পৃথিবীর বিখ্যাত ব্যাক্তিদের কিছু ছবি

বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে আমাদের কমবেশি সবারই কিছু না কিছু কৌতুহল রয়েছে। এই বিখ্যাত মানুষগুলোর মধ্যে ধনী ব্যক্তি, কবি, রাজনীতিবিদ, সংগীতশিল্পী অথবা চিত্রশিল্পী কমবেশি সবারই উপস্থিতি লক্ষ করা যায়। আজ আমরা পৃথিবীর এমনই ১০ জন বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানব এবং সাথে থাকবে তাদের বিখ্যাত অটোগ্রাফ।

১. বিল গেটস 

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস অন্যতম। ১৯৭৭ সালে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে তিনি গ্রেফতার হয়েছিলেন। ১৯৮৬ সালে মাত্র ৩১ বছর বয়সে তিনি বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করে।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ও অটোগ্রাফ
বিল গেটস এর অটোগ্রাফ

২. ব্রুস লি

বিশ্বের ইতিহাসের এক বিস্ময়ের নাম ব্রুস লি। তিনি ১৯৪০ সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে মার্শালাট আর্টিস্ট, পরিচালক, অভিনেতা এবং দার্শনিক। ২০ টিরও বেশি সিনেমায় তিনি শিশু অভিনেতা হিসেবে অভিনয় করেন।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ও অটোগ্রাফ
ব্রুস লির অটোগ্রাফ

৩. লিওনার্দো দা ভিঞ্চি

পৃথিবীর সেরা চিত্রশিল্পীদের স্মরণ করলে জাহান্নাম সবার আগে মনে আসবে তিনি হলেন লিওনার্দো দা ভিঞ্চি। সবার মাঝে তিনি অমর হয়ে আছেন তাঁর বিখ্যাত মোনালিসা চিত্রকর্মের জন্য। তাছাড়া প্রথম বিমান উড্ডয়নের প্রায় ৪০০ বছর আগে তিনি নিজেও আকাশে উড়তে চেয়েছিলেন। তার জন্য নিজে বিমানের কিছু নকশাও তৈরি করেন।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ও অটোগ্রাফ
লিওনার্দো দা ভিঞ্চির অটোগ্রাফ

আরো জানুন: বিশ্বের প্রথম যত আবিষ্কার

৪. ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট এবং বিলিয়নিয়ার ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০১৭ সালে ৭০ বছর বয়সে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দেশটির সর্বোচ্চ পদে বসেন। বিভিন্ন আমেরিকান জরিপে বলা হয়েছে তিনি দেশটির সবচেয়ে নিকৃষ্ট রাষ্ট্রপতিদের মধ্যে একজন। যুবক বয়সে ডোনাল্ড ট্রাম্প দেখতে যথেষ্ট সুদর্শন ছিলেন।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ও অটোগ্রাফ
ডোনাল্ড ট্রাম্প এর অটোগ্রাফ

৫. মোহাম্মদ আলী জিন্নাহ

মোহাম্মদ আলী জিন্নাহর ছিলেন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। একজন বিখ্যাত রাজনীতিবিদ ছাড়াও পেশায় তিনি ছিলেন একজন ব্যারিস্টার। মাজারে কয়েদ হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহর সমাধিস্থল। তার সমাধিফলকে উর্দু সাথে বাংলা ভাষায়ও তার জন্ম মৃত্যু তারিখ লেখা আছে।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ও অটোগ্রাফ
মোহাম্মদ আলী জিন্নাহর অটোগ্রাফ

৬. ওয়াল্ট ডিজনি

পৃথিবীর সবচেয়ে বড় এ্যানিমেশন কোম্পানি ওয়াল্ট ডিজনি ১৯২৩ সালে Walter Elias Disney কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। ডিজনির সবচেয়ে বিখ্যাত ক্যারেক্টার ও মস্কট হচ্ছে মিকি মাউস। কিন্তু মিকি মাউস ডিজনির প্রথম আবিষ্কার না। ডিজনি সর্বপ্রথম তৈরি করে লাকি রেবিটকে। বর্তমানে ডিজনি মুভির প্রথমে যে প্রাসাদ দেখা যায়, পৃথিবীতে এরকম আরো ৬টি প্রাসাদ রয়েছে।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ও অটোগ্রাফ
ওয়াল্ট ডিজনির অটোগ্রাফ

৭. এডলফ হিটলার

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেন এডলফ হিটলার। তিনি ছিলেন জার্মানির নেতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান সেনাপতি। তিনি ১৮৮৯ সালে অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন এবং তার আঁকা চিত্রগুলো ছিল অসাধারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুখে গ্যাস মাস্ক পড়ার জন্য ১৯৩৭ সালে হিটলারকে তার গোঁফ কাটতে হয়েছিল।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ও অটোগ্রাফ
এডলফ হিটলার এর অটোগ্রাফ

আরো জানুন: বিশ্বের বিখ্যাত শহরগুলোর অবাক করা কিছু ছবি

৮. দিয়াগো ম্যারাডোনা

ম্যারাডোনা আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি বস্তিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ছোট গড়নের একজন মানুষ যার উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি। তিনি তার ক্যারিয়ারে চারটি ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেন এবং ১৯৮৬ সালে তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে। ১৯৮৬ সালের বিশ্বকাপের সেমিফাইনালে তার করা ২টি গোলের একটিকে সেরা গোলের মর্যাদা দেয়া হয়েছে।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ও অটোগ্রাফ
দিয়েগো ম্যারাডোনার অটোগ্রাফ

৯. মাইকেল জ্যাকসন

পৃথিবীর সর্বকালের সেরা পপ তারকা মাইকেল জ্যাকসন। তার অ্যালবাম থ্রিলার হচ্ছে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। তিনি ছিলেন একজন পশুপ্রেমী। তিনি পশুদের এতই ভালোবাসতেন যে, তিনি নিজের জন্য একটি চিড়িয়াখানা কিনে নেন। ১৯৮৮ সালে তিনি ভিটিলিগো রোগে আক্রান্ত হন যার ফলে তার ত্বক সাদা হয়ে যায়। তিনি তাঁর জীবদ্দশায় ২ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেন কিন্তু তা ধরে রাখতে পারেননি।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ও অটোগ্রাফ
মাইকেল জ্যাকসন এর অটোগ্রাফ

১০. রোয়ান অ্যাটকিনসন

রোয়ান অ্যাটকিনসন যাকে পৃথিবীর বেশিরভাগ মানুষ মিস্টার বিন নামেই চেনে। ইংল্যান্ডের একটি মধ্যবিত্ত পরিবারে তার জন্ম এবং তাঁর বাবা ছিলেন একজন কৃষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনিই অভিনেতা হতে চাইতেন কিন্তু তার অস্পষ্ট কথার কারণে অনেক টিভি শো তাকে রিজেক্ট করে দেয়। তারপর তিনি নিজেই একটি চালু করেন যাকে এখন সারা বিশ্বের মানুষ মিস্টার বিন নামে চেনে।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ও অটোগ্রাফ
মিস্টার বিন এর অটোগ্রাফ

এই ছিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ১০ ব্যক্তি ও তাদের অটোগ্রাফের ছবি। আজকের বিষয়টি (ছবি ব্লগ) ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

প্রশ্নপর্ব

বিল গেটস কত বছর বয়সে বিলিয়নিয়ার হন?

১৯৮৬ সালে মাত্র ৩১ বছর বয়সে তিনি বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করে।

ব্রুস লি কে ছিলেন ?

ব্রুস লি ছিলেন একাধারে মার্শালাট আর্টিস্ট, পরিচালক, অভিনেতা এবং দার্শনিক। ২০ টিরও বেশি সিনেমায় তিনি শিশু অভিনেতা হিসেবে অভিনয় করেন।

সর্বপ্রথম কে বিমান এর মডেল তৈরি করেন?

প্রথম বিমান উড্ডয়নের প্রায় ৪০০ বছর আগে লিওনার্দো দা ভিঞ্চি আকাশে উড়তে চেয়েছিলেন এবং জন্য নিজে বিমানের কিছু নকশাও তৈরি করেন। যদিও তিনি মোনালিসার চিত্রকর্মের জন্য পৃথিবীতে অমর হয়ে আছে।

আমেরিকার সবচেয়ে নিকৃষ্ট রাষ্ট্রপতি কে ছিলেন?

বিভিন্ন আমেরিকান জরিপে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প দেশটির সবচেয়ে নিকৃষ্ট রাষ্ট্রপতিদের মধ্যে অন্যতম।

পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

মোহাম্মদ আলী জিন্নাহর ছিলেন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ ও পেশায় তিনি ছিলেন একজন ব্যারিস্টার।

পৃথিবীর সবচেয়ে বড় এ্যানিমেশন কোম্পানি কোনটি?

পৃথিবীর সবচেয়ে বড় এ্যানিমেশন কোম্পানি ওয়াল্ট ডিজনি ১৯২৩ সালে Walter Elias Disney কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। ডিজনির সবচেয়ে বিখ্যাত ক্যারেক্টার ও মস্কট হচ্ছে মিকি মাউস।

এডলফ হিটলারের জন্মস্থান কোথায়?

এডলফ হিটলার ১৮৮৯ সালে অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জার্মানির নেতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান সেনাপতি।

দিয়াগো ম্যারাডোনা কয়টি ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেন ?

দিয়াগো ম্যারাডোনা তার ক্যারিয়ারে চারটি ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেন এবং ১৯৮৬ সালে তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে।

মাইকেল জ্যাকসন তাঁর জীবদ্দশায় কত টাকা আয় করেছিলেন?

মাইকেল জ্যাকসন তাঁর জীবদ্দশায় ২ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেন কিন্তু তা ধরে রাখতে পারেননি।

মিস্টার বিন এঁর আসল নামে কি?

মিস্টার বিন কে পৃথিবীর বেশিরভাগ মানুষ মিস্টার বিন নামেই চিনে থাকলেও টার আসল নামে হল রোয়ান অ্যাটকিনসন।

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন