বিশ্বের সেরা ১০টি বিমানবন্দর

যাতায়াতের অন্যতম জনপ্রিয় মাধ্যম বিমান এবং দিন দিন পরিবহনে বিমানের ব্যবহার বাড়ছে। তাই অজস্র যাত্রীর কথা বিবেচনা করে বিভিন্ন দেশে উন্নত করা হচ্ছে বিমানবন্দরগুলো যেখানে কার্গো সার্ভিসের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে যাত্রীদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা। এর মধ্যে বিমানবন্দরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, থাকা-খাওয়ার ব্যবস্থা, কেনাকাটার সুবিধা, ডেলিভারি, ইমিগ্রেশন ব্যবস্থা, খরচ ও বিনোদনের ব্যবস্থাসহ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বিশ্বের সেরা বিমানবন্দরগুলো নির্বাচন করা হয়। প্রতিবছর স্কাইট্র্যাক্স নামে একটি প্রতিষ্ঠান বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা নির্ধারণ করে থাকে যারা এসব বিষয়ের উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে জরিপ চালায়। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো, ২০২৩ সালের স্কাইট্র্যাক্স জরিপ অনুযায়ী বিশ্বের সেরা ১০টি বিমানবন্দর সম্পর্কে।

১০. ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট, জার্মানি

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর জার্মানির পঞ্চম বৃহত্তম শহর ফ্রাঙ্কফুর্ট-এ অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর। ফ্রাঙ্কফুর্ট শহর থেকে এর দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এটি প্রায় ৫ হাজার একর জমি জুড়ে বিস্তৃত। এটি জার্মানির সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর, এবং এটি ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর গুলির মধ্যে একটি। এই বিমানবন্দর থেকে বিশ্বের ১০৫টি দেশে যাওয়া যায় তাই এটি বিশ্বের অন্যতম বিমান যোগাযোগের কেন্দ্র। এটি জার্মানি এবং ইউরোপের অন্যান্য অংশের মধ্যে একটি প্রধান সংযোগকারী বিমানবন্দর। এই বিমানবন্দরে টার্মিনাল ও অন্যান্য স্থানে যাতায়াত অত্যন্ত সহজ। যদিও ইমিগ্রেশনের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার অভিযোগ রয়েছে যাত্রীদের। বিমানবন্দরটি জার্মানির অর্থনীতি এবং পর্যটন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ।

৯. নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান

নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর জাপানের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর যা NRT কোড নামেও পরিচিত। এটি টোকিওর পূর্বে নারিতা শহরে অবস্থিত। বিমানবন্দরটির কিছু অংশ শিবায়ামা শহরে অবস্থিত। এছাড়া এই বিমানবন্দর এশিয়া এবং আমেরিকা মহাদেশের মধ্যে বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জাপান এয়ারলাইন্স এবং অল নিপ্পন এয়ারওয়েজ এর মত নামকরা বিমান সংস্থা গুলোর হাব হিসেবে ব্যবহৃত হয় নারিতা। তবে একটি মজার ব্যাপার হচ্ছে, এই বিমানবন্দরের একটি ইন টার্মিনাল ক্যাপসুল হোটেল রয়েছে যার নাম নাইন আওয়ার্স। এই ক্যাপসুল হোটেলের সুবিধা হল যাত্রীরা এখানে নয় ঘন্টা ঘুমানো সুযোগ পেয়ে থাকে। এই বিমানবন্দরটি জাপানের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর যা দেশটির  অর্থনীতি এবং পর্যটন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ১০টি বিমানবন্দর

৮. জুরিখ বিমানবন্দর, সুইজারল্যান্ড

জুরিখ বিমানবন্দর সুইজারল্যান্ডের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। সুইজারল্যান্ডের বাণিজ্যিক নগরী জুরিখ শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে এর অবস্থান। বিশ্বের প্রায় ৬৭টি দেশের ২০৩টি গন্তব্যে এখান থেকে বিমান ছেড়ে যায়। এটি সুইচ এয়ারলাইন্সের প্রধান হাব যেখানে রয়েছে অসংখ্য শুল্কমুক্ত চকলেটের দোকান। সাইকেল এবং স্কেট বোর্ড ভাড়া নেওয়া যায় এই বিমনবন্দর থেকে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের বার ও রেস্তোরাঁ যেখানে বসে বিমানবন্দরটির রানওয়ে অ্যাকশনের সুস্পষ্ট দৃশ্য উপভোগ করা যায়। বিমানবন্দরটিতে একটি আধুনিক ট্রানজিট ব্যবস্থাও রয়েছে যা জুরিখ শহরের প্রধান রেলস্টেশনের সাথে সংযুক্ত। এটি সুইজারল্যান্ডের অর্থনীতি এবং পর্যটন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৭. মিউনিখ বিমানবন্দর, জার্মানি

মিউনিখ বিমানবন্দর জার্মানির মিউনিখ শহরে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর যা ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের পরে যাত্রী চলাচলের হিসেবে জার্মানির দ্বিতীয় ব্যাস্ততম বিমানবন্দর। এটি মিউনিখ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ৩৮৯২ একর জমি জুড়ে বিস্তৃত বিশাল এই বিমানবন্দরটি অনেকটা সিটি সেন্টারের মতো। এখানে ১৫০টি রিটেইল স্টোর রয়েছে যেখানে খাদ্যদ্রব্য ও পানীয় পাওয়া যায়। এছাড়াও ৫০টি স্থান রয়েছে খাওয়া-দাওয়ার জন্য। মিউনিখ বিমানবন্দরটি তার পরিষেবা এবং সুযোগ-সুবিধার জন্য প্রশংসিত। বিমানবন্দরটি জার্মানি এবং ইউরোপের অন্যান্য অংশে ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য।

৬. ইস্তাম্বুল বিমানবন্দর, তুরস্ক

ইস্তাম্বুল বিমানবন্দর তুরস্কের ইস্তাম্বুল শহরের ইউরোপীয় অংশে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এটি তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের প্রধান বিমানবন্দর এবং তুর্কি এয়ারলাইন্সের প্রধান হাব। এই বিমানবন্দরকে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর হিসেবে তৈরির পরিকল্পনা করা হয়েছে যা ২০১৮ সালে প্রথম ধাপে খোলা হয়েছে এবং এটি ইস্তাম্বুলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে আতাতুর্ক বিমানবন্দরের স্থান দখল করে নিয়েছে। বিমানবন্দরটিতে ৯ হাজার সিসিটিভি ক্যামেরা রয়েছে। এছাড়াও ৩৫০০ নিরাপত্তা কর্মী এবং ৭৫০ ইমিগ্রেশন অফিসার সহ মোট ১৮৫০ জন পুলিশ বিমানবন্দরের নিরাপত্তা প্রদান করে। এই বিমানবন্দরের কাজ পুরোপুরি শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর। 

আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি বিমানবন্দর

৫. হংকং আন্তর্জাতিক বিমানবন্দর, হংকং

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর হংকং এর জাতীয় বিমানবন্দর যা ১৯৯৮ সালে কৃত্রিম এক দ্বীপে তৈরি করা হয়। এই বিমানবন্দরটি চেক ল্যাপ কক দ্বীপে অবস্থিত তাই এটি চেক ল্যাপ কোক বিমানবন্দর নামেও পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র যেখানে ৯০ টিরও বেশি এয়ারলাইন্স, ১৮০ টি গন্তব্যে যাওয়ার জন্য এই বিমানবন্দর ব্যবহার করে যার মধ্যে ৪৪ টি হল চীনের মূল ভূখণ্ডে। এছাড়াও বিমানবন্দরটি বিশ্বের সেরা এয়ারপোর্ট ইমিগ্রেশন সেবার জন্য পরিচিত। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরটি একটি আধুনিক বিমানবন্দর যা বিশ্বের সেরা বিমানবন্দর গুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এটি যাত্রীদের জন্য একটি আরামদায়ক এবং আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করে।

৪. ইঞ্চিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ কোরিয়া

ইঞ্চিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ কোরিয়ার বৃহত্তম এবং সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর যা সিউল-ইঞ্চিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামেও পরিচিত। এটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইঞ্চিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের স্থাপত্য শৈলীতে সকলেই বিস্মিত হন। এই বিমানবন্দরে প্রশস্ত ভিআইপি লাউঞ্জ, ইনডোর স্কেটিং রিস্ক এবং একটি  স্পা সহ সকল সুযোগ সুবিধা রয়েছে। এই বিমানবন্দরের সব থেকে অনন্য বিষয় হলো এখান থেকে মাত্র ১৯ মিনিটেই আপনি সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে চড়তে পারেন অথবা বিমান থেকে নেমে গন্তব্যে ফেরার প্রস্তুতিও নিতে পারেন। সব মিলিয়ে এটি বিশ্বের সেরা বিমান বন্দরের মধ্যে অন্যতম।

৩. হানেদা বিমানবন্দর, জাপান

হানেদা বিমানবন্দর জাপানের অন্যতম প্রধান বিমানবন্দর যা সাধারণত টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। এটি এশিয়ার দ্বিতীয় ব্যস্ততম এবং পৃথিবীর চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর। বিমানবন্দরটি জাপানের টোকিও স্টেশন থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হানেদা বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্স পরিষেবা দেয়, যার মধ্যে রয়েছে জাপান এয়ারলাইন্স, অ্যানা এয়ারলাইন্স, এবং অল নিপ্পন এয়ারওয়েজ। বিমানবন্দরটি বিশ্বের বিভিন্ন গন্তব্যের সাথে সংযুক্ত। দক্ষতার সঙ্গে সেবা দেওয়া, পরিচ্ছন্নতা ও কেনাকাটার জন্য সুবিখ্যাত এটি। বিমানবন্দরটিতে একটি বিশাল কেনাকাটা এবং খাবারের জায়গা রয়েছে, যা এটিকে একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ করে তোলে। ২০১৮ সালে এটি বিশ্বের পরিচ্ছন্ন এবং সেরা আভ্যন্তরীণ এয়ারপোর্ট হিসেবে নির্বাচিত হয়।

আরো জানুন: এশিয়ার সবচেয়ে ধনী ১০টি দেশ

২. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কাতারের রাজধানী শহর দোহায় অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর। ২০১৪ সাল থেকে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে এটি কাতারের প্রধান বিমানবন্দর হিসাবে যাত্রা শুরু করে। এটি কাতার এয়ারওয়েজের তত্ত্বাবধানে পরিচালিত একটি বিমানবন্দর। স্থাপত্যের দিক থেকে এটি অন্যতম সেরা বিমানবন্দর এবং বিশ্বের ফাইভ স্টার এয়ারপোর্টগুলোর একটি। অবকাশ যাপনের জন্য একটি ফাইভ স্টার হোটেলের মতো ফিটনেস সেন্টার, স্কোয়াশ কোর্ট এবং একটি ইনডোর সুইমিংপুল রয়েছে। এছাড়াও এই বিমানবন্দরটি উন্নত যাত্রীসেবা প্রদানের দিক থেকে সব সময় এগিয়ে থাকে যেখানে রয়েছে যাত্রীদের পছন্দ মত লাউঞ্জ ব্যবস্থা এবং শিশুদের বিনোদনের জন্য বিশেষ সুবিধা। বছরে প্রায় ৩০ মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরটি ব্যবহার করে। 

১. চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর

চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যা গত দুই দশকে ১২ বার বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব অর্জন করেছে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে বিশ্বের প্রায় ২০০টি গন্তব্যে বিমান যাতায়াত করে। ৮০টি আন্তর্জাতিক এয়ারলাইন্সের মাধ্যমে সপ্তাহে প্রায় ৫ হাজার উড্ডয়ন এবং অবতরণ হয় এই বিমানবন্দরে। এই বিমানবন্দরটিতে ৪টি টার্মিনাল রয়েছে যার মধ্যে চতুর্থ টার্মিনালটি অটোমেশন পদ্ধতিতে পরিচালিত হয়। যাত্রীদের ভোগান্তি কমাতে ইমিগ্রেশন পদ্ধতি অটোমেশনের মাধ্যমে সম্পাদিত হয়। এছাড়াও বিমানবন্দরটি তাদের স্থাপত্যশৈলী জন্য অত্যন্ত জনপ্রিয়। এখানে রয়েছে কৃত্রিম জলপ্রপাত, বাগান, ওপেন এয়ার ডেক ও বিভিন্ন ধরনের রেস্তোরাঁ। বিমানবন্দর জুড়ে রয়েছে সানফ্লাওয়ার গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন ও ছাদের উপর একটি সুইমিং পুল। বিমানবন্দরটি এখন পর্যন্ত ৫০০ এরও বেশি অ্যাওয়ার্ড অর্জন করেছে।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন