বিশ্বের শীর্ষ ১০টি শক্তিশালী মুসলিম দেশ
কোন মুসলিম দেশ সবচেয়ে শক্তিশালী তা বোঝার জন্য কেবল তাদের সামরিক শক্তির সক্ষমতাই যথেষ্ট নয়, সাথে দেশটির রাজনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক শক্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একটি দেশের সামরিক শক্তি বিশ্বে তার অবস্থান পরিমাপের উল্লেখযোগ্য একটি উপাদান। সাম্প্রতিক বছরগুলিতে, মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এবং কিছু মুসলিম দেশ সামরিক শক্তিতে বৈশ্বিক মঞ্চে শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ইন্ডেক্স অনুসারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি মুসলিম দেশ সম্পর্কে।
১০. মালয়েশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ সবুজ আর পাহাড়ে ঘেরা একটি দেশ মালয়েশিয়া। দেশটির রাজধানীর নাম কুয়ালালামপুর এবং জনসংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি। সামরিক সক্ষমতার দিক থেকে মালয়েশিয়া মুসলিম বিশ্বে ১০ম শক্তিশালী এবং বিশ্বের ৪১ তম শক্তিশালী দেশ। মালয়েশিয়ার প্রতিরক্ষা বিভাগে বর্তমানে মোট সদস্য সংখ্যা প্রায় ২ লাখ ৪০ হাজার। সেনা, নৌ ও বিমান বাহিনী নিয়ে মালয়েশিয়ার সামরিক বাহিনী গঠিত। বর্তমানে মালয়েশিয়ার সামরিক বাজেট প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। দেশটি নিজস্ব প্রযুক্তিতে হালকা অস্ত্রশস্ত্র ও নৌযান তৈরি করে থাকে।
৯. বাংলাদেশ
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র যার সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দেশটির রাজধানীর নাম ঢাকা এবং জনসংখ্যা প্রায় ১৭ কোটি। সামরিক সক্ষমতার দিক থেকে বাংলাদেশ মুসলিম বিশ্বে ৯ম শক্তিশালী এবং বিশ্বের ৪০ তম শক্তিশালী দেশ। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগে বর্তমানে মোট সদস্য সংখ্যা প্রায় ৭ লাখ। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীতে সেনা, নৌ ও বিমান বাহিনী ছাড়াও রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড। বর্তমানে দেশটির সামরিক বাজেট প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীদের যথেষ্ট সুনাম রয়েছে।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি মুসলিম দেশ
৮. নাইজেরিয়া
নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত একটি সার্বভৌম রাষ্ট্র। দেশটির রাজধানীর নাম আবুজা এবং জনসংখ্যা প্রায় সাড়ে ২২ কোটি। সামরিক সক্ষমতার দিক থেকে নাইজেরিয়া মুসলিম বিশ্বে ৮ম শক্তিশালী এবং বিশ্বের ৩৬ তম শক্তিশালী দেশ। নাইজেরিয়ার প্রতিরক্ষা বিভাগে বর্তমানে মোট সদস্য সংখ্যা প্রায় ২ লাখ ৪০ হাজার। সেনা, নৌ ও বিমান বাহিনী নিয়ে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী গঠিত। বর্তমানে দেশটির সামরিক বাজেট প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার।
৭. আলজেরিয়া
আলজেরিয়া উত্তর আফ্রিকায় অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। দেশটির রাজধানীর নাম আলজিয়ার্স এবং জনসংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি। সামরিক সক্ষমতার দিক থেকে আলজেরিয়া মুসলিম বিশ্বে সপ্তম শক্তিশালী এবং বিশ্বের ২৬ তম শক্তিশালী দেশ। আলজেরিয়ার প্রতিরক্ষা বিভাগে বর্তমানে মোট সদস্য সংখ্যা প্রায় ৫ লাখ ২০ হাজার। সেনা, নৌ ও বিমান বাহিনী নিয়ে আলজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী গঠিত। বর্তমানে আলজেরিয়ার সামরিক বাজেট প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার। আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের মুক্তিবাহিনীর সদস্যদের নিয়েই এই সামরিক বাহিনী গঠন করা হয়।
৬. সৌদি আরব
সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। দেশটির রাজধানী রিয়াদ এবং জনসংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি। সামরিক সক্ষমতার দিক থেকে সৌদি আরব মুসলিম বিশ্বে ষষ্ঠ শক্তিশালী এবং বিশ্বের ২২ তম শক্তিশালী দেশ। সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগে বর্তমানে মোট সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ। সেনা, নৌ ও বিমানবাহিনীর পাশাপাশি রয়েছে এয়ার ডিফেন্স, স্ট্র্যাটেজিক ফোর্স ও ন্যাশনাল গার্ড নামে পৃথক বাহিনী। বর্তমানে সৌদি আরবের সামরিক বাজেট প্রায় ৫৯ বিলিয়ন মার্কিন ডলার। অস্ত্র আমদানিতে বিশ্বের সর্বোচ্চ অর্থ ব্যয়কারী দেশ হচ্ছে সৌদি আরব। দেশটিতে এমন কিছু অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে যেগুলো মার্কিন সেনাবাহিনীতেও প্রচলন হয়নি।
আরো জানুন: জনসংখ্যায় সবচেয়ে বড় ১০টি মুসলিম দেশ
৫. ইরান
ইরানের সরকারি নাম ইসলামি প্রজাতন্ত্রী ইরান যা ঐতিহাসিকভাবে পারস্য নামে পরিচিত। দেশটির রাজধানী তেহরান এবং জনসংখ্যা প্রায় ৯ কোটি। দীর্ঘ তিন দশক ইরানের ওপর পশ্চিমা অবরোধ এবং ইরাক যুদ্ধ হওয়ার পরেও সামরিক সক্ষমতার দিক থেকে ইরান মুসলিম বিশ্বে পঞ্চম শক্তিশালী এবং বিশ্বের ১৭ তম শক্তিশালী দেশ। ইরানের প্রতিরক্ষা বিভাগে বর্তমানে মোট সদস্য সংখ্যা প্রায় ১০ লাখ। সেনা, নৌ ও বিমান বাহিনী নিয়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী গঠিত। তবে ইরানে দুই ধরনের সেনাবাহিনী রয়েছে। প্রথাগত সেনাবাহিনী ও বৈপ্লবিক সুরক্ষা বাহিনী। বর্তমানে ইরানের সামরিক বাজেট প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার। ইরানের ১৯ বছর বয়সী সকল নাগরিকদের দীর্ঘ ১৮ মাসের সেনা প্রশিক্ষণ নেয়া বাধ্যতামূলক।
৪. মিশর
মিশর আফ্রিকার নীল নদের তীরে অবস্থিত একটি দেশ যার সরকারি নাম মিশর আরব প্রজাতন্ত্র। দেশটির রাজধানী কায়রো এবং জনসংখ্যা প্রায় সাড়ে ১০ কোটি। সামরিক সক্ষমতার দিক থেকে মুসলিম বিশ্বে চতুর্থ শক্তিশালী এবং বিশ্বের ১৪ তম শক্তিশালী দেশ মিশর। মিশরের প্রতিরক্ষা বিভাগে বর্তমানে মোট সদস্য সংখ্যা প্রায় ১২ লাখ ২০ হাজার। সেনা, নৌ ও বিমান বাহিনী নিয়ে মিশরের প্রতিরক্ষা বাহিনী গঠিত। বর্তমানে মিশরের সামরিক বাজেট প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার। দেশটির প্রতিরক্ষা খাত পশ্চিমা অস্ত্রসস্ত্রের ওপর নির্ভরশীল। তবে মিসরের প্রতিরক্ষা শিল্প ট্যাংকসহ মাঝারি আকারের অস্ত্রশস্ত্র নির্মাণ করে থাকে।
৩. ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ৫,০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। দেশটির রাজধানী জাকার্তা এবং জনসংখ্যা প্রায় সাড়ে ২৮ কোটি। সামরিক সক্ষমতার দিক থেকে ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বে তৃতীয় শক্তিশালী এবং বিশ্বের ১৩ তম শক্তিশালী দেশ। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা বিভাগে বর্তমানে মোট সদস্য সংখ্যা প্রায় ১০ লাখ ৮০ হাজার। দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনী যথেষ্ট শক্তিশালী। বর্তমানে ইন্দোনেশিয়ার সামরিক বাজেট প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার। দেশটি বৈদেশিক অস্ত্র ক্রয়ের পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে নিজেদের দেশেও অস্ত্র উৎপাদন করে থাকে।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি মসজিদ
২. তুরস্ক
তুরস্ক পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। দেশটির রাজধানী আঙ্কারা এবং জনসংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। সামরিক সক্ষমতার দিক থেকে মুসলিম বিশ্বে দ্বিতীয় শক্তিশালী এবং বিশ্বের ১১ তম শক্তিশালী দেশ তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা বিভাগে বর্তমানে মোট সদস্য সংখ্যা প্রায় ৭ লাখ ৭৫ হাজার। সেনা, নৌ ও বিমান বাহিনী নিয়ে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী গঠিত। বর্তমানে তুরস্কের সামরিক বাজেট প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। জাতিসংঘ ও ন্যাটোর অধীনে তুর্কি বাহিনী বিভিন্ন আন্তর্জাতিক মিশনে অংশ নিয়ে থাকে।
১. পাকিস্তান
পাকিস্তানের সরকারি নাম ইসলামি প্রজাতন্ত্রী পাকিস্তান যা দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। দেশটির রাজধানী ইসলামাবাদ এবং জনসংখ্যা প্রায় ২৪ কোটি। সামরিক সক্ষমতার দিক থেকে মুসলিম বিশ্বে সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বের ৭ম শক্তিশালী দেশ পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগে বর্তমানে মোট সদস্য সংখ্যা প্রায় ১৭ লাখ। সেনা, নৌ, বিমান, মেরিন, আধাসামরিক এবং এসপিডি বাহিনীর সমন্বয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনী গঠিত। তাছাড়া পাকিস্তানের রয়েছে শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’। বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার। মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশ। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও দেশটি অগ্রগামী।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
Aro cai ai rokom post
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box