। 

আরো জানুন: যে ১০টি কারণে বাংলাদেশ সবার থেকে আলাদা

১. ভ্যাটিকান সিটি

ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ যার আয়তন ১১০ একর। এই দেশের কোন রাজধানী নেই। এই দেশটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত। ১৯২৯ সালে এই দেশটি স্বাধীনতা লাভ করলেও দেশটি এখনও জাতিসংঘের সদস্যপদ লাভ করতে পারেনি। বিশ্বের সবচেয়ে ছোট এই দেশটিতে বর্তমানে প্রায় ১০০০ এর বেশি মানুষ বসবাস করে। শুধুমাত্র আয়তনের দিক থেকে নয় বরং জনসংখ্যার বিবেচনাতেও ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। আয়তনে ছোট হলেও এই দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গির্জা যার নাম হল- সেন্ট পিটার্স ব্যাসিলিকা। ১৯৮৪ সালে জাতিসংঘ ভ্যাটিকান সিটিকে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। বিশ্বের অন্যতম সুন্দর এই দেশটিকে দেখার জন্য প্রতিবছরই লাখ লাখ পর্যটক এ দেশে এসে ভিড় জমান।

এই ছিল পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলোর জানা-অজানা সব বিষয়। এর মধ্যে কোন দেশের ব্যাপারে জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন দেশটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আজকের বিষয়টি (সেরা ১০) ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম (জানা-অজানা) অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

প্রশ্নপর্ব

কোন দেশে আমেরিকা এখন পর্যন্ত ৬৭ টি বার পারমাণবিক বোমা হামলার চালিয়েছে?

১৯৪৬ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত আমেরিকা ৬৭ টি বার মার্শাল দ্বীপপুঞ্জ এ তাদের পারমাণবিক বোমা হামলার পরীক্ষা চালিয়েছে। দেশটি একসময় আমেরিকা দ্বারা শাসিত হয়েছে এবং ১৯৮৬ সালে আমেরিকা থেকে স্বাধীনতা লাভ করে।

কোন দেশে সবচেয়ে বেশি মোটা মানুষ বসবাস করে ?

নাউরু পৃথিবীর সবচেয়ে বেশি মোটা মানুষ বসবাসকারী একটি দেশ।

জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি?

আয়তনের পাশাপাশি জনসংখ্যার বিবেচনাতেও ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ কোনটি?

মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হিসেবে গণ্য করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যসংখ্যা প্রায় ৮ লাখ।

বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি ?

আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ, যার আয়তন ১১০ একর।

এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?

আয়তন অনুসারে এশিয়ায় সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। মালদ্বীপের জনসংখ্যা ৪ লক্ষ এবং আয়তন ২৯৮ বর্গ কিমি। দেশটি স্বাধীনতা লাভ করে ১৯৬৫ সালের ২৬ জুলাই।

বিশ্বের সবচেয়ে নিচু দেশ কোনটি?

মালদ্বীপ এশিয়া মহাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ও বিশ্বের সবচেয়ে নিচু দেশ। দেশটির সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং এর গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার। আশঙ্কা করা হচ্ছে যে, জলবায়ু পরিবর্তনের কারনে আগামি ৩০ বছরের মধ্যে মালদ্বীপ দেশটি পুরোপুরি সমুদ্রতলে হারিয়ে যাবে।

মালদ্বীপ কোথায় অবস্থিত ?

মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০০ এরও বেশি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। তবে এর মধ্যে মাত্র ২০০ টি দ্বীপ বসবাসযোগ্য।

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন