পৃথিবীর অজানা কিছু তথ্য (পর্ব-১)

আমাদের এই পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলেছে নানান রকমের অদ্ভুত সব ঘটনা। এর মধ্যে কিছু কিছু ঘটনা আমরা জানতে পারি আবার বেশিরভাগ ঘটনাই আমাদের অজানা থেকে যায়। এমনই জানা-অজানা, অদ্ভুত, রহস্যময়, রোমাঞ্চকর এবং মজার তথ্য নিয়ে The Earth Bangla আপনাদের সামনে নিয়ে এসেছে এক অজানা তথ্যভাণ্ডার যা আপনাদের অবাক করার সাথে সাথে সমৃদ্ধ করবে জ্ঞানের পরিধি। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর অজানা তথ্য ভাণ্ডারের Amazing Fact এর প্রথম পর্বে কি কি রয়েছে আপনাদের জন্য।

অবাক তথ্য ১

অস্ট্রেলিয়া দেশটির কথা শুনলেই আমাদের কল্পনায় চলে আসে ক্যাঙ্গারুর ছবি অথবা অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। কিন্তু অনেকের অজানা একটি তথ্য হল অস্ট্রেলিয়া দেশটিতে প্রায় ১২,০০০ সমুদ্র সৈকত রয়েছে। আপনি যদি প্রতিদিন ১টি করে সমুদ্র সৈকত দেখতে যান, তাহলে সবগুলো দেখতে আপনার কমপক্ষে ৩২ বছর সময় লাগবে। 

অবাক তথ্য

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অ্যালকোহলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিয়ার। পুরো পৃথিবীতে বিয়ার অ্যালকোহল হিসেবে পরিচিত হলেও অদ্ভুত সত্য হল ২০১১ সাল পর্যন্ত রাশিয়াতে বিয়ারকে অ্যালকোহল হিসেবে গণ্য করা হতো না। তারা বিয়ারকে কোক, পেপসি, স্প্রাইট, ৭-আপ এর মতো সাধারণ কোমল পানিয় ভাবতো।

আরো জানুন: পৃথিবীর অজানা কিছু তথ্য (পর্ব-২)

অবাক তথ্য

গরমের সময় আইসক্রিম খেতে কে না পছন্দ করে? কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, মানুষের মত সিংহরাও আইসক্রিম খায়। সেই আইসক্রিম তৈরি হয় রক্ত দিয়ে। যখন অতিরিক্ত গরম পরে, তখন চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিংহকে আইস কিউব খেতে দেয় যা সিংহের শরীরের তাপমাত্রা কিছুটা কমিয়ে রাখে।

Random Facts Bangla
রক্তের আইস কিউব

অবাক তথ্য

বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের মধ্যে কিছু পরিচিত নাম হল জেফ বেজস, বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ। যাদের সকলের বর্তমান সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকার ৮ লক্ষ ৫৮ হাজার ৩৮১ কোটির চেয়েও বেশি। পৃথিবীর শীর্ষস্থানীয় ১০০ জন ব্যক্তি প্রতি বছরে যে পরিমাণ টাকা আয় করে, সেই পরিমাণ টাকা দিয়ে পৃথিবীর সব দারিদ্রতা চারবার শেষ করা সম্ভব

অবাক তথ্য

মনে করুন আপনি অনেক শখ করে এক পাখির মাংস কিনলেন কিন্তু এলাকাবাসী আপনাকে বলল, এই পাখির মাংস খেতে হলে আপনাকে পাথর খাওয়া শিখতে হবে। এমন অদ্ভুত কথা আপনি সচরাচর কোথাও না শুনলেও নিউ গিনি দ্বীপপুঞ্জের মানুষের মুখে অবশ্যই শুনতে পাবেন।

কেননা ঐ অঞ্চলে আপনি পাবেন পৃথিবীর সবচেয়ে শক্ত মাংসের পাখি যার নাম ক্যাসোয়ারি। ক্যাসোয়ারি পাখির মাংস এতটাই শক্ত যে নিউ গিনির মানুষজন বলে থাকে, এই পাখির মাংস রান্না করার সময় সাথে এক টুকরো পাথর দিতে হয় পাথর যখন খাওয়ার উপযোগী হবে, কেবল তখনই এর মাংস খাওয়া যাবে।

অবাক তথ্য

বলা হয়ে থাকে পৃথিবীতে একই চেহারার ৭ জন মানুষ থাকে কিন্তু এই তথ্যের যুক্তিগত কোন ভিত্তি নেই। বংশগত সম্পর্ক বিহীন একই ধরণের চেহারার দুজন মানুষকে বলা হয় Doppelganger। ২০১৫ সালে যুক্তরাজ্যে একটি প্লেনের মধ্যে প্রায় একই রকম চেহারার অপরিচিত দুইজন লোকের দেখা হয় যা দেখে তাদের সহযাত্রীরাও সকলে অবাক হয়ে যায়।

মজার বিষয় হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছাবার পর দেখা যায় কাকতালীয়ভাবে তারা একই হোটেলে উঠেছে। কিন্তু আরও অদ্ভুত ব্যপার হচ্ছে রাতে তাদের মধ্যে একজন স্থানীয় এক পাবে যায় এবং গিয়ে দেখে সেখানেও কাকতালীয়ভাবে তার যমজ বসে আছে!

Random Facts Bangla
সেই অপরিচিত দুই মানুষ
আরো জানুন: পৃথিবীর অজানা কিছু তথ্য (পর্ব-৩)

অবাক তথ্য

Man vs. Wild অনুষ্ঠানটি দেখেনি এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। ২০০৬ সালে শুরু হয়ে ২০১১ সালে শেষ হওয়া এই অনুষ্ঠানটির ৭ টি সিজনে ৭৩ টি এপিসোড শুট করা হয় যেখানে সাধারণ মানুষ এবং সেলিব্রেটিদের নিয়ে অভিযানে যান অনুষ্ঠানটির উপস্থাপক Bear Grylls। বর্তমানে সারা বিশ্বের প্রায় ৮০০ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১২০ কোটি মানুষই এই অনুষ্ঠান দেখে থাকে

অবাক তথ্য

সারা পৃথিবীতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ৭ লক্ষ মানুষ মারা যায়। আর প্রাণীদের ক্ষেত্রে এই মৃত্যু সংখ্যা প্রায় ২০০ কোটি! স্কটল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণী মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সেখানকার স্থানীয় কৃষকেরা এক চমৎকার বুদ্ধি বের করেন। তারা নিজেদের ভেড়াগুলোকে উজ্জ্বল রঙিন রং করার সিদ্ধান্ত নেন যার ফলে আশ্চর্যজনকভাবে সেখানে প্রাণী মৃত্যুর হার অনেক কমে যায়!

Random Facts Bangla
রঙিন ভেড়ার ছবি
আরো জানুন: খেলাধুলা সম্পর্কে অজানা ও অবাক করা ১০টি তথ্য

 অবাক তথ্য ৯

কানাডার এক নারী ম্যারি গ্রামস ২০০৪ সালে পারিবারিক খামারে আগাছা পরিস্কার করার সময় তার ডায়মন্ডের একটি আংটি হারিয়ে ফেলেছিলেন। এক দশকেরও বেশি সময় ধরে তিনি তার স্বামীর কাছে ব্যাপারটি গোপন রাখেন। ২০১৭ সালে তাঁর পুত্রবধূ জমি থেকে গাজর তোলার সময় হঠাৎ দেখলেন গাজরের দেহের সাথে একটি আংটি আটকে আছে। গাজরটি আংটির ভিতর দিয়ে সোজা মাটি ফুঁড়ে উঠে গিয়েছিল। অনেক বছর ধরে ধুলো- ময়লার মধ্যে পড়ে থাকতে থাকতে মাটির নিচে চলে গিয়েছিল আংটিটা।

আংটি হারানোর কথা ম্যারি তার স্বামীকে না জানালেও তার পুত্রকে জানিয়েছিলেন। পুত্রবধূ এ আংটিটি পাওয়ার পর তার স্বামীকে জানালে সে তখন বুঝতে পারে এটি তার মায়ের হারিয়ে যাওয়া সেই ডায়মন্ডের আংটি।

অবাক তথ্য ১০

বিজ্ঞানী স্যার আইজেক নিউটনের নাম জানেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু ব্যক্তি নিউটন সম্পর্কে আমরা কতজনই বা জানি। মানুষ হিসেবে তিনি ছিলেন খুবই রাগী। তার জন্মের ৩ মাস আগেই তার বাবা মারা যায়। মজার ব্যাপার হল স্যার আইজেক নিউটনের বাবার নামও ছিল আইজেক নিউটন। নিউটনের বয়স যখন মাত্র ৩ বছর ছিল তখন তার মা নতুন বিয়ে করেন যা ছোট নিউটন কখনোই মেনে নিতে পারেননি। এজন্য মায়ের সাথে তার সম্পর্ক ভালো ছিল না এবং তিনি তার সৎ বাবাকে খুব ঘৃণা করতেন। তাদের উপর নিউটনের এতটাই রাগ ছিল যে, তিনি ১৯ বছর বয়সে নিজের মা এবং সৎ বাবাকে বাড়িসহ জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন!

তো এই ছিল The Earth Bangla এর Amazing Facts Bangla Series এর প্রথম পর্ব (Episode)। আজকের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শিগ্রই আমারা এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো। পৃথিবীর এরকম অদ্ভুত ও অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

প্রশ্নপর্ব

অস্ট্রেলিয়া কিসের জন্য বিখ্যাত ?

অস্ট্রেলিয়া মূলত তাদের ক্রিকেট টিম ও ক্যাঙ্গারুর জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। তবে অস্ট্রেলিয়ার দেশটিতে প্রায় ১২,০০০ সমুদ্র সৈকত রয়েছে। আপনি যদি প্রতিদিন ১টি করে সমুদ্র সৈকত দেখতে যান, তাহলে সবগুলো দেখতে আপনার কমপক্ষে ৩২ বছর সময় লাগবে।

কোন দেশে অ্যালকোহলকে কোমলপানীয় ভাবে ?

২০১১ সাল পর্যন্ত রাশিয়াতে বিয়ারকে অ্যালকোহল হিসেবে গণ্য করা হতো না। তারা বিয়ারকে কোক, পেপসি, স্প্রাইট, ৭-আপ এর মতো সাধারণ কোমল পানিয় ভাবতো।

কোন প্রাণী রক্তের আইসক্রিম খায় ?

যখন অতিরিক্ত গরম পরে, তখন চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিংহকে রক্তের আইস কিউব খেতে দেয় যা সিংহের শরীরের তাপমাত্রা কিছুটা কমিয়ে রাখে।

কোন পাখির মাংস সবচেয়ে শক্ত ?

পৃথিবীর সবচেয়ে শক্ত পাখির মাংসের নাম ক্যাসোয়ারি। বলা হয়ে থাকে, এই পাখির মাংস রান্না করার সময় সাথে এক টুকরো পাথর দিতে হয়। পাথর যখন খাওয়ার উপযোগী হবে, কেবল তখনই এর মাংস খাওয়া যাবে।

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টিভি শো কোনটি ?

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানটি হলো Man vs. Wild। অনুষ্ঠানটির উপস্থাপক Bear Grylls। বর্তমানে সারা বিশ্বের প্রায় ৮০০ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১২০ কোটি মানুষই এই অনুষ্ঠান দেখে থাকে।

পৃথিবীতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় কত মানুষ মারা যায় ?

সারা পৃথিবীতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ৭ লক্ষ মানুষ মারা যায় এবং প্রাণীদের ক্ষেত্রে এই মৃত্যু সংখ্যা প্রায় ২০০ কোটি !

বিজ্ঞানী নিউটনের বাবার নাম কি ?

বিজ্ঞানী নিউটনের বাবার নামও ছিল আইজ্যাক নিউটন কারণ তার জন্মের তিন মাস আগেই তার বাবা মারা যায়।

Doppelganger কি ?

বংশগত সম্পর্ক বিহীন একই ধরণের চেহারার দুজন মানুষকে বলা হয় Doppelganger।

1 মন্তব্যসমূহ

Please do not Enter any spam comment or Link in the comment Box

  1. আপনি কি দয়া করে আপনার ওয়েবসাইটের থিমের নাম কি জানাবেন প্লিজ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন