বিশ্বের শীর্ষ ধনী ১০টি ব্যাংক
ব্যাংকিং শিল্প বিশ্ব অর্থনীতির বৃহত্তম ওসবচেয়ে প্রভাবশালী খাতগুলোর মধ্যে একটি। বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের সম্পদ সহ অসংখ্য গ্রাহকদের সেবা দেওয়ার মাধ্যমে বিশ্বের সকল ব্যাংক বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নয়নে ভূমিকা পালন করে। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং শিল্প উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে বেশ কিছু ব্যাংক বৈশ্বিক জায়ান্ট হিসেবে আবির্ভূত হয়েছে। এই ব্যাংকগুলোর সম্পদের পরিমাণ কয়েকশো বিলিয়ন ডলার এবং এদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর মধ্যে গণ্য করা হয়। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো ২০২১ সাল পর্যন্ত মোট সম্পদের পরিমাণের হিসেবে বিশ্বের সবচেয়ে ধনী ১০টি ব্যাংক সম্পর্কে।
১. Industrial and Commercial Bank of China Limited
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না লিমিটেড বা ICBC হল মোট সম্পদের পরিমাণের দিক থেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যাংক। এটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত একটি পাবলিক ব্যাংক এবং এর সদর দপ্তর চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত। বিগত কয়েক বছর ধরে এই ব্যাংকটি বিভিন্ন র্যাঙ্কিং-এ বিশ্বের সবচেয়ে ধনী ব্যাংকের খেতাব অর্জন করেছে। ২০২১ সাল পর্যন্ত ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৫.৫৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ এবং অঞ্চলে এই ব্যাংকটির উপস্থিতি রয়েছে এবং বিশ্বব্যাপী এর কর্মচারীর সংখ্যা ৪ লাখেরও বেশি।
২. China Construction Bank
চায়না কনস্ট্রাকশন ব্যাংক বা CCB হল মোট সম্পদের দিক থেকে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যাংক। এই ব্যাংকটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর চীনের বেইজিং শহরে অবস্থিত। এটি একটি পাবলিক ব্যাংক যার আনুমানিক ১৩,৬২৯টি দেশীয় শাখা রয়েছে। এছাড়াও বার্সেলোনা, ফ্রাঙ্কফুর্ট, লুক্সেমবার্গ, হংকং, নিউ ইয়র্ক সিটি, সিউল, সিঙ্গাপুর, টোকিও, মেলবোর্ন, কুয়ালালামপুর সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই ব্যাংকটির শাখা রয়েছে। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৪.৭৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাপী সাড়ে ৩ লাখেরও বেশি কর্মচারী এই ব্যাংককে কাজ করে।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ১০টি মেট্রোরেল
৩. Agricultural Bank of China
বিশ্বের তৃতীয় ধনী ব্যাংক হল চীনের বেইজিং শহরে অবস্থিত এগ্রিকালচারাল ব্যাংক অফ চায়না বা ABC। এটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত একটি পাবলিক ব্যাংক। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৪.৫৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। চীনের মূল ভূখণ্ড ছাড়াও হংকং, লন্ডন, টোকিও, নিউ ইয়র্ক, ফ্রাঙ্কফুর্ট, সিডনি, সিউল এবং সিঙ্গাপুরে এর শাখা আছে। চীনের গ্রামীণ ব্যাংকগুলোর সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এই ব্যাংকটির সাথে। বর্তমানে এই ব্যাংকটির প্রায় ৩২০ মিলিয়ন খুচরা গ্রাহক, ২.৭ মিলিয়ন কর্পোরেট ক্লায়েন্ট, ২৪ হাজার শাখা এবং বিশ্বব্যাপী সাড়ে ৪ লাখ কর্মী রয়েছে।
৪. Bank of China
ব্যাংক অফ চায়না বা BOC হল বিশ্বের চতুর্থ ধনী এবং চীনের দ্বিতীয় প্রাচীনতম ব্যাংক যা ১৯১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সদর দপ্তর বেইজিং শহরে অবস্থিত। এর মোট সম্পদের পরিমাণ প্রায় ৪.২ ট্রিলিয়ন মার্কিন ডলার। টোকিও, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, অন্টারিও, টরন্টো, হংকং, তাইওয়ান, করাচি সহ বিশ্বের আরো বিভিন্ন জায়গায় এই ব্যাংককের শাখা রয়েছে। বিশ্বজুড়ে ৩ লাখেরও বেশি কর্মচারী এই ব্যাংককে কাজ করে। চীনের ইতিহাসে সর্বপ্রথম ব্যাংক কার্ড "দ্য গ্রেট ওয়াল কার্ড" এই ব্যাংক থেকেই প্রদান করা হয়েছিল। এটিকে চীনের আর্থিক ব্যবস্থার উন্নয়নে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।
৫. JPMorgan Chase
JP মর্গান চেস হল সম্পদের বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান এবং বিশ্বের পঞ্চম ধনী ব্যাংক। ব্যাংকটির সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত এবং এটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৩.৭৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। এই ব্যাংকটি ভোক্তা ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, বাণিজ্যিক ব্যাংকিং এবং সম্পদ ব্যবস্থাপনা সহ বিভিন্ন আর্থিক পরিষেবা প্রদান করে। বিশ্বব্যাপী ৬০টিরও বেশি দেশে প্রায় ২ লাখেরও বেশি কর্মচারী এই ব্যাংককের কাজে নিয়োজিত রয়েছে। এই ব্যাংকটিতে বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগ ব্যাংকিং বিভাগ রয়েছে।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ১০টি টানেল
৬. Mitsubishi UFJ Financial Group
মিতসুবিশি UFJ ফাইন্যান্সিয়াল গ্রুপ বা MUFG হল জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত একটি ব্যাংক যা বিশ্বের ষষ্ট ধনী ব্যাংক। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি জাপানের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে এই ব্যাংককের উপস্থিতি রয়েছে যেখানে এর কর্মী সংখ্যা ১ লাখেরও বেশি। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৩.১৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে এই ব্যাংকটি "Progmat Coin" নামে একটি ডিজিটাল মুদ্রা চালু করে যা লেনদেনের খরচ কমাতে এবং গ্রাহকদের আরো বেশি আর্থিক সুবিধা প্রদান করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
৭. Bank of America
বিশ্বের সপ্তম ধনী ব্যাংক হল ব্যাংক অফ আমেরিকা বা BoA৷ জেপি মর্গান চেসের পর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। এটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর শার্লটে অবস্থিত। যুক্তরাষ্ট্রের সমস্ত ব্যাংক ডিপোজিটের প্রায় ১০.৭৩% এই ব্যাংককে রয়েছে যা এই ব্যাংকটিকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মাঝে জায়গা দিয়েছে। বর্তমানে ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৩.১৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের ৩৫ টিরও বেশি দেশে এই ব্যাংকটির উপস্থিতি রয়েছে এবং এর কর্মী সংখ্যা প্রায় ২ লাখেরও বেশি।
৮. HSBC Holdings
HSBC হোল্ডিংস হল একটি ব্রিটিশ বহুজাতিক ব্যাংক যা বিশ্বের অষ্টম ধনী ব্যাংক। এটি ইউরোপ মহাদেশের বৃহত্তম ব্যাংক যার মোট সম্পদের পরিমাণ প্রায় ২.৯৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ব্যাংকটির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। বর্তমানে বিশ্বের ৬৪টি দেশ ও অঞ্চলে এই ব্যাংককের অফিস রয়েছে, যা প্রায় ৪০ মিলিয়ন গ্রাহকদের পরিষেবা দেয়। ব্যাংকটির কর্মচারীর সংখ্যা ২ লাখের অধিক।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ১০টি সেতু
৯. BNP Paribas
বিশ্বের নবম ধনী ব্যাংক হল BNP পারিবাস যার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকিং গ্রুপ। এর মোট সম্পদের পরিমাণ প্রায় ২.৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। এই ব্যাংকটি সর্বপ্রথম ১৮৪৮ সালে প্রতিষ্ঠিত হয়, তবে BNP পারিবাস নামে এর যাত্রা শুরু হয় ২০০০ সাল থেকে। বর্তমানে বিশ্বের ৬৫টি দেশে এই ব্যাংককের উপস্থিতি রয়েছে যেখানে এর কর্মী সংখ্যা প্রায় ২ লাখ।
১০. Crédit Agricole
বিশ্বের দশম ধনী ব্যাংক হল ক্রেডিট এগ্রিকোল যার মোট সম্পদের পরিমাণ প্রায় ২.৬৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। এটি ইউরোপের তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম সমবায় আর্থিক প্রতিষ্ঠান। এটি ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর ফ্রান্সের মনট্রুজে অবস্থিত। বিশ্বজুড়ে ৪৯টি দেশে এই ব্যাংকটির প্রায় ৫২ মিলিয়ন গ্রাহক রয়েছে এবং এর কর্মী সংখ্যা ১ লাখের বেশি।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box