শান্তিপূর্ণ ১০টি দেশ

বর্তমানে পৃথিবীর বেশিরভাগ দেশ নানান রকম সমস্যায় জর্জরিত যা ঐ দেশের বসবাসরত নাগরিকদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে এখনো পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের জীবন যাত্রার মান, শিক্ষাব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, উন্নত চিকিৎসা, বিজ্ঞান-প্রযুক্তি, সমৃদ্ধশালী অর্থনীতি, অপরাধ স্বল্পতা ইত্যাদি বিবেচনা করে তাদেরকে শান্তিপূর্ণ দেশ বলা হয়। এমনকি সেখানকার আবহাওয়া, জলবায়ু ও প্রকৃতি সবই যেন শান্তিপূর্ণ। এই ধরনের ২৩ টি  সূচক এর উপর ভিত্তি করেই প্রতিবছর Global Peace Index (GPI) বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ন দেশের তালিকা প্রকাশ করে থাকে। The Earth Bangla এর সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা জানাবো ২০২২ সালের গ্লোবাল পিচ ইনডেক্স (GPI) রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০টি দেশ সম্পর্কে

১. আইসল্যান্ড (GPI স্কোর ১.১০৭)

জিপিআই স্কোর হিসেবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের নাম হলো আইসল্যান্ড। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দেশের আয়তন ১ লক্ষ ৩ হাজার বর্গকিলোমিটার। আইসল্যান্ড ইউরোপ মহাদেশ অবস্থিত এবং এই দেশের রাজধানীর নাম রিকজাভিক। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক লোকই এই শহরে বসবাস করেন। বিনামূল্যে শিক্ষা এবং ৯৯% শিক্ষার হার সমৃদ্ধ এই দেশটাতে গণতন্ত্রের সর্বোচ্চ সদ্ব্যবহার লক্ষ্য করা যায়। বৈষম্য এবং বিশৃঙ্খলার হার একদম শূন্যের কোটার কাছাকাছি। এই দেশটি পৃথিবীর জনবিরল দেশগুলোর মধ্যেও অন্যতম। এই দেশের কোন সেনাবাহিনী নেই। নিরাপত্তার জন্য রয়েছে শুধুমাত্র একটি কোস্টগার্ড বাহিনী। সামরিক খাতে এই দেশটির খরচ নেই বললেই চলে। এদেশের অপরাধ সংখ্যা এতই কম যে এখানকার পুলিশ বেশিরভাগ সময়ই নিরস্ত্র থাকেন। 

২. নিউজিল্যান্ড (GPI স্কোর ১.২৬৯)

নিউজিল্যান্ড ওশেনিয়া মহাদেশের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র যা অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। দেশটির আয়তন প্রায় ২ লাখ ৭০ হাজার ৫৩৪ বর্গকিলোমিটার এবং রাজধানী ওয়েলিংটন। প্রায় ৫০ লক্ষ জনসংখ্যার দেশটির শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থার কারণে কখনোই রাজনৈতিক বা আন্তর্জাতিক সম্পর্কে উত্তপ্ততা দেখা যায় নি। প্রত্যেক নাগরিকের নিজস্ব মতামত দেয়ার স্বাধীনতা, কম খরচে উন্নত মানের শিক্ষা, স্বাধীন বিচার ব্যবস্থা, নিরাপত্তা এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি দিক বিবেচনা করে নিউজিল্যান্ড পৃথিবীর দ্বিতীয় শান্তিপূর্ণ দেশের স্থান দখল করে নিয়েছে।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে সুন্দর ১০টি দেশ

৩. আয়ারল্যান্ড (GPI স্কোর ১.২৮৮)

আয়ারল্যান্ড ইউরোপের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির আয়তন প্রায় ৭০ হাজার ২৭৩ বর্গকিলোমিটার এবং রাজধানী ডাবলিন যা আয়ারল্যান্ড দ্বীপের সর্ববৃহৎ শহর। লন্ডনকে যেমন ব্যস্ত নগরী মনে হয়, ডাবলিন সে তুলনায় একেবারে শান্ত। আয়ারল্যান্ডের মোট জনসংখ্যা মাত্র ৫০ লাখের কাছাকাছি। এই দেশটি পৃথিবীর শান্তিপূর্ণ দেশের তালিকা ছাড়াও প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর একটি দেশ। এই দেশের নাগরিকদের জীবন যাত্রার মান, শিক্ষাব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, উন্নত চিকিৎসা ও বিজ্ঞান-প্রযুক্তি ইত্যাদি দিক থেকে বিবেচনা করে দেশটিকে পৃথিবীর শান্তিপূর্ণ দেশ তালিকার তৃতীয় স্থানে জায়গা দিয়েছে।

৪. ডেনমার্ক (GPI স্কোর ১.২৯৬)

গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী শান্তিপূর্ণ দেশের তালিকায় চতুর্থ স্থানে আছে স্ক্যানডিনেভিয়ান দেশ ডেনমার্ক। এটি ইউরোপের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। ডেনমার্কে ৪৪৩ টি দ্বীপ রয়েছে, যার মধ্যে ৭৬ টি বসবাসযোগ্য। প্রায় ৪৩ হাজার ৯৪ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দেশে বসবাস করে প্রায় ৬০ লক্ষ মানুষ। দেশটির রাজধানী কোপেনহেগেন। এখানে অপরাধের সংখ্যা খুবই কম। ডেনমার্কের নাগরিকরা বিনামুল্যে চিকিৎসা ও শিক্ষার সুযোগ পেয়ে থাকে। দুর্নীতি কম থাকায় ডেনমার্ককে বিশ্বের অন্যতম সুখী ও শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়।

৫. অস্ট্রিয়া (GPI স্কোর ১.৩০০)

শান্তিপূর্ণ দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া। আল্পস পর্বতমালার উপরে অবস্থিত প্রায় ৮৩ হাজার ৮৫৮ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে বসবাস করে ৮৯ লক্ষ মানুষ। ভিয়েনা দেশটির রাজধানীর এবং অত্যন্ত সমৃদ্ধশালী একটি শহর। দেশের মানুষের মধ্যে অপরাধ প্রবণতা ও নরহত্যার হার প্রায় নেই বললেই চলে। এই দেশের প্রধান জীবিকা মূলত খাদ্য শিল্প, স্টিল কনস্ট্রাকশন, কেমিক্যাল এবং গাড়ি তৈরির ওপর নির্ভরশীল। দেশটির শিক্ষার হার প্রায় ৯৯ শতাংশ। প্রতিবছর সৌন্দর্যের কারণে অনেক পর্যটকরা ভিড় জমান অস্ট্রিয়াতে।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে সুখী ১০টি দেশ

৬. পর্তুগাল (GPI স্কোর ১.৩০১)

বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে পর্তুগাল ষষ্ঠ অবস্থানে রয়েছে। পর্তুগাল ইউরোপের দক্ষিণ-পশ্চিম এর একটি রাষ্ট্র যার আয়তন প্রায় ৯২ হাজার ২১২বর্গকিলোমিটার। এই দেশের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ১০ লক্ষ এবং রাজধানী লিজবন শহর। পর্তুগাল একটি আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী দেশ যেখানে ইউরোপের সর্ব প্রাচীন বিশ্ববিদ্যালয় University of Coimbra এবং বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থাগার অবস্থিত। শান্তি ও নিরাপত্তার দিক দিয়ে অন্যতম ইউরোপের অন্যতম প্রাচীন দেশ পর্তুগাল। উন্নত জীবন ব্যবস্থা, স্বচ্ছ কর ব্যবস্থাপনা, প্রাকৃতিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক দিক বিবেচনায় পর্তুগাল বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ একটি দেশ।

৭. স্লোভেনিয়া (GPI স্কোর ১.৩১৬)

স্লোভেনিয়া মধ্য  ইউরোপের একটি দেশ যার রাজধানীর নাম লিউব্লিয়ানা। প্রায় ২০ হাজার ২৭৩ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে ২০ লক্ষ মানুষের বসবাস। ইউরোপের অন্যান্য প্রতিবেশী দেশের মতো এদেশেরও জীবনযাত্রার মান, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা ও নিরাপত্তা অনেক উন্নত। তাই এদেশে অপরাধের মাত্রা একদম কম এবং এখানকার মানুষেরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ স্বভাবের, যা পর্যটকদের কাছে ভালো লাগার মতো একটি বিষয়। বর্তমানে গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচকে এই দেশটির অবস্থান সপ্তম।

৮. চেক রিপাবলিক (GPI স্কোর ১.৩১৮)

মধ্য ইউরোপের আরেকটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ চেক রিপাবলিক যার আয়তন প্রায় ৭৮ হাজার ৮৬৬ বর্গ কিলোমিটার। এই দেশের জনসংখ্যা প্রায় ১ কোটি ৫৫ লক্ষ এবং দেশটির রাজধানী প্রাগ। অস্ট্রিয়া, জার্মানি, স্লোভাকিয়া এবং পোল্যান্ডের মতো শান্তিপূর্ণ দেশের প্রতিবেশী রাষ্ট্রে চেক রিপাবলিক। নাগরিক ও পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ হওয়ায় এই দেশের প্রধান জীবিকা পর্যটন শিল্প। এছাড়া দেশটিতে সহিংসতা ও দুর্নীতির হারও অনেক কম। দেশটির রাজধানী প্রাগকে ইউরোপের অন্যতম দর্শনীয় শহর বলা হয় এবং সস্তা যোগাযোগব্যবস্থার কারণে এ দেশে পর্যটকদের সংখ্যা চোখে পড়ার মতো।

আরো জানুন: বিশ্বের সেরা ১০ টি রঙিন শহর

৯. সিঙ্গাপুর (GPI স্কোর ১.৩২৬)

সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি সামুদ্রিক দ্বীপ শহর। এই দেশের আয়তন মাত্র ৭২৮ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৫৭ লক্ষ ৮ হাজার। বিগত কিছু বছরের সিঙ্গাপুর পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে। তাই আধুনিক জীবনযাত্রা, উন্নত শিক্ষা ব্যবস্থা ও নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় দেশটি ধনী দেশের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকার নবম স্থানে উঠে এসেছে। এছাড়াও  দেশটিতে প্রতিবছর অসংখ্য পর্যটক ঘুরতে আসেন।

১০. জাপান (GPI স্কোর ১.৩৩৬)

জাপান একটি দ্বীপ রাষ্ট্র যা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে অবস্থিত ৬৮৫২ টি দ্বীপ নিয়ে গঠিত। দেশটির আয়তন প্রায় ৩ লাখ ৭৭ হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় সাড়ে ১২ কোটি। দেশটির  রাজধানী ও বৃহত্তম শহর টোকিও, যা পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর নামে খ্যাত। এটি একটি ভূমিকম্প প্রবণ দেশ যেখানে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরীয় দ্বীপমালা। জাপান তথ্য প্রযুক্তির দিক দিয়ে পৃথিবীর শীর্ষ অবস্থানরত একটি দেশ। তবে সামাজিক ও সামরিক দিক দিয়ে দেশটি বেশ শান্তিপূর্ণ। এই দেশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যোগাযোগের সুব্যবস্থা, সমৃদ্ধশালী অর্থনীতি, অপরাধ স্বল্পতা এবং উন্নত জীবনযাত্রার মান বিবেচনায় জাপান পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের মধ্যে দশম অবস্থান দখল করে নিয়েছে।

তো এই ছিল পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ ১০টি দেশের তালিকা। আজকের মতো আর কোন কোন বিষয়ের উপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আজকের বিষয়টি (সেরা ১০) ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম (জানা-অজানা) অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন