ইতিহাসের ১০টি অজানা তথ্য
পৃথিবীর ইতিহাস বলতে শুধুমাত্র কোন দেশ, জাতি, ধর্ম, বর্ণ বা গোত্রের ইতিহাসকেই বোঝানো হয় না। প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে বর্তমানের আধুনিক বিশ্ব, মানব ইতিহাস নিয়ে জানার যেন কোন শেষ নেই। ইতিহাসের কিছু অদ্ভুত, হাস্যকর, বর্বর ও নিষ্ঠুরতার তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিও। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর অজানা তথ্য ভাণ্ডারের Amazing Fact এর দশম পর্বে কি কি তথ্য রয়েছে আপনাদের জন্য।
অজানা তথ্য ১
চেঙ্গিস খান ছিলেন একজন মঙ্গোলীয় সামরিক নেতা যার নেতৃত্বে একসময় পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সংলগ্ন সাম্রাজ্য মঙ্গোল সাম্রাজ্য এর সৃষ্টি হয়েছিল। সেই সময় পুরো পৃথিবীর প্রায় ১৭ শতাংশ ছিল মঙ্গোল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। তবে এই বিশাল সাম্রাজ্য সৃষ্টির পেছনে ছিল এক বর্বর হত্যাযজ্ঞের ইতিহাস। ধারণা করা হয়, সাম্রাজ্যের আধিপত্য বিস্তারের জন্য সে সময় চেঙ্গিস খানের মোঙ্গল বাহিনীর হাতে পৃথিবীর প্রায় চার কোটি মানুষ নিহত হয়েছিল যা ছিল তৎকালীন পৃথিবীর প্রায় ১১% জনসংখ্যা।
আরো জানুন: পৃথিবীর অজানা কিছু তথ্য (পর্ব-১)
অজানা তথ্য ২
বহুকাল ধরে বিভিন্ন কাল্পনিক চরিত্রের ভক্তদের মধ্যে রয়েছে একটি বিশেষ রেওয়াজ আর তা হলো পছন্দের কাল্পনিক চরিত্রটির মত করে নিজেকে সাজানো। আর এ থেকে প্রায়ই দেখা মিলেছে বিভিন্ন Look alike প্রতিযোগিতার। এ ধরনের প্রতিযোগিতায় সাধারণত ভক্তরা তাদের পছন্দের কাল্পনিক চরিত্রটির মত করে সেজে আসে এবং তাদের মধ্য থেকে সবচেয়ে নিখুঁতভাবে সেজে আশা ভক্তকে চূড়ান্ত বিজয়ী হিসেবে বাছাই করা হয়। একবার এরকমই একটি প্রতিযোগিতা হয়েছিল চার্লি চ্যাপলিনের ভক্তদের মাঝে। আর সেই প্রতিযোগিতায় চার্লি চ্যাপলিন নিজেই গোপনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো প্রতিযোগিতায় চার্লি চ্যাপলিনের অবস্থান ছিল ২০তম।
অজানা তথ্য ৩
মানব ইতিহাসে যত বর্বর এবং নিষ্ঠুরতম ঘটনা রয়েছে তার মধ্যে অন্যতম হলো Human Zoo বা মানব চিড়িয়াখানা। ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে ইউরোপ জুড়ে মানব চিড়িয়াখানা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এই চিড়িয়াখানাগুলোতে প্রদর্শন করা হতো আফ্রিকা থেকে আসা কৃষ্ণবর্ণের মানুষদের এবং তাদের দেখতে আসতো পশ্চিমা বিশ্বের শ্বেত বর্ণের মানুষরা। অদ্ভুতভাবে হিটলার হল সর্বপ্রথম ব্যক্তি যে মানব চিড়িয়াখানা নিষিদ্ধ করে। সর্বশেষ মানব চিড়িয়াখানার প্রদর্শনী হয়েছিল ১৯৫৮ সালে বেলজিয়ামে।
![]() |
মানব চিড়িয়াখানা |
অজানা তথ্য ৪
বর্তমান সময়ে কারো সাথে দেখা হলে আমরা প্রায়ই হ্যান্ডশেক করে থাকি। হ্যান্ডশেককে বন্ধুত্ব, শান্তি এবং ঐক্যতার প্রতীক হিসেবেই আমরা চিনি। তবে হ্যান্ডশেক প্রচলনের ইতিহাসটা কিন্তু একেবারেই উল্টো। শত্রু পক্ষের কাছে লুকোনো অস্ত্র আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য প্রাচীনকালে হ্যান্ডশেকের প্রচলন শুরু হয়। হ্যান্ডশেকের সময় হাত মিলানো এবং হাত নাড়ানো দ্বারা নিশ্চিত করা হতো যে অপরপক্ষের হাতে কিংবা পোশাকের হাতাতে কোন অস্ত্র লুকোনো নেই।
আরো জানুন: পৃথিবীর অজানা কিছু তথ্য (পর্ব-২)
অজানা তথ্য ৫
ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন কারণে যুদ্ধ হওয়ার কথা আমরা শুনেছি। কিন্তু আজ আপনাদের জানাবো এমন একটি যুদ্ধের কথা যা ঘটেছিল একটি বালতিকে কেন্দ্র করে! ১৩২৫ সালে ইতালিতে হওয়া সেই যুদ্ধের নাম War of the Bucket। ইতালিতে অবস্থিত মোডেনা শহরটির সৈনিকরা বোলোগনা শহর থেকে একটি বালতি চুরি করে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই শহরের মধ্যে যুদ্ধ লেগে যায়। অবিশ্বাস্য মনে হলেও এই যুদ্ধে প্রায় ২ হাজার জন নিহত হয়। এখনও সেই চুরি করা বালতিটি মোডেনা শহরে আছে।
![]() |
সেই চুরি করা বালতি |
অজানা তথ্য ৬
চীনের মহাপ্রাচীর বা The Great Wall of China পৃথিবীর সবচেয়ে প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে একটি। কিন্তু এর তৈরির পেছনে রয়েছে অগণিত মানুষের মৃত্যুর ইতিহাস। নির্মাণ কাজ চলাকালীন সময়ে চীনের মহাপ্রাচীর কে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কবরস্থান বলা হতো। ধারণা করা হয় এই প্রাচীর নির্মাণ করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছিল প্রায় ১ মিলিয়নেরও বেশি কর্মীকে।
অজানা তথ্য ৭
Amazing Fact সিরিজের প্রথম পর্বে আমরা আপনাদের বলেছিলাম অস্ট্রেলিয়া দেশটি ক্যাঙ্গারু এবং সমুদ্র সৈকতের জন্য পুরো বিশ্বে পরিচিত। তবে ইতিহাসের দিক থেকেও একটি বিষয় অস্ট্রেলিয়াকে অনন্য করে রেখেছে। আর তা হলো অস্ট্রেলিয়ার প্রথম পুলিশ বাহিনী গঠনের ইতিহাস। অস্ট্রেলিয়ার প্রথম পুলিশ বাহিনী তৈরি হয়েছিল ১২ জন অপরাধীকে নিয়ে, যাদের আচার-আচরণ অন্য অপরাধীদের তুলনায় সবচেয়ে ভালো। এই পুলিশ বাহিনীর নাম দেওয়া হয়েছিল The Night Watch।
অজানা তথ্য ৮
পৃথিবীর অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় একটি ইনডোর খেলা হলো দাবা। তবে দাবা খেলার একটি আউটডোর ভার্সনও রয়েছে যার নাম হল মানব দাবা! বিংশ শতকে মানুষেরা মানব দাবা খেলতো। এক্ষেত্রে দাবার গুটির ভূমিকায় থাকতো সত্যিকারের মানুষ। এটি খোলা মাঠে বা বড় দাবাবোর্ডে খেলা হতো। এখনো বিভিন্ন পশ্চিমা উৎসব ও মেলায় মানব দাবা খেলা দেখতে পাওয়া যায়।
![]() |
মানব দাবা |
অজানা তথ্য ৯
পৃথিবীর বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীগুলোর মধ্যে অন্যতম একটি হলো লোমশ ম্যামথ। আজ থেকে প্রায় চার হাজার বছর পূর্বে বিলুপ্ত হয়ে যায় এই প্রাণীটি। অবাক করার মত একটি তথ্য হলো মিশরের গিজাতে যে পিরামিডগুলো আছে সেগুলো যেই যুগে তৈরি করা হয়েছিল সেই সময় লোমশ ম্যামথ এর অস্তিত্ব ছিল।
আরো জানুন: বিজ্ঞান সম্পর্কে অজানা ও অবাক করা ১০টি তথ্য
অজানা তথ্য ১০
বর্তমান সময়ের এত আধুনিক প্রযুক্তি থাকা সত্বেও মানব ইতিহাস সম্পর্কে আমাদের জানার পরিধি খুবই সীমিত। ধারণা করা হয় আধুনিক মানুষ পৃথিবীর বুকে এসেছে আজ থেকে প্রায় ২ লক্ষ বছর পূর্বে। বর্তমানে আমাদের কাছে মাত্র ৫ হাজার সাল পূর্ব পর্যন্ত ইতিহাসের রেকর্ড রয়েছে। এর মানে হলো মানব ইতিহাসের প্রায় ৯৭% এখনো আমাদের অজানা!
তো এই ছিল The Earth Bangla এর Amazing Facts Series এর দশম Episode। আজকের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শিগ্রই আমারা এই সিরিজের নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো। পৃথিবীর এরকম অদ্ভুত ও অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box