দুবাই সম্পর্কে কিছু অজানা তথ্য

দুবাই সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশের মধ্যে একটি প্রদেশ এবং প্রধান একটি শহর। অফুরন্ত তেলের খনি, প্রাচুর্য ও ঐশ্বর্যের সংমিশ্রণে তৈরি এই শহর যেন পৃথিবীর বুকে এক স্বপ্নপুরী। আকাশছোঁয়া দালানকোঠা, নানা দেশের মানুষের সমাগম এবং বেশ কিছু বিলাসবহুল হোটেলের সমাহার এই শহরে। The Earth Banglar আজকের পর্বে আমরা জানবো সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের অজানা, অদ্ভুত ও অবিশ্বাস্য ১০টি তথ্য, যা পৃথিবীর অন্য কোথাও আপনি খুঁজে পাবেন না।

১. সোনার ভেন্ডিং মেশিন

সাধারণত পৃথিবীর অন্য সব দেশের শহরে টাকা তোলার বুথ থাকলেও দুবাইয়ে আছে সোনা তোলার বুথ যেখানে নগদ টাকার বিনিময়ে আপনি ওই মেশিন থেকে ২৪ ক্যারেট পর্যন্ত খাঁটি সোনা সহজেই কিনে নিতে পারবেন। এটিকে তারা নাম দিয়েছে গোল্ড ভেন্ডিং মেশিন।

দুবাই সম্পর্কে অজানা তথ্য
সোনার ভেন্ডিং মেশিন

২. রোবট নিয়ন্ত্রিত উটের দৌড়

উটের দৌড় প্রতিযোগিতা আরব বিশ্বের একটি প্রাচীন খেলা।পূর্বে উটের দৌড় প্রতিযোগিতায় জকি হিসেবে শিশুদের ব্যবহার করা হতো যা ছিল অবৈধ এবং বর্বরোচিত। তবে ২০০৪ সাল থেকে খেলাটিকে আধুনিক রূপ দিয়েছে দুবাই। তাই বর্তমানে শিশুদের পরিবর্তে উটের পিঠে রিমোট নিয়ন্ত্রিত রোবট ব্যবহার করা হয়।

আরো জানুন: অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে অজানা কিছু তথ্য

৩. ৮৩ শতাংশ বাসিন্দা বিদেশি

দুবাই শহরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষ বসবাস করে। তবে অবাক করার মত ব্যাপার হলেও সত্য যে দুবাইয়ে মাত্র ১৭ ভাগ আমিরাতি নাগরিক বাস করে। আর বাকি ৮৩ ভাগ বিদেশি নাগরিক যার বেশির ভাগই বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের।

৪. প্রায় ১২০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা

দুবাই মরুভূমির শহর। এখানে মাঝেমধ্যে কোনো কোনো জায়গায় তাপমাত্রা ১২০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায়। কিন্তু এর মধ্যেও দুবাইয়ে রয়েছে পৃথিবীর সবথেকে বড় মলে বরফের মধ্যে স্কিইং করার ব্যবস্থা! এছাড়াও আপনি বাসের জন্য কোনো বাসস্টপেজে দাঁড়ালে সেখানে দেখবেন এসি করা ছোট ছোট ঘর। এছাড়াও তাপ নিয়ন্ত্রিত গোটা একটি শহর নির্মাণ করা হচ্ছে দুবাইয়ে।

দুবাই সম্পর্কে কিছু অজানা তথ্য
দুবাইয়ের এসি বাস স্টপ

৫. দ্য পাম আইল্যান্ড

মানব ইতিহাসে সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপ ৩টির নাম পাম জুমায়রা, পাম জাবেলে আলি, পাম দেইরা। দ্বীপ তিনটি হুবহু পাম গাছ আকৃতিতে তৈরি করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টির নাম পাম জুমেইরাহ। দ্বীপটিতে রিসোর্টসহ আছে অসংখ্য ভবন। এই দ্বীপ তৈরি করতে ৯৪ মিলিয়ন ঘনমিটার বালু ব্যবহার করা হয়েছে। পৃথিবীর বৃহত্তম এই মানব সৃষ্ট দ্বিপপুঞ্জ নির্মাণ করার মুল উদ্দেশ্য ছিল আরও বেশী পর্যটকদের আকৃষ্ট করা এবং সে উদ্দেশে তারা সফল। প্রতিবছর এখানে অনেক পর্যটকদের সমাগম হয়ে থাকে।

আরো জানুন: বিজ্ঞানের অবাক করা ১০টি নতুন আবিষ্কার

৬. প্রায় শূন্য অপরাধ

দুবাই পৃথিবীর সবচেয়ে নিরপরাধ শহর কারণ দুবাই শহরে অপরাধের হার প্রায় শূন্যের কাছাকাছি। এখানকার আইন কানুন অত্যন্ত কঠোর এবং রয়েছে অত্যাধুনিক পুলিশ বাহিনী। এখানে পুলিশরা বেন্টলেইস, ফেরারি এবং ল্যাম্বরগিনির মতো গাড়ি ব্যবহার করেন।

দুবাই সম্পর্কে কিছু অজানা তথ্য
দুবাইয়ের পুলিশ বাহিনী

৭. দুবাইল্যান্ড পার্ক

দুবাই কোনো নির্দিষ্ট বিষয় নয়, সবকিছুতেই সেরা হতে চায় তারা। সে কারণেই দুবাইয়ে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয় দুবাইল্যান্ড নামের পৃথিবীর সর্ববৃহৎ থিম পার্কের যা ডিজনিল্যান্ডের দ্বিগুণ বড়। ধারণা করা হচ্ছে, এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ। প্রতিদিন প্রায় দুই লাখ পর্যটক ভ্রমণ করবে এখানে।

৮. বনের পশুদের দেখা যায় শহরে

সাধারণত অন্যান্য দেশের ধনী মানুষদের বিভিন্ন পোষা প্রাণীকে সাথে নিয়ে ঘুরতে দেখা গেলেও দুবাইয়ের ধনী শেখরা বনের পশুদের পোষ মানাতে ভালোবাসেন। বাঘ, সিংহ, চিতাবাঘ ও অন্যান্য হিংস্র পশুদের নিয়ে তাঁরা রাস্তায় ঘোরাফেরা করেন। জঙ্গল থেকে ধরে এনে অনলাইনে এসব পশুদের দুবাইয়ের ধনী শেখদের কাছে বিক্রি করা হয়।

আরো জানুন: আমাজন জঙ্গলের ১৫টি অদ্ভুত সত্যি

৯. বিলাসী গাড়ির ট্রাফিক জ্যাম

দুবাইয়ে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বিলাসী গাড়ির সংখ্যা। আর যখন এই দামি গাড়িগুলো জ্যামে আটকে থাকে তখন দেখতে বেশ দারুণ লাগে। তবে যদি আপনি ট্রাফিক জ্যামে আটকে বিরক্ত হয়ে যান তাহলে জ্যাম থেকে আপনার গাড়িটিকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যেতে পারবেন।

১০. দরিদ্রদের জন্য বিনামূল্যে খাবার

দুবাই ধনী শেখদের শহর। তাঁরা বিলাসবহুল জীবন যাপন করে অভ্যস্ত। কিন্তু তাঁরা বিলাসবহুল জীবন যাপন করলেও খেয়াল রাখেন ছিন্নমূল মানুষের দিকে। তাঁরা দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করাকে খুব আনন্দের কাজ মনে করেন। এছাড়াও যাদের কাছে টাকা নেই, তারা স্থানীয় সুপারমার্কেটের বিশেষ তাক থেকে ফ্রি খাবার নিতে পারেন।

দুবাই সম্পর্কে কিছু অজানা তথ্য
দুবাইয়ে বিনামূল্যে খাবার বিতরণ

এই ছিল দুবাই শহর সম্পর্কে অজানা ও অবিশ্বাস্য ১০টি তথ্য যা হয়তো পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না আপনি। যদি আপনি বিশ্বের অন্য কোন দেশের এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। পৃথিবীর এরকম অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন