নতুন ১০টি দেশ
নতুন দেশ বলতে এমন একটি দেশকে বোঝায় যা সম্প্রতি স্বাধীনতা অর্জন করেছে বা আলাদা রাষ্ট্র গঠন করেছে। সাধারনত বিভাজনের মাধ্যমে একটি বড় দেশ থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র গঠন হয় আবার কখনো কখনো যুদ্ধের মাধ্যমেও নতুন একটি দেশ গঠিত হতে পারে। এই দেশগুলির স্বাধীনতা লাভের ফলে বিশ্বের মানচিত্রে আলাদাভাবে জায়গা করে নেয় এবং বিশ্ব মানচিত্রের পরিবর্তন ঘটায়। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে নতুন ১০টি দেশ সম্পর্কে।
১০. ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ যা ১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভ করে। এটি ১৯১৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত যুগোস্লাভিয়ার একটি প্রজাতন্ত্র ছিল। দেশটি ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় এবং ২০০৯ সালে ন্যাটোতে যোগদান করে। ক্রোয়েশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হল জাগরেব। এটি একটি উন্নত দেশ এবং এর অর্থনীতি পর্যটন, কৃষি এবং শিল্পের উপর নির্ভর করে। ক্রোয়েশিয়া একটি সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি সম্পন্ন সুন্দর দেশ। ক্রোয়েশিয়া একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে ঘুরতে আসে।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশ
৯. স্লোভাকিয়া
স্লোভাকিয়া মধ্য ইউরোপে অবস্থিত একটি দেশ। এটি পূর্বে চেকোস্লোভাকিয়ার অংশ ছিল এবং চেকোস্লোভাকিয়া ছিল একটি সমাজতান্ত্রিক দেশ যা ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়ার বিভাজনের ফলে স্লোভাকিয়া দেশের উৎপত্তি হয়। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হল ব্রাতিস্লাভা। স্লোভাকিয়া হল একটি উন্নত ও প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ দেশ। এর অর্থনীতি কৃষি, শিল্প, পরিষেবা খাত ও পর্যটনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এছাড়াও এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য দেশ।
৮. চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ যা ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়ার বিভাজনের ফলে প্রতিষ্ঠিত হয়েছিল। চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া দুটি দেশই একসময় চেকোস্লোভাকিয়ার অংশ ছিল এবং দুটি দেশ একই সময় স্বাধীনতা লাভ করে। কারণ ১৯৯২ সালে চেক ও স্লোভাক সরকারের মধ্যে বিরোধ দেখা দেয় এবং ১৯৯৩ সালের ১লা জানুয়ারি চেকোস্লোভাকিয়া বিভক্ত হয়ে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া দুটি স্বাধীন দেশে পরিণত হয়। চেক প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর হল প্রাগ। চেক প্রজাতন্ত্র একটি উন্নয়নশীল দেশ। দেশটির অর্থনীতি শিল্প ও পরিষেবা খাতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এছাড়াও চেক প্রজাতন্ত্র একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
৭. ইরিত্রিয়া
ইরিত্রিয়া আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ যা ১৯৯৩ সালে ইথিওপিয়া থেকে স্বাধীনতা লাভ করে। পূর্বে ইরিত্রিয়া একটি ইতালীয় উপনিবেশ ছিল। পরবতীতে ১৯৫২ সালে দেশটি ইথিওপিয়ায় অন্তর্ভুক্ত হয়। ইরিত্রিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর আসমারা। ইরিত্রিয়া একটি উন্নয়নশীল দেশ। এর অর্থনীতি কৃষি, মৎস্য, খনিজ সম্পদ এবং পর্যটন নির্ভর। তবে দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে।
৬. পালাউ
পালাউ হল একটি দ্বীপরাষ্ট্র যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। মাইক্রোনেশিয়ার অন্তর্গত প্রায় ২০০টি দ্বীপ নিয়ে দেশটি গঠিত। এটি বিশ্বের সবচেয়ে নতুন দেশগুলির মধ্যে একটি, যা ১৯৯৪ সালে স্বাধীনতা লাভ করে। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল মেলেকেোক। দেশটি ১৯৪৭ সাল পর্যন্ত জাতিসংঘের একটি বিশেষ অঞ্চল হিসেবে স্বীকৃত ছিল। পালাউ বিশ্বের জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য এবং এটি তার সমুদ্র সৈকত, ঝর্ণা, বনভূমি এবং প্রাকৃতিক সৌন্দর্য জন্য পরিচিত। দেশটির অর্থনীতি পর্যটন, মাছ ধরা এবং জলজ খামারের উপর নির্ভরশীল।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে বেশি আয়ের ১০টি দেশ
৫. পূর্ব তিমুর
পূর্ব তিমুর হল দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপ দেশ। পূর্ব তিমুর আগে পর্তুগিজ তিমুর নামে পরিচিত ছিল এবং ১৯৭৫ সালে স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু ইন্দোনেশিয়া এটিকে দখল করে নেয়। ১৯৯৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি গণভোট অনুষ্ঠিত হয় এবং পূর্ব তিমুরের জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। পরবর্তীতে ২০০২ সালের মে মাসে পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে এবং জাতিসংঘের সদস্যপদ লাভ করে। পূর্ব তিমুরের রাজধানী ও বৃহত্তম শহর দিলি। পূর্ব তিমুর একটি ক্রমবর্ধমান দেশ। পূর্ব তিমুর একটি দরিদ্র দেশ। এর অর্থনীতি কৃষি, মৎস্য ও পর্যটন খাতের উপর নির্ভরশীল।
৪. সার্বিয়া
সার্বিয়া মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। সার্বিয়া ২০০৬ সালে মন্টিনিগ্রো থেকে স্বাধীনতা লাভ করে। দেশটি আগে যুগোস্লাভিয়ার অংশ ছিল। ২০০৬ সালের মে মাসে, মন্টিনিগ্রো ও সার্বিয়ার মধ্যে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। গণভোটে, সার্বিয়ার জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল। সার্বিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হল বেলগ্রেড। সার্বিয়া একটি উন্নয়নশীল দেশ। সার্বিয়ার অর্থনীতি কৃষি, শিল্প এবং পর্যটন খাতের উপর নির্ভর করে। এছাড়া দেশটি ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং ন্যাশনাল সিকিউরিটি এবং কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য।
৩. মন্টিনিগ্রো
মন্টিনিগ্রো বলকান অঞ্চলের একটি ছোট দেশ যা ২০০৬ সালের জুন মাসে সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে। সার্বিয়া ও মন্টিনিগ্রো দুটি দেশই একসময় যুগোস্লাভিয়ার অংশ ছিল এবং দুটি দেশ একই সময় স্বাধীনতা লাভ করে। কারণ ২০০৬ সালের মে মাসে, মন্টিনিগ্রো ও সার্বিয়ার মধ্যে অনুষ্ঠিত গণভোটে, মন্টিনিগ্রোর জনগণ ও সার্বিয়ার জনগণ আলাদা দুটি দেশের স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল। মন্টিনিগ্রোর রাজধানী এবং বৃহত্তম শহর পোদগোরিচা। দেশটি ২০১৭ সালে ন্যাটোতে যোগদান করে। মন্টিনিগ্রোর অর্থনীতি মূলত পর্যটন ও কৃষি নির্ভর। দেশটিতে অনেক সুন্দর সমুদ্র সৈকত রয়েছে এবং এটি বিশ্বের জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য।
আরো জানুন: উচ্চ শিক্ষার জন্য সেরা ১০টি দেশ
২. কসোভো
কসোভো হল বলকান অঞ্চলে অবস্থিত বিশ্বের ২য় নতুন সার্বভৌম দেশ, যা ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে স্বাধীনতা ঘোষণা করে। এটি ১৯১২ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত যুগোস্লাভিয়ার অংশ ছিল, এরপর ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে সার্বিয়ার একটি প্রদেশ ছিলো। জাতিসংঘের ১৯৩ টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১৫ টি রাষ্ট্র কসোভো কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো। তবে, কোসোভোকে এখনও অনেক দেশের দ্বারা স্বীকৃত নয়, যার মধ্যে রয়েছে চীন, রাশিয়া এবং ভারত।
১. দক্ষিণ সুদান
দক্ষিণ সুদান হল বিশ্বের সবচেয়ে নতুন দেশ। এটি ২০১১ সালের ৯ জুলাই সুদান থেকে স্বাধীনতা লাভ করে। দক্ষিণ সুদান হল আফ্রিকার ৫৪তম স্বাধীন দেশ এবং এর রাজধানী হল জুবা। দক্ষিণ সুদান একটি কৃষিপ্রধান দেশ। এর প্রধান ফসল হল গম, ভুট্টা, সয়াবিন, ধান এবং কফি। দক্ষিণ সুদানে তেল এবং গ্যাসেরও বিশাল মজুদ রয়েছে। তবে স্বাধীনতার পর থেকে দক্ষিণ সুদানের রাজনৈতিক অস্থিরতা এবং দীর্ঘ গৃহযুদ্ধের কারণে এর অর্থনীতি দুর্বল এবং দেশটিতে দারিদ্র্য ও অপুষ্টির হার অনেক বেশি। এছাড়াও দেশটিতে শিশুমৃত্যুর হারও অনেক বেশি।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box