পৃথিবীর অজানা কিছু তথ্য (পর্ব-২)
আপনি জানেন কি, ভ্যাসলিনের আবিষ্কারক প্রতিদিন এক চামচ করে ভ্যাসলিন খেতেন! পৃথিবীর বুকে এমন একটি পিরামিড তৈরি করা হচ্ছে যার কাজ শেষ হবে ৩১৮৩ সালে! অদূর ভবিষ্যতে শুধুমাত্র মোবাইল আসক্তদের হাঁটার জন্য রাস্তা তৈরি করা হবে! শুনতে অবাক লাগলেও প্রতিটি কথাই সত্যি! The Earth Banglar Amazing Fact সিরিজের ৫ম পর্বে এরকম সব অজানা ও অবিশ্বাস্য তথ্য নিয়ে আমাদের আজকের পর্ব।
অজানা তথ্য ১
ষড়ভুজ আকৃতির একটি ছোট্ট তুষারকণা, দেখতে কতোই না সুন্দর! অথচ আপনি কি জানেন, পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষের এই তুষারকণা দেখার সুযোগ হয় না। পৃথিবীর দুই মেরুতে যেসব দেশের অবস্থান, কেবল সেগুলোতেই সাধারণত বরফ ঢাকা অঞ্চল পাওয়া যায়। এতো বিপুল সংখ্যক মানুষের তুষার দেখতে না পারার অন্যতম কারণ হল পানিচক্র। কম তাপমাত্রার কারণে পানিচক্র মেরুর দেশগুলোতে তুষারপাত ঘটায়, অন্যদিকে অধিক তাপমাত্রার কারণে পানিচক্র আমাদের মত দেশগুলোতে বৃষ্টি ঘটায়।
অজানা তথ্য ২
বিখ্যাত কমেডিয়ান চার্লি চ্যাপলিন ১৯৭৭ সালে মৃত্যুবরণ করার মাত্র এক বছরের মাথায় তাঁর কফিনটি চুরি হয়ে যায়! রোমান ওয়ারদাস ও গ্যানচো গ্যানেভ নামক দুইজন বেকার লোকের মাথায় তাঁর কফিনটি চুরি করার দুষ্ট বুদ্ধি চাপে। তারা ১৯৭৮ সালে কফিনটি চুরি করে সুইজারল্যান্ডের নোভিল নামক এক জায়গায় মাটির নিচে পুতে রাখে। বিখ্যাত ব্যক্তিদের অঙ্গাংশ চুরি করা যেন তখনকার সময় একটা নেশা হয়ে দাঁড়িয়েছিল। অবশ্য ১৯৭৮ সালেই কফিনটি নোভিল থেকে উদ্ধার করা হয়।
আরো জানুন: পৃথিবীর অজানা কিছু তথ্য (পর্ব-১)
অজানা তথ্য ৩
পৃথিবীর সকল মানুষের মাঝে মাত্র ১০ শতাংশ হলো বাম হাতি। বিশেষজ্ঞদের মতে, জিনগত কিছু বৈশিষ্ট্যের তারতম্যের জন্য এরকম ভিন্নতা লক্ষ্য দেখা যায়। মজার তথ্য হলো পৃথিবীতে কিছু মানুষ এমনও আছে যারা দুটি হাতে একসাথে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এদেরকে বলা হয় মিশ্র-হাতি এবং এদের শতকরা সংখ্যা মাত্র ১%। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও কিন্তু এই বাম-হাতিদের দলে!
অজানা তথ্য ৪
জার্মানির ওয়েমডিং (Wemding) শহরে একটি Time Pyramid তৈরি হচ্ছে। শিল্পী মানফ্রেড লাবের (Manfred Laber) ১২০০ বছর বয়সী ওয়েমডিং শহরটিকে সম্মাননা প্রদর্শনের জন্য এই স্থাপত্যটির পরিকল্পনা গ্রহণ করেছেন। কর্মীরা নির্দিষ্ট নকশা অনুযায়ী প্রতি দশ বছর পরপর একটি করে ব্লক স্থাপন করছে। পিরামিড তৈরির কাজ শুরু হয়েছে ১৯৯৩ সালে। ১২০০ বছর পূর্ণ হলে এর কাজ শেষ হবে ৩১৮৩ সালে! নানান বিতর্ককে এড়িয়ে এর চতুর্থ ব্লকটি বসানো হবে ২০২৩ সালে। জেফ বেজো'র ১০,০০০ বছরের ঘড়ির মতো এটিও একটি শিল্প যা ১২০০ বছরের বাভারিয়ার শহরটিকে সম্মাননা প্রদর্শন করবে।
![]() |
জার্মানিতে অবস্থিত সেই পিরামিড |
অজানা তথ্য ৫
দেবদাস নামক সেই মাতাল ব্যক্তিকে আমরা কে না চিনি?! শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবদাস যার প্রধান চরিত্র পার্বতীর প্রেমে পাগল হয়ে যায়। বিরহকাতর প্রেমিকের চিরায়ত নিদর্শন বলা হয় এই দেবদাসকে। জানা যায় শরৎচন্দ্র এই উপন্যাস নিয়ে দ্বিধায় থাকায় রচনা করার ১৭ বছর পর প্রকাশ করেন উপন্যাসটি। তিনি তাঁর এক বন্ধুকে চিঠিতে লিখেছিলেন ঐ বইটা একেবারে মাতাল হইয়া বোতল খাইয়া লেখা। তবে প্রকাশ হওয়ার পরপর বইটি এমন ঝড় তোলে যে ভারতীয় উপমহাদেশের প্রধান প্রধান ভাষাগুলোতে বইটি অনূদিত হয় এবং এটি নিয়ে ১৯ টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়।
আরো জানুন: খেলাধুলা সম্পর্কে অজানা ও অবাক করা ১০টি তথ্য
অজানা তথ্য ৬
সাধারনত জিন্সের প্যান্টে বড় পকেটগুলার সাথে একটা ছোটো পকেট দেখা যায়। আমরা কেউ কেউ হয়তো এটাতে লিপজেল, কয়েন বা এরকম ছোটখাটো জিনিস রাখি। কিন্তু বেশিরভাগই এই পকেটে কিছুই রাখিনা। কখনও প্রশ্ন জেগেছে যে কেন এই ছোট পকেটটা প্যান্টের সাথে দেওয়া হয়?
আসলে ১৮০০ শতকে কাউবয়রা পকেট ঘড়ি ব্যবহার করতো। শুরুর দিকে তারা তাদের ঘড়িগুলো ওয়েস্ট কোটে রাখতো৷ কিন্তু এতে ঘড়ি ভেঙে যাবার সম্ভাবনা থাকতো। তাই একসময় তারা প্যান্টের মধ্যে ছোট পকেট করে সেটাতে পকেট ঘড়ি রাখতে শুরু করে৷ এখন অবশ্য এসবের চল নেই, কিন্তু ঐতিহ্যের খাতিরে এখনও জিন্স বা গ্যাবার্ডিনের প্যান্টে ছোট্ট একটি পকেট দেখা যায়।
অজানা তথ্য ৭
চীনের অন্যতম একটি বড় শহর হলো Chongqing। আপনি জেনে অবাক হবেন যে, এই শহরে অধিক হারে মোবাইল ফোনে আসক্ত ব্যক্তিদের জন্য একটি পথ তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে মোবাইল লেন (Mobile Lane) । একদল মানুষ যদিও এর বিরোধিতা করেছে কিন্তু এই ধরনের পথ নিয়ে আলোচনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। তাই ব্যপারটি নেহাত ফেলে দেবার নয়। অদূর ভবিষ্যতে এই ধরনের মোবাইল লেন দেখা যেতে পারে আমেরিকার মতো দেশগুলোতে।
![]() |
চীনে মোবাইল আসক্ত ব্যক্তিদের জন্য রাস্তা |
অজানা তথ্য ৮
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তাঁর গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন যা তাঁর প্রতিষ্ঠিত বিশ্বভারতী জাদুঘরে রাখা হয়েছিলো। ২০০৪ সালে এই নোবেল পুরস্কারটি চুরি হয়। একইসাথে চোর রৌপ্যপদক, রূপার রেকাবী, রূপার কফি কাপ, সোনার বোতাম ইত্যাদি বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যেতে সক্ষম হয়। সারা পড়ে যায় পুরো দেশে। তৃণমূল কর্মীরা অনশন শুরু করেন। তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলনে নামে একদল মানুষ। বিশ্বভারতীর উপাচার্য চোরদের উদ্দেশ্য করে বলেন জিনিসগুলো ফিরিয়ে দেয়া হলে তাদের পরিচয় গোপন রাখা হবে। এটা জাতীয় লজ্জা! তবে আজ পর্যন্ত সেই নোবেল পুরস্কার পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে নোবেল চোর নামে একটি চলচিত্রও নির্মিত হয়েছে।
আরো জানুন: প্রাণীদের সম্পর্কে অজানা ও অদ্ভুত ১০টি তথ্য
অজানা তথ্য ৯
রবার্ট অগাস্টাস চিজব্রাফ (Robert Augastas) ছিলেন একজন আমেরিকান রসায়নবিদ। তিনি ভ্যাসলিন (vaseline) পেট্রোলিয়াম জেলি আবিষ্কার করেন যা বর্তমানে আমাদের অতি পরিচিত একটি প্রোডাক্ট। তিনি নিজের স্বাস্থ্য সুরক্ষার মাধ্যম হিসেবে প্রতিদিন এক চামচ করে ভ্যাসলিন খেতেন! এমনকি তাঁর প্লুরিসি নামক রোগ হওয়ার পর তিনি একজন নার্সকে তার সারা শরীরে ভ্যাসলিন মেখে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর অতি শীঘ্র তিনি সুস্থ হয়ে ওঠেন এবং এর কারণস্বরূপ তিনি ভ্যাসলিনের কথা বলেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৯৬ বছর।
অজানা তথ্য ১০
অস্কার চলচ্চিত্র জগতের একটি অন্যতম শ্রেষ্ঠ সম্মাননা। সকল অভিনেতা অভিনেত্রী ও নির্মাতাদের নজর থাকে এই পুরস্কারের দিকে। চলচ্চিত্র জগতে এটিকে নোবেল প্রাইজ বলা হয়ে থাকে। তাই অস্কারকে ঘিরে যে অনুষ্ঠান হয় সেটি নিয়ে সমগ্র বিশ্বে উন্মাদনা তৈরি হয়। অস্কার সাধারণত দামী ধাতুর হয়ে থাকে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর স্বল্পতা ও দাম বেড়ে যাওয়ায় কাঠের অস্কার তৈরি করতে হয়েছিলো। ১৯৩৮ সালে অস্কারের ইতিহাসে কাঠের তৈরি অস্কার তুলে দেওয়া হয়েছিল আমেরিকান অভিনেতা এডগার বার্ডম্যানকে।
তো এই ছিল The Earth Bangla এর Amazing Facts Series এর ৫ম Episode। আজকের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শিগ্রই আমারা এই সিরিজের নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো। পৃথিবীর এরকম অদ্ভুত ও অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box