আয়তনে সবচেয়ে বড় ১০টি মুসলিম দেশ
ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বিশ্বব্যাপী প্রায় ১৯০ কোটিরও বেশি মানুষ এই ধর্ম পালন করে। বিশ্বের প্রায় সকল অঞ্চলেই ইসলাম ধর্মের অনুসারীদের দেখতে পাওয়া যায়। এর মধ্যে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বিস্তীর্ণ ভূমি নিয়ে গঠিত, আবার কিছু দেশ খুবই ছোট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। এই দেশগুলো তাদের সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সাথে বিশ্বের বৃহত্তম মসজিদ এবং ইসলামিক কেন্দ্রগুলোর আবাসস্থল। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা জানব আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি মুসলিম দেশ সম্পর্কে।
১. কাজাখস্তান
আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্তান যার মোট আয়তন প্রায় ২৭ লক্ষ ২৪ হাজার ৯০০ বর্গকিলোমিটার। এটি প্রধানত মধ্য এশিয়ায় এবং আংশিকভাবে পূর্ব ইউরোপে অবস্থিত। দেশটির রাজধানীর নাম আস্তানা। সর্বপ্রথম ৮ম শতকে আরব ব্যবসায়ী ও ধর্মপ্রচারকদের মাধ্যমে এই অঞ্চলে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে এবং ১১ শতকের মধ্যে ইসলাম দেশটির প্রভাবশালী ধর্ম হয়ে ওঠে। পরবর্তী ১৯৩৬ সালে কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ হয়। এসময় এই অঞ্চলের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বাঁধা দেওয়া হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর, কাজাখস্তানে ইসলাম ধর্মের পুনঃআবির্ভাব ঘটে এবং উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭৩% মুসলিম।
২. আলজেরিয়া
আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আলজেরিয়া যার মোট আয়তন প্রায় ২৩ লক্ষ ৮১ হাজার ৭৪১ বর্গকিলোমিটার। উত্তর আফ্রিকায় অবস্থিত এই দেশটি আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম মুসলিম দেশ। দেশটির রাজধানীর নাম আলজিয়ার্স। সর্বপ্রথম ৭ম শতকে আরব সেনাবাহিনীর আগমনের মাধ্যমে আলজেরিয়ায় ইসলামের আগমন ঘটে। সময়ের সাথে সাথে এই অঞ্চল আব্বাসীয় খিলাফত, ফাতিমীয় খিলাফত এবং অটোমান সাম্রাজ্য সহ বিভিন্ন ইসলামি সাম্রাজ্য দ্বারা শাসিত হয়। ফলে ধীরে ধীরে এখানকার জনগোষ্ঠীর মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ে এবং ১১ শতকের মধ্যে ইসলাম আলজেরিয়ার একটি প্রধান ধর্ম হয়ে ওঠে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯৯% মুসলিম যার মধ্যে অধিকাংশই সুন্নি মুসলিম।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি ধর্ম
৩. সৌদি আরব
সৌদি আরব বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ যার মোট আয়তন প্রায় ২১ লক্ষ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার। দেশটির রাজধানীর নাম রিয়াদ। সৌদি আরবে ইসলাম ধর্মের ইতিহাস কয়েকশো বছরের পুরনো কেননা এই দেশ থেকেই ইসলাম ধর্মের ইতিহাসের শুরু। এই দেশেই জন্ম নিয়েছিলেন ইসলাম ধর্মের সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (সাঃ)। ৬১০ খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম ফেরেশতা জিবরাঈল (আঃ) এর মাধ্যমে আল্লাহর ওহী লাভ করেন এবং এরপর থেকেই তিনি মক্কায় ইসলাম ধর্মের দাওয়াত দিতে শুরু করেন। কিন্তু সময়ের সাথে সাথে মুহাম্মদ (সাঃ) মক্কায় ক্রমবর্ধমান বিরোধিতার সম্মুখীন হন। যার ফলে ৬২২ খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরতের পর তিনি সে অঞ্চলে ইসলামের দাওয়াত দিতে থাকেন, ফলে সেখানে দ্রুত গতিতে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পায়। এভাবেই মুহাম্মদ (সাঃ) এর মাধ্যমে আরব উপদ্বীপের বেশিরভাগ অংশে ইসলাম ধর্মের আধিপত্য বিস্তার লাভ করে। বর্তমানে সৌদি আরবকে ইসলামের পবিত্রতম স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় যেখানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯৩% মুসলিম।
৪. ইন্দোনেশিয়া
আয়তনের দিক থেকে ইন্দোনেশিয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির আয়তন প্রায় ১৯ লক্ষ ৪ হাজার ৫৬৯ বর্গকিলোমিটার এবং রাজধানী জাকার্তা। ধারণা করা হয়, ১৩ শতকে সুফিবাদ ও বিভিন্ন আরব মুসলিম ব্যবসায়ীদের আগমনে ইন্দোনেশিয়ায় ইসলাম ধর্ম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং ১৬ শতকের মধ্যে জাভা দ্বীপসহ এই অঞ্চলের অনেক অংশে ইসলাম ছড়িয়ে পড়ে। এরপরেও ইসলাম ইন্দোনেশিয়ার সংস্কৃতি এবং পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে যায়। বর্তমানে ইন্দোনেশিয়া হল বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ যেখানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৮৭% মুসলিম।
৫. সুদান
সুদান উত্তর আফ্রিকায় অবস্থিত একটি দেশ যা আয়তনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম মুসলিম দেশ। দেশটির মোট আয়তন প্রায় ১৮ লক্ষ ৬১ হাজার ৪৮৪ বর্গকিলোমিটার এবং রাজধানীর নাম খার্তুম। ৭ম শতকে আরবরা মিশর জয় করার এর প্রতিবেশী দেশগুলোতে ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করে যার মধ্যে সুদান অন্যতম। সেসময় সুদানের উত্তর দিক থেকে বিশেষ করে নীলনদ উপত্যকা বরাবর ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়। পরবর্তী সময়ে দেশটিতে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং ১৬ শতকের মধ্যে ইসলাম এই অঞ্চলের বৃহত্তম ধর্ম হয়ে ওঠে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯৭% মুসলিম।
আরো জানুন: এশিয়া মহাদেশ (প্রধান ধর্মগুলোর জন্মস্থান)
৬. লিবিয়া
আয়তনের দিক থেকে লিবিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মুসলিম দেশ যার মোট আয়তন প্রায় ১৭ লক্ষ ৫৯ হাজার ৫৪১ বর্গকিলোমিটার। এটি উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি দেশ। দেশটির রাজধানীর নাম ত্রিপোলি। ৭ম শতকে আরবরা মিশর জয় করার এর প্রতিবেশী দেশ লিবিয়ার উপকূলীয় অঞ্চলগুলোতে ইসলাম ছড়িয়ে পড়ে এবং ১৬ শতকের মধ্যে ইসলাম এই অঞ্চলের প্রধান ধর্ম হয়ে উঠে। এই সময় ত্রিপোলি ইসলামী সংস্কৃতি ও শিক্ষার একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে। একইসাথে শহরটি ইসলামী চিন্তা ও দর্শন বিকাশে অবদানের জন্য পরিচিত লাভ করে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯৯% মুসলিম।
৭. ইরান
ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম মুসলিম দেশ যার পূর্ব নাম ছিল পারস্য। দেশটির মোট আয়তন প্রায় ১৬ লক্ষ ৪৮ হাজার ১৯৫ বর্গকিলোমিটার এবং রাজধানীর নাম তেহরান। এটি পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি মুসলিম দেশ। ৭ম শতকে রাশিদুন খিলাফতের অধীনে আরব সেনারা পারস্য অর্থাৎ বর্তমান ইরান জয় করে। তবে দেশটির জনগণের ইসলামে রূপান্তর একটি ধীর প্রক্রিয়া ছিল যার জন্য কয়েক শতাব্দী সময় লেগে যায়। এই সময়কালে ইরান ইসলামী সংস্কৃতি ও সভ্যতার একটি স্বতন্ত্র রূপ গড়ে তুলেছিল, যা পারস্য ইসলাম নামে পরিচিত। শুরুর দিকে এই অঞ্চলের বেশিরভাগ মানুষই সুন্নি মুসলিম ছিল। তবে ১৬ এবং ১৭ শতকে সাফাভীয় সাম্রাজ্যের শাসনামলে ইরানে শিয়া মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। যার ফলে ইরান হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বেশি শিয়া মুসলমানদের আবাস্থল। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯৯% মুসলিম যার অধিকাংশই শিয়া মুসলিম।
৮. চাদ
চাদ মধ্য আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ যা আয়তনের দিক থেকে বিশ্বের অষ্টম বৃহত্তম মুসলিম দেশ। দেশটির মোট আয়তন প্রায় ১২ লক্ষ ৮৪ হাজার বর্গকিলোমিটার এবং রাজধানীর নাম এনজামেনা। এই দেশটিতে ইসলামের আগমন ও প্রসারের সঠিক তারিখ বলা কিছুটা কঠিন কেননা অন্যান্য আফ্রিকান দেশগুলোর মত এই দেশে কোন আরবীয় খিলাফতের মাধ্যমে ইসলাম আসেনি। ১৪ শতকে কানেম-বোর্নু সাম্রাজ্যের বিস্তারের মাধ্যমে চাদে সর্বপ্রথম ইসলাম এসেছিল বলে ধারণা করা হয়। ১৯ শতকের শেষে এবং ২০ শতকের প্রথম দিকে চাদের উত্তর ও পূর্ব দিকে ইসলাম ধর্ম বিস্তার লাভ করে। বর্তমানে দেশটির বেশিরভাগ মুসলিম জনসংখ্যা দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বসবাস করে এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় ৫৫% মুসলিম।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি মুসলিম দেশ
৯. নাইজার
আয়তনের দিক থেকে বিশ্বের নবম বৃহত্তম মুসলিম দেশ নাইজার যার মোট আয়তন প্রায় ১২ লক্ষ ৬৭ হাজার বর্গকিলোমিটার। এটি পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ। দেশটির রাজধানীর নাম নিয়ামে। ১৫ শতকের শুরুতে সোনহাই সাম্রাজ্যে এই অঞ্চলে ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বিভিন্ন আরব ব্যবসায়ীদের মাধ্যমে এই অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়। ১৯ শতক এবং ২০ শতকের প্রথম দিকে দেশটিতে ইসলাম একটি প্রভাবশালী ধর্ম হয়ে উঠে। বর্তমানে নাইজারের সংস্কৃতি ও সমাজে ইসলাম কেন্দ্রীক এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯৯% মুসলিম।
১০. মালি
পশ্চিম আফ্রিকার মালি বিশ্বের দশম বৃহত্তম মুসলিম দেশ যার মোট আয়তন প্রায় ১২ লক্ষ ৪০ হাজার ১৯২ বর্গকিলোমিটার। এটি একটি স্থলবেষ্টিত দেশ যার রাজধানীর নাম বামাকো। সর্বপ্রথম ৯ম শতকে আরব ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম এই অঞ্চলে আসে এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তবে দেশটিতে উল্লেখযোগ্য হারে ইসলামের প্রসারের পেছনে তৎকালীন মালি সাম্রাজ্যের রাজা মানসা মূসাকে কৃতিত্ব দেওয়া হয়। তিনি ১৪ শতকে ইসলামকে মালির রাষ্ট্র ধর্ম করেছিলেন এবং এই অঞ্চলে বিভিন্ন বড় মসজিদ নির্মাণ করেছিলেন বলে জানা যায়। পরবর্তী শতাব্দীগুলোতে ইসলাম মালির সাংস্কৃতিক ও রাজনৈতিক দিককে প্রভাবিত করতে থাকে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯৫% মুসলিম।
আরো জানুন: আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ
তো এই ছিল আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি মুসলিম দেশ তালিকা। আজকের মতো আর কোন কোন বিষয়ের উপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আজকের বিষয়টি (সেরা ১০) ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম (জানা-অজানা) অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box