আফ্রিকার বৃহত্তম ১০টি দেশ

প্রায় ৩ কোটি ৩ লক্ষ ৭০ হাজার বর্গকিলোমিটার আয়তন নিয়ে আফ্রিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। ৫৪ টি দেশের সমন্বয়ে গঠিত এই মহাদেশটি বিশ্বের অন্যতম বিচিত্র মহাদেশ। এখানে যেমন রয়েছে জনমানবহীন মরুভূমি তেমনি রয়েছে নিবিড় সবুজ অরণ্য ও বিস্তীর্ণ তৃণভূমি। আবার কোথাও রয়েছে সুউচ্চ পর্বত এবং খরস্রোতা নদী। প্রাকৃতিক বিস্ময়ে ভরা এই মহাদেশের বেশিরভাগ দেশেই রয়েছে অঢেল খনিজ সম্পদ যা আফ্রিকাকে বিশ্বের গুরুত্বপূর্ণ একটি মহাদেশ করে তুলেছে। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় ১০টি দেশ সম্পর্কে।

১০. ইথিওপিয়া

ইথিওপিয়া পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র যা আফ্রিকার দশম বৃহত্তম দেশ। এর পূর্ণ সরকারি নাম হলো ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়া। দেশটির আয়তন ১১ লক্ষ ১২ হাজার বর্গকিলোমিটার যা বাংলাদেশের আয়তনের প্রায় ৮ গুণ। ইথিওপিয়া আফ্রিকা মহাদেশের মোট আয়তনের ৩.৬% জায়গা দখল করে আছে। দেশটির উত্তরে ইরিত্রিয়া, দক্ষিণ-পূর্বে সোমালিয়া, কেনিয়া, পশ্চিমে দক্ষিণ সুদান এবং উত্তর-পশ্চিম সীমানায় সুদান অবস্থিত। বিশাল আয়তনের এই দেশটির জনসংখ্যা প্রায় সাড়ে ১২ কোটি যা আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী আদ্দিস আবাবা। ইথিওপিয়া একটি কৃষিপ্রধান দেশ। এছাড়াও দেশটিতে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। 

৯. দক্ষিণ আফ্রিকা

আয়তনে আফ্রিকার নবম বৃহত্তম দেশ দক্ষিণ আফ্রিকা যা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। এটি ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের তীরবর্তী একটি দেশ। দেশটির আয়তন ১২ লক্ষ ২১ হাজার ৩৭ বর্গকিলোমিটার যা আফ্রিকা মহাদেশের মোট আয়তনের ৪.০%। দক্ষিণ আফ্রিকার উত্তরে নামিবিয়া, বতসোয়ানা ও জিম্বাবুয়ে এবং উত্তর-পূর্বে মোজাম্বিক ও ইসোয়াতিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকা লেসোথো দেশকে চারদিক থেকে ঘিরে রেখেছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ৩টি রাজধানী রয়েছে। কেপ টাউন, প্রিটোরিয়া এবং ব্লুমফন্টেইন। প্রায় ৬ কোটির অধিক জনসংখ্যার এই দেশটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। 

আরো জানুন: ইউরোপের সবচেয়ে বড় ১০টি দেশ

৮. মালি 

মালি পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটির উত্তরে আলজেরিয়া, পূর্বে নাইজার, উত্তর-পশ্চিমে মৌরিতানিয়া, দক্ষিণে বুরকিনা ফাসো ও আইভরি কোস্ট এবং পশ্চিমে গিনি ও সেনেগাল অবস্থিত। ১২ লক্ষ ৪১ হাজার ২৩৮ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির অধিকাংশ সাহারা মরুভূমি দ্বারা আবৃত। আয়তনে এটি আফ্রিকার অষ্টম বৃহত্তম দেশ যা মহাদেশটির মোট আয়তনের ৪.১% জায়গা দখল করে আছে। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী বামাকো। বিশাল আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র ২ কোটি। মালির অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ হল সোনা এবং দেশটি আফ্রিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। তবে ২০২১ এর একটি রিপোর্ট অনুসারে, দেশটির ২ কোটি জনসংখ্যার প্রায় ৪৪% দারিদ্রসীমার নিচে বাস করে।

৭. অ্যাঙ্গোলা

অ্যাঙ্গোলা আফ্রিকার দক্ষিণাঞ্চলের পশ্চিম তীরে অবস্থিত একটি রাষ্ট্র যার আয়তন প্রায় ১২ লক্ষ ৪৬ হাজার ৭০০ বর্গকিলোমিটার। অ্যাঙ্গোলা আফ্রিকা মহাদেশের মোট আয়তনের ৪.১% যা দেশটিকে আফ্রিকার সপ্তম বৃহত্তম দেশ করেছে। দেশটির রাজধানী লুয়ান্ডা এবং জনসংখ্যা ৩ কোটির অধিক। দেশটির দক্ষিণে নামিবিয়া, উত্তরে গণপ্রজাতন্ত্রী কঙ্গো, পূর্বে জাম্বিয়া এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। অ্যাঙ্গোলাতে বিশাল খনিজ ও পেট্রোলিয়াম মজুদ রয়েছে এবং এর অর্থনীতি আফ্রিকার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। তবে দেশটির বেশিরভাগ জনসংখ্যার জীবনযাত্রার মান এখনো নিম্ন পর্যায়ের। এছাড়াও দেশটিতে শিশুমৃত্যুর হার অনেক বেশি।

৬. নাইজার

প্রায় ১২ লক্ষ ৬৭ হাজার বর্গকিলোমিটার আয়তন নিয়ে নাইজার আফ্রিকার ষষ্ঠ বৃহত্তম দেশ। পশ্চিম আফ্রিকায় অবস্থিত স্থলবেষ্টিত এই দেশটি আফ্রিকা মহাদেশের মোট আয়তনের ৪.২% জায়গা জুড়ে রয়েছে। এই দেশটির নাম রাখা হয়েছে নাইজার নদীর নামানুসারে। দেশটির উত্তর-পূর্বে লিবিয়া, পূর্বে চাদ, দক্ষিণে নাইজেরিয়া, দক্ষিণ-পশ্চিমে বেনিন ও বুরকিনা ফাসো, পশ্চিমে মালি এবং উত্তর-পশ্চিমে আলজেরিয়া। নাইজারের প্রায় ৮০% এর বেশি ভূমি সাহারা মরুভূমি দ্বারা আবৃত। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় সাড়ে ২ কোটি যার বেশিরভাগই রাজধানী নিয়ামে তে বসবাস করে। নাইজার আফ্রিকা মহাদেশের সবচেয়ে অনুন্নত ও দরিদ্র দেশগুলোর একটি যেখানে গৃহযুদ্ধ, সন্ত্রাস, দারিদ্র্য ও ক্ষুধা সবচেয়ে বড় সমস্যা।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ

৫. চাদ

চাদ মধ্য আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ যা আয়তনে আফ্রিকার পঞ্চম বৃহত্তম দেশ। দেশটির আয়তন ১২ লক্ষ ৮৪ হাজার বর্গকিলোমিটার যা আফ্রিকা মহাদেশের মোট আয়তনের ৪.২%। দেশটির উত্তরে লিবিয়া, পূর্বে সুদান, দক্ষিণে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ-পশ্চিমে ক্যামেরুন ও নাইজেরিয়া এবং পশ্চিমে নাইজার অবস্থিত। মালি ও নাইজারের মতো চাদেরও অধিকাংশ সাহারা মরুভূমি দ্বারা আবৃত। চাদ একটি অনুন্নত দেশ যার বর্তমান জনসংখ্যা প্রায় ১ কোটি ৮৫ লাখ। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর এনজামেনা। মরু জলবায়ু এবং সমুদ্র থেকে দূরে অবস্থিত হওয়ার কারণে চাদকে "আফ্রিকার মৃত হৃদয়" বলা হয়।

৪. লিবিয়া

লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে মিশর, দক্ষিণে চাদ, সুদান ও নাইজার, পশ্চিমে আলজেরিয়া এবং উত্তর-পশ্চিমে তিউনিসিয়া অবস্থিত। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী ত্রিপোলি। লিবিয়ার আয়তন ১৭ লক্ষ ৫৯ হাজার ৫৪১ বর্গকিলোমিটার যা দেশটিকে আফ্রিকার চতুর্থ বৃহত্তম দেশ করেছে। লিবিয়া আফ্রিকা মহাদেশের মোট আয়তনের ৫.৮%। আকারে বড় হলেও লিবিয়াতে জনবসতি খুবই কম। দেশটির জনসংখ্যা মাত্র ৭২ লাখ যার বেশিরভাগই উপকূলবর্তী অঞ্চলে বাস করে। কেননা এই দেশটির প্রায় পুরো জায়গা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি।

৩. সুদান

প্রায় ১৮ লক্ষ ৮৬ হাজার ৬৮ বর্গকিলোমিটার আয়তন নিয়ে সুদান আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ। ২০১১ সালে দক্ষিণ সুদানের বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত এটি আয়তনে আফ্রিকা বৃহত্তম দেশ ছিল। বর্তমানে এই দেশটির অবস্থান উত্তর-পূর্ব আফ্রিকায় যা মহাদেশটির মোট আয়তনের ৬.২%। সুদানের পশ্চিমে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও চাদ, উত্তরে মিশর, উত্তর-পূর্বে লোহিত সাগর, পূর্বে ইরিত্রিয়া ও ইথিওপিয়া, উত্তর-পশ্চিমে লিবিয়া এবং দক্ষিণে দক্ষিণ সুদানের সাথে সীমানা রয়েছে। দেশটির রাজধানী খার্তুম এবং জনসংখ্যা প্রায় ৪ কোটি ৯১ লক্ষ। দক্ষিণ সুদান থেকে আলাদা করার জন্য সুদানকে কখনো কখনো উত্তর সুদান নামে অভিহিত করা হয়। 

আরো জানুন: বিশ্বের সবচেয়ে ছোট ১০টি দেশ

২. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা DRC মধ্য আফ্রিকার একটি রাষ্ট্র যা পূর্বে জায়ার নামে পরিচিত ছিল। এটি বিশ্বের ১১ তম এবং আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ যার আয়তন ২৩ লক্ষ ৪৫ হাজার ৪০৯ বর্গকিলোমিটার। দেশটি আফ্রিকার মোট আয়তনের ৭.৭% ভূমি দখল করে আছে। দেশটি কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া, জাম্বিয়া, অ্যাঙ্গোলা এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সীমান্তে অবস্থিত। প্রায় ১১ কোটি জনসংখ্যা নিয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকার চতুর্থ জনবহুল দেশ। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী কিনশাসা। এছাড়াও দেশটি  বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলোর একটি যেখানে দারিদ্র্য, দুর্ভিক্ষ, এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা রয়েছে।

১. আলজেরিয়া

আয়তনে আফ্রিকার সবচেয়ে বড়  এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ আলজেরিয়া। এটি উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দেশ যার আয়তন ২৩ লক্ষ ৮১ হাজার ৭৪১ বর্গকিলোমিটার। দেশটি আফ্রিকার মোট আয়তনের ৭.৯% ভূমি জুড়ে বিস্তৃত। দেশটির উত্তর-পূর্বে তিউনিসিয়ার, পূর্বে লিবিয়া, দক্ষিণ-পূর্বে নাইজার, দক্ষিণ-পশ্চিমে মালি, মৌরিতানিয়া ও পশ্চিম সাহারা, পশ্চিমে মরক্কো এবং উত্তরে ভূমধ্যসাগরের অবস্থিত। দেশটির রাজধানী আলজিয়ার্স এবং জনসংখ্যা প্রায়  সাড়ে ৪ কোটি। আলজেরিয়ার বেশিরভাগ জনসংখ্যা উত্তরে ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলে বাস করে। কেননা দেশটির দক্ষিণে প্রায় ৯০% জায়গা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। বর্তমানে আলজেরিয়া সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর একটি যার প্রধান প্রাকৃতিক সম্পদ হল তেল ও গ্যাস। এছাড়াও দেশটি খনিজ লবণ, কয়লা, এবং লোহা রপ্তানি করে থাকে।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন