পৃথিবীর অজানা কিছু তথ্য (পর্ব-৩)
ধরুন, আপনি একদিন যাতায়াতের উদ্দেশ্যে বাসে উঠলেন। কিন্তু বাস কর্তৃপক্ষ টাকার বদলে আপনার কাছ থেকে প্লাস্টিক জমা নিচ্ছে! আবার ধরুন, একদিন রাস্তায় হঠাৎ আপনি এমন এক পরিছন্নতা কর্মীর দেখা পেলেন যে কিনা প্রকৃতপক্ষে একজন মিলিয়নিয়ার। কিংবা কোন এক জায়গায় ঘুরতে গিয়ে আপনি দেখলেন সেখানে পর্যটকদের ছবি তোলার জন্য বিশাল আকৃতির আকাশের ব্যানার টাঙ্গানো রয়েছে! কেমন হবে বিষয়গুলো? অবিশ্বাস্য মনে হলেও এই ধরণের ঘটনা পৃথিবীর কিছু জায়গায় আপনি দেখতে পাবেন। The Earth Banglar Amazing Fact সিরিজের ষষ্ঠ পর্বে এরকম সব অজানা ও অদ্ভুত তথ্য নিয়ে আমাদের আজকের পর্ব।
অজানা তথ্য ১
সাংকেতিক ভাষা বা প্রতীকী ভাষা হলো সেই ভাষা যেটাতে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিশেষ করে হাত ও বাহু ব্যবহার করে যোগাযোগ করা হয়। সাধারণত মুখের ভাষায় যোগাযোগ করতে অক্ষম হলে সাংকেতিক ভাষা ব্যবহার করা হয়। প্রকৃত সাংকেতিক ভাষা বলতে মূলত আঙ্গুল ও হাতের সূক্ষ্ম নির্দিষ্ট নাড়াচাড়াকে বোঝায়। এখন পর্যন্ত পৃথিবীর ৪১ টি দেশে সাংকেতিক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
অজানা তথ্য ২
২০১৩ সালে রাশিয়ার নোভোসিবির্স্ক (Novosibisrk) শহরে পার্কের কাছে একটি ব্রোঞ্জের ইঁদুরের ভাস্কর্য নির্মান করা হয়। ভাস্কর্যটিতে দেখা যায় গ্রানাইট পাথরের উপর একটি ইঁদুর বসে কাপড় বুননের সূঁচ দিয়ে একটি ডিনএনএ হেলিক্স বুনছে আর এটির নাকের ডগায় একটি চশমা আছে যেরকম চশমা ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক পরীক্ষা করার সময় পরিধান করা হয়। প্রতিবছর ল্যাবরেটরিতে বিভিন্ন ঔষধের কার্যকারিতা পরীক্ষার জন্য ইঁদুরদের ব্যবহার করা হয় যার ফলে অসংখ্য ইঁদুরের প্রাণ যায়। তাই ইঁদুরদের সম্মাননা প্রদর্শনের জন্য এই ভাস্কর্যটি নির্মান করা হয়।
![]() |
নোভোসিবির্স্ক এ অবস্থিত সেই ইঁদুরের ভাস্কর্য |
আরো জানুন: পৃথিবীর অজানা কিছু তথ্য (পর্ব-১)
অজানা তথ্য ৩
Iceland নামক যে দেশটিকে আমরা চিনি সেটির বেশিরভাগ অংশ আসলে সবুজ, আবার Greenland নামক যে দেশটিকে আমরা চিনি সেটির দেশটির বেশিরভাগ অংশ আসলে বরফে ঢাকা। তাহলে এই উল্টো নামকরণের কারণ কি?! বলা হয় যে এক লোক তার পরিবারকে নিয়ে Iceland এর এমন একটি কোণে আশ্রয় নেয় যেখানকার অঞ্চল বরফে ঢাকা ছিল। যার কারণে ঐ লোক তার গৃহপালিত পশুদের খাবার জোগার করতে একটি পাহাড়ের চূড়ায় ওঠে কিন্তু সেখান থেকে লোকটি বরফ ছাড়া আর কিছুই খুঁজে পায়নি তাই সে সবুজে ভরা দেশটির নাম রেখে দেয় Iceland। আবার আরেক লোক Iceland থেকে খুনের অপরাধে বিতারিত হয়ে আশ্রয় নেয় বরফে ঢাকা Greenland এ। লোকটি অন্য মানুষদের এই দেশের প্রতি আকৃষ্ট করে এখানে জনবসতি স্থাপনের জন্য দেশটির নাম রেখে দেয় Greenland অথচ Greenland এর ৮০ শতাংশ জায়গা বরফে ঢাকা!
অজানা তথ্য ৪
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় (Surabaya) বাসগুলোতে যাতায়াতের জন্য টাকার বদলে প্লাস্টিক নেওয়া করা হয়। ২ ঘন্টা যাত্রার জন্য ১০ টি প্লাস্টিক কাপ অথবা ৫ টি প্লাস্টিকের বোতল টার্মিনালে ফেলতে হয় অথবা সরাসরি জমা দিতে হয়। একটি পরিসংখ্যান মতে, সুরাবায়ার ১৫% বর্জ্য পদার্থ হলো প্লাস্টিক এবং একটি বাস দৈনিক ২৫০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করতে পারে। এই প্লাস্টিকগুলো রিসাইকেল করে এর থেকে যা আয় হয় তার একটা অংশ খরচ হয় ঐ যানবাহনগুলো পরিচালনাতে এবং বাকি অংশ খরচ হয় সেই শহরের সবুজায়নে।
অজানা তথ্য ৫
হংকং প্রতি বছর পর্যটন ব্যবসায় ৩৭ বিলিয়ন ডলার রেভিনিউ আয় করে যার অধিকাংশ অর্থ খরচ হয় হংকং এর আকাশ এবং ভিক্টোরিয়া হার্বার এর সাথে ছবি তুলতে আসা পর্যটকদের পেছনে। তাই এই জায়গায় আসার সুযোগ পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। কিছু মানুষের এমনসব দিনে এখানে আসার সুযোগ হয় যখন আকাশ থাকে মেঘলা বা কুয়াশাচ্ছন্ন যার ফলে পর্যটকেরা ছবি তুলতে গিয়ে নানান সমসায় পরে। সরকার এর সমাধান হিসেবে বিশাল আকৃতির আকাশের ব্যানার ব্যবহার করতে পরামর্শ দিয়েছে যাতে পর্যটকেরা মেঘলা বা কুয়াশাচ্ছন্ন দিনেও ভিক্টোরিয়া হার্বারের সাথে হংকংয়ের পরিষ্কার আকাশের ছবি তুলতে পারে।
আরো জানুন: পৃথিবীর অজানা কিছু তথ্য (পর্ব-২)
অজানা তথ্য ৬
আলাদিনের নাম শুনলেই একজন আরবীয় যুবকের ছবি আমাদের চোখে ভেসে ওঠে, তাইনা? অথচ এই যুবক কিন্তু আরবীয় নয়। আলাদিন হচ্ছে একজন চাইনিজ! আসলে আরব্য রজনীর মূল আরবী সংস্করণে আলাদিনের আশ্চর্য প্রদীপ, আলী বাবা ও চল্লিশ চোর অথবা সিনবাদের সমুদ্রযাত্রা এগুলোর কোনটিই ছিল না। এসব মধ্যপ্রাচ্যের লোককাহিনী যা আরব্য রজনীর মাঝে অন্তর্ভুক্ত করেন আঁতোয়ান গ্যালেন্ড ও অন্যান্য ইউরোপীয় অনুবাদকগণ। আলাদিনের গল্পটির প্রথম লাইন ছিলো 'Aladdin was a little Chinese boy' অর্থাৎ এতোদিন আমরা যে আলাদিনকে জেনে এসেছি সে আসলে আরবীয় না, সে হলো চাইনিজ!
অজানা তথ্য ৭
স্ট্যচু অফ লিবার্টির ডিজাইনার ফ্রেডরিক অগাস্ট একটি অনুষ্ঠানে মিশরের কর্তৃপক্ষকে একটি বৃহৎ নারীমূর্তি উপহার দিতে চেয়েছিলেন যার একটি হাত উত্তোলন করে সেটিতে বাতি ধরা থাকবে এবং তার গায়ে থাকবে খসে পরা জামা। কিন্তু শেষ পর্যন্ত মিশরে উপহারটি দেওয়া সম্ভব হয়নি। যার কারণে ফ্রেডরিক অগাস্ট মূর্তিটি আমেরিকাকে উপহার দেওয়ার চেষ্টা করে। আমেরিকা শুরুতে মূর্তিটি নেওয়ার জন্য প্রস্তুত না থাকলেও পরে ১৮৮৬ সালে নিউয়র্ক সিটিতে এটি Statue of Liberty হিসেবে প্রতিষ্ঠিত হয়।
অজানা তথ্য ৮
Yu Youzhen একজন চীনা মিলিয়নিয়ার যার ১৭ টি এপার্টমেন্ট এবং ১.৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি রয়েছে। কিন্তু ৫৩ বছর বয়সী এই মিলিয়নিয়ার নিয়মিত চায়নার একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন এবং মাসিক ১৪২০ চাইনিজ মুদ্রা (২২৭ মার্কিন ডলার) আয় করেন। মিলিয়নিয়ার হওয়ার পরেও তাঁর এই পরিশ্রমের জন্য তিনি চীনে কঠোর পরিশ্রমের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি বলেন "আমি অলসের মতো কেবল বসে থাকতে পারবো না। আমি আমার ছেলে মেয়েদের জন্য আদর্শ হতে চাই"
আরো জানুন: প্রাণীদের সম্পর্কে অজানা ও অদ্ভুত ১০টি তথ্য
অজানা তথ্য ৯
পৃথিবীর সবচেয়ে দামী তরল কি বলুন তো? না, পানি নয়! যা সহজপ্রাপ্য, তার দামও সহজেই কমে যায়! পৃথিবীর সবচেয়ে দামী তরল হলো বৃশ্চিকের বিষ। এই তরলের এক লিটারের দাম ৮৭ কোটি ৫ লক্ষ টাকা! সাধারণত বৃশ্চিক আত্মরক্ষার জন্য এই বিষ ব্যবহার করে যা মানবশরীরে প্রবেশ করলে মৃত্যু অবধারিত। কিন্তু কেন এই তরলের এতো দাম?! এর কারণ একটি বৃশ্চিক সারা বছরে মাত্র ৫ গ্রাম বিষ উৎপাদন করতে পারে এবং শুধু কয়েকটি জাতের বৃশ্চিক থেকেই এই লিকুইড উৎপাদন করা যায়। এছাড়াও এই লিকুইড দিয়ে তৈরি করা হয় বিভিন্ন উচ্চমানের ক্যান্সার প্রতিরোধী ওষুধ বিশেষ করে ব্রেইন ক্যান্সারের জন্য এতে রয়েছে এক বিশেষ ধরনের এন্টি অক্সাইড যা ব্রেন ক্যান্সার নিরাময়ে অত্যন্ত কার্যকরী।
অজানা তথ্য ১০
২২ বার অস্কার বিজয়ী আমেরিকান উদ্যোক্তা ওয়াল্ট ডিজনির (Walt Disney) প্রথম অস্কারজয়ী কার্টুন চরিত্র হলো মিকি মাউস। লাল-কালো কাপড় পরা এই ছোট্ট ইঁদুরটির আইডিয়া তাঁর মাথায় এসেছিলো সিলিংয়ের একটি ইঁদুরকে দেখে। ডিজনি এনিমেশনগুলোর মাসকট হলো এই মিকি মাউস এবং এই কার্টুন চরিত্রটিই কার্টুন জগতে সর্বপ্রথম অস্কার পুরস্কার পায়।
![]() |
মিকি মাউসের ছবি |
তো এই ছিল The Earth Bangla এর Amazing Facts Series এর ষষ্ঠ Episode। আজকের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শিগ্রই আমারা এই সিরিজের নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো। পৃথিবীর এরকম অদ্ভুত ও অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box