জাপান সম্পর্কে কিছু অজানা তথ্য

সূর্যোদয়ের দেশ জাপান। অর্থাৎ পৃথিবীর বুকে সর্বপ্রথম জাপানেই সূর্যের উদয় হয়। তবে কেবল সূর্যোদয় নয়, সব ক্ষেত্রেই অন্যান্য দেশ থেকে সচরাচর এগিয়ে থাকে জাপান। এই দেশটিতে রয়েছে এমন অদ্ভুত কিছু ব্যাপার যা হয়তো আপনি পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবেন না। The Earth Banglar Amazing Facts সিরিজের নবম পর্বে আজ জাপানের এমনই অজানা, অবাক করা ও অদ্ভুত তথ্য নিয়ে আমাদের আজকের পর্ব।

তথ্য ১

জাপানে একটি হোস্টেল আছে যার নাম Book and Bed Tokyo। এটি মূলত একটি লাইব্রেরি যেখানে বই পড়ার পাশাপাশি অতিথিদের জন্য ঘুমানোর ব্যবস্থা রয়েছে। প্রতিটি ছোট ঘরে আলোর ব্যবস্থা রয়েছে যাতে অতিথিরা সেখানে ঘন্টার পর ঘন্টা বই পড়ে সময় ব্যয় করতে পারে। বইয়ের তাক তো রয়েছেই, পাশাপাশি বইগুলো উপর থেকে ঝুলিয়ে রাখা হয় যাতে যার যে বই ইচ্ছে সেটি নিয়ে পড়া শুরু করে দিতে পারে। ভিন্নধর্মী এই লাইব্রেরী হোস্টেলটি যেকোনো বই প্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা।

আরো জানুন: বাংলাদেশ সম্পর্কে অজানা ও অবাক করা ১০ টি তথ্য

তথ্য ২

জাপান বিশ্বের প্রবীণতম নাগরিকদের আবাসস্থল। একইসাথে জাপান বিশ্বের সবচেয়ে বেশি আয়ুষ্কাল পাওয়া মানুষের দেশ। একজন জাপানিজ নাগরিকের গড় আয়ু ৮৪ বছর।  নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য খাওয়া এবং শারীরিক ব্যায়াম করা হল জাপানিদের দীর্ঘ আয়ু পাওয়ার মূলমন্ত্র। বর্তমানে জাপানে শতবর্ষী নাগরিকদের সংখ্যা প্রায় ৮৬ হাজারের বেশি।

তথ্য ৩

২০১৬ সালের ঘটনা, জাপানের Fukuoka শহরে আচমকা ৩০ মিটার চওড়া এবং ১৫ মিটার গভীরতার একটি বিশাল সিঙ্কহোল সৃষ্টি হয়। ধসে পড়া রাস্তার কাছেই একটি সাবওয়ে লাইন প্রসারণের কাজের কারণে মূলত সিঙ্কহোলটি তৈরি হয়েছিল। এরকম এক ভয়াবহ অবস্থার পর আপনি কি আন্দাজ করতে পারবেন রাস্তাটি পুনর্নির্মাণ করতে জাপান সরকার কতদিন সময় নিয়েছিল? অবিশ্বাস্য মনে হলেও পুননির্মাণের জন্য সময় লেগেছিল মাত্র ২ দিন! এর কয়েকদিন পরই সাধারণ মানুষের ব্যবহারের জন্য রাস্তাটি উন্মুক্ত করা হয়।

সিঙ্কহোল
জাপানের সেই সিঙ্কহোল

তথ্য ৪

জাপানে যত রকমের অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি হলো বর্গাকার তরমুজ! এক্ষেত্রে যা করা হয় তা হল ছোট থাকা অবস্থাতেই তরমুজ একটি চতুর্ভুজাকার বক্সে রেখে দেওয়া হয়। ফলে তৈরি হয় বর্গাকার তরমুজ। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ তরমুজকে এভাবে আকৃতি দেওয়ার কারণ কি? আসলে এরকম করার পেছনে মূল কারণটা হলো তরমুজ যেন সহজেই কাটা যায় এবং ফ্রিজে রাখতে যাতে কোন অসুবিধা না হয়

জাপানের বর্গাকার তরমুজ
বর্গাকার তরমুজ

তথ্য ৫

জাপানের পাসপোর্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর ১৯৫ টি স্বাধীন সার্বভৌম দেশগুলোর মধ্যে ১৯৩টি দেশে কোন ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া (১৯২টি দেশ) এবং তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও স্পেন (১৯০টি দেশ)।

আরো জানুন: বিশ্বের অবাক করা ১০টি প্রাকৃতিক বিস্ময়

তথ্য ৬

রাস্তায় যে কোনো দুর্ঘটনা এড়াতে জাপানে রয়েছে অভিনব একটি মাধ্যম। মাধ্যমটি হলো কিছু ড্রাইভিং স্টিকার। জাপানে সদ্য লাইসেন্স পাওয়া ড্রাইভারদের এক বছরের জন্য সবুজ হলুদ প্রতীকের Shoshinsha Mark বা Wakaba Mark ব্যবহার করতে হয়। বয়স্ক ড্রাইভারদের সবুজ-টিয়া-কমলা-হলুদ রঙের পাতার আকৃতির Koreisha Mark ব্যবহার করতে হয়। এছাড়া শ্রবণ প্রতিবন্ধী ড্রাইভারদের জন্য রয়েছে Choukaku Shougai Mark এবং বিকলাঙ্গ ড্রাইভারদের জন্য রয়েছে Shintai Shougai Mark। অন্যান্য ড্রাইভাররা যেন সবসময় সতর্ক হয়ে গাড়ি চালায় সেজন্য গাড়ির সামনে ও পিছনে এই স্টিকারগুলো লাগিয়ে রাখা বাধ্যতামূলক।

তথ্য ৭

সুপারহিরো তো অনেক ধরনের হয়, কিন্তু আপনি কি কখনো এমন সুপার হিরোর কথা শুনেছেন যার মূল অস্ত্র হলো ঝাড়ু এবং প্রধান শত্রু হলো ময়লা-আবর্জনা ও ধুলা-বালি। জাপানের টোকিওতে একজন স্বঘোষিত সুপারহিরো রয়েছে যে নিজের নাম দিয়েছে Mangetsu Man, যার ইংরেজি অর্থ হলো Full Moon Man. বেগুনি রঙের স্যুট এবং হলুদ রঙের মাস্ক পরিধান করে সে নিজের চেহারা লুকিয়ে রাখে। শহরের রাস্তাঘাট ময়লা আবর্জনা থেকে মুক্ত রাখাই এই সুপারহিরোর মূল উদ্দেশ্য

তথ্য ৮

টেলিফোন বুথ একসময় যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ছিল এটি। প্রযুক্তির কল্যাণে এখন সবার হাতে হাতে মোবাইল থাকায় প্রায় সব দেশ থেকে টেলিফোন বুথের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম জাপান। জাপানের ওসাকা শহরের পাবলিক টেলিফোন বুথগুলো ব্যবহার করা হয় না বলে সেগুলোকে একুরিয়ামে রূপান্তর করা হয়েছে। এই একুরিয়ামে রাখা হয় গোল্ডফিশ, যা শত শত বছর ধরে জাপানের চিত্রশিল্পে সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। অর্থাৎ জাপান যে কেবল টেলিফোন বুথগুলোকে নতুন একটি রূপ দিচ্ছে তাই নয়, পাশাপাশি শত শত বছরের ঐতিহ্যকেও সম্মান প্রদর্শন করছে।

জাপানের টেলিফোন বুথ
পরিত্যক্ত টেলিফোন বুথ

তথ্য ৯

জাপানের ওসাকা শহরে একটি ১৬ তলা বিশিষ্ট ভবন রয়েছে যার নাম Gate Tower Building. এই ভবনটির সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো এর পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তলার মধ্য দিয়ে একটি হাইওয়ে যাওয়ার রাস্তা রয়েছে! হাইওয়ের সাথে ভবনটির সরাসরি কোন সংযোগ নেই। ভবনটিকে শব্দ এবং কম্পন থেকে রক্ষা করার জন্য হাইওয়েটি একটি বিশেষ কাঠামো দ্বারা বেষ্টিত।

আরো জানুন: অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে অজানা কিছু তথ্য

তথ্য ১০

জাপান পৃথিবীর সবচেয়ে সময়নিষ্ঠ দেশগুলোর মধ্যে অন্যতম। জাপানের ট্রেনগুলো এতটাই সময়নিষ্ঠ যে প্লাটফর্মে আসতে ৫ মিনিটের বেশি দেরি হয়ে গেলে কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে এবং একটি Delay Certificate দেয়। ফলে যদি আপনার শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায় তবে আপনি এই সার্টিফিকেটটি দেখিয়ে দেরি হওয়ার যথাযথ কারণ প্রদর্শন করতে পারবেন।

জাপান সম্পর্কে অজানা তথ্য
জাপানের Delay Certificate

তো এই ছিল The Earth Bangla এর Amazing Facts Series এর নবম Episode। আজকের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শিগ্রই আমারা এই সিরিজের নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো। পৃথিবীর এরকম অদ্ভুত ও অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন