জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় ১০টি শহর

সময়ের সাথে সাথে পৃথিবীর জনসংখ্যা বেড়েই চলেছে এবং গত ২০০ বছরে তা রীতিমতো জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় সাড়ে সাতশ কোটিরও বেশি। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে উন্নত হচ্ছে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি যার ফলে মানুষরা নগরায়নের দিকে ঝুঁকে পড়ছে। জাতিসংঘের হিসেবে পৃথিবীর মোট মানুষের শতকরা প্রায় ৫৫ শতাংশ মানুষ বিভিন্ন শহরে বসবাস করেন। অর্থাৎ পৃথিবীতে শহরে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৪০০ কোটি। এই বিপুলসংখ্যক মানুষ কিন্তু পৃথিবীর সব শহরের সমানুপাতিক হারে বসবাস করেন না। কারণ শুধুমাত্র এশিয়াতেই এমন অনেক শহর আছে যার জনসংখ্যা পৃথিবীর অনেক সার্বভৌম দেশের জনসংখ্যার চাইতেও বেশি। এই শহরগুলোকে সাধারণত মেগাসিটি বলা হয়ে থাকে। তাই আজ আমরা আপনাদের জানাবো জনসংখ্যার হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল ১০টি শহর সম্পর্কে যেই শহরগুলো জাতিসংঘের তালিকার শীর্ষে উঠে এসেছে।


১০. ওসাকা, জাপান

পৃথিবীর শীর্ষ ১০ জনবহুল শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে ওসাকা নগরী। জাপানের কানসাই প্রদেশের অন্তর্ভুক্ত এই শহরকে বলা হয় জাপানের সংস্কৃতির প্রাণকেন্দ্র। পাশাপাশি সুপ্রাচীন এই শহরটি পৃথিবীর ফু ক্যাপিটাল অথবা খাদ্যের শহর নামে পরিচিত। বিস্ময়কর ব্যাপার হলো জাপানের জনসংখ্যা বৃদ্ধির নিম্নমুখী গতির সাথে তাল মিলিয়ে এই শহরের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী শহরের জনসংখ্যা ২০২১ সালে ছিল ১ কোটি ৯১ লাখ ১০ হাজার ৬১৬ জন যা শতকরা ০.২৮% হারে হ্রাস পেয়ে ২০২২ সালে এসে দাঁড়িয়েছে ১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৮৫৬ জনে। ওসাকা শহরের আয়তন দুই হাজার বর্গকিলোমিটারের কম সেই হিসেবে শহরটিতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এই বিপুলসংখ্যক মানুষের অধিকাংশই জাপানি বংশোদ্ভূত এবং এই শহরে বসবাসরত বিদেশি নাগরিকের সংখ্যা মাত্র ১ লাখ।

৯. মুম্বাই, ভারত

ভারতের সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মুম্বাই গত শতকের শেষভাগ পর্যন্ত বোম্বে নামে পরিচিত ছিল। এই নগরী ভারতের মহারাষ্ট্র প্রদেশের প্রাদেশিক রাজধানী। ২০২১ সালের জনসংখ্যা সরকারি হিসাব অনুযায়ী ছিল ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৬৫৬ জন যা শতকরা ১.৪২% হারে বৃদ্ধি পেয়ে ২০২২ এর শুরুতে এসে দাঁড়িয়েছে ২ কোটি ৯ লাখ ৬১ হাজার ৪৭২ জনে। মাত্র ৪৩৫৫ বর্গকিলোমিটার আয়তনের এই শহরের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৭৩ হাজার অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এই এলাকায় গড়ে ৭৩ হাজার জন মানুষ বসবাস করে। ভারতের অন্যতম চাকচিক্যময় এই শহরে যেমন আম্বানি গ্রুপের কর্ণধারদের মত পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিদের বাসভবন রয়েছে তেমনি আবার শতকরা ৪০ ভাগেরও বেশি মানুষ বসবাস করেন বস্তিতে। 

আরো জানুন: জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ

৮. বেইজিং, চীন

বেইজিং হলো চীনের রাজধানী ও অন্যতম বড় একটি শহর। এই শহরকে পৃথিবীর বিলিয়নিয়ার ক্যাপিটাল হিসেবে গণ্য করা হয় কেননা পৃথিবীর সবথেকে বেশি বিলিয়নিয়ার এই শহরে বসবাস করে থাকে। চীনের বর্তমান রাজধানী বেইজিংয়ের জনসংখ্যা ২০২১ সালে ছিল ২ কোটি ৮ লাখ ৯৬ হাজার ৭২০ জন যা শতকরা ২.০৯% হারে বৃদ্ধি পেয়ে ২০২২ সালের শুরুতে এসে দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৩৩২ জনে। গত এক দশক ধরে শহরটি শতকরা প্রায় ৪৪ ভাগ হারে বর্ধিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধারা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ বেইজিংয়ের জনসংখ্যা হবে প্রায় ৫ কোটি। বেইজিং শহরে বসবাসকারী মানুষের শতকরা ৯৬ ভাগের বেশী নিজেদের হান চাইনিজ হিসেবে দাবি করেন।


৭. কায়রো, মিশর

মিশরের রাজধানী কায়রো আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র শহর। নীল নদের তীরে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানের কারণে এই শহরটিতে চতুর্দশ শতাব্দীর পরে মানব বসতি স্থাপন করে। প্রাচীনকালে মানব নির্মিত সপ্তাশ্চর্য গুলোর মধ্যে টিকে থাকা একমাত্র স্থাপনা গিজার পিরামিড এর অবস্থান এই শহরেই। প্রত্নতাত্ত্বিকদের মতে এই শহরটি কমপক্ষে ৫ হাজার বছর আগে স্থাপিত হয়েছিল। সরকারি হিসেবে ২০২১ সালে কায়রোতে ২ কোটি ১৩ লাখ ২২ হাজার ৭৫০ জন বসবাস করতেন। এই সংখ্যা শতকরা ২% হারে বৃদ্ধি পেয়ে ২০২২ সালে জনসংখ্যা এসে দাঁড়িয়েছে ২ কোটি ১৭ লাখ ৫০ হাজার ২০ জনে।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে ছোট ১০টি দেশ

৬. ঢাকা, বাংলাদেশ

ঢাকা বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর। ষোড়শ শতাব্দীর দিকে বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত ঢাকা শহরটি ঐতিহ্যগতভাবে জনবহুল ও এই অঞ্চলের বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল। এই শহরটিকে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর বলা হয়। জনসংখ্যার ঘনত্বের বিচারে শীর্ষস্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার মাত্র ৩০০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে ২০২১ সালে ২ কোটি ১৪ লাখ ৪১ হাজার ৯০ জন বসবাস করতেন। গত এক বছরে এই সংখ্যা শতকরা ৩.৩৯% হারে বৃদ্ধি পেয়ে ২০২২ সালের শুরুতে এসে দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লাখ ৭৮ হাজার ১১৭ জনে। পৃথিবীর শীর্ষ ১০ জনবহুল  তালিকায় থাকা শহরগুলোর মধ্যে ২০২২ সালে ঢাকার জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। বুড়িগঙ্গা নদীর তীরে ৪০০ বছর আগে স্থাপিত এই শহরটির সংস্কৃতি যেমন গভীর তেমনি বনেদি। তবে শহরে ধনী ও গরিবের মধ্যে তফাতটাও বেশ চোখে পড়ার মতো। IMF এর হিসেবে শহরে থাকা শতকরা ২৮ ভাগ এর বেশি নাগরিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে

৫. মেক্সিকো সিটি, মেক্সিকো

জনবহুল শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। সরকারি হিসাব অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ২০% মানুষ বাস করে এই মেক্সিকো সিটিতে। কয়েক হাজার বছরের ঐতিহ্যসম্পন্ন এই শহরটির বর্তমান আয়তন প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার। এই শহরে ২০২১ সালে ২ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৯৩৬ জন মানুষ বসবাস করতেন। ২০২২ সালের শুরুতে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ ৮৫ হাজার ১৪০ জনে। অর্থাৎ এক বছরে মেক্সিকো সিটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শতকরা ০.৭৫ ভাগ। মজার ব্যাপার হলো স্প্যানিশ ভাষার উৎপত্তি স্পেনে হলেও এই ভাষা ব্যবহারকারীর সংখ্যা হিসেবে বিশ্বের সবচেয়ে স্প্যানিশ জনবহুল শহর এই মেক্সিকো সিটি

আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ


৪. সাও পাওলো, ব্রাজিল

এই তালিকায় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিত্বকারী একমাত্র শহর ব্রাজিলের সাও পাওলো। সাও পাওলো শহরটি ব্রাজিলের বৃহত্তর নগরী। প্রায় ৫০০ বছর আগে স্থাপিত এই শহরটিতে পৃথিবীর বিভিন্ন জাতির মানুষ বসতি স্থাপন করেছে। সেই ধারাবাহিকতায় বর্তমানে এই শহরে ইউরোপ এবং এশিয়ার বংশোদ্ভূত জনসংখ্যা অনেক বেশি। তাই একে অভিবাসীদের শহরও বলা যেতে পারে। অ্যামাজন নদীর কাছাকাছি অবস্থান হওয়ায় শহরে বাতাসের আর্দ্রতা সব সময় বেশি থাকে যার ফলে প্রায়ই এখানে বৃষ্টি হতে দেখা যায় যে কারণে স্থানীয়রা শহরের নাম দিয়েছেন ঝিরিঝিরি বৃষ্টির শহর। সরকারি হিসেবে সাও পাওলো শহরের ২০২১ সালে মোট ২ কোটি ২২ লাখ ৩৭ হাজার ৪৭২ জন মানুষ বসবাস করতেন যে সংখ্যা পরবর্তী এক বছরে শতকরা ০.৮৬ ভাগ হারে বৃদ্ধি পেয়ে ২০২২ সালের শুরুতে এসে দাঁড়িয়েছে ২ কোটি ২৪ লাখ ২৯ হাজার ৮০০ জনে। 

৩. সাংহাই, চীন

সাংহাই বিশ্বের তৃতীয় ও চীনের সর্বাধিক জনবহুল শহর। একই সাথে আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম শহরশহরটি গ্লোবাল ফাইনান্সিয়াল হাব নামেও পরিচিত। এটি বিশ্বের অন্যতম প্রধান অর্থ বাণিজ্য কেন্দ্র। প্রায় সাড়ে চার হাজার বর্গকিলোমিটার আয়তনের এই শহরে বসবাসকারীদের শতকরা ৯৮ ভাগ এর বেশি নিজেদের হান চাইনিজ হিসেবে দাবি করেন। ২০২১ সালের শুরুতে শহরের জনসংখ্যা ছিল ২ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৭২০ জন যা পরবর্তী এক বছরে শতকরা ২.৮২ ভাগ হারে বৃদ্ধি পেয়ে ২০২২ সালের শুরুতে এসে দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ৯০৪ জনে। অথচ ১৯৯০ সালেও এই শহরের জনসংখ্যা ছিল মাত্র ৮ লাখ ২৩ হাজার। চীনের এক শিশু নীতির কারণে এই শহরে প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা মাত্র ১১৩ জন

আরো জানুন: যে ১০টি কারণে বাংলাদেশ সবার থেকে আলাদা

২. দিল্লি, ভারত

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি শহরটি। দিল্লি পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম। ধারণা করা হয় এই শহরটি দ্বাদশ শতকের দিকে তৈরি হয় তবে প্রত্নতাত্ত্বিকদের দাবি অনুযায়ী দিল্লি শহরে বসবাস শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৬০০ বছর আগে। ইতিহাসের বিভিন্ন সময় দিল্লি ছিল বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের রাজধানী। বর্তমানে শহরটির আয়তন প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার। সরকারি হিসেবে ২০২১ সালের শুরুতে দিল্লির জনসংখ্যা ছিল ৩ কোটি ১১ লাখ ৮১ হাজার ৩০৬ জন যা পরবর্তী এক বছরে শতকরা ২.৮৪ ভাগ হারে বৃদ্ধি পেয়ে ২০২২ সালের শুরুতে দিল্লির জনসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৬২৫ জনে। জাতিসংঘের মতে, ১৯৯০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দিল্লির জনসংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো ১৯০১ সালেও দিল্লির জনসংখ্যা ছিল মাত্র ৪ লাখ


১. টোকিও, জাপান

টোকিও জাপানের অন্যতম বৃহত্তম শহর ও রাজধানী। টোকিও শহরটি জাপানের অর্থনীতি, বাণিজ্য, শিল্প, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। টোকিও বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর হলেও এর জনসংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে কেননা টোকিওতে একটি বিশাল বয়স্ক জনগোষ্ঠী রয়েছে। তাই ধারণা করা হয় জনবহুল শহরের তালিকার শীর্ষে এই শহরটি খুব বেশিদিন নাও থাকতে পারে। তবে মজার ব্যাপার হচ্ছে টোকিওর জনসংখ্যা পুরো কানাডার মোট জনসংখ্যার প্রায় সমান। সরকারি হিসেবে ২০২২ সালের শুরুতে টোকিওর মোট নাগরিক সংখ্যা ছিল ৩ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ১২৯ জন। তবে জাপানের অন্যসব শহরের মত টোকিওর জনসংখ্যাও কিন্তু হ্রাস পাচ্ছে কারণ ২০২১ সালের শুরুতে টোকিওর জনসংখ্যা ছিল ৩ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার ৮০৪ জন।

এই ছিল জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০টি শহরের তালিকা। এছাড়াও আপনারা প্রতিনিয়ত আর কোন কোন বিষয়ের উপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আজকের বিষয়টি (সেরা ১০) ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম (জানা-অজানা) অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

প্রশ্নপর্ব

বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি ?

টোকিও বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর। টোকিও জাপানের অন্যতম বৃহত্তম শহর ও রাজধানী। টোকিওর জনসংখ্যা পুরো কানাডার মোট জনসংখ্যার প্রায় সমান।

আয়তনে বিশ্বের বৃহত্তম শহর কোনটি?

চীনের সাংহাই শহর আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শহর। এর আয়তন ৬৩৪০ কিলোমিটার। এটি বিশ্বের অন্যতম প্রধান অর্থ বাণিজ্য কেন্দ্র। শহরটি গ্লোবাল ফাইনান্সিয়াল হাব নামেও পরিচিত।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ?

বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরে ইসরাইলের তেল আবিব শহর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে সিঙ্গাপুর ও ফ্রান্সের প্যারিস। এবং জীবন-যাপনে সবচেয়ে কম ব্যয়বহুল শহর হচ্ছে সিরিয়ার শহর দামেস্ক।

বিশ্বের সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষী শহর কোনটি?

স্প্যানিশ ভাষার উৎপত্তি স্পেনে হলেও বিশ্বের সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষা ব্যবহারকারী মানুষ বসবাস করে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে।

পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি ?

জনসংখ্যার ঘনত্বের বিচারে বাংলাদেশের রাজধানী ঢাকাকে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর বলা হয়। মাত্র ৩০০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে প্রায় ২ কোটি মানুষ বসবাস করে।

পৃথিবীর সবথেকে বেশি বিলিয়নিয়ার কোন শহরে বসবাস করে?

চীনের রাজধানী বেইজিং শহরকে পৃথিবীর বিলিয়নিয়ার ক্যাপিটাল হিসেবে গণ্য করা হয় কেননা পৃথিবীর সবথেকে বেশি বিলিয়নিয়ার এই শহরে বসবাস করে থাকে।

পৃথিবীর সবথেকে বড় বস্তি কোথায় অবস্থিত ?

ভারতের মহারাষ্ট্র প্রদেশের প্রাদেশিক রাজধানী মুম্বাই শহরে পৃথিবীর সবথেকে বড় বস্তি অবস্থিত। এই শহরে যেমন আম্বানি গ্রুপের কর্ণধারদের মত পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিদের বাসভবন রয়েছে তেমনি আবার শতকরা ৪০ ভাগেরও বেশি মানুষ বসবাস করেন বস্তিতে।

পৃথিবীর কোন শহরকে খাদ্যের শহর বলা হয়?

জাপানের কানসাই প্রদেশের অন্তর্ভুক্ত ওসাকা শহর পৃথিবীর ফুট ক্যাপিটাল অথবা খাদ্যের শহর নামে পরিচিত।

বর্তমান পৃথিবীর মোট জনসংখ্যা কত ?

বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় সাড়ে সাতশ কোটিরও বেশি। যার শতকরা প্রায় ৫৫ শতাংশ মানুষ বিভিন্ন শহরে বসবাস করেন।

মেগাসিটি বা মেগাশহর কি ?

মেগাসিটি বলতে সাধারণত সেইসব শহরকে বোঝানো হয় যেসব শহরের জনসংখ্যা এক কোটিরও বেশি। কোন কোন ক্ষেত্রে জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করেও মেগাসিটি তৈরি করা হয়।

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন