আয়তনে ইউরোপের বড় ১০টি দেশ

প্রায় ১ কোটি ১ লক্ষ ৮০ হাজার বর্গকিলোমিটার আয়তন নিয়ে ইউরোপ বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ। তবে ইতিহাসগত দিক থেকে এই মহাদেশটি খুবই গুরুত্বপূর্ণ। এই মহাদেশ থেকেই গ্রীক, রোমান, বাইজেন্টাইন এবং রেনেসাঁ সভ্যতাগুলির উত্থান ঘটে। পৃথিবীর সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এই মহাদেশেই, যা বিশ্বকে আধুনিক যুগে প্রবেশ করায়। বর্তমান সময়ে ইউরোপ বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র। এছাড়াও ইউরোপ উচ্চ জীবনযাত্রার মান, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা রক্ষার জন্য পুরো বিশ্বে সুপরিচিত। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো আয়তনে ইউরোপের সবচেয়ে বড় ১০টি দেশ সম্পর্কে।

১০. ইতালি

ইতালি ইউরোপের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ যা ইউরোপের দশম বৃহত্তম দেশ। ইতালির উত্তরে আল্পস পর্বতমালা অবস্থিত, যা দেশটিকে ইউরোপ মহাদেশ থেকে আলাদা করে। মধ্য ইতালিতে উপত্যকা ও পাহাড় এবং দক্ষিণে উপকূলরেখা বরাবর অনেকগুলো দ্বীপ রয়েছে, যার মধ্যে সিসিলি এবং সারদিনিয়া দ্বীপ সবচেয়ে বড়। ইতালি একটি আন্তঃমহাদেশীয় দেশ। দেশটির মোট আয়তন ৩ লক্ষ ১ হাজার ৩৪০ বর্গকিলোমিটার। এর মধ্যে ইউরোপ মহাদেশে আয়তন ৩ লক্ষ ১ হাজার ৩১৮ বর্গকিলোমিটার যা মহাদেশটির মোট আয়তনের ৩.০%। ইতালির সিসিলি দ্বীপের দক্ষিণে বেশ কয়েকটি ছোট দ্বীপ রয়েছে যেগুলো তিউনিসিয়ার নিকটবর্তী হওয়ার কারণে আফ্রিকা মহাদেশের অংশ হিসাবে বিবেচিত হয়। ইতালির মূল ভূখণ্ডের প্রায় পুরোটাই পার্বত্য অঞ্চলে ঘেরা। দেশটির বৃহত্তম শহর ও রাজধানী রোম এবং জনসংখ্যা প্রায় ৫ কোটির বেশি। এছাড়াও অস্ট্রিয়া, ফ্রান্স, সান মারিনো, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড এবং ভ্যাটিকান সিটির সাথে ইতালির স্থল সীমানা রয়েছে। 

৯. পোল্যান্ড

মধ্য ইউরোপে অবস্থিত পোল্যান্ড ইউরোপের একটি ঐতিহাসিক রাষ্ট্র। দেশটির আয়তন ৩ লক্ষ ১২ হাজার ৭০০ বর্গকিলোমিটার যা ইউরোপের নবম বৃহত্তম দেশ। দেশটি ইউরোপ মহাদেশের মোট আয়তনের ৩.১%। পোল্যান্ডের উত্তর-পূর্বে রাশিয়া এবং লিথুয়ানিয়া, পূর্বে বেলারুশ এবং ইউক্রেন, দক্ষিণে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া, পশ্চিমে জার্মানি এবং উত্তরে বাল্টিক সাগর অবস্থিত।  দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী ওয়ারশ। পোল্যান্ডের ভূখণ্ডটি বেশ বৈচিত্র্যময়। এর উত্তরে সমুদ্র সৈকত, দক্ষিণে বিশাল উঁচু পর্বতমালা এবং মধ্যভাগে রয়েছে সমভূমি যা বেশিরভাগ জনগণের আবাসস্থল। ৩ কোটির অধিক জনসংখ্যার এই দেশটি ইউরোপের অন্যতম পর্যটন আকর্ষণ। 

আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ

৮. নরওয়ে

নরওয়ে উত্তর ইউরোপে অবস্থিত একটি নর্ডিক দেশ যার মোট আয়তন ৩ লক্ষ ৮৫ হাজার ২০৭ বর্গকিলোমিটার। তবে ইউরোপ মহাদেশে দেশটির আয়তন ৩ লক্ষ ২৩ হাজার ৭৭২ বর্গকিলোমিটার যা মহাদেশটির মোট আয়তনের ৩.২% দখল করে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বোভেত দ্বীপ নামক একটি জনমানবহীন দ্বীপ নরওয়ে দ্বারা পরিচালিত হয় যা এই দেশকে একটি আন্তঃমহাদেশীয় দেশে পরিণত করে। বর্তমানে নরওয়ে ইউরোপের অষ্টম বৃহত্তম দেশ। দেশটির পূর্ব দিকে সুইডেন, উত্তর-পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া, দক্ষিণে স্কাগেরাক প্রণালী অবস্থিত। দেশটির জনসংখ্যা প্রায় ৫৪ লক্ষ। এর মধ্যে প্রায় ১০ লক্ষ জনসংখ্যা নরওয়ের রাজধানী অসলো শহরে বাস করে। 

৭. ফিনল্যান্ড

ফিনল্যান্ড উত্তর ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি দেশ যা ইউরোপের সপ্তম বৃহত্তম দেশ। এটি একটি নর্ডিক দেশ যার আয়তন ৩ লক্ষ ৩৮ হাজার ১৪৫ বর্গকিলোমিটার। এটি ইউরোপের মোট আয়তনের ৩.৪%। ফিনল্যান্ডের উত্তর-পশ্চিমে সুইডেন, উত্তরে নরওয়ে, পূর্বে রাশিয়া, দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর এবং পশ্চিমে বথনিয়া উপসাগর অবস্থিত। ফিনল্যান্ডের বেশিরভাগ এলাকা জুড়ে রয়েছে বনভূমি। দেশটির জনসংখ্যা প্রায় ৫৬ লক্ষ যার বেশিরভাগ দেশটির মধ্যভাগে সমভূমি অঞ্চলে বাস করে। দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর হল হেলসিঙ্কি। ফিনল্যান্ড একটি সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির দেশ। দেশটিতে অনেক বিশ্বখ্যাত ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান রয়েছে যা দেশটির প্রধান পর্যটন আকর্ষণগুলোর মধ্যে অন্যতম।

৬. জার্মানি 

জার্মানি ইউরোপের মধ্যভাগে অবস্থিত একটি রাষ্ট্র। জার্মানির পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, পশ্চিমে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম ও নেদারল্যান্ড্‌স, উত্তরে ডেনমার্ক এবং দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অবস্থিত। দেশটির আয়তন ৩ লক্ষ ৫৭ হাজার ৬০০ বর্গকিলোমিটার যা দেশটিকে ইউরোপের ষষ্ঠ বৃহত্তম দেশ করেছে। জার্মানি ইউরোপের মোট আয়তনের ৩.৬%। আয়তনের পাশাপাশি প্রায় সাড়ে ৮ কোটি জনসংখ্যা নিয়ে জার্মানি ইউরোপের ২য় জনবহুল দেশ। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন। এছাড়াও জার্মানি বিশ্বের বৃহত্তম অর্থনীতির মধ্যে একটি। এই দেশটি ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, এবং জি-৭ এর একটি গুরুত্বপূর্ণ সদস্য।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে ছোট ১০টি দেশ

৫. সুইডেন

সুইডেন আয়তনে ইউরোপের পঞ্চম বৃহত্তম এবং পৃথিবীর বৃহত্তম নর্ডিক দেশ যা উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত। দেশটির আয়তন ৪ লক্ষ ৫০ হাজার ২৯৫ বর্গকিলোমিটার যা ইউরোপ মহাদেশের মোট আয়তনের ৪.৪%। দেশটি পশ্চিমে ও উত্তরে নরওয়ে, পূর্বে ফিনল্যান্ড এবং দক্ষিণ-পশ্চিমে ওরেসুন্দ সেতুর মাধ্যমে ডেনমার্কের সাথে সংযুক্ত। দেশটির রাজধানী এবং সর্ববৃহৎ শহর হল স্টকহোম। মাত্র ১ কোটি জনসংখ্যা নিয়ে সুইডেন ইউরোপের অন্যতম কম ঘনবসতির দেশ। এই দেশের বেশিরভাগ জনসংখ্যাই শহরকেন্দ্রিক। সুইডেন এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে পুরো বিশ্বজুড়ে পরিচিত। 

৪. স্পেন

আয়তনের বিচারে স্পেন ইউরোপের ৪র্থ বৃহত্তম যা ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত। স্পেন একটি আন্তঃমহাদেশীয় দেশ যার মূল ভূখণ্ড ইউরোপে এবং কিছু অঞ্চল আফ্রিকা মহাদেশে অবস্থিত। দেশটির মোট আয়তন ৫ লক্ষ ৫ হাজার ৯৯৪ বর্গকিলোমিটার। এর মধ্যে ইউরোপে এর আয়তন ৪ লক্ষ ৯৮ হাজার ৪৮৫ বর্গকিলোমিটার যা ইউরোপ মহাদেশের মোট আয়তনের ৫.০%। স্পেনের মূল ভূখণ্ড উত্তরে ফ্রান্স, পূর্বে ভূমধ্যসাগর, দক্ষিণে মরক্কো এবং পশ্চিমে পর্তুগাল ও আটলান্টিক মহাসাগর দ্বারা আবদ্ধ। প্রায় ৪ কোটির অধিক জনসংখ্যা নিয়ে স্পেন ইউরোপের অন্যতম জনবহুল দেশ। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী মাদ্রিদ। এছাড়াও দেশটির কিছু বিখ্যাত শহর হল বার্সেলোনা, ভালেনসিয়া, গ্রানাদা, সেভিল।

৩. ফ্রান্স

ফ্রান্স পশ্চিম ইউরোপে অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় দেশ যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ। দেশটির মোট আয়তন ৬ লক্ষ ৪৩ হাজার ৮০১ বর্গকিলোমিটার হলেও ইউরোপ মহাদেশে এর আয়তন ৫ লক্ষ ৪৩ হাজার ৯৪১ বর্গকিলোমিটার। ইউরোপের বাইরে ১৩ টি ফরাসি শাসিত অঞ্চল রয়েছে যেগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্তমানে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ যা ইউরোপের মোট আয়তনের ৫.৪%। ফ্রান্সের মূল ভূখণ্ড ষড়ভুজাকৃতির যার উত্তরে বেলজিয়াম ও লুক্সেমবার্গ, উত্তর-পূর্বে জার্মানি, পূর্বে সুইজারল্যান্ড, দক্ষিণ-পূর্বে ইতালি ও মোনাকো, দক্ষিণে অ্যান্ডোরা ও স্পেন, উত্তর-পশ্চিমে যুক্তরাজ্যের সাথে সমুদ্রসীমা রয়েছে। মূলত ইংলিশ চ্যানেলের মাধ্যমে ফ্রান্স যুক্তরাজ্যের সাথে সংযুক্ত। ফ্রান্সের জনসংখ্যা ৬ কোটির অধিক যা ইউরোপের ৩য় জনবহুল দেশ। দেশটির রাজধানী ও সবচেয়ে জনপ্রিয় শহর প্যারিস যা বিশ্বের লাখ লাখ পর্যটকদের অন্যতম আকর্ষণ। 

আরো জানুন: এশিয়ার সবচেয়ে ছোট ১০টি দেশ

২. ইউক্রেন

ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ যা ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির আয়তন ৬ লক্ষ ৩ হাজার ৬২৮ বর্গকিলোমিটার যা ইউরোপের মোট আয়তনের ৬.০%। পূর্বে এই দেশটির আয়তন আরও বেশি ছিল, তবে সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল রাশিয়া দখল করে নেয়। দেশটির উত্তর-পূর্বে রাশিয়া, উত্তরে বেলারুশ, পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া এবং মলদোভা, ও দক্ষিণ-পূর্বে কৃষ্ণ সাগর অবস্থিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিয়েভ। যুদ্ধের কারণে ইউক্রেনের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। দেশটির বর্তমান জনসংখ্যা মাত্র সাড়ে ৩ কোটি।

১. রাশিয়া

আয়তনে রাশিয়া ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বের সর্ব বৃহৎ দেশ। এটি একটি আন্তঃমহাদেশীয় দেশ যা পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ায় অবস্থিত। দেশটির মোট আয়তন ১ কোটি ৭০ লক্ষ ৯৮ হাজার ২৪৬ বর্গকিলোমিটার। এর মধ্যে ইউরোপ মহাদেশে এর আয়তন ৩৯ লক্ষ ৫২ হাজার ৫৫০ বর্গকিলোমিটার যা ইউরোপের ৩৯.৫% দখল করে আছে। রাশিয়ার সাথে ১৪ টি দেশের বর্ডার রয়েছে। এগুলো হল-  নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়া। বিশাল আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র ১৪ কোটি যার অধিকাংশই বসবাস করে দেশটির রাজধানী মস্কো শহরে। উল্লেখ্য যে মস্কো শহর ইউরোপে অবস্থিত এবং রাশিয়ার বেশিরভাগ জনসংখ্যা ইউরোপীয় অংশেই বাস করে।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন