বিশ্বের দরিদ্রতম ১০টি মুসলিম দেশ
মুসলিম বিশ্ব বলতে আমরা বিশাল মরুভূমি, অফুরন্ত তেলের ভান্ডার, আকাশচুম্বী ভবন এবং আরব শেখদের রাজকীয় জীবনযাপনের কথা ভেবে থাকি। কিন্তু বিশ্বের সব মুসলিম দেশগুলোর আর্থ সামাজিক অবস্থা এবং জীবনযাত্রার মান এক নয়। এই জীবনযাত্রার মান নির্দেশক হিসাবে প্রায়শই একটি দেশের মাথাপিছু জিডিপিকে বিবেচনা করা হয় এবং এই মাথাপিছু জিডিপি বিবেচনায় এমন অনেক মুসলিম দেশ রয়েছে যারা দারিদ্র্যের সাথে লড়াই করছে। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা জানাবো IMF এর রিপোর্ট অনুযায়ী, মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে গরিব ১০টি মুসলিম দেশ সম্পর্কে।
১০. সুদান
সুদান উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র যার সরকারি নাম সুদান প্রজাতন্ত্র। দেশটির রাজধানীর নাম খার্তুম এবং জনসংখ্যা প্রায় ৫ কোটি যার ৯০% মুসলিম। বর্তমানে IMF এর রিপোর্ট অনুযায়ী দেশটির মাথাপিছু আয় ৯৭৫ মার্কিন ডলার যা দেশটিকে মুসলিম বিশ্বের দশম গরিব দেশ হিসেবে জায়গা দিয়েছে। সুদানের প্রায় ৩৭% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ এবং সশস্ত্র সংঘাত সহ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশটি। ফলে দেশটি তার নাগরিকদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো মৌলিক পরিষেবাগুলো দেওয়ার ক্ষেত্রেও বিদেশি সহায়তার উপর নির্ভর করে।
৯. বুর্কিনা ফাসো
বুর্কিনা ফাসো আফ্রিকা মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত একটি রাষ্ট্র যা পূর্বে আপার ভোল্টা নামে পরিচিত ছিল। দেশটির রাজধানীর নাম ওয়াগাদুগু এবং জনসংখ্যা প্রায় ২ কোটি ১০ লাখ যার ৬৪% মুসলিম। এটি বিশ্বের নবম মুসলিম গরিব দেশ যার মাথাপিছু আয় প্রায় ৯০০ মার্কিন ডলার। দেশটির প্রায় ৪১% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। বুর্কিনা ফাসো আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলির একটি তাই প্রতি বছর এই দেশের হাজার হাজার লোক পার্শ্ববর্তী দেশগুলিতে, যেমন ঘানা বা আইভরি কোস্টে কাজ খুঁজতে পাড়ি জমায়।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি মুসলিম দেশ
৮. মালি
মালি পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ যার সরকারি নাম মালি প্রজাতন্ত্র। দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর বামাকো এবং জনসংখ্যা প্রায় ২ কোটি ২০ লাখ যার ৯৫% মুসলিম। প্রায় ৮৮৯ মার্কিন ডলার মাথাপিছু আয় নিয়ে মালি বিশ্বের ৮ম মুসলিম গরিব দেশ । দেশটির প্রায় ৪২% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের কারণে দেশটি নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে, যা মালির অর্থনীতিকে ব্যাহত করেছে এবং নাগরিকদের জীবনযাত্রার মান হ্রাস পেয়েছে। এছাড়াও মালি দেশটি মানসা মুসার দেশ নামে পরিচিত।
৭. গাম্বিয়া
পশ্চিম আফ্রিকার মুসলিমপ্রধান একটি দেশ গাম্বিয়া যার সরকারি নাম গাম্বিয়া ইসলামি প্রজাতন্ত্র। দেশটির রাজধানীর নাম বাঞ্জুল এবং জনসংখ্যা প্রায় ২ কোটি ৪০ লাখ যার ৯৭% মুসলিম। এটি মুসলিম বিশ্বের ৭ম গরিব দেশ যার মাথাপিছু আয় প্রায় ৮৬১ মার্কিন ডলার। দেশটির প্রায় ৪৬% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা, অবকাঠামোর অভাব এবং উচ্চ বেকারত্ব সহ অসংখ্য প্রতিকূলতার কারণে গাম্বিয়ার অর্থনীতি কৃষিনির্ভর । এছাড়াও পর্যটন শিল্প থেকেও বেশ কিছু আয় হয় এদেশের।
৬. চাদ
চাদ মধ্য আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ যার সরকারি নাম চাদ প্রজাতন্ত্র। দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর এনজামিনা এবং জনসংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ যার ৫৫% মুসলিম। এটি মুসলিম বিশ্বের ষষ্ঠ গরিব দেশ যার মাথাপিছু আয় প্রায় ৬৬৭ মার্কিন ডলার। দেশটির প্রায় ৪১% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সমুদ্র দূরবর্তী অঞ্চল এবং মরু জলবায়ুর কারণে চাদকে আফ্রিকার মৃত হৃদয় বলেও অভিহিত করা হয়।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে ধনী ১০টি মুসলিম দেশ
৫. নাইজার
নাইজার পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত একটি দেশ যার নাম রাখা হয়েছে নাইজার নদীর নামানুসারে। দেশটির রাজধানী শহর নিয়ামে এবং জনসংখ্যা প্রায় ২ কোটি ৫০ লাখ যার ৯৯% মুসলিম। মাথাপিছু আয়ের ভিত্তিতে নাইজার মুসলিম বিশ্বের ৫ম গরিব রাষ্ট্র। দেশটির মাথাপিছু আয় প্রায় ৬১৩ মার্কিন ডলার। দেশটির প্রায় ৪৪% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এবং জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি প্রতিদিন $১ এর কম আয় করে। দেশটির শতকরা ৮০ ভাগ এলাকাজুড়ে রয়েছে সাহারা মরুভূমি। বৃষ্টি না হওয়ায় দেশটিতে তীব্র পানি সঙ্কট রয়েছে।
৪. আফগানিস্তান
আফগানিস্তান দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত একটি পাহাড়ি দেশ যার সরকারি নাম আফগানিস্তান ইসলামি আমিরাত। দেশটির রাজধানী শহর কাবুল এবং জনসংখ্যা প্রায় ৪ কোটি যার ১০০% মুসলিম। মাথাপিছু আয়ের ভিত্তিতে আফগানিস্তান মুসলিম বিশ্বের চতুর্থ গরিব রাষ্ট্র। দেশটির মাথাপিছু আয় প্রায় ৬১১ মার্কিন ডলার। দেশটির প্রায় ৫৫% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষিকাজ বা পশুপালনের সাথে জড়িত। বেকারত্ব এবং দক্ষ শ্রমিক ও প্রশাসকের অভাব দেশটির সবচেয়ে বড় সমস্যা। সোভিয়েত-আফগান যুদ্ধ ও তারপরে গৃহযুদ্ধ দেশটির অর্থনীতির চূড়ান্ত বিপর্যয় ঘটায়।
৩. ইয়েমেন
ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ যা আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত। দেশটির রাজধানীর নাম সানা এবং জনসংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি যার ৯৯% মুসলিম। মাথাপিছু আয়ের ভিত্তিতে ইয়েমেন মুসলিম বিশ্বের তৃতীয় গরিব রাষ্ট্র। দেশটির মাথাপিছু আয় প্রায় ৫৮৭ মার্কিন ডলার। দেশটির প্রায় ৫৫% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। বিংশ শতাব্দীর শেষে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে ৮ বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের এই দেশটি মানবিক সংকটের মুখে পড়েছে।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি মুসলিম দেশ
২. সোমালিয়া
সোমালিয়া আফ্রিকার উত্তর-পূর্ব পর্বত শৃঙ্গে অবস্থিত একটি দেশ। দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর মোগাদিশু এবং জনসংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ যার ১০০% মুসলিম। মাথাপিছু আয়ের ভিত্তিতে সোমালিয়া মুসলিম বিশ্বের দ্বিতীয় গরিব রাষ্ট্র। দেশটির মাথাপিছু আয় প্রায় ৫৪৪ মার্কিন ডলার। দেশটির প্রায় ৭০% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। কারণ প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে এই দেশটি গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়াও সোমালিয়া সমগ্র বিশ্বের কাছে তাদের ভয়ঙ্কর জলদস্যুদের জন্য কুখ্যাত।
১. সিয়েরা লিওন
সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার একটি দেশ যার সাংবিধানিক নাম সিয়েরা লিওন প্রজাতন্ত্র। দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর ফ্রিটাউন এবং জনসংখ্যা প্রায় ৮৭ লাখ যার ৭৯% মুসলিম। বর্তমানে IMF এর রিপোর্ট অনুযায়ী দেশটির মাথাপিছু আয় ৪১৫ মার্কিন ডলার যা দেশটিকে মুসলিম বিশ্বের সবচেয়ে গরিব দেশ হিসেবে পরিচিতি দিয়েছে। দেশটির প্রায় ৬৭% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সিয়েরা লিওনের অর্থনীতি খনিজ সম্পদের উপর নির্ভরশীল কিন্তু সরকারের দুর্নীতি ও প্রাকৃতিক সম্পদের অব্যবস্থাপনার ফলে এক দশকেরও বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলে যা দেশটির অর্থনীতির চূড়ান্ত বিপর্যয় ঘটায়।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box