প্রাণীদের সম্পর্কে অজানা কিছু তথ্য
ধারণা করা হয় আমাদের এই পৃথিবীতে প্রায় ৮৭ লক্ষ প্রাণীর প্রজাতি বসবাস করে যার মধ্যে এখনো ৭৫ লাখ প্রজাতি বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হয়নি। অর্থাৎ পৃথিবীর প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ প্রাণীর তথ্য আমাদের অজানা। Amazing Fact এপিসোড এর দ্বিতীয় পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছে পৃথিবীর বিভিন্ন প্রাণীদের সম্পর্কে অজানা ও অদ্ভুত কিছু তথ্য যা আপনাদের অবাক করার সাথে সাথে সমৃদ্ধ করবে জ্ঞানের পরিধি। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর অজানা তথ্য ভাণ্ডারের Amazing Fact এর দ্বিতীয় পর্বে কি কি রয়েছে আপনাদের জন্য।
অজানা তথ্য ১
প্রজননের উদ্দেশ্যে কোন পশুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া আমাদের পরিচিত দৃশ্য। তবে অপরিচিত দৃশ্য হলো গণ্ডারকে হেলিকপ্টারে করে উল্টো ঝুলিয়ে নিয়ে যাওয়া! অবাক করা হলেও সত্য যে, গণ্ডারকে হেলিকাপ্তারের সাথে উল্টো ঝুলিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের এক পশু চিকিৎসক পরিবহনের এই পদ্ধতি উদ্ভাবন করে 'ইগ নোবেল পুরস্কার' জিতে নিয়েছেন। ইগ নোবেল পুরস্কার দেওয়া হয় হাস্যকর কোনো উদ্ভাবনের ক্ষেত্রে। হাস্যকর হলেও বিজ্ঞানীরা স্বীকৃতি দিয়েছেন এই পদ্ধতিকে৷ কেননা, উল্টো ঝুলিয়ে রাখলে গণ্ডারের শরীরে অক্সিজেনে মাত্রা বেশী থাকে। ফলে গণ্ডার সুস্থ থাকে। আরও মজার ব্যাপার হচ্ছে, পরিবহন এই পদ্ধতি উদ্ভাবনের জন্য ঐ পশু চিকিৎসক পান ১০ ট্রিলিয়ন ডলারের জাল ব্যাংক নোট!
![]() |
গণ্ডারকে হেলিকপ্টারে উল্টো ঝুলিয়ে নেয়া |
আরো জানুন: বিশ্বের অজানা ও অবাক করা ১০টি তথ্য
অজানা তথ্য ২
বন্য পশুদের পোষ মানানো আগের যুগে ছিলো একটি রাজকীয় অভ্যাস। আরবের বড় বড় ব্যক্তিবর্গের চিতাবাঘ পোষার ঘটনা ছিলো অতি পরিচিত ঘটনা। ২০১৫ সালে অবশ্য এই প্রথা বন্ধ করে দেওয়া হয়৷ তবে বন্য প্রাণীদের কখনও কখনও সামাজিক আচরণ করতে দেখা যায়। যেমন একবার এক মা ভাল্লুককে দেখা গেলো রাস্তার পাশে দাড়িয়ে দেখছে কোনো গাড়ি আসে কিনা। কেননা তাকে তার সন্তানদের নিরাপদে রাস্তা পার করাতে হবে!
অজানা তথ্য ৩
পৃথিবীর সবচেয়ে বিপদজনক প্রাণীগুলোর মধ্যে কুমির অন্যতম। সাধারণত এই প্রাণীটির হিংসাত্মক আচরণের কারণে এর সাথে বন্ধুত্ব করা তো দূরে থাক, এর ধারে কাছে যেতেও আমরা ভয় পাই। কিন্তু আজ আপনাদের এমন একটি কুমিরের কথা জানাবো যার অস্তিত্ব এই পৃথিবীতে একটি বিরল দৃষ্টান্ত। কুমিরটির নাম বাবিয়া। ৭০ বছর বয়সী এই কুমিরটি ভারতের কেরালার একটি মন্দিরের পুকুরে থাকে। বাবিয়া সম্পূর্ণ নিরামিষভোজী। এর নিয়মিত খাদ্যতালিকায় আছে ভাত এবং মন্দিরের ভোগ। এমনকি পুকুরের মাছ গুলোকেও কখনো ছুঁয়ে দেখেনি বাবিয়া। মন্দিরের পুরোহিত সেই পুকুরে নেমে নির্দ্বিধায় স্নান করেন, বাবিয়া কখনোই তার কোন ক্ষতি করেনা। দিন দিন বাবিয়ার জনপ্রিয়তা বেড়েই চলেছে। শুধুমাত্র বাবিয়াকে দেখার জন্যই অনেক দর্শনাথী ভিড় জমায় কেরালার সেই মন্দিরে।
অজানা তথ্য ৪
ঘোড়ার পিঠে ঘোড়া! কেমন শোনাচ্ছে কথাটা? একটু উদ্ভট হলেও এই বাস্তবে এমন একটি ঘোড়া জন্মগ্রহণ করেছে United Kingdom এ। ঘোড়াটির কাঁধের কাছে সাদা পশমে একটি ঘোড়ার প্রতিকৃতি আছে। ঘোড়াটি যখন দৌড়ায়,তখন আলাদা একটি বৈচিত্রে দর্শক মুগ্ধ হয়! প্রকৃতির অপার শৈল্পিক এই নিদর্শনে মুগ্ধ হয়ে ঘোড়াটির মালিক Wendy Bulmer ঘোড়াটির নাম রাখেন 'দ্য ভিঞ্চি (De Vinci)'। শিল্পী লিওনার্দো ভিঞ্চির নামের সাথে মিল রেখে এই নাম রাখেন তিনি।
![]() |
দ্য ভিঞ্চি ঘোড়ার ছবি |
অজানা তথ্য ৫
আমরা জানি পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ স্থল। আরও সূক্ষ্ম হিসেব করলে পৃথিবীর জলভাগের পরিমাণ হলো ৭১ শতাংশ এবং এই জলভাগের ৯৬.৫ শতাংশ হলো সমুদ্রের জল! আর পৃথিবীর প্রাণীজগতের প্রায় ৮৫ শতাংশই বাস করে এই লবণাক্ত সমুদ্রের পানিতে! আরও অবাক করা তথ্য হলো, বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা করে অনেককিছু জানলেও এখন পর্যন্ত সমুদ্রজগতের ৯৫ শতাংশই আমাদের জ্ঞানের বাহিরে।
আরো জানুন: বিজ্ঞান সম্পর্কে অজানা ও অবাক করা ১০টি তথ্য
অজানা তথ্য ৬
বালকান লিংক পৃথিবীর অন্যতম সুন্দর এবং বিলুপ্তপ্রায় একটি বেড়াল প্রজাতি। সারা পৃথিবীতে এটি মাত্র ১২০টি আছে বলে ধারণা করা হয়, যার মধ্যে শুধু আলবেনিয়াতে রয়েছে ১৫-২০ টি। সম্প্রতি এটিকে পৃথিবীর বিপন্ন একটি প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরা সাধারণত নিজেদের এলাকা পরিবর্তন করে না। অভিজাত প্রতিষ্ঠানগুলোতে বালকান লিংক প্রজাতি বেড়ালদের আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, তাই টাকার লোভে এদের অতিমাত্রায় শিকার এবং আবাসস্থল ধ্বংস করা এদের বিলুপ্তির অন্যতম কারণ।
অজানা তথ্য ৭
আপনি কি জানেন, স্কটল্যান্ডের জাতীয় প্রাণী ইউনিকর্ন যার বাস্তবে এই পৃথিবীতে কোন অস্তিতই নেই! অবাস্তব কল্পিত এই প্রাণীটি জাতীয় প্রাণীর স্বীকৃতি দেওয়ার পেছনে তেমন কোনো যৌক্তিক কারণ নেই তবে কারণ হিসেবে বলা হয়, স্কটিশ সংস্কৃতির পৌরাণিক কাহিনি আর লোকগাঁথায় ইউনিকর্ন একটি পৌরাণিক চরিত্র৷ মজার ব্যাপার হচ্ছে, ঘোড়ার মতো দেখতে এই প্রাণীর ছবি ছাড়া ‘স্কটিশ কোট’ তৈরি হয় না৷ দ্বাদশ শতক থেকেই স্কটিশ কোটের বাহুতে ইউনিকর্নের ছবি ব্যবহার হয়ে আসছে৷
অজানা তথ্য ৮
অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী হলো ক্যাঙ্গারু। ২০১৬ সালের তথ্যমতে অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার দ্বিগুণ! অর্থাৎ ২৫ মিলিয়ন মানুষের বিপরীতে সেখানে ক্যাঙ্গারু আছে ৫০ মিলিয়ন!! তাই সেদেশের পরিবেশবিদরা বেশী বেশী ক্যাঙ্গারুর মাংস খাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন দেশবাসীকে। কিন্তু জাতীয় প্রাণী হওয়ায় শুচিবায়ুগ্রস্ত মানুষেরা এটিকে খেতে দ্বিধাবোধ করছেন। এছাড়াও উৎপাদন বেড়ে যাওয়ায় বাজার দরও কমে গেছে ক্যাঙ্গারুর। তাই ব্যবসায়ীরা এই মাংসের ব্যবসা করা লাভজনক মনে করছেন না। ফলে সামগ্রীকভাবে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ক্যাঙ্গারু নিয়ে।
আরো জানুন: খেলাধুলা সম্পর্কে অজানা ও অবাক করা ১০টি তথ্য
অজানা তথ্য ৯
আপনারা কি জানেন, পশুরা যেকোনো প্রাকৃতিক দূর্যোগের আভাস মানুষদের অনেক আগেই বুঝতে পারে? ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে বড় বড় প্রাকৃতিক দূর্যোগের আগে পশুদেরকে অস্বাভাবিক আচরণ এবং তাদের বাসস্থান ছেড়ে পালাতে দেখা যায়। ১৯৭৫ সালে চীনের হাইচেং শহরে এরকম একটি অদ্ভুত ঘটনা ঘটে যেখানে শহরের সব কুকুর এবং অন্যান্য পশুরা অস্বাভাবিক আচরণ শুরু করে। শহর কর্তৃপক্ষ সেখানকার ৯০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেয়। তার কিছুক্ষন পর সেই শহরে ৭.৩ মাত্রার একটি ভয়ংকর ভূমিকম্প হয় যেটার কারণে শহরের ৯০ শতাংশ বাড়িই ভেঙ্গে পরে। পশুরা এই দূর্যোগের আভাস পূর্বেই বুঝে ফেলায় সে যাত্রায় অনেক মানুষের জীবন বেচে যায়।
অজানা তথ্য ১০
পরিবেশবিদ লরেন্স এন্থনি (Laurence Anthony) 'দি আর্থ অর্গানাইজেশন' এর প্রতিষ্ঠাতা। তিনি পরিবেশের পাশাপাশি পশুদের খুব ভালবাসতেন। বিশেষ করে হাতি নিয়ে তার কাজের জন্য 'The Elephant Whisperer' উপাধি দেওয়া হয়। তিনি যখন মারা যান তখন এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। তার উদ্ধারকৃত কয়েকটি বন্য হাতি যাদের তিনি বাঁচাতে সাহায্য করেছিলেন, সেই হাতিগুলো তার বাসার সামনে চলে আসে এবং অদ্ভুত আচরণ শুরু করে। সাধারনত হাতিদের স্বজাতির মধ্যে কেউ মারা গেলে হাতিরা এরকম জড়ো হয় এবং এরকম আচরণ করে থাকে।
![]() |
লরেন্স এন্থনি ও তার হাতি |
তো এই ছিল The Earth Bangla এর Amazing Facts Series এর দ্বিতীয় Episode। আজকের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শিগ্রই আমারা এই সিরিজের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো। পৃথিবীর এরকম অদ্ভুত ও অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box