বিজ্ঞানের নতুন আবিষ্কার
বর্তমান সময়ে আধুনিক বিশ্বের প্রায় প্রতিটি কাজে বিজ্ঞানের ভূমিকা অপরিহার্য। বর্তমান সময়ের আধুনিক বিজ্ঞান অতি দ্রুত অগ্রগতি লাভ করছে। আজ থেকে প্রায় ৫০ বছর পূর্বের প্রযুক্তি এবং বর্তমান প্রযুক্তির মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। বর্তমান সময়ে নিত্যনতুন বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞান আমাদের জীবন সহজ করে তুলছে। আজকের আমরা আপনাদের জানাবো, এমনই বিজ্ঞানের ১০টি নতুন আবিষ্কার যা আমাদের জীবনযাত্রার মান আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং জীবনযাত্রার মান পুরোপুরি বদলে দেবে।
১. Geopress Purifier
Geopress Purifier বিজ্ঞানের এমন একটি নতুন আবিষ্কার যার মাধ্যমে পৃথিবীর যেকোনো জায়গায় যেকোনো অবস্থায় বিশুদ্ধ পানি পান করা সম্ভব। Geopress Purifier কে একটি ছোট Filter বোতল বলা যেতে পারে। এই Purifier টি Zeolites এর মাধ্যমে যেকোনো নোংরা পানি থেকে ব্যাকটেরিয়া, ভারী ধাতু ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো দূর করে এবং পানি পান করার উপযোগী করে তোলে। পানি ফিল্টার করার পাশাপাশি এই Purifier টি ৭১০ মিলিলিটার পানি সংরক্ষণ করতে পারে। যারা দীর্ঘসময়ের জন্য কোন বনাঞ্চলে ভ্রমণ করতে চান তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি প্রয়োজনীয় বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার।
২. Gravity Jet Suit
Gravity Jet Suit হল Gravity Industries এর তৈরি করা একটি বিশেষ সুট, যার মাধ্যমে আপনি পৃথিবীতে থাকা অবস্থায় মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এই সুটটিতে মোট ৫টি মিনি জেট ইঞ্জিন রয়েছে। ১০৫০ হর্সপাওয়ার বিশিষ্ট এই সুটটি আকাশে ৫০ কিমি বেগে উড়তে পারে। ইতিমধ্যে এই সুটটি মার্কেটে কিনতে পাওয়া গেলেও এর দাম অত্যন্ত ব্যয়বহুল। বর্তমানে এই সুটটির একটি মডেলের দাম ৪,৪০,০০০ মার্কিন ডলার। তবে আশা করা যায়, বিজ্ঞানের এই নতুন আবিষ্কারটির দাম ভবিষ্যতে আরো কমে আসবে এবং সবার জন্য সহজলভ্য হবে।
আরো জানুন: বিজ্ঞান সম্পর্কে অজানা ও অবাক করা ১০টি তথ্য
৩. Padrone Ring
Padrone Ring হল একটি ফিঙ্গার রিং যা আঙ্গুলে পরে মাউসের মত ব্যবহার করা হয়। এটি বিজ্ঞানের এমন একটি নতুন আবিষ্কার যা কম্পিউটার মাউসের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। এই রিংটি ব্যবহার করার জন্য এটি যেকোনো একটি আঙ্গুলে পরে ব্লুটুথের সাথে সংযোগ দিতে হয়। এই রিংটি মোট ১২টি ভিন্ন ভিন্ন সাইজে বাজারে পাওয়া যায় এবং এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। তাই কেউ চাইলেই এই রিংটি পরে যেকোনো জায়গায় যেতে পারবে। যেহেতু এটি আঙ্গুলের মাধ্যমে কন্ট্রোল করা হয় তাই কম্পিউটার চালানোর জন্য এটি খুবই সুবিধাজনক।
৪. CleanseBot
CleanseBot হল পৃথিবীর সর্বপ্রথম ব্যাকটেরিয়া কিলিং রোবট। এই রোবটটি ৯৯.৯৯% ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে। এতে মোট ৪টি UV লাইট রয়েছে যা ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলতে সাহায্য করে। এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিভিন্ন হোটেল রুমগুলোর বিছানা পরিষ্কার করার জন্য। তবে বিছানা পরিষ্কার করা ছাড়াও আরো অন্যান্য বস্তু পরিষ্কার করতেও এটি ব্যবহার করা হয়। বিজ্ঞানের এই নতুন আবিষ্কারটি খুব দ্রুত সকলের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে।
![]() |
CleanseBot এর ছবি |
৫. EyeDrive
EyeDrive হল পৃথিবীর সর্বপ্রথম হলগ্রাফিক কার অ্যাসিস্ট্যান্ট। এই নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গাড়ির ড্রাইভার গাড়ি চালানোর বিভিন্ন নির্দেশনা যেমন রাস্তার ম্যাপ, গাড়ির স্পিড ইত্যাদি সকল তথ্য সরাসরি গাড়ির সামনের গ্লাসে দেখতে পাবে। ফলে ড্রাইভারকে রাস্তার দিকনির্দেশনা দেখার জন্য কোন বাস্তব স্ক্রিনের দিকে তাকাতে হবে না। এছাড়া এই সিস্টেমটিকে গাড়ির ড্রাইভার খুব সহজেই নিজের হাত নাড়িয়ে কন্ট্রোল করতে পারবে। এতো সুবিধা থাকার কারণে এই নতুন আবিষ্কারটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা যায়।
আরো জানুন: ব্ল্যাক হোল সম্পর্কে অজানা ১৩টি তথ্য
৬. 3 Sided Flip Phone
3 Sided Flip Phone হল এমন একটি স্মার্টফোন যাতে মোট ৩টি স্ক্রিন রয়েছে। কেউ চাইলে এই ৩টি স্ক্রিনে একই সময়ে আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে পারবে। আবার ফোনের ২টি স্ক্রিনকে এক করে সত্যিকার বইয়ের মত পড়া যায়। এমনকি কেউ চাইলে ৩টি স্ক্রিনকে এক করে একটি নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে পারবে। এই স্মার্টফোনটিতে ফাইল শেয়ার করাও খুব সহজ। পাশাপাশি ২টি Flip Phone রেখে দিলে নিমিষেই ফাইল শেয়ার করা সম্ভব।
![]() |
3 Sided Flip Phone এর ছবি |
৭. Portable Toaster
Portable Toaster হল এমন একটি বিজ্ঞানের নতুন আবিষ্কার যেটি আপনি খুব সহজেই হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন। এই টোস্টারটিকে একটি চামচ বা ছুরির সাথে তুলনা করা যেতে পারে। ঠিক যেভাবে ছুরি দিয়ে ব্রেডে মাখন লাগানো হয় একইভাবে এই টোস্টারটিকে ব্রেডের ওপর ব্যবহার করা হয়। Portable Toaster ব্যবহারের মাধ্যমে মানুষের সময়ের অপচয় কম হবে। তবে এটি ব্যবহার করার সময় অবশ্যই সাবধান থাকতে হবে, তা নাহলে যেকোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
৮. Hövding Helmet
Hövding হল আসলে একটি অদৃশ্য বাইসাইকেল হেলমেট যা বিজ্ঞানের অবাক করা একটি বিস্ময়কর আবিষ্কার। এই হেলমেটটি ততক্ষণ পর্যন্ত অদৃশ্য থাকবে যতক্ষণ না পর্যন্ত সাইকেল চালক কোন দুর্ঘটনার সম্মুখীন হয়। যেই মুহূর্তে সাইকেল চালক কোন দুর্ঘটনার সম্মুখীন হবে ঐ মুহূর্তে হেলমেটটি অটোমেটিকালি দৃশ্যমান হবে এবং সাইকেল চালকের মাথা দুর্ঘটনা থেকে সুরক্ষিত করবে। এটি একটি সুইডিশ কোম্পানির তৈরি করা প্রোডাক্ট।
![]() |
Hövding Helmet এর ছবি |
৯. Edible Water
Edible Water হল পানি ধারণ করতে সক্ষম এমন একটি বাবল। এটি মূলত প্লাস্টিক বোতলের বদলে ব্যবহার করার জন্য আবিষ্কার করা হয়েছে। আপনি চাইলেই ঘরে বসে এই বাবল ওয়াটার তৈরি করতে পারবেন। এর মাধ্যমে প্লাস্টিক বোতলের ব্যবহার যেমন কমে আসবে একইসাথে পানি বহন করাও সহজ হবে।
আরো জানুন: মহাকাশ সম্পর্কে অজানা ও অদ্ভুত ১০ টি তথ্য
১০. Mini Safe Wallet
যারা নিজের ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন- টাকা, ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সুরক্ষিত রাখতে চান তাদের জন্য Mini Safe Wallet খুবই গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। কেননা এই Wallet যেকোনো তিনটি ডিজিট দিয়ে লক করা যায়। ফলে কেউ চাইলেই আপনার Wallet থেকে কিছু চুরি করতে পারবে না। এই Wallet টিকে বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার বলা যেতে পারে।
এই ছিল বিজ্ঞানের অবাক করা ১০টি নতুন আবিষ্কার যা আমাদের জীবনযাত্রা পরিবর্তনে ভূমিকা রাখছে। এর মধ্যে কোন আবিষ্কারটি আপনি ব্যবহার করতে চান তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। আজকের বিষয়টি (জ্ঞান-বিজ্ঞান) ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম (জানা-অজানা) অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box