বিজ্ঞান সম্পর্কে অজানা কিছু তথ্য

আমাদের এই পৃথিবীতে প্রতিনিয়ত এমন অনেক বিজ্ঞান সম্পর্কিত ক্ষুদ্র বিষয় দেখা যায় যার ব্যাখ্যা সচরাচর আমাদের জানা থাকে না। এই যেমন ধরুন, মানুষের মস্তিষ্ক নাকি ধীরে ধীরে ছোট হচ্ছে! আগুনের নাকি কোন ছায়া নেই! রক্তের রঙ নাকি সবুজ হয়! কখনো ভেবে দেখেছেন, এরকম উদ্ভট কথাগুলোর পেছনে কি কারণ থাকতে পারে?? The Earth Bangla এর Amazing Facts সিরিজের চতুর্থ পর্বে আজ বিজ্ঞান সম্পর্কিত এরকম অজানা ও অবাক করা প্রশ্নের উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

বিজ্ঞানের অজানা তথ্য ১

সম্প্রতি সুইডেনে হঠাৎ করে রক্তদাতাদের পরিমাণ কমে যাওয়ায় সেখানকার রক্তদান সম্পর্কিত কর্মীরা নতুন নতুন উপায়ে রক্তদাতাদের উৎসাহিত করার চেষ্টা করেন। রক্তদাতাদের রক্তদানের পর ধন্যবাদ জানানোর জন্য মোবাইলে একটি কৃতজ্ঞতার মেসেজ পাঠানো হয় এবং পরবর্তীতে সেই রক্তের কারণে যদি কারো জীবন বাচে তাহলে রক্তদানকারী ঐ ব্যক্তিকে বিষয়টি ম্যাসেজের মাধ্যমে জানিয়ে ধন্যবাদ জানানো হয়। এর ফলে সুইডেনে রক্তদাতাদের পরিমাণ আবার নতুন ভাবে বৃদ্ধি পায়।

বিজ্ঞানের অজানা তথ্য ২

একজন পূর্ণ বয়স্ক মানুষের মস্তিষ্কে প্রায় ১০০ বিলিয়ন স্নায়ু থাকে। যার একেকটির কর্মক্ষমতা সুপার কম্পিউটার থেকেও বেশী! সাধারনত একটি মানুষের মস্তিষ্ক প্রতি ঘণ্টায় ৪৩২ কিলোমিটার বেগে তথ্য আদান প্রদান করতে পারে যা একটি রেসিং গাড়ির থেকেও দ্রুততম এবং প্রতি ঘণ্টায় একটি মানুষের মস্তিষ্ক ২০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। তবে একটি অদ্ভূত তথ্য হচ্ছে, মানুষের মস্তিষ্কের আকার ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে। বিগত বিশ হাজার বছরে মানুষের মস্তিষ্ক যতটুকু ছোট হয়েছে তা দিয়ে একটি টেনিস বল বানিয়ে ফেলা যাবে!

আরো জানুন: মহাকাশ সম্পর্কে অজানা ও অদ্ভুত ১০ টি তথ্য

বিজ্ঞানের অজানা তথ্য ৩ 

আপনি কি কখনো মানুষের রক্ত সবুজ রঙের হতে দেখেছেন? আমরা সবাই জানি যে, মানুষের রক্ত দেখতে লাল রঙের হয়। পৃথিবীর সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো হলো লাল যার তরঙ্গদৈর্ঘ্য ৬২৫-৭৫০ ন্যানোমিটার। তরঙ্গদৈর্ঘ্য এর উপরে উঠলে তখন আর আমরা লাল রঙ দেখতে পাই না। সাধারণত লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য পানির ৩০ ফুট গভীরে পৌছাতে পারে না। ফলে পানির ৩০ ফুট নিচে আমাদের রক্ত সবুজ দেখায়।

বিজ্ঞানের অজানা তথ্য
পানির নিচে সবুজ রক্ত

বিজ্ঞানের অজানা তথ্য ৪

পানি আমাদের সুস্থতা বজায় রাখার পাশাপাশি আমাদের রেচন প্রক্রিয়া ও প্রোটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহের ভারসাম্য বজায় রাখে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনিক ১৫০০ মি.লি. মূত্র দেহ থেকে অপসারণ করে। সাধারনত আমাদের খাবার ও ঘাম মূত্রের এই পরিমাণকে প্রভাবিত করে এবং লবণাক্ত খাবার মূত্রের পরিমাণ আরও বৃদ্ধি করে। তাই আমাদের কিডনি শরীরে দৈনিক আড়াই লিটার পর্যন্ত মূত্র উৎপন্ন হতে পারে এবং সেই হিসেবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারা জীবনে প্রায় ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে থাকে

বিজ্ঞানের অজানা তথ্য ৫ 

আপনি কি জানেন, আগুনের কোনো ছায়া নেই?! ছায়া মানে হলো আলোর অনুপস্থিতি। আলোর এই অনুপস্থিতির জন্য কোনো ঘন মাধ্যমের প্রয়োজন হয় যা আলোকে বাধা দিতে পারবে৷ কিন্তু আগুন আলোর থেকেও পাতলা হওয়ায় আগুনের আলো চারদিকে বিচ্ছুরিত হয়ে যায়। ফলে আগুনের কোন ছায়া পরে না।

বিজ্ঞানের অজানা তথ্য

আরো জানুন: প্রাণীদের সম্পর্কে অজানা ও অদ্ভুত ১০টি তথ্য

বিজ্ঞানের অজানা তথ্য ৬

অ্যাপোলো ১১ হলো চাঁদে অবতরণ করা প্রথম মনুষ্যবাহী মহাকাশযান। ১৯৬৯ সালের ১৬ জুলাই এই মহাকাশযানের যাত্রার সূচনা হয়। এই অভিযানে অংশ নিয়েছিলেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এবং বাজ অলড্রিন। ২৪ শে জুলাই তাঁরা পৃথিবীতে ফিরে এসেছিলেন। কিন্তু ফিরে আসার পর তাদেরকে ২১ দিন পৃথিবীর অন্য সব মানুষদের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছিলো এই ভয়ে যে তারা চাঁদ থেকে কোনো জীবাণু নিয়ে এসেছিলেন কিনা! এই পদ্ধতিকে বর্তমানে আমরা Quarantine নামে চিনি

বিজ্ঞানের অজানা তথ্য ৭

মশা এক প্রকারের ছোট মাছি প্রজাতির পতঙ্গ। সাধারণত পুরুষ মশা কেবল একদিন বাঁচে আর নারী মশা সচরাচর ৬-৮ সপ্তাহ বেঁচে থাকে। অধিকাংশ প্রজাতির স্ত্রী মশা স্তন্যপায়ী প্রাণীর রক্ত পান করে থাকে। যদিও মশা শরীর থেকে যে পরিমাণ রক্ত শুষে নেয় তা মানুষের শরীরের রক্তের তুলনায় খুবই সামান্য। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীর থেকে সবটুকু রক্ত শুষে নিতে ঠিক কতোটি মশা লাগতে পারে? উত্তরটা হচ্ছে প্রায় ১২ লাখ মশা!

বিজ্ঞানের অজানা তথ্য ৮

সম্প্রতিকালে করোনা ভাইরাসের কারনে অক্সফোর্ড ডিকশনারিতে একটি নতুন শব্দ সংযোজিত হয়েছে। শব্দটি হলো Covidiot। এটি Covid-19 এবং Idiot এই দুটি শব্দ মিলে তৈরি করা হয়েছে। করোনা মহামারীর সময় যেসব লোক স্বাস্থ্যসচেতন ছিল না, তাদের জন্য এই শব্দ প্রয়োগ করা হয়। কোনো ডিকশনারিতে এটিকে একটি অপমানসূচক শব্দও বলা হয়েছে৷ ডাক্তারদের নির্দেশনা না মানা, মাস্ক পরতে না চাওয়া, করোনাকে কেবল একটি সাধারণ ফ্লু মনে করা এইসব আচরণকারীদেরকে Covidiot বলা হয়।

আরো জানুন: খেলাধুলা সম্পর্কে অজানা ও অবাক করা ১০টি তথ্য

বিজ্ঞানের অজানা তথ্য ৯

কখনও কোনো রেস্তোরাঁয় লক্ষ করেছেন যে, তাদের দেওয়া আইস কিউবগুলো কেন এতো স্বচ্ছ হয়? কিন্তু আমাদের বাড়িতে বানানো আইস কিউবগুলো কেন অস্বচ্ছ এবং ঘোলাটে হয়? আসলে ফুটানো পানি দিয়ে বানানো আইস কিউবগুলো খুব স্বচ্ছ হয় কেননা পানি ফুটানোর ফলে পানির মধ্যকার অনুবন্ধনগুলোর বাতাস সরে যায়। অন্যদিকে সাধারণ কলের পানি দিয়ে আইস কিউব তৈরি করলে বাতাসের অনুবন্ধনগুলোর উপস্থিতির কারনে আইস কিউব অস্বচ্ছ দেখায়।

বিজ্ঞানের অজানা তথ্য
স্বচ্ছ ও অস্বচ্ছ বরফ

বিজ্ঞানের অজানা তথ্য ১০

কালো মৃত্যু নামে খ্যাত প্লেগ যখন পুরো ইংল্যান্ডে ছড়িয়ে পরে তখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো নামিদামি বিশ্ববিদ্যালয়কেও তাদের কার্যক্রম বন্ধ করতে হয়েছিল। যারা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল তাদের পড়াশোনা ২ বছরের জন্য বন্ধ হয়ে যায়। সেই সকল শিক্ষার্থীদের মধ্যে মধ্যে বিজ্ঞানী আইজ্যাক নিউটনও একজন। তবে সেই দুই বছর নিউটন শুধু ঘরে বসে থাকেননি। বরং এসময় তিনি আবিষ্কার করেন তাঁর বিখ্যাত মহাকর্ষ নীতি, ক্যালকুলাস এবং গতির ৩ টি সূত্র। সেসময় তার বয়স ছিলো মাত্র ২৩ বছর।

তো এই ছিল The Earth Bangla এর Amazing Facts Series এর চতুর্থ পর্ব। খুব শীঘ্রই আমরা এই সিরিজের পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষন পর্যন্ত এই সিরিজের অন্য পর্ব গুলো দেখতে থাকুন। পৃথিবীর এরকম অদ্ভুত ও অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন