এশিয়া মহাদেশ সম্পর্কে
এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ। সমগ্র পৃথিবীর স্থলভাগের এক-তৃতীয়াংশ এই এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। আয়তন ছাড়াও মহাদেশটি জনবহুল হওয়ায় এর ধর্ম, বর্ণ, জাতি, ভাষা, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্রতা চোখে পড়ার মতো। কেননা এশিয়া মহাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোন মহাদেশে এতটা প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্রতা খুঁজে পাওয়া যায় না। এই মহাদেশ উত্তর আমেরিকা থেকে বোরিং প্রণালী দ্বারা এবং আফ্রিকা মহাদেশ থেকে লোহিত সাগর ও সুয়েজ খাল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। তবে এশিয়া ও ইউরোপ মহাদেশের মধ্যে কোনো জলভাগ না থাকায় একসময় এই দুই মহাদেশ কে একসাথে ইউরোশিয়া বলা হত। The Earth Bangla এর আজকের পর্বে আমরা আপনাদের জানাবো এশিয়া মহাদেশ সম্পর্কে এমনই অজানা ও অবাক করার মত কিছু তথ্য। তার আগে চলুন দেখে নেয়া যাক এক নজরে এশিয়া মহাদেশ সম্পর্কে।
আরো জানুন: (এশিয়া মহাদেশ) (ইউরোপ মহাদেশ) (আফ্রিকা মহাদেশ)
এশিয়া মহাদেশ পরিচিতি
- আয়তন: ৪৪,৫৭৯,০০০ বর্গকিলোমিটার (সবচেয়ে বড় মহাদেশ)
- জনসংখ্যা: ৪৭০ কোটি (সবচেয়ে জনবহুল মহাদেশ)
- জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ১০০ জন
- শতকরা আয়তন: পৃথিবীর মোট আয়তনের ৩০%
- শতকরা জনসংখ্যা: পৃথিবীর মোট জনসংখ্যার ৬০%
- মোট দেশ সংখ্যা: ৫১ টি
- জাতিসংঘ ভুক্ত দেশ: ৪৮ টি
- ধর্ম: ২৬.১% ইসলাম, ২৫.৭% হিন্দু, ১১.৩% বৌদ্ধ, ৭.২% খ্রিষ্টান, ২০% নাস্তিক, ৮.৬% লোকধর্ম এবং ১.২% অন্যান্য।
- বৃহত্তম শহর: হংকং, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, মুম্বাই, কলকাতা, সিউল, সাংহাই, করাচি, বেইজিং, টোকিও, ঢাকা, ব্যাংকক, তেহরান, দোহা, জেরুসালেম, রিয়াদ, দুবাই ও বাগদাদ।
- সবচেয়ে বড় দেশ: রাশিয়া
- সবচেয়ে ছোট দেশ: মালদ্বীপ
- সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ: চীন
- সবচেয়ে কম জনসংখ্যার দেশ: মালদ্বীপ
- সবচেয়ে ধনী দেশ: কাতার
- সবচেয়ে গরিব দেশ: আফগানিস্তান
- সর্বোচ্চ স্থান: মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার উচু)
- সর্বনিম্ন স্থান: মৃত সাগর (সমুদ্র পৃষ্ঠতল থেকে ৪৩০ মিটার নিচে)
- সবচেয়ে জনবহুল শহর: টোকিও
- ভাষার সংখ্যা: ২৩০০ এর বেশি
- সবচেয়ে জনপ্রিয় ভাষা: ম্যান্ডারিন চায়নিজ (প্রায় ১ বিলিয়নের বেশি মানুষ)
- সবচেয়ে দামি মুদ্রা: কুয়েতি দিনার (১ কুয়েতি দিনার= ৩২০ টাকা)
- সবচেয়ে বড় নদী: ইয়াংজি নদী (৬৩০০ কিলোমিটার দীর্ঘ)
- সবচেয়ে বড় সাগর: ফিলিপাইন সাগর
- নোবেল পাওয়া মানুষের সংখ্যা: ৫৯ (প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর)
- মাথাপিছু জিডিপি: $৮,৮৯০ মার্কিন ডলার
- সর্বোচ্চ মাথাপিছু জিডিপির দেশ: সিঙ্গাপুর ($১০২,৭৪২ মার্কিন ডলার)
- ডোমেইন সংকেত: .asia
আরো জানুন: (উত্তর আমেরিকা মহাদেশ) (দক্ষিণ আমেরিকা মহাদেশ) (ওশেনিয়া মহাদেশ)
এশিয়া মহাদেশ সম্পর্কে অজানা তথ্য
এবার তাহলে জেনে নেয়া যাক এশিয়া মহাদেশ সম্পর্কে অজানা ও অবাক করার মত কিছু তথ্য।
- এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ। মহাদেশেটির আয়তন ৪৪,৫৭৯,০০০ বর্গকিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের প্রায় ৩০%। আয়তনের হিসাবে এশিয়া মহাদেশ ইউরোপের ৪ গুণ, অস্ট্রেলিয়ার ৬ গুণ ও আফ্রিকার ২ গুণ। এছাড়া ও মহাদেশটিতে প্রায় ৪৭০কোটি মানুষ বসবাস করে যা পৃথিবীর মোট জনসংখ্যার ৬০%।
- এশিয়া মহাদেশ বিশ্বের সমস্ত প্রধান ধর্মের জন্মস্থান। যেমন হিন্দু ও বৌদ্ধ ধর্মের উৎপত্তিস্থল ভারতে এবং ইহুদি, খ্রিষ্টান ও ইসলাম ধর্মের উৎপত্তিস্থল মধ্যপ্রাচ্যে। এছাড়াও শিখ, চীনের লোকধর্ম ও জাপানের শিন্তো ধর্মের উৎপত্তিস্থল এই এশিয়াতেই।
- এশিয়া মহাদেশে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক বিলিয়নিয়ার রয়েছে। এই মহাদেশের ১০৮৮ বিলিয়নিয়ার এর মধ্যে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বসবাস করে চীন ও ভারতে।
- পৃথিবীতে ৭ হাজারেরও বেশি ভাষা আছে যার মধ্যে এশিয়া মহাদেশ জুড়ে ২৩০০ টিরও বেশি ভাষায় কথা বলা হয়। হিন্দি, উর্দু, বাংলা,সংস্কৃত, ফারসি, আরবি, হিব্রু, তামিল ও ম্যান্ডারিন এশিয়ার কিছু জনপ্রিয় ভাষা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি বলা হয় ম্যান্ডারিন চাইনিজ, যা এশিয়ার মোট জনসংখ্যার ৫১%।
- পৃথিবীর স্থলভাগের সবচেয়ে উচ্চ ও নিম্ন স্থান উভয়ই এশিয়া মহাদেশে পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান মাউন্ট এভারেস্ট এশিয়া মহাদেশের নেপালে এবং সবচেয়ে নিচু স্থান Dead Sea বা মৃত সাগর এশিয়া মহাদেশের ইজরায়েল ও জর্ডানের মাঝখানে অবস্থিত।
- বিশ্বের শীর্ষ ১০টি চাল উৎপাদনকারী দেশের মধ্যে নয়টি দেশই এশিয়া মহাদেশে অবস্থিত। তবে এশিয়া মহাদেশের অধিকাংশ দেশগুলোর প্রধান খাদ্যশস্য চাল। তাই বিশ্বের উৎপাদিত চালের ৯০% চাল এশিয়ার দেশগুলিতেই খাওয়া হয়। এই তালিকার শীর্ষে রয়েছে চীন, ভারত, ভিয়েতনাম, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।
- স্ট্রিট ফুডের ক্ষেত্রে এশিয়াকে সবসময়ই বিশ্বের সেরা অঞ্চল গণ্য করা হয়, যেখানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্ট্রিট ফুড এক নম্বরে রয়েছে।
- পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা এশিয়া মহাদেশের দুবাই শহরে অবস্থিত। তবে এই মহাদেশে আরও অনেক উঁচু ভবন রয়েছে যেমন সাংহাই টাওয়ার, তাইপেই 101, টোকিও স্কাইট্রি এবং ক্লক টাওয়ার।
- এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। তাই এশিয়াতে ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে আইসিসি প্রতি দুই বছর পর পর এশিয়া কাপ টুর্নামেন্ট আয়োজন করে থাকে যা পৃথিবীর অন্য কোন মহাদেশে দেখা যায় না।
- রাশিয়া, তুরস্ক, জর্জিয়া, আজারবাইজান ও কাজিকিস্তান হল এশিয়া মহাদেশের এমন ৫টি দেশ যেগুলো একই সাথে এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত। অর্থাৎ এই দেশগুলোর কিছু অংশ এশিয়াতে এবং কিছু অংশ ইউরোপে রয়েছে। তাই এই দেশগুলোকে ইউরেশিয়ান দেশ বলা হয়।
- পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর জাপানের টোকিও যা এশিয়া মহাদেশে অবস্থিত। এছাড়াও পৃথিবীর শীর্ষ দশটি জনবহুল শহরের মধ্যে ৭টি শহরই এশিয়াতে।
- এশিয়া মহাদেশের একমাত্র খ্রিস্টান দেশ থাইল্যান্ড। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র দেশ যেটি কখনোই ইউরোপীয়দের দ্বারা উপনিবেশিত হয়নি।
- এশিয়া মহাদেশে পৃথিবীর সপ্তম আশ্চর্যের দুইটি আশ্চর্য অবস্থিত। একটি চীনের মহাপ্রাচীর ও অপরটি ভারতের তাজমহল।
- পৃথিবীর একমাত্র কার্বনমুক্ত দেশ হল ভুটান যা এশিয়া মহাদেশ অবস্থিত। কারণ ভুটানের সংবিধান অনুযায়ী দেশটির মোট আয়তনের কমপক্ষে ৬০% বনভূমি রাখতে হবে।
- এশিয়া মহাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাস করে যার সংখ্যা প্রায় ৫০০ মিলিয়নেরও বেশি।
- বিশ্বের সবচেয়ে দীর্ঘ আয়ুর দেশ জাপান যা এশিয়ায় অবস্থিত। যেখানে মহিলাদের গড় আয়ু ৮৭ এবং পুরুষদের ৮১।
- এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া হল বিশ্বের একমাত্র দেশ যেখানে সবচেয়ে বেশি সংখ্যক সক্রিয় আগ্নেয়গিরির রয়েছে যার সংখ্যা ১৫০ টিরও বেশি।
আরো জানুন: (অ্যান্টার্কটিকা মহাদেশ) (জিল্যান্ডিয়া মহাদেশ)
এই ছিল পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও জনবহুল মহাদেশ এশিয়া সম্পর্কে জানা অজানা ও অবাক করার মত কিছু তথ্য।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box