জনসংখ্যায় সবচেয়ে বড় ১০টি মুসলিম দেশ
বিশ্বজুড়ে প্রায় ১৯০ কোটি অনুসারীসহ ইসলাম বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মগুলির মধ্যে একটি। খ্রিস্টধর্মের পরে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। সৌদি আরবের মরুভূমি থেকে ইন্দোনেশিয়ার গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের বিস্তার বিশ্বব্যাপী। এর মধ্যে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতে সর্বোচ্চ সংখ্যক মুসলিম বসবাস করে থাকে। এছাড়া ইউরোপ, উত্তর আমেরিকা এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা রয়েছে। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা জানব জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০টি মুসলিম দেশ সম্পর্কে।
১. ইন্দোনেশিয়া
জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হল ইন্দোনেশিয়া। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এই দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির মোট জনসংখ্যা প্রায় ২৭ কোটি ৭৫ লক্ষ। এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ২২ কোটি ৯০ লক্ষ যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৮৭% যা বর্তমানে পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যার ১২.৭%। দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর জাকার্তা। ধারণা করা হয়, ১৩ শতকে সুফিবাদ ও বিভিন্ন আরব মুসলিম ব্যবসায়ীদের প্রভাবে ইন্দোনেশিয়ায় ধীরে ধীরে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে। এই মুসলিম জনগোষ্ঠীর ৯৮.৮% সুন্নি, ১% শিয়া এবং ০.২% আহমদী মুসলিম। তবে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ হলেও সাংবিধানিকভাবে ইন্দোনেশিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে ১০.৭% খ্রিস্টান, ১.৭% হিন্দু, ০.৮% বৌদ্ধ ও ০.১% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে।
২. পাকিস্তান
জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হল পাকিস্তান। এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি মুসলিম দেশ যার মোট জনসংখ্যা প্রায় ২৪ কোটি ৪ লক্ষ। এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ২০ কোটি যা পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যার ১১.১%। দেশটির রাজধানী ইসলামাবাদ ও সবচেয়ে জনবহুল শহর করাচি। পাকিস্তানে সর্বপ্রথম ইসলামের আবির্ভাব ঘটে ৭১১ খ্রিস্টাব্দে এবং ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ইসলাম ধর্মকে কেন্দ্র করে এই দেশের জন্ম। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৯৬.৫% মুসলিম। এর মধ্যে ৯০% সুন্নি এবং ১০% শিয়া মুসলিম। এছাড়াও দেশটিতে অল্পসংখ্যক আহমদী মুসলিম বসবাস করে, তবে পাকিস্তানের সংবিধান অনুসারে আহমদী মুসলিমদের মুসলমান হিসেবে গণ্য করা হয় না। দেশটির সংখ্যালঘুদের মধ্যে রয়েছে ২.১% হিন্দু, ১.৩% খ্রিস্টান ও ০.১% অন্যান্য ধর্মের লোকজন।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি ধর্ম
৩. ভারত
জনসংখ্যায় বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হল ভারত। একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও ভারতে মুসলমানদের সংখ্যা মোটেও কম নয়। দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই দেশটির মোট জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষ যার মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ১৯ কোটি ৫০ লক্ষ। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ১৪.২% মুসলমান যা পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যার ১০.৯%। দেশটির রাজধানীর নাম নয়াদিল্লি ও সবচেয়ে জনবহুল শহর মুম্বাই। ভারতে ইসলাম প্রসারের ইতিহাস আজ থেকে কয়েকশো বছরের হলেও উপমহাদেশের অভ্যন্তরে ইসলামের আবির্ভাব ঘটে ৭ম শতাব্দীতে সিন্ধু জয়ের মধ্যদিয়ে। এরপর ১২ শতকে মোহাম্মদ ঘুরি সাম্রাজ্যের মাধ্যমে উত্তর ভারতে এবং পাঞ্জাবে ইসলাম ছড়িয়ে পড়ে। বর্তমানে ভারতের অধিকাংশ মুসলিম উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারে বসবাস করে। মুসলিম জনগোষ্ঠী ছাড়াও ভারতে ৭৯.৮% হিন্দু, ২.৩% খ্রিস্টান, ১.৭% শিখ, ০.৭% বৌদ্ধ, ০.৪% জৈন ও ০.৮৮% অন্যান্য ধর্মের মানুষ রয়েছে।
৪. বাংলাদেশ
জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আরও একটি দক্ষিণ এশীয় দেশ যার নাম বাংলাদেশ। প্রায় ১৭ কোটি ২৯ লক্ষ জনসংখ্যার এই দেশটিতে মুসলিমদের সংখ্যা প্রায় ১৫ কোটি ৩৭ লক্ষ। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ৯০.৪% মুসলমান যা পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যার ৯.২%। দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর হল ঢাকা। ৯ম শতাব্দীতে আরব মুসলিম ব্যবসায়ীরা বাংলার উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বাণিজ্যিক সংযোগ স্থাপন করে। এরপর ১৩ শতকের প্রথম দিকে বখতিয়ার খলজি পশ্চিম ও উত্তরবঙ্গের কিছু অংশ জয় করেন এবং বাংলায় প্রথম মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করেন। বর্তমানে সাংবিধানিকভাবে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। দেশটির সংখ্যালঘুদের মধ্যে রয়েছে ৭.৯৫% হিন্দু, ০.৬১% বৌদ্ধ, ০.৩০% খ্রিস্টান ও ০.১২% অন্যান্য ধর্মের মানুষ।
৫. নাইজেরিয়া
নাইজেরিয়া জনসংখ্যায় বিশ্বের পঞ্চম বৃহত্তম মুসলিম দেশ যা পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত। এই দেশটি আফ্রিকা মহাদেশের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। দেশটির মোট জনসংখ্যা ২২ কোটি ৩৮ লক্ষ যার মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ৯ কোটি ৯০ লক্ষ। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ৪৯.৬% মুসলমান এবং পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যার ৫.৩% এই দেশেই বসবাস করে। দেশটির রাজধানী আবুজা ও সবচেয়ে জনবহুল শহর লেগোস। ১১ শতাব্দীতে সর্বপ্রথম নাইজেরিয়ায় ইসলাম ধর্মের প্রবর্তন ঘটে। বর্তমানে নাইজেরিয়া সাংবিধানিকভাবে এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। দেশটিতে ইসলামের পর দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে খ্রিস্টধর্ম। নাইজেরিয়ার বেশিরভাগ মুসলিমরা দেশটির উত্তর দিকে এবং বেশিরভাগ খ্রিস্টানরা দক্ষিণ-পূর্বে দিকে বাস করে।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি মুসলিম দেশ
৬. মিশর
মিশর আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব ও এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি মুসলিম দেশ যা জনসংখ্যায় বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মুসলিম দেশ। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১১ কোটি ২৭ লক্ষ যার মধ্যে ৮ কোটি ৭৫ লক্ষ মুসলিম। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯২.৩৫% মুসলিম এবং পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যার ৪.৯% এই দেশেই বসবাস করে। দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর হল কায়রো। ৬৩৯ থেকে ৬৪৬ খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে। এসময় মিশর এবং মধ্যপ্রাচ্যের বাকি অংশে স্থানীয়রা খ্রিস্টধর্ম থেকে ইসলামে ধর্মে রুপান্তরিত হতে শুরু করে। দেশটির সংখ্যালঘুদের মধ্যে রয়েছে ৯.৬% খ্রিস্টান ও ০.১% অন্যান্য ধর্মের মানুষ।
৭. ইরান
ইরান পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি মুসলিম দেশ যার পূর্ব নাম পারস্য। জনসংখ্যায় এটি বিশ্বের সপ্তম বৃহত্তম মুসলিম দেশ। দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর হল তেহরান। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৮ কোটি ৯১ লক্ষ। এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ৮ কোটি ২৫ লক্ষ। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ৯৯.৪% মুসলমান এবং পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যার ৪.৬%। দেশটির জনসংখ্যার প্রায় ৯০% শিয়া এবং ১০% সুন্নি মুসলিম। জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০টি মুসলিম দেশের তালিকায় ইরানই একমাত্র দেশ যেখানে শিয়া মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। ৭ম শতাব্দীতে রাশিদুন খিলাফতের মাধ্যমে এই অঞ্চল ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করে।
৮. তুরস্ক
জনসংখ্যায় বিশ্বের অষ্টম বৃহত্তম মুসলিম দেশ হল তুরস্ক। এটি পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি দেশ যার মোট জনসংখ্যা প্রায় ৮ কোটি ৫৮ লক্ষ। এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ৭ কোটি ৯৮ লক্ষ যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯৯.২% এবং বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার ৪.৬%। দেশটির রাজধানী আঙ্কারা ও সবচেয়ে জনবহুল শহর ইস্তাম্বুল। ৭ম শতাব্দীর শেষে এবং ৮ম শতাব্দীর শুরুর দিকে আরব সেনারা তুরস্ক জয় করে সেখানে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এরপর ৮ম শতাব্দীর মাঝামাঝি সময়ে আব্বাসীয় খিলাফতের মাধ্যমে এই অঞ্চলে দ্রুত ইসলাম ধর্মের প্রসার ঘটতে শুরু করে। বর্তমানে তুরস্ক মুসলিম বিশ্বের অন্যতম জনবহুল দেশ হলেও সাংবিধানিকভাবে এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
আরো জানুন: আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ
৯. আলজেরিয়া
জনসংখ্যায় বিশ্বের নবম বৃহত্তম মুসলিম দেশ হল আলজেরিয়া যা উত্তর-পশ্চিম আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৪ কোটি ৫৬ লক্ষ এবং মুসলিম জনসংখ্যা প্রায় ৪ কোটি ১২ লক্ষ। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ৯৯% মুসলমান এবং পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যার ২.৭% মানুষের বসবাস এই দেশে। ৬৭০ থেকে ৭১১ খ্রিস্টাব্দের মধ্যে উমাইয়া খিলাফতের অধীনে থাকা আরব সেনারা আলজেরিয়া জয় করে। এরপর থেকে এই অঞ্চলে বিশাল সংখ্যায় মানুষ ধর্মান্তরিত হতে শুরু করে। বর্তমানে আলজেরিয়ায় সংখ্যালঘুদের মধ্যে রয়েছে ইহুদি ও খ্রিস্টধর্মাবলম্বী যারা দেশটির মোট জনসংখ্যার মাত্র ১%।
১০. সুদান
জনসংখ্যায় বিশ্বের দশম বৃহত্তম মুসলিম দেশ হল উত্তর আফ্রিকার দেশ সুদান। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৪ কোটি ৮১ লক্ষ এবং মুসলিম জনসংখ্যা প্রায় ৩ কোটি ৯৫ লক্ষ যা দেশটির মোট জনসংখ্যার ৯৭% এবং পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যার ১.৯%। দেশটির রাজধানী খার্তুম ও সবচেয়ে জনবহুল শহর ওমদুরমান। ৭ম শতাব্দীতে আরবরা মিশর জয় করার পর প্রতিবেশী দেশগুলোতে ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করে যার মধ্যে সুদান অন্যতম। পূর্বে সুদান একটি ইসলামিক রাষ্ট্র ছিল তবে, ২০২০ সালে দেশটি সাংবিধানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানে দেশটিতে সংখ্যালঘুদের মধ্যে রয়েছে ৪.৫% খ্রিস্টান, ২.৮% ঐতিহ্যবাহী আফ্রিকান ধর্ম ও ১% অন্যান্য ধর্মের মানুষ।
আরো জানুন: এশিয়া মহাদেশ (প্রধান ধর্মগুলোর জন্মস্থান)
তো এই ছিল জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০টি মুসলিম দেশের তালিকা। আজকের মতো আর কোন কোন বিষয়ের উপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আজকের বিষয়টি (সেরা ১০) ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম (জানা-অজানা) অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box