আর্জেন্টিনা দেশ সম্পর্কে তথ্য

আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ যা আয়তনে দক্ষিণ আমেরিকার ২য় বৃহত্তম এবং বিশ্বের ৮ম বৃহত্তম দেশ (ব্রাজিলের পরে)। দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। এই দেশের পশ্চিম সীমানা নির্ধারণ করেছে আন্দেস পর্বতমালা, যার অপর পার্শ্বে চিলি অবস্থিত। দেশটির উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর-পূর্বে ব্রাজিল ও পূর্ব দক্ষিণে আটলান্টিক মহাসাগর। তবে বেশির ভাগ মানুষ দেশটির মধ্যভাগে অবস্থিত পাম্পাস শহরে বসবাস করেন। এই দেশটি মূলত ফুটবল ও ট্যাঙ্গো ডান্সের জন্য পৃথিবীজুড়ে বিখ্যাত। এছাড়াও পৃথিবীর সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষাভাষীদের দেশ হলো আর্জেন্টিনা। The Earth Banglar দেশ দেশান্তর সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো আর্জেন্টিনা দেশ সম্পর্কে।

আরো জানুন: কাতার দেশ সম্পর্কে

আর্জেন্টিনার দেশের ইতিহাস

আধুনিক আর্জেন্টিনার ইতিহাস ১৬শ শতকে স্পেনীয় উপনিবেশীকরণের মাধ্যমে সূচিত হয়। ১৭৭৬ সালে এখানে স্পেনীয় সাম্রাজ্যের অধীনে রিও দে লা প্লাতা উপরাজ্যটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই উপরাজ্যের উত্তরসূরী রাষ্ট্র হিসেবে আর্জেন্টিনার উত্থান ঘটে। ১৮১০ সালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে এবং ১৮১৮ সালে সেই স্বাধীনতা যুদ্ধে জয় লাভ করে। এরপরে দেশটিতে অনেকগুলি গৃহযুদ্ধ সংঘটিত হয়। শেষ পর্যন্ত ১৮৬১ সালে অনেকগুলি অঙ্গরাজ্যের একটি ফেডারেশন হিসেবে দেশটি পুনর্গঠিত হয় যার রাজধানী নির্ধারিত হয় বুয়েনোস আইরেস। এর পরে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফেরত আসে এবং ১৯ শতকের শেষ ভাগ থেকে আর্জেন্টিনা ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। ফলে দেশটি বিংশ শতাব্দীর শুরুতে বিশ্বের ১০ম ধনী দেশে পরিণত হয়। দেশটি বহুদিন ধরে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে ধনী দেশ ছিল। তবে ১৯৪০ এর দশকের পর থেকে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আর্জেন্টিনা ভয়াবহ মুদ্রাস্ফীতি, উচ্চ বেকারত্ব ও বড় আকারের জাতীয় ঋণ সমস্যায় জর্জরিত হয়ে পরে। বর্তমানে আর্জেন্টিনার অর্থনীতি বিশ্বে ৫৪ তম

আরো জানুন: বিশ্বের সবচেয়ে সুন্দর ১০টি দেশ

আর্জেন্টিনা দেশ পরিচিতি

  • অফিসিয়াল নাম: আর্জেন্টিনা প্রজাতন্ত্র
  • আয়তন: ২,৭৮০,৪০০ বর্গ কিলোমিটার। (পৃথিবীতে ৮ম)
  • জনসংখ্যা: প্রায় ৪ কোটি প্রায় ৮০ লাখ। (পৃথিবীতে ৩২ তম, জনসংখ্যার ঘনত্ব প্রতি কিলোমিটারে ১৪.৪ জন)
  • স্বাধীনতা অর্জন: আর্জেন্টিনা ৯ জুলাই ১৮১৬ সালে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে।
  • সরকার পদ্ধতি: গণতান্ত্রিক
  • জাতীয়তা: আর্জেন্টাইন
  • রাষ্ট্র ও সরকার প্রধান: রাষ্ট্রপতি
  • রাজ্য: মোট ২৩ টি প্রদেশে বিভক্ত। (বুয়েন্স আয়ার্স সবচেয়ে বড় প্রদেশ)
  • রাজধানী: বুয়েনোস আইরেস (সবচেয়ে বড় ও জনবহুল শহর)
  • বড় শহর: রোসারিও, কর্ডোবা, মেন্ডোজা সান, মিগুয়েল ডি টুকুমান, লা প্লাটা, মারদেল প্লাটা ইত্যাদি।
  • ধর্ম: ৯১% খ্রিস্টান, ৪% হিন্দু, ২% ইসলাম এবং ৩% অন্যান্য। (সবচেয়ে বড় ধর্ম, খ্রীস্টান)
  • সময়: বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যকার সময়ের ব্যবধান ৯ ঘন্টা। অর্থাৎ আর্জেন্টিনায় যখন সকাল ৬ টা, বাংলাদেশে তখন দুপুর ৩ টা।
  • ভাষা: আর্জেন্টিনায় মোট ৪০ টি ভাষা প্রচলিত আছে। সবচেয়ে বড় ভাষা, স্প্যানিশ। প্রায় ৪২% আর্জেন্টাইন স্প্যানিশ ভাষায় কথা বলে।
  • আবহাওয়া: নাতিশীতোষ্ণ (সর্বনিম্ন -৫.৪° থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৩° সেলসিয়াস।)
  • মুদ্রা: আর্জেন্টাইন পেসো (বাংলাদেশী মুদ্রায় ১ টাকা সমান ১.৫৯ আর্জেন্টাইন পেসো এবং ভারতীয় মুদ্রায় ১ রুপি সমান ২ আর্জেন্টাইন পেসো)
  • শিক্ষার হার: ৯৯.৫১%
  • গড় আয়ু: ৭৭ বছর
  • জনপ্রিয় খেলা: ফুটবল (১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে ৩ বার বিশ্বকাপ জয় করে। এছাড়াও মোট ১৫ বার কোপা আমেরিকা জয় করে।)
  • মাথাপিছু আয়: ১৩,৬২২ মার্কিন ডলার। (পৃথিবীতে ৬২ তম)
  • ডায়ালিং কোড: +৫৪
  • ডোমেইন সংকেত: .ar

আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ

আর্জেন্টিনা সম্পর্কে অজানা তথ্য

  1. আর্জেন্টিনা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Argentum থেকে। যার অর্থ হলো সিলভার বা রূপা। যখন শুরুতে ইউরোপিয়ান লোক এই দেশে এসেছিলো তখন তারা ভেবেছিলো এই দেশ সিলভার দিয়ে ভর্তি। তাই তারা এই দেশের নাম আর্জেন্টিনা রেখেছিলো। বর্তমানে আর্জেন্টিনা পৃথিবীর সব থেকে বেশি সিলভার উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। যার কারণে আর্জেন্টিনাকে বলা হয় দ্য ল্যান্ড অফ সিলভার
  2. পৃথিবীর দক্ষিণ গোলার্ধের সবোর্চ্চ এবং সর্বনিম্ন স্থান আর্জেন্টিনাতে অবস্থিত। দক্ষিণ গোলার্ধের সবোর্চ্চ স্থানটি হল আকোংকাগুয়া পর্বত যার উচ্চতা ৬,৯৬১ মিটার এবং সর্বনিম্ন স্থানটি হল Laguna del Carbón নামক একটি লবণাক্ত হ্রদ যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৫ মিটার নিচে অবস্থিত। 
  3. আর্জেন্টিনার প্রায় ৯৭% জনসংখ্যা ইউরোপীয় বংশোদ্ভূত। এর কারণ হলো পূর্বে একটি দীর্ঘ সময় পর্যন্ত আর্জেন্টিনা বিভিন্ন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল। উপনিবেশ স্থাপন করা সেসব ইউরোপীয় দেশগুলোর বংশধররাই বর্তমানে আর্জেন্টিনার নাগরিক।
  4. বর্তমানে আর্জেন্টিনাকে একটি উন্নয়নশীল দেশ বলা হলেও ২০ শতকের শুরুতে আর্জেন্টিনা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি। ১৯১৩ সালে আর্জেন্টিনা ছিল পৃথিবীর দশম ধনী দেশ। সেসময় দেশটির মাথাপিছু জিডিপি ছিল ফ্রান্স এবং জার্মানির সমান। কিন্তু ১৯৪০ এর দশকের শুরুতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটির অর্থনৈতিক অবস্থার অবনতি হতে শুরু করে। বর্তমানে আর্জেন্টিনার অর্থনীতি বিশ্বে ৫৪ তম।
  5. ফুটবল ছাড়া যেন আর্জেন্টিনার নাম অসম্পূর্ণ থেকে যায়। দেশটির রয়েছে অসংখ্য ফুটবল তারকা যাদের মধ্যে ম্যারাডোনা অন্যতম। এই ম্যারাডোনার নামে আর্জেন্টিনাতে রয়েছে একটি আলাদা ধর্ম। এমনকি ম্যারাডোনার নামে চার্চ তৈরি করেছে এই ধর্মের অনুসারীরা! 
  6. ম্যারাডোনার পর আর্জেন্টিনার যেই ফুটবল তারকার নাম সবার আগে উঠে আসে তিনি হলেন লিওনেল মেসি। আপনি জানলে অবাক হবেন যে, মেসির জন্মস্থান রোজারিও শহরে কোন নবজাতকের নাম মেসি রাখা আইনত নিষিদ্ধ। কারণ মেসি পৃথিবীজুড়ে বিখ্যাত হওয়ার পর সে শহরের অধিবাসীরা প্রত্যেক নবজাতক ছেলে সন্তানের নাম মেসি রাখা শুরু করে।
  7. এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে আর্জেন্টিনাতে। ডাইনোসরটির নাম Patagotitan Mayorum। ২০০৮ সালে সর্বপ্রথম এই ডাইনোসরটির জীবাশ্ম পাওয়া যায়।
  8. অ্যান্টার্কটিকা মহাদেশে জন্ম নেওয়া সর্বপ্রথম ব্যক্তি হলেন একজন আর্জেন্টাইন যার নাম এমিলিও। মূলত ১৯৭৭ সালে আর্জেন্টিনা সরকার আন্টার্টিকার একটি অংশ নিজেদের দাবী করার জন্য একজন গর্ভবতী মহিলাকে সেখানে পাঠিয়েছিল যার সন্তান হলেন এই এমিলিও।
  9. কিউবা বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব এর্নেস্তো চে গুয়েভারা মূলত আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। তবে সারা বিশ্বে তিনি কেবলমাত্র চে নামেই পরিচিত।
  10. ফিঙ্গারপ্রিন্ট সর্বপ্রথম আবিষ্কার হয় আর্জেন্টিনাতে। ১৮৯২ সালে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অপরাধী শনাক্তকরণে কাজে আঙ্গুলের ছাপকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় আর্জেন্টিনাতে।
  11. মানসিক স্বাস্থ্যের চিকিৎসা আর্জেন্টিনাতে খুবই সাধারণ একটি বিষয়। ২০১৭ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি রিপোর্ট অনুযায়ী, আর্জেন্টিনায় প্রতি লাখে ২২২ জন মনোবিজ্ঞানী বসবাস করে যা আর্জেন্টিনাকে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু মনোবিজ্ঞানী বসবাসকারীদের দেশ। 
  12. আর্জেন্টিনা হলো প্রথম ল্যাটিন আমেরিকার দেশ যেখানে সমকামী বিয়েকে বৈধতা দেওয়া হয়েছে। ২০১০ সালে এই বৈধতা দেওয়া হয়।
  13. পৃথিবী বিখ্যাত ট্যাঙ্গো নাচের সর্বপ্রথম উৎপত্তি ১৮৮০ এর দশকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস শহরে। এছাড়াও ঐতিহ্যবাহী এই শহরে আর্জেন্টিনার মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ বসবাস করে।
  14. ২০০১ সালে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আর্জেন্টিনায় দুই সপ্তাহের মাথায় ৫ বার রাষ্ট্রপতি বদল হয়
  15. আর্জেন্টিনার প্রধান ফসল হচ্ছে গম। দক্ষিণ আমেরিকায় উৎপাদিত মোট গমের ৬০% আর্জেন্টিনায় উৎপন্ন হয় যা দেশটিকে বিশ্বের পঞ্চম বৃহত্তম গম রপ্তানিকারক দেশে পরিণত করেছে। একই সাথে দেশটি বিশ্বের ৫ম বৃহত্তম ওয়াইন উৎপাদনকারী দেশ
  16. আর্জেন্টিনায় শিক্ষার হার অনেক বেশি। পৃথিবীর শিক্ষিত দেশের তালিকা আর্জেন্টিনার নাম বরাবরই উপরে থাকে। দেশটিতে ৫ থেকে ১৮ বছর পর্যন্ত সবার স্কুলে যাওয়া বাধ্যতামূলক। এছাড়াও আর্জেন্টিনার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করে।
  17. ১৯৮৭ সাল থেকে আর্জেন্টিনায় প্রথম তালাক ব্যবস্থা কার্যকর করা হয়েছে অর্থাৎ এর আগে আর্জেন্টিনায় তালাকের ব্যবস্থা ছিল না। বর্তমানে আর্জেন্টিনায় তালাকের হার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি তবে দেশটিতে এখনো গর্ভপাত সম্পূর্ণ নিষিদ্ধ
  18. বেশিরভাগ আর্জেন্টাইন নাগরিক নিজস্ব গাড়ি ব্যবহার না করে গণপরিবহনে চলাচল করতে পছন্দ করে। এছাড়াও বহু বছর ধরে আর্জেন্টিনায় একটি ঐতিহ্য প্রচলিত রয়েছে, আর তা হল প্রতিমাসের ২৯ তারিখে Gnocchi নামক একটি খাবার খাওয়া। 
  19. আর্জেন্টিনাতে প্রতি ব্যক্তি গড়ে সপ্তাহে ২০ঘন্টা রেডিও শোনেন যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না এবং ১৯২০ সালে আর্জেন্টিনা প্রথম অফিশিয়ালি রেডিও সম্প্রচার করেছিল
  20. ১৯১৭ সালে বিশ্বের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের অ্যানিমেটেড ফিল্ম তৈরি করেছিলেন একজন আর্জেন্টাইন যার নাম কুইরিনো ক্রিস্টিয়ানি। বলা হয়, তিনি বিশ্ব বিখ্যাত অ্যানিমেটেড মুভি ডিরেক্টর ওয়াল্ট ডিজনির অনুপ্রেরণা ছিলেন।
আরো জানুন: এশিয়া মহাদেশ

এই ছিল দক্ষিণ আমেরিকার ২য় বৃহত্তম এবং বিশ্বের ৮ম বৃহত্তম দেশ আর্জেন্টিনা সম্পর্কে জানা অজানা ও অবাক করার মত কিছু তথ্য। এছাড়াও আর কোন দেশের উপর এরকম তথ্য জানতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। পৃথিবীর এরকম (দেশ দেশান্তর) সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন