বিশ্বের সবচেয়ে সুখী ১০টি দেশ সম্পর্কে
পৃথিবীতে সুখী দেশের কথা বলা হলে বরাবরই ইউরোপের দেশগুলো অন্য যে কোন দেশ থেকে এগিয়ে থাকে। কেননা একটি দেশের মাথাপিছু জিডিপি, অর্থনীতি, দুর্নীতি, অপরাধের হার, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সেবা, শিক্ষাব্যবস্থা এবং জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে প্রতিবছর জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে। এসব দিক বিবেচনায় ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি প্রায়শই তালিকার শীর্ষে উঠে আসে। তাই ২০২২ এর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে, বিশ্বের সবচেয়ে সুখী ১০টি দেশের মধ্যে ৯টির অবস্থানই ইউরোপ মহাদেশে। The Earth Bangla এর সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা জানাবো ২০২২ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী ১০টি দেশ সম্পর্কে।
১. ফিনল্যান্ড
বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে ফিনল্যান্ড টানা পঞ্চমবারের মতো এই তালিকায় শীর্ষে অবস্থান করছে। ফিনল্যান্ডে প্রাকৃতিক সম্পদের সাথে এর সমুদ্র সৈকত, হ্রদ, দ্বীপ এবং বন রয়েছে। এই দেশের মাথাপিছু জিডিপি, উচ্চ আয়ু, সুস্থ জীবনযাপন, জীবনযাত্রার মান, নিজস্ব মতামত দেয়ার স্বাধীনতা, অপরাধ স্বল্পতা এবং মানবিক উদারতার মতো মানদণ্ডের উপর ভিত্তি করে ৭.৮৪ স্কোর নিয়ে, ফিনল্যান্ড সবচেয়ে সুখী দেশের মধ্যে এক নম্বরে রয়েছে। ফিনল্যান্ডে শিক্ষা একটি জন্মগত অধিকার এবং তা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সেবা হিসেবে বিবেচিত হয়। ৭ থেকে ১৬ বছর বয়সী ছেলেমেয়েদের বিনামূল্যে শিক্ষাদান করে ফিনল্যান্ড সরকার। এছাড়াও ফিনল্যান্ডের তিন নর্ডিক প্রতিবেশী দেশ নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ড পৃথিবীর সুখী দেশের তালিকায় শীর্ষ অবস্থানগুলোতে রয়েছে।
২. ডেনমার্ক
বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা দ্বিতীয় স্থানেই রয়েছে ডেনমার্ক। এটি ইউরোপের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি স্ক্যানডিনেভিয়ান দেশ। এ দেশের মানুষগুলোর মধ্যে শান্তির প্রধান কারণ হিসেবে গবেষকরা বলেন, ডেনমার্কের লোকজন কখনই যুদ্ধবিগ্রহে জড়ান না, তাদের প্রধান লক্ষ্য নিজেদের অর্থনৈতিক দিক। ২০২২ সালে জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে অনুসারে তাদের স্কোর ৭.৬২। ডেনমার্কের স্থিতিশীল সরকার, বিনামূল্যে শিক্ষা প্রদান,স্বাস্থ্যসেবা এবং মানবাধিকারের প্রতি সম্মান এসব বিষয়ের উপর ভিত্তি করে দীর্ঘ সময় ধরে ডেনমার্ক বিশ্বের সুখী দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। এছাড়াও ডেনমার্কের নাগরিকরা অনেক বেশি বন্ধুভাবাপন্ন ও সহযোগী মনমানসিকতা সম্পন্ন।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে সুন্দর ১০টি দেশ
৩. সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড দেশটিকে বলা হয়,পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। অনেকেরই মতে, ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুসারে, ৭.৫৭ স্কোর নিয়ে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলির মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। মূলত এই দেশের মাথাপিছু উচ্চ জিডিপি, নিম্ন দুর্নীতির মাত্রা, উচ্চ জীবনযাত্রার মান এসব কারণে দেশটি ক্রমাগতভাবে বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষে অবস্থান করে।
সাধারণত এই দেশটি সুইচ ব্যাংক, দামি ঘড়ি এবং চকলেটের দেশ হিসাবে আমাদের সবার কাছে পরিচিত হলেও পাহাড়, পর্বত, লেক, ভ্যালি এবং বনাঞ্চলঘেরা এই দেশটি পৃথিবীর বুকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। তাই সুইজারল্যান্ড বিশ্বজুড়ে ভ্রমণপিপাসু মানুষের কাছে অন্যতম গন্তব্য।
৪. আইসল্যান্ড
আইসল্যান্ড ইউরোপ মহাদেশের একটি দ্বীপরাষ্ট্র যা ৭.৫৫ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ সুখী দেশ। এই দেশটিকে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশও বলা হয়ে থাকে। একই সাথে এই দেশটি পৃথিবীর জনবিরল দেশগুলোর মধ্যেও অন্যতম। মূলত আইসল্যান্ডের নিম্ন অপরাধের মাত্রা, উচ্চ জীবনযাত্রার মান, বিনামূল্যে উচ্চ মানের শিক্ষা প্রদান এবং নিম্ন বেকারত্বের হারের জন্যে দেশটি বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে। আইসল্যান্ডে সামাজিক বৈষম্য এবং বিশৃঙ্খলার হার একদম শূন্যের কাছাকাছি। এ দেশের মানুষরা অত্যন্ত অতিথি পরায়ন। সাম্প্রতিক বছরগুলিতে দেশটিতে ভ্রমণকারী লোকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
৫. নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস দেশটি তার আইকনিক টিউলিপ এবং উইন্ডমিলের জন্য পৃথিবী জুড়ে পরিচিত হলেও তাদের উচ্চ মানের শিক্ষা, কম অপরাধের হার এবং উন্নত লাইফ স্টাইল এর জন্য তারা বিশ্বের অন্যতম সুখী দেশের তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুসারে, ৭.৪৬ স্কোর নিয়ে নেদারল্যান্ডস বিশ্বের সুখী দেশগুলির মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। এই দেশ হল্যান্ড নামেও পরিচিত। দেশটি আয়তনে ছোট হলেও অনেক উন্নত একটি দেশ যাদের অর্থনীতির মূল ভিত্তি হল কৃষিকাজ। তাই নেদারল্যান্ডসের প্রথম শ্রেণির ধনীদের অধিকাংশই কৃষক। এই দেশে অপরাধের হার প্রায় শূন্য যার কারণে প্রতিবছর অনেক জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কয়েদির অভাবে। এছাড়াও দেশটির মানুষদের অনেক অতিথিপরায়ণ হিসেবেও সুনাম রয়েছে।
আরো জানুন: বিশ্বের সেরা ১০ টি রঙিন শহর
৬. নরওয়ে
ছবির মতো সুন্দর নিশিত সূর্যের দেশ নরওয়ে। দেশটিতে রয়েছে রূপকথার গল্পের মতো সুন্দর সব সমুদ্রখাত, তুষার ঢাকা বিস্তৃত মালভূমি আর অবিশ্বাস্য সুন্দর সব পর্বতমালা। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুসারে, ৭.৩৯ স্কোর নিয়ে নরওয়ে বিশ্বের সুখী দেশগুলির মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে। ২০১৭ সালের প্রতিবেদনে, নরওয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ছিল, তবে এখন তা ফিনল্যান্ডের দখলে। নরওয়ে বিশ্বের সুখী দেশের তালিকায় আধিপত্য বজায় রাখার প্রধান কারণ হল সামাজিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা। এছাড়াও মাথাপিছু উচ্চ জিডিপি, সর্বজনীন স্বাস্থ্যসেবা, এবং চমৎকার শিক্ষার সুযোগ থাকার কারণে দীর্ঘ সময় ধরে এই দেশ বিশ্বের সুখী দেশ হিসেবে নিজেদের পরিচিতি ধরে রেখেছে।
৭. সুইডেন
সুইজারল্যান্ডের ঠিক বিপরীত দিকে আরেকটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনের অবস্থান। সুইডেন শীতল আবহাওয়া, সুন্দর শহর এবং মরুভূমির সমন্বয়ে গঠিত একটি দেশ। এটি কম দুর্নীতির হার সহ সবচেয়ে স্বচ্ছ দেশগুলির মধ্যে একটি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুসারে, ৭.৩৬ স্কোর নিয়ে সুইডেন বিশ্বের সুখী দেশগুলির মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে। দেশটি গত বছর থেকে এক ধাপ নিচে নেমে সাত নম্বরে নেমে এসেছে কারন অন্যান্য নর্ডিক দেশগুলির তুলনায় সুইডেনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গিয়েছে করোনা মহামারী কারণে। যা এই দেশের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টকে কিছুটা প্রভাবিত করেছে। সামাজিক নিরাপত্তা, উচ্চ আয়ু, মানসম্পন্ন জীবন, সর্বজনীন স্বাস্থ্যসেবা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং ব্যক্তি স্বাধীনতায় উচ্চ স্কোর থাকায় সুইডেন ধারাবাহিকভাবে বিশ্বের সুখী দেশের তালিকার শীর্ষে রয়েছে।
৮. লুক্সেমবার্গ
বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা লুক্সেমবার্গ নতুন একটি দেশ। সাধারণত এই দেশটি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হিসেবেই সারা বিশ্বে পরিচিত। ইউরোপের ছোট্ট এই দেশটি বেলজিয়াম, ফ্রান্স এবং জার্মানির মধ্যে অবস্থিত। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুসারে, ৭.৩২ স্কোর নিয়ে লুক্সেমবার্গ বিশ্বের সুখী দেশগুলির মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে। মূলত উন্নত জীবনযাপন, শক্তিশালী অর্থনীতি, মাথাপিছু আয়, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা, স্বাস্থ্য এসব বিষয়ের উপর নির্ভর করে লুক্সেমবার্গ বিশ্বের শীর্ষ ১০টি সুখী দেশের মধ্যে একটি হয়ে উঠেছে। এছাড়াও লুক্সেমবার্গ ইউরোপের অন্যতম একটি পর্যটন কেন্দ্র যেখানে প্রতিবেশী দেশগুলো থেকে প্রতিদিন অন্তত ২ লক্ষ পর্যটক ঘুরতে আসেন।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০টি দেশ
৯. নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত ওশেনিয়া মহাদেশের একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। সমুদ্র ও সবুজ পাহাড় ঘেরা বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ এটি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুসারে, ৭.২৮ স্কোর নিয়ে নিউজিল্যান্ড বিশ্বের সুখী দেশগুলির মধ্যে নবম অবস্থানে রয়েছে। এটি পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ দেশের মধ্যে একটি। মূলত বাক স্বাধীনতা, উন্নত মানের শিক্ষা, স্বাধীন বিচার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি দিক বিবেচনা করে নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় উঠে এসেছে। এখানে উল্লেখ্য যে, নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী ১০টি দেশের তালিকার মধ্যে একমাত্র দেশ যার অবস্থান ইউরোপে মহাদেশের বাহিরে।
১০. অস্ট্রিয়া
সুখী দেশের তালিকায় দশম স্থানে রয়েছে ইউরোপের আরেকটি সুন্দর দেশ অস্ট্রিয়া। আল্পস পর্বতমালার উপরে অবস্থিত এই দেশের মানুষের মধ্যে অপরাধ প্রবণতা হার প্রায় নেই বললেই চলে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুসারে, ৭.২৭ স্কোর নিয়ে অস্ট্রিয়া বিশ্বের সুখী দেশগুলির মধ্যে দশম অবস্থানে রয়েছে। অস্ট্রিয়া একটি উচ্চ আয়ের দেশ যেখানে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সহ নাগরিকদের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। অপরূপ সুন্দর সবুজ পাহাড়, আদিম হ্রদ, প্রাচীন স্থাপত্য, সংস্কৃতি এবং ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত এই দেশটি। প্রতিবছর সৌন্দর্যের কারণে অনেক পর্যটকরা ভিড় জমান অস্ট্রিয়াতে।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box