বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ ১০টি দেশ

এই পৃথিবীর মোট ভূমির পরিমাণ প্রায় ১৪৯ মিলিয়ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৮০০ কোটির কাছাকাছি। সেই হিসেবে প্রতি বর্গকিলোমিটারে পৃথিবীতে ৬১ জন মানুষ বাস করে। তবে পৃথিবীর সব স্থানের জনসংখ্যার ঘনত্ব একরকম হয় না। পৃথিবীর কিছু অংশে অনেক মানুষের বসবাস আবার কিছু অংশ ধু ধু মরুভূমি যেখানে মানুষের কোন অস্তিত্বই নেই। যেমন আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১১২৫ জন মানুষ বাস করে আবার এই পৃথিবীতেই এমন অনেক দেশ রয়েছে যেখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১ জনেরও কম। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা জানব বিশ্বের সবচেয়ে জনবিরল ও বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ  ১০টি দেশ সম্পর্কে।

১০. সুরিনাম

সুরিনাম আটলান্টিক মহাসাগরের তীরে দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি রাষ্ট্র। আয়তনে দেশটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশ। সুরিনামের আয়তন ১,৬৩,২৬৫ বর্গ কিমি এবং জনসংখ্যা মাত্র ৬ লাখ। জনসংখ্যার ঘনত্বের হিসাবে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৪ জন মানুষ নিয়ে এই দেশটি জনবিরল দেশের তালিকায় দশম স্থানে রয়েছে। এই দেশের অর্ধেক মানুষই বাস করে দেশটির রাজধানী পারামারিবো তে। এই দেশটি মূলত দক্ষিণ আমেরিকার আদিবাসীদের নিয়ে গঠিত যার উত্তরে আটলান্টিক মহাসাগর আর দক্ষিণে পুরোটাই আমাজন জঙ্গল।

৯. ফ্রেঞ্চ গায়ানা

ফ্রেঞ্চ গায়ানা দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত যার প্রতিবেশী দেশ সুরিনাম। ফ্রান্সের অধীনের থাকা এই দেশটির আয়তন ৮৩,৫৩৪ বর্গকিমি এবং লোকসংখ্যা আড়াই লাখের মত। দেশটির অর্ধেক জনসংখ্যা বাস করে কায়েন শহরে, যা আটলান্টিক মহাসাগরের উত্তর উপকূলে অবস্থিত। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৩.৫ জন নিয়ে এই দেশটি জনবিরল দেশের তালিকায় নবম স্থানে রয়েছে। জনবিরল এই দেশের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে প্রাচীন বন, ম্যানগ্রোভ বন এবং জলাভূমি।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি দেশ

৮. অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার কথা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে সিডনি অপেরা হাউজ, অস্ট্রেলিয়া ক্রিকেট টিম কিংবা ক্যাঙ্গারুর ছবি। এটি একটি দ্বীপ রাষ্ট্র যা আয়তনে প্রায় ৫০ টি বাংলাদেশের সমান। ৭.৬৯ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দ্বীপে প্রায় আড়াই কোটি মানুষের বসবাস, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে ৩.৪ জন মানুষ বাস করে। তবে প্রায় আড়াই কোটি জনসংখ্যা থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া জনবিরল দেশের তালিকায় জায়গা করে নিয়েছে তার বিশাল আয়তনের কারণে। এই দেশের বেশিরভাগ অধিবাসী উপকূলবর্তী শহর গুলোতে বসবাস করে। অস্ট্রেলিয়া সম্পর্কে একটি মজার তথ্য হলো এই দেশে মানুষের তুলনায় ক্যাঙ্গারুর সংখ্যা দ্বিগুণ অর্থাৎ ৫ কোটি।

৭. আইসল্যান্ড

আইসল্যান্ড ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র। দেশটির আয়তন ১০৩,০০০ বর্গকিমি এবং জনসংখ্যা প্রায় ৩ লাখ। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৩.২ জন মানুষ নিয়ে দেশটি জনবিরল দেশের তালিকার ৭ম স্থানে রয়েছে। ছোট্ট অপূর্ব সুন্দর এই দেশটিকে বজ্রপাতের দেশও বলা হয়। জনসংখ্যার ঘনত্বে পিছিয়ে থাকলেও নোবেল পুরষ্কার প্রাপ্তির হিসাবে আইসল্যান্ড সবার চেয়ে এগিয়ে।

৬. নামিবিয়া 

দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ নামিবিয়া যার আয়তন ৮২৫,৬১৫ বর্গ কিলোমিটার। দেশটির আয়তন বাংলাদেশের আয়তনের পাঁচ গুণ হলেও জনসংখ্যা মাত্র ২৫ লক্ষ যার প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৩ জন মানুষ বাস করে। এই দেশটির একটি বড় অংশ নামিব মরুভূমির সাথে সংযুক্ত। বেশিরভাগ অংশ মরুভূমি এবং ভৌগলিক ভাবে শুষ্ক হওয়া সত্ত্বেও নামিবিয়া বেশ উন্নত একটি দেশ। নামিব ও কালাহারি মরুভূমির মাঝখানে অবস্থিত এই দেশটিতে বৃষ্টিপাতের পরিমাণ সাহারা অঞ্চলের মধ্যে সর্বনিম্ন।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে ছোট ১০টি দেশ

৫. পশ্চিম সাহারা 

পশ্চিম সাহারা মাগরেবে অবস্থিত একটি বিতর্কিত অঞ্চল এবং আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র। এটি বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি, কারণ এই ভূখণ্ডের বেশিরভাগই রুক্ষ মরুভূমি। ২৬৬,০০০ বর্গকিলোমিটার বিস্তৃত এই বিশাল ভূখণ্ডের জনসংখ্যা প্রায় ৫০ লক্ষের কাছাকাছি যার মধ্যে প্রায় ৪০% পশ্চিম সাহারার বৃহত্তম শহর আল-ঊয়ুনে বাস করে।। দেশটির প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ২.২ জন মানুষ বাস করে যা পৃথিবীর পঞ্চম ও আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন

৪. মঙ্গোলিয়া

মঙ্গোলিয়া দেশটি প্রধানত চেঙ্গিস খান ও বিভিন্ন প্রজাতির ঘোড়ার জন্য বিখ্যাত। মঙ্গোলিয়া এশিয়া মহাদেশে অবস্থিত। ১,৫৬৬,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র ৩০ লক্ষ। প্রতি বর্গকিলোমিটারে মাত্র ২ জন মানুষ নিয়ে এই দেশটি কম ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে পৃথিবীতে চতুর্থ এবং এশিয়ায় প্রথম। দেশটির জনসংখ্যার ঘনত্ব কম হবার পিছনে কারণ হল মঙ্গোলিয়ার চারপাশে রাশিয়া এবং চীন এর সীমান্ত। এছাড়াও সাইবেরিয়া থেকে বায়ুপ্রবাহের ফলে মঙ্গোলিয়ায় শীতকালে প্রচুর ঠাণ্ডা পরে। এ কারণে পৃথিবীর শীতলতম রাজধানীর খেতাব মঙ্গোলিয়ার দখলে।

৩. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ

প্রতি বর্গকিলোমিটারে মাত্র ০.২৮ জন মানুষ নিয়ে আর্জেন্টিনার দক্ষিণে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পৃথিবীর তৃতীয় সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসেবে জায়গা করে নিয়েছে। ৭৭৮ টি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জটি যুক্তরাজ্যের অধীনস্থ একটি অঞ্চল যেখানে প্রায় ৩৩৯২ জন মানুষ বসবাস করে। তেল সমৃদ্ধ ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আয়তন প্রায় ১২,২০০ বর্গ কিলোমিটার। তবে ফকল্যান্ড এর প্রধান দুই দ্বীপ, পূর্ব এবং পশ্চিম ফকল্যান্ডে মানুষের পদচারণা নেই। দ্বীপটির প্রতি বর্গকিলোমিটারে বাস করে ০.২৮ জন অর্থাৎ প্রতি ৪ বর্গ কিলোমিটারে বাস করে মাত্র একজন

আরো জানুন: বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি শহর

২. সোভালবার্ড এবং জান মায়েন দ্বীপপুঞ্জ

বিশ্বের সবচেয়ে কম জনবহুল অঞ্চলের দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ের উত্তরে অবস্থিত দুইটি দ্বীপ সোভালবার্ড এবং জান মায়েন দ্বীপপুঞ্জ। দ্বীপ দুটি প্রচণ্ড ঠাণ্ডা এবং দুর্গম। সোভালবার্ড দ্বীপটির আয়তন ৬০ হাজার বর্গ কিলোমিটার যেখানে প্রায় ২৬৬৭ জন মানুষ বসবাস করে। তবে জান মায়েন দ্বীপটি অনেক ছোট যার আয়তন ৩৭৭ বর্গ কিলোমিটার এবং এখানে তেমন কোনো মানুষের বসবাসও নেই। তাই দ্বীপ দুটি একত্রে প্রতি বর্গ কিলোমিটারে ০.০৪ জন মানুষ বসবাস করে। অর্থাৎ এই দ্বীপের প্রতি ২৫ বর্গকিলোমিটারে মাত্র ১ জন মানুষ বাস করে

১. গ্রীনল্যান্ড

বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ হল গ্রীনল্যান্ড, যার প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র ০.০৩ জন। যার মানে দাঁড়ায়, এই দ্বীপের প্রতি ৩৩ বর্গকিলোমিটারে মাত্র ১ জন মানুষ বাস করে। সাড়ে ২১ লক্ষ বর্গকিমি আয়তনের এই দ্বীপটিতে বাস করে মাত্র ৫৭ হাজার মানুষ। পৃথিবীর সর্ববৃহৎ এই দ্বীপটি কিন্তু সার্বভৌম কোন দেশ নয়, দেশটি ডেনমার্কের একটি অঙ্গরাজ্য। প্রায় ৪৫০০ বছর ধরে এই এলাকায় মানুষ বসতি স্থাপন করে আসছে। গ্রিনল্যান্ডের বেশিরভাগ অংশই বরফে ঢাকা এবং বিশেষজ্ঞদের ধারণা মতে গ্রিনল্যান্ডের সকল বরফ যদি গলে যায়, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে প্রায় ৭ মিটার। যার ফলে পৃথিবীর অনেক ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো পানির নিচে চলে যাবে।

আরো জানুন: আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ

এই ছিল বিশ্বের সবচেয়ে জনবিরল ১০টি দেশের তালিকা। আজকের মতো আর কোন কোন বিষয়ের উপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আজকের বিষয়টি (সেরা ১০) ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম (জানা-অজানা) অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন