খেলাধুলা সম্পর্কে মজার কিছু তথ্য

আপনি কি জানেন মেসি বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল খেলেছিল? আইপিএলে সাকিব আল হাসানের চেয়েও দামী বাংলাদেশি খেলোয়াড় কে ছিল? ইতিহাসের কোন ফুটবল বিশ্বকাপে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়নি? কোন দেশে ঘাস নেই বলে ফিফা তাদের সদস্যপদ দেয়নি? The Earth Bangla এর Amazing Facts সিরিজের তৃতীয় পর্বে আজ খেলাধুলা সম্পর্কিত এইসব প্রশ্নের উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

মজার তথ্য ১

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। পাঁচটি বালোঁ দর এবং চারটি ইউরোপিয়ান গোল্ডেন শো অর্জন করেছেন তিনি, যা কোন ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক জয়। কর্মজীবনে তিনি ৩২টি প্রধান সারির শিরোপা জয় করেছেন। রোনালদোর চ্যাম্পিয়নস লীগে সর্বাধিক ১৪১টি গোল এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ১৪টি গোলের রেকর্ড রয়েছে। তার মাসিক আয় ৩৩ কোটি টাকার চেয়েও বেশি! অথচ আপনি কি বিশ্বাস করবেন যদি আমরা আপানাকে বলি, ১২ বছর বয়সে এই রোনালদোকেই তার শিক্ষক বলেছিলেন

ফুটবল তোমাকে খাওয়ার জন্য কিছুই দেবে না

মজার তথ্য ২

প্রতি বিশ্বকাপে ফাইনাল ম্যাচের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। কিন্তু ইতিহাসে এমন একটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল যেখানে কোন ফাইনাল ম্যাচই অনুষ্ঠিত হয়নি। ১৯৫০ সালে চতুর্থ ফুটবল বিশ্বকাপ এই ঘটনাটি ঘটেছিল। এর পূর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ সালের ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা বাতিল করা হয়েছিলো। ১৯৫০ সালের বিশ্বকাপে ফাইনাল ম্যাচের বদলে সেরা ৪ টি দল নিয়ে Four Team Final Group গঠন করে বিশ্বকাপ জয়ী দল নির্বাচিত করা হয়েছিল। আর সেবার বিশ্বকাপ নিয়েছলি উরুগুয়ে।

আরো জানুন: বিশ্বের অজানা ও অবাক করা ১০টি তথ্য

মজার তথ্য ৩

যখন একজন বোলার ধারাবাহিকভাবে তিনটি বল ছুড়ে তিনজন ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে আউট করার মাধ্যমে তিনটি উইকেট লাভ করেন, তখন ক্রিকেটের পরিভাষায় তাকে হ্যাট্রিক বলা হয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় এটি একটি বিরল ঘটনা হিসেবে বিবেচ্য। ২০১৯ সাল পর্যন্ত হাজার হাজার আন্তর্জাতিক ক্রিকেট খেলায় কেবলমাত্র ৪৯ বার হ্যাট্রিক হয়েছে। এর মধ্যে ১৯৮৭ সালে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথম হ্যাট্রিকটি করেছিলেন ভারতের চেতন শর্মা।

Sports Facts Bangla
ভারতের চেতন শর্মা

মজার তথ্য ৪

কাল্পনিক গ্রিক দেবতা 'জিউসের'র সম্মানে প্রাচীন গ্রিকের অলিম্পিয়ায় যে খেলা হতো সেটারই বিবর্তনীয় রূপ হলো বর্তমানের অলিম্পিক গেমস। তখনকার সময় গ্রিস বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিলো এবং সকল অঞ্চলের লোকেরা নিজেদের অঞ্চলের ক্ষমতা জাহির করবার জন্য এই প্রতিযোগিতায় তাদের স্বাধীন পুরুষদেরকে পাঠাতো। বর্তমানে অলিম্পিক গেমস বিভিন্ন সময় বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও তখনকার সময় এটি শুধু অলিম্পিয়াতেই অনুষ্ঠিত হতো। বর্তমানে অলিম্পিক খেলার উদ্বোধনী অনুষ্ঠানে গ্রিস সবার আগে স্টেডিয়ামে প্রবেশ করে। কেননা অলিম্পিক গেমসের জন্মস্থান হলো গ্রিস

আরো জানুন: প্রাণীদের সম্পর্কে অজানা ও অদ্ভুত ১০টি তথ্য

মজার তথ্য ৫

False Start বলা হয় এথলেটিক্সের সেই যাত্রাকে যেটাতে খেলোয়ার সংকেত পাবার আগেই নড়েচড়ে ওঠেন। কিছু নিয়ম না মেনে দৌড়ানো এমনকি দাড়ানোর ভঙ্গিমার জন্যেও False Start হতে পারে। এথলেটিক্সে বন্দুকে গুলি চালানোর সাথে সাথেও যদি দৌড়বিদ দৌড় শুরু করেন, তবে সেটাও False Start হিসেবে গণ্য হবে৷ এর কারণ হল যে শব্দ শোনার পর পুরো বিষয়টা প্রসেস করতে মস্তিষ্কের ০.১০ সেকেন্ড লাগে।

মজার তথ্য ৬

২০০৯ সালে মাশরাফিকে নিয়ে ২ আইপিএল দলের লড়াইকে তখনকার বাংলাদেশের সংবাদমাধ্যম নাম দিয়েছিল ‘ব্যাটল অব বলিউড’। ইংরেজি পত্রিকা ডেইলি স্টার একটা কার্টুনও করেছিল। একদিকে জুহি চাওলা, আরেক দিকে প্রীতি জিনতা দড়ি টানাটানি করছেন। তাদের মাঝে ছিল বাংলাদেশের নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজা। বলিউডের দুই নায়িকার টানাটানিতে আইপিএলের নিলামে ৬ লাখ ডলারে (প্রায় ৪ কোটি টাকা) উঠে গিয়েছিল তাঁর দাম। যেটি এখন পর্যন্ত আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ দর। এই অর্থে মাশরাফিকে পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হল এটিই IPL এর ইতিহাসে সবচেয়ে বেশী সময় ধরে কোন খেলোয়াড়ের নিলামে থাকার ঘটনা। Kings IX Panjab এবং Kolkata Knight Riders এর মধ্যে প্রায় আধ ঘন্টা ধরে নিলামে থাকেন মাশরাফি। এই নিলামে ৮৩ বার ডাক বদল হয়!

মজার তথ্য ৭

লা লিগার শিরোপা দৌড় নিয়ে পাশ্চাত্য থেকে বাংলাদেশ পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে রয়েছে। শীর্ষস্থান নিয়ে তখন থেকে এখন পর্যন্ত লড়াই হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মাঝে। বাকি দলগুলো একটু বেশিই পিছিয়ে। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার প্রথম লীগ ম্যাচ হয় ১৯২৯ সালে। সর্বমোট দশটি দল এই খেলায় অংশগ্রহণ করে। তখন থেকে এখন পর্যন্ত এই দ্বৈরথ অন্য সকল দলকে অপ্রধানে রেখে খেলে যাচ্ছে পরস্পরের বিরুদ্ধে। অবশ্য ১৯২৯ সালের লা লিগার প্রথম শিরোপাটি নিয়েছিলো বার্সেলোনা।

Sports Facts Bangla

মজার তথ্য ৮

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা (FIFA)। বর্তমানে ২১১ টি দেশ ফিফার সদস্য। তিন বছর ধরে চলে ফিফা বিশ্বকাপের প্রথম বাছাই পর্ব, যেখানে বাছাই করা হয় ৩২ টি দেশকে। এই ৩২ টি দেশ পরবর্তী ১ মাস বিশ্বকাপ খেলে যেটা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে সারা বিশ্ব। কিন্তু আপনি কি জানেন, গ্রিনল্যান্ড ফিফার সদস্য হতে চাইলে ফিফা তাদের মানা করে দেয়। কারণ হিসেবে FIFA কর্তৃপক্ষ বলে গ্রিনল্যান্ডে ঘাস খুব কম।

আরো জানুন: বিজ্ঞান সম্পর্কে অজানা ও অবাক করা ১০টি তথ্য

মজার তথ্য ৯

পাঁচবার বিশ্বরেকর্ড করা ও তিনবার স্বর্ণপদক জয় করা দৌড়বিদ ওসাইন বোল্ট (Usain Bolt)। তিনি ১০০ মিটার, ২০০ মিটার এবং দলীয় সঙ্গীদেরকে নিয়ে ৪×১০০ মিটার রীলে দৌড়ে বিশ্বরেকর্ড ও অলিম্পিক রেকর্ডের অধিকারী। তিনি এ তিনটি বিষয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিশ্বের ৭ম দৌড়বিদ হিসেবে যুব, জুনিয়র এবং সিনিয়র বিভাগের অ্যাথলেটিক ইভেন্টের বিশ্ব চ্যাম্পিয়নশীপ জয় করেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের একটি ঘটনা, সেই বার ওসাইন বোল্ট নিজের জুতার ফিতা না বেঁধেই দৌড়ে নেমে পরেছিলেন। অথচ সেই অবস্থাতেই দৌড়ে তিনি ১০০ মিটারের বিশ্বরেকর্ড করেন।

মজার তথ্য ১০

কিছু তথ্য আছে যেগুলো প্রথমবার শুনলে আমরা বিশ্বাস করতে পারিনা! এরকমই একটি তথ্য হলো ফুটবল জগতের উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি একবার আমাদের বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশি ফুটবল প্রেমিকদের জীবনের অবিস্মরণীয় সেই দিনটি ছিলো ১১ ই সেপ্টেম্বর,২০১১। বঙ্গবন্ধু স্টেডিয়াম সেদিন দর্শকে ছিল পরিপূর্ণ ! মেসি বেশ ভালো করে বুঝে নিয়েছিলেন যে এদেশের ফুটবল প্রেমিকরা তাঁকে কতোটা ভালোবাসে। মাত্র ২৫ থেকে ৩০ হাজার দর্শকের স্টেডিয়ামে শৃঙ্খলা বজায় রাখতে হিমসিম খেতে হয়েছিলো কর্তৃপক্ষকে। ২০১১ সালের সেই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে আপনি কি গিয়েছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে? ফুটবল জগতের Greatest Of All Time কে নিজের চোখে দেখার অভিজ্ঞতাটা কেমন ছিল? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।

Sports Facts Bangla
বাংলাদেশে মেসি (২০১১ সাল)

তো এই ছিল The Earth Bangla এর Amazing Facts Series এর তৃতীয় Episode। খুব শীঘ্রই আমরা এই সিরিজের চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষন পর্যন্ত এই সিরিজের অন্য পর্ব গুলো দেখতে থাকুন। পৃথিবীর এরকম অদ্ভুত ও অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন