দুর্নীতিতে শীর্ষ ১০ দেশ

দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা যা পৃথিবীর যেকোনো দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে সক্ষম। আমরা যদি বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর দিকে তাকাই, তাহলে দেখব সেখানে দুর্নীতির হার একদম শূণ্যের কোঠায়। অন্যদিকে যদি বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলোর দিকে তাকাই তবে দেখতে পাবো সেখানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিম্নপদস্থ কর্মকর্তারা সবাই দুর্নীতির সাথে জড়িত। কোন দেশ কতটা দুর্নীতিতে জর্জরিত তা যাচাই করার জন্য প্রতিবছর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই একটি তালিকা প্রকাশ করে থাকে যেখানে বিশ্বের প্রতিটি দেশকে শূন্য থেকে ১০০ নম্বরের মধ্যে স্কোর দেয়া হয়। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো টিআই এর ২০২২ প্রতিবেদনের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ১০টি দেশ সম্পর্কে।

১০. বুরুন্ডি

বুরুন্ডি পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ যা বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ হিসেবে পরিচিত। মাত্র ১৭ Corruption Perceptions Index বা CPI স্কোর নিয়ে বুরুন্ডি বিশ্বের দশম দুর্নীতিগ্রস্ত দেশ। আফ্রিকার ছোট ঘনবসতিপূর্ণ এই দেশটি দুর্নীতি, গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও অধিক জনসংখ্যার কারণে আর্থিকভাবে অসচ্ছল। দেশটির সরকার ও বিচার বিভাগ থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও দুর্নীতি বিরাজ করছে। ভালো রেজাল্ট বা চিকিৎসা সেবার বিনিময়ে শিক্ষার্থী ও রোগীদের কাছ থেকে ঘুষ দাবি করা বুরুন্ডিতে স্বাভাবিক ঘটনা। ফলে দেশটির প্রায় সকল ক্ষেত্রে ক্ষমতাশীলদের আধিপত্য দেখতে পাওয়া যায়।

৯. বিষুবীয় গিনি

বিষুবীয় গিনি আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটি দেশ। বিষুবীয় গিনির CPI স্কোর ১৭ যা দেশটিকে বিশ্বের নবম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে জায়গা দিয়েছে। প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বিষুবীয় গিনির জনসংখ্যার একটি বড় অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দেশটির দুর্নীতির পেছনে এর সরকারকে দায়ী করা হয়। স্বজনপ্রীতি, মানবাধিকার লঙ্ঘন, সরকারি তহবিল আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত রয়েছে এদেশের সরকার।

আরো জানুন: আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ

৮. হাইতি 

হাইতি ক্যারিবীয় সাগরের হিস্পানিওলা দ্বীপের এক-তৃতীয়াংশ এলাকা নিয়ে গঠিত একটি দেশ। ১৭ CPI স্কোর নিয়ে হাইতি বিশ্বের অষ্টম দুর্নীতিগ্রস্ত দেশ। হাইতি পৃথিবীর পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্রতম দেশ যেখানে দুর্নীতি, অপরাধ, সহিংসতা এবং মাদক পাচারের মতো সব সমস্যা দেখতে পাওয়া যায়। দেশটির সরকারি সকল খাতে দুর্নীতি একটি গুরুতর সমস্যা। বর্তমানে দেশটির জনসংখ্যার প্রায় ৬০% দারিদ্র্যসীমার নিচে বাস করে।

৭. উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার একটি দেশ। ১৭ CPI স্কোর নিয়ে উত্তর কোরিয়া বিশ্বের সপ্তম দুর্নীতিগ্রস্ত দেশ। পারমাণবিক ও সামরিক অস্ত্রসস্ত্রের দিক থেকে উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি। দেশটির অভ্যন্তরীণ খবর খুব কমই বাইরে প্রকাশিত হয়। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জীবনধারা প্রায় পুরোটাই সরকার নিয়ন্ত্রণ করে। ঘুষ, দুর্নীতি, অনিয়ম দেশটির নিত্যদিনের ঘটনা। এছাড়া দেশটিতে গণমাধ্যমেরও কোন স্বাধীনতা নেই। উত্তর কোরিয়াতে সরকারের বিরুদ্ধে কথা বলা বা দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা প্রায় অসম্ভব।

৬. লিবিয়া

লিবিয়া উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি দেশ যা আয়তনে আফ্রিকার চতুর্থ বৃহত্তম দেশ। ১৭ CPI স্কোর নিয়ে লিবিয়া বিশ্বের ষষ্ঠ দুর্নীতিগ্রস্ত দেশ। লিবিয়ার সরকারি বিভিন্ন সেক্টরগুলোতে ঘুষ, অনিয়ম, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার খুবই সাধারণ চিত্র। দেশটি কয়েক দশক ধরে দুর্নীতিতে জর্জরিত। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সঠিক জবাবদিহিতার অভাবে দেশটিতে দুর্নীতি বেড়েই চলেছে। যদিও প্রেসিডেন্ট গাদ্দাফির সময় লিবিয়া আফ্রিকার সবচেয়ে উন্নয়নশীল দেশ ছিল।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি অর্থনীতির দেশ

৫. ইয়েমেন

ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি যুদ্ধবিধ্বস্ত দেশ যা ১৬ CPI স্কোর নিয়ে বিশ্বের পঞ্চম দুর্নীতিগ্রস্ত দেশ। যুদ্ধবিধ্বস্ত এই দেশটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ। দীর্ঘ গৃহযুদ্ধের ফলে দেশটির একটি বড় অংশ দুর্ভিক্ষের কবলে রয়েছে। ইয়েমেনে বেশ কয়েকটি বড় বড় রাষ্ট্রীয় সমস্যার মধ্যে একটি হচ্ছে, দূর্নীতি। মূলত ১৯৯০ দশকের মাঝামাঝি থেকে ইয়েমেনে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। বর্তমানে দেশটিতে সরকারি বেসরকারি সবক্ষেত্রে দুর্নীতি মারাত্মকভাবে প্রভাব বিস্তার করছে।

৪. ভেনেজুয়েলা

ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত একটি দেশ। ১৪ CPI স্কোর নিয়ে ভেনেজুয়েলা বিশ্বের চতুর্থ দুর্নীতিগ্রস্ত দেশ। তালিকায় থাকা অন্যসব দেশগুলোর মতো ভেনেজুয়েলাতেও দুর্নীতির জন্য সরকারকে দায়ী করা হয়। দেশটির অর্থনীতি জ্বালানি তেলের উপর অত্যন্ত নির্ভরশীল অথচ এই তেল খাতেই ব্যাপক দুর্নীতি হয়ে থাকে। একইসাথে সরকারি কর্মকর্তাদের দ্বারা টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। ফলে দেশটি অর্থনৈতিকভাবেও ভঙ্গুর হয়ে পড়েছে এবং দেশটি মুদ্রাস্ফীতিতে সারা বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে আছে।

৩. দক্ষিণ সুদান

দক্ষিণ সুদান পূর্ব-মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র দেশ যা ২০১১ সালে সুদান থেকে আলাদা হয়ে একটি স্বাধীন দেশে পরিণত হয়। দেশটি প্রতিষ্ঠার পর থেকেই দুর্নীতিতে জর্জরিত যা এর অগ্রগতি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। ১৩ CPI স্কোর নিয়ে বর্তমানে দক্ষিণ সুদান বিশ্বের তৃতীয় দুর্নীতিগ্রস্ত দেশ। দক্ষিণ সুদানে দুর্নীতি বৃদ্ধির প্রধান কারণ হল রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে সততা ও জবাবদিহিতার অভাব। দুর্নীতিতে জর্জরিত রয়েছে বিচার বিভাগও। বর্তমানে ১০ মিলিয়ন জনসংখ্যার এই দেশটি নিজেদের অফুরন্ত খনিজ সম্পদ থাকার পরেও বিভিন্ন দাতা সংস্থার সাহায্যের উপর নির্ভরশীল।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি শহর

২. সিরিয়া

১৩ CPI স্কোর নিয়ে বিশ্বের দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ হল মধ্যপ্রাচ্যে অবস্থিত সিরিয়া। সিরিয়াতে দুর্নীতি বৃদ্ধির জন্য সরাসরি দেশটির সরকার বিশেষত এর রাষ্ট্রপতি বাশার আল-আসাদ ও তাঁর পরিবারকে দায়ী করা হয়। সম্পদ আত্মসাৎ, ঘুষ, স্বজনপ্রীতি, যুদ্ধাপরাধ সহ অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে আল-আসাদ পরিবারের বিরুদ্ধে। সিরিয়াতে দুর্নীতির বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না বললেই চলে বরং যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের নিপীড়ন এবং কারাবাস ভোগ করতে হয়। ২০১১ সাল থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলমান রয়েছে যার মূল দাবি হল রাষ্ট্রপতির পদত্যাগ ও সরকারের ক্ষমতাচ্যুতি।

১. সোমালিয়া

সোমালিয়া উত্তর-পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি দেশ। ১২ CPI স্কোর নিয়ে সোমালিয়া বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ। প্রায় ১৭ মিলিয়ন জনসংখ্যার এই দেশটিতে দুর্নীতির পাশাপাশি জঙ্গি, সন্ত্রাস, দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতার মতো সমস্যা রয়েছে। সোমালিয়ার সরকারের বিরুদ্ধে সরকারি তহবিল আত্মসাৎ, ঘুষ এবং স্বজনপ্রীতি সহ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দেশটির বিচার ব্যবস্থাও রাজনৈতিক স্বার্থ দ্বারা প্রভাবিত হয় যা এই দেশটিকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ করে তুলেছে।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন