বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি দেশ

এই পৃথিবীতে মোট ১৯৫ টিরও অধিক দেশ রয়েছে। সাধারণভাবেই আয়তনে পৃথিবীর বড় বড় দেশগুলোর জনসংখ্যা বেশি হয় তবে এমন কিছু ছোট দেশও রয়েছে যাদের জনসংখ্যা পৃথিবীর অনেক বড় দেশগুলোর থেকেও বেশি। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮০০ কোটি এবং ধারণা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা প্রায় ১০০০ কোটি ছাড়িয়ে যাবে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করে কেবল মাত্র ১০টি দেশে । এর মধ্যে চীন ও ভারতেই বসবাস করে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা জানব জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ সম্পর্কে।

১. চীন (১৪৩ কোটি)

বিশ্বের সবচাইতে জনবহুল দেশ হল চীন যা এশিয়া মহাদেশে অবস্থিত। আয়তনের বিচারে চীন বিশ্বের ৪র্থ বৃহত্তম এবং এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ দেশ। দেশটির রাজধানীর নাম বেইজিং। চীনের বর্তমান জনসংখ‍্যা প্রায় ১৪৩ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার ১৮%। তবে দেশটি এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করে পৃথিবীর অন্যতম পরাশক্তিতে পরিণত হচ্ছে। দেশটির বার্ষিক জনসংখ‍্যা বৃদ্ধির হার মাত্র ০.৩৪ শতাংশ যার অন্যতম কারণ দেশটির সরকার জন্মহার নীতির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিয়েছে। দেশটি আয়তন ও জনসংখ্যার পাশাপাশি অর্থনীতির দিক থেকেও অনেক শক্তিশালী। বর্তমানে চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক শক্তি।

২. ভারত (১৩৭ কোটি)

দক্ষিণ এশিয়ার দেশ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ এবং এশিয়ার অন্যতম অর্থনৈতিক উন্নয়নশীল দেশ। দেশটির রাজধানীর নাম নয়া দিল্লি। তবে দেশটির সবচেয়ে বড় শহর মুম্বাই। ভারতের বর্তমান জনসংখ‍্যা প্রায় ১৩৭ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার ১৭.০২%। আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। দেশটির বার্ষিক জনসংখ‍্যা বৃদ্ধির হার ১ শতাংশ। ভারতের জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ গ্রাম অঞ্চলে বাস করে এবং দেশটিতে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা কিছুটা বেশি।

আরো জানুন: আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ

৩. যুক্তরাষ্ট্র (৩৩ কোটি)

বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হল যুক্তরাষ্ট্র বা আমেরিকা যা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এই দেশের রাজধানীর নাম ওয়াশিংটন, ডি.সি.। তবে দেশটির সবচেয়ে বড় ও জনবহুল শহরটি হলো নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের বর্তমান জনসংখ‍্যা ৩৩ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার ৪.১৮%। এটি উত্তর আমেরিকা মহাদেশের সবচাইতে জনবহুল দেশ। দেশটির বার্ষিক জনসংখ‍্যা বৃদ্ধির হার মাত্র ০.৫৮ শতাংশ।  এদেশের অধিকাংশ মানুষ শ্বেত বর্ণের হলেও পৃথিবীর প্রায় সব ধরনের মানুষকেই দেখা যায় এই দেশটিতে। যুক্তরাষ্ট্রকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশও বলা হয়ে থাকে।

৪. ইন্দোনেশিয়া (২৭ কোটি)

ইন্দোনেশিয়া হল এশিয়া মহাদেশে বৃহত্তম একটি দ্বীপ রাষ্ট্র যা পৃথিবীর ৪র্থ জনবহুল দেশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যেখানে প্রায় এক কোটি মানুষ বসবাস করে। তবে দেশটির বৃহত্তম শহর নুসানতারা। এই দেশটি ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। ইন্দোনেশিয়ার বর্তমান জনসংখ‍্যা প্রায় সাড়ে ২৭ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার ৩.৪৬%। দেশটির বার্ষিক জনসংখ‍্যা বৃদ্ধির হার ১.১ শতাংশ। জনসংখ‍্যার বিচারে ইন্দোনেশিয়া হল পৃথিবীর বৃহত্তম মুসলিম জনবহুল দেশ। এছাড়াও দেশটিতে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি যার কারণে দেশটিকে আগ্নেয়গিরির দেশও বলা হয়।

৫. পাকিস্তান (২২.৫ কোটি)

পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম একটি মুসলিম রাষ্ট্র যা পৃথিবীর ৫ম বৃহত্তম জনবহুল দেশ। এটি একটি ঘনবসতিপূর্ণ রাষ্ট্র যা পূর্বে ভারতের একটি অংশ ছিল। দেশটির সবচেয়ে বড় শহর করাচি এবং রাজধানী ইসলামাবাদ। বর্তমানে পাকিস্তানের জনসংখ‍্যা প্রায় সাড়ে ২২ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার ২.৮৮%। তবে এই জনসংখ্যার সিংহভাগই তরুণ তরুণী। দেশটির বার্ষিক জনসংখ‍্যা বৃদ্ধির হার ২ শতাংশ এবং গত ২০ বছরে পাকিস্তানের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৫০.৫%। অধিক জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশটিতে ধীরে ধীরে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও পাকিস্তানই পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে ছোট ১০টি দেশ

৬. ব্রাজিল (২১ কোটি)

বিশ্বের ষষ্ঠ বৃহত্তম জনবহুল দেশ হল ফুটবলের দেশ ব্রাজিল যা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আয়তনের হিসেবে দেশটি পৃথিবীর ৫ম বৃহত্তম দেশ। এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন বনের সবচেয়ে বড় অংশ এই ব্রাজিলেই অবস্থিত। তাই দেশটিকে অ্যামাজন জঙ্গলের দেশ বলা হয়। ব্রাজিলের বর্তমান জনসংখ‍্যা প্রায় ২১ কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার ২.৭০%। ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো এবং দেশটির রাজধানী ব্রাসিলিয়া। দেশটির অধিকাংশ মানুষ শহর অঞ্চলে বাস করে এবং দেশটির বার্ষিক জনসংখ‍্যা বৃদ্ধির হার মাত্র ০.৭২ শতাংশ। আমাজন বন ও ফুটবল খেলা ছাড়াও দেশটির অন্যতম আকর্ষণ হল ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি যা ব্রাজিলের রিও ডি জেনিরো শহর অবস্থিত।

৭. নাইজেরিয়া (২০ কোটি)

নাইজেরিয়া পৃথিবীর সপ্তম বৃহত্তম জনবহুল দেশ যা আফ্রিকা মহাদেশে অবস্থিত। নাইজেরিয়ার রাজধানী আবুজা। দেশটি আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে একটি। নাইজেরিয়ার বর্তমান জনসংখ‍্যা প্রায় ২০ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার ২.৫৩%। দেশটির বার্ষিক জনসংখ‍্যা বৃদ্ধির হার ২.৫৮ শতাংশ। তবে এই দেশটির সিংহভাগ জনসংখ্যাই তরুণ তরুণী। নাইজেরিয়া দেশটি অলিম্পিক গেমস ও ফুটবল দ্বারা সারাবিশ্বে নিজেদের পরিচিতি লাভ করেছে।

৮. বাংলাদেশ (১৬.৬ কোটি)

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম ক্ষুদ্র একটি দেশ যা পৃথিবীর ৮ম জনবহুল দেশ। দেশটির রাজধানীর নাম ঢাকা যেখানে প্রায় ২ কোটি মানুষ বসবাস করে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি ৬০ লক্ষ যা পৃথিবীর মোট জনসংখ্যার ২.০৭%। এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্র। আয়তনের বিচারে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ যেখানে প্রতি বর্গকিলোমিটারে ১১২৫ জন মানুষ বসবাস করে, যা সারা পৃথিবীতে সর্বোচ্চ। দেশটির অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে এবং এর বার্ষিক জনসংখ‍্যা বৃদ্ধির হার ১ শতাংশ।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি শহর

৯. রাশিয়া (১৪.৫ কোটি)

রাশিয়া আয়তনে বিশ্বের সর্ব বৃহত্তম দেশ হলেও জনসংখ্যার দিক দিয়ে রাশিয়া পৃথিবীর নবম বৃহত্তম দেশ। বিশাল এই দেশটি এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত। তবে পূর্বে দেশটির নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। বর্তমানে রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং এর জনসংখ্যা প্রায় সাড়ে ১৪ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার ১.৮২%। দেশটির অধিকাংশ মানুষ শহর অঞ্চলে বাস করে এবং বার্ষিক জনসংখ‍্যা বৃদ্ধির হার মাত্র ০.০৪ শতাংশ। নিম্ন জনসংখ্যা বৃদ্ধির হারের কারণে রাশিয়ার অনেক অঞ্চল ধীরে ধীরে জনশূন্য হয়ে যাচ্ছে।

১০. মেক্সিকো (১৩ কোটি)

মেক্সিকো হল বিশ্বের দশম জনবহুল দেশ যা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। দেশটির রাজধানী মেক্সিকো সিটি যা বিশ্বের অন্যতম জনবহুল শহর হিসেবে পরিচিত। মেক্সিকোর বর্তমান জনসংখ‍্যা প্রায় ১৩ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার ১.৬১%। তবে দেশটির ২০ শতাংশ  মানুষই বসবাস করে মেক্সিকো সিটিতে। দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.০৬ শতাংশ এবং শেষ ২০ বছরে মেক্সিকোর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩০.৪ শতাংশ।

আরো জানুন: পৃথিবীর বিখ্যাত ১০ টি রঙিন শহর

তো এই ছিল পৃথিবীর সবচেয়ে জনবহুল ও জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশের তালিকা। এছাড়াও আপনারা প্রতিনিয়ত আর কোন কোন বিষয়ের উপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আজকের বিষয়টি (সেরা ১০) ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম (জানা-অজানা) অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন