বিশ্বের সবচেয়ে বড় ১০টি মেট্রোরেল

শহরকেন্দ্রিক মানুষের যাতায়াত সহজ করতে অনেক আগে থেকেই ব্যবহার করা হয় মেট্রোরেল। এটিতে একই সঙ্গে যেমন অনেকে যাতায়াত করতে পারেন, তেমনি এড়ানো যায় যানজট। ফলে স্বাভাবিকভাবেই মেট্রো বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পরিবহনের গুলোর মধ্যে একটি। বিশ্বের প্রথম মেট্রোরেল লন্ডনে চালু হলেও বর্তমানে পৃথিবীর ৬১টি দেশের প্রায় ২০৫টি শহরে  মেট্রোরেল চালু রয়েছে এবং আরো ৫০টিরও অধিক শহরে এর নির্মাণে কাজ চলছে। তবে মজার বিষয় হচ্ছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ১০টি  মেট্রোরেলের তালিকায় চীনের একাই রয়েছে ৪টি মেট্রোরেল। The Earth Bangla এর সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা জানাবো বিশ্বের সবচেয়ে বড় ও দীর্ঘতম ১০টি মেট্রোরেল সম্পর্কে।

১. সাংহাই মেট্রো

বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম মেট্রো হল সাংহাই মেট্রো যা চীনের সাংহাইয়ে অবস্থিত। এই মেট্রোর দৈর্ঘ্য প্রায় ৮৩১ কিলোমিটার  এবং স্টেশন সংখ্যা ৫০৮টি। ১৯৮৬ সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৯৩ সালে সর্বপ্রথম এই মেট্রো চালু করা হয়। এটি পৃথিবীর অন্যতম ব্যস্ত একটি মেট্রো যেখানে প্রতিবছর তিন হাজার ৭০০ কোটি যাত্রী এই মেট্রো ব্যবহার করে। এটি বর্তমানে বিশ্বের দীর্ঘতম দ্রুত গণপরিবহন ব্যবস্থা। এছাড়াও প্রতিদিন গড়ে  ১ কোটিও বেশি লোক এই গণপরিবহন ব্যবস্থাটি ব্যবহার করে এবং ২০১৯ সালের পরিসংখ্যান অনুসারে সাংহাই মেট্রোর বার্ষিক যাত্রীসংখ্যা ছিল প্রায় ৪০০ কোটি। ২০২৫ সালের মধ্যে সাংহাই মেট্রো ব্যবস্থায় ২৫টি রেলপথ সহ মোট ১,০০০ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে।

২. বেইজিং সাবওয়ে

বেইজিং সাবওয়ে চীনের আরেকটি মেট্রো লাইন যা পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম মেট্রো সিস্টেম। চীনের রাজধানী বেইজিং ও তার আশেপাশের এলাকার মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা তৈরীর জন্য এটি নির্মাণ করা হয়। এই মেট্রোর দৈর্ঘ্য প্রায় ৭৮৩ কিলোমিটার  এবং স্টেশন সংখ্যা ৪৬৩টি। পূর্ব এশিয়ার সবচেয়ে পুরনো এই সাবওয়েটি ১৯৭১ সালে উদ্বোধন করা হয়। চীনে এই মেট্রোটি আন্ডারগ্রাউন্ড ড্রাগন নামেও পরিচিত। সাংহাই সাবওয়ের পরে এটি চীনের ২য় দীর্ঘতম সাবওয়ে ব্যবস্থা। প্রতিদিন প্রায় ১ কোটিরও বেশি লোক এই মেট্রো ব্যবহার করেন এবং ২০১৯ সালের পরিসংখ্যান অনুসারে বেইজিং সাবওয়ে মেট্রোর বার্ষিক যাত্রীসংখ্যা ছিল প্রায় ৩৮০ কোটিও বেশি।

আরো জানুন: পৃথিবীর সবচেয়ে বড় ১০টি জঙ্গল

৩. গুয়াংঝো মেট্রো

গুয়াংঝো মেট্রো হল চীনের গুয়াংঝো শহরে একটি দ্রুতগতির রেল ব্যবস্থা যার নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৩ সালে এবং ১৯৯৭ সালে প্রথম জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। এটি চীনের প্রধান শহর বেইজিং, তিয়ানজিন এবং সাংহাইয়ের পরে চীনে নির্মিত চতুর্থ মেট্রো ব্যবস্থা যা বিশ্বের দীর্ঘতম মেট্রোরেলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এই মেট্রোর দৈর্ঘ্য প্রায় ৬০৭.৬ কিলোমিটার  এবং স্টেশন সংখ্যা ২৯৪টি। গুয়াংঝো মেট্রো চীনের গুয়াংঝো শহর ও ফোশান শহরকে সংযুক্ত করে এবং এটিই চীনের প্রথম মেট্রো লাইন যা দুটি শহরকে যুক্ত করেছে। এই মেট্রোতে প্রতিদিন প্রায় ১ কোটি মানুষ যাতায়াত করে থাকে এবং ২০১৯ সালের পরিসংখ্যান অনুসারে গুয়াংঝো মেট্রোর বার্ষিক যাত্রীসংখ্যা ছিল প্রায় ৩৫০ কোটিও বেশি।

৪. লন্ডন আন্ডারগ্রাউন্ড

লন্ডন আন্ডারগ্রাউন্ড যুক্তরাজ্যের বৃহত্তর লন্ডন এবং এর পার্শ্ববর্তী শহরগুলোর মধ্যে একটি দ্রুত গনপরিবহন ব্যবস্থা। শহরের বাসিন্দাদের যাতায়াত সহজ করার লক্ষ্য নিয়ে ১৮৯০ সালে এটি নির্মাণ করা হয়। এটি পৃথিবীর প্রথম ও প্রাচীনতম আন্ডারগ্রাউন্ড মেট্রো সিস্টেম। মজার বিষয় হল, এটিকে যদিও আন্ডারগ্রাউন্ড মেট্রো সিস্টেম বলা হয়, তবে এই মেট্রোর মাত্র ৪৫% মাটির নিচে নির্মিত। ৪০২ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৭০টি স্টেশন নিয়ে এটি বিশ্বের চতুর্থ দীর্ঘতম মেট্রো। এই মেট্রোতে দৈনিক ২৫ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করে এবং ২০১৯ সালের পরিসংখ্যান অনুসারে লন্ডন আন্ডারগ্রাউন্ড মেট্রোর বার্ষিক যাত্রীসংখ্যা ছিল প্রায় ৩০ কোটিও বেশি। স্থানীয়ভাবে এই মেট্রো দি আন্ডারগ্রাউন্ড অথবা দ্য টিউব নামে বেশি পরিচিত।

৫. নিউইয়র্ক সিটি সাবওয়ে

নিউ ইয়র্ক সিটি সাবওয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি দ্রুত পরিবহন ব্যবস্থা যা দীর্ঘতম মেট্রোলাইনের দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং দামী দ্রুত পরিবহন ব্যবস্থা। ৩৯৯ কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে এটি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ এবং ৪৭২টি স্টেশন সহ বিশ্বের সবচেয়ে বিস্তৃত মেট্রো সিস্টেম। জরুরী পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগ ব্যতীত, এই ৪৭২ টি স্টেশনের মধ্যে ৪৭০টি স্টেশন সারা বছর ২৪ ঘন্টা চালু থাকে এবং এই মেট্রোতে আরও ১৪টি নতুন স্টেশন চালু করার পরিকল্পনা করা হয়েছে। ১১৮ বছরের পুরোনো এই মেট্রোটিতে প্রতিদিন ৫০ লাখেরও বেশি যাত্রী ব্যবহার করেন এবং এবং ২০১৯ সালের পরিসংখ্যান অনুসারে নিউইয়র্ক সিটি মেট্রোর বার্ষিক যাত্রীসংখ্যা ছিল প্রায় ১৫০ কোটিও বেশি।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০ টি দ্বীপ

৬. দিল্লী মেট্রো

দিল্লি মেট্রো ভারতের রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী গুরগাঁও ও নয়ডা অঞ্চলের এটি দ্রুত গনপরিবহন ব্যবস্থা। প্রায় ৩৯০ কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রোতে ২৮৬টি স্টেশন রয়েছে যা পৃথিবীর ষষ্ঠ দীর্ঘতম মেট্রো। ২০০২ সালে দিল্লী মেট্রোর উদ্বোধন হয়। উদ্বোধনের পর মাত্র সাত বছরে এই মেট্রোতে ১০০ কোটিরও বেশি যাত্রী পরিবহন করেছে। গ্রীন হাউস গ্যাস নিঃসরণ কমাতে সহায়তার জন্য বিশ্বের প্রথম কোন মেট্রোরেল এবং রেল ভিত্তিক সিস্টেম হিসেবে এটি  জাতিসংঘ থেকে সনদ পেয়েছে। দিল্লি মেট্রোর দৈনিক গড় যাত্রীসংখ্যা প্রায় ২৫ লক্ষ। এছাড়াও ২০১৯ সালের পরিসংখ্যান অনুসারে দিল্লি মেট্রোর বার্ষিক যাত্রীসংখ্যা ছিল ১৮০ কোটিরও বেশি।

৭. মস্কো মেট্রো

মস্কো মেট্রো রাশিয়ার রাজধানী মস্কোর প্রায় সমগ্র এলাকা জুড়ে বিস্তৃত পাতাল ট্রেন ব্যবস্থা। এটি বিশ্বের ব্যস্ততম মেট্রো যা ১৯৩৫ সালে প্রথম চালু হয়। প্রায় ৩৮১ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোর বর্তমানে স্টেশন সংখ্যা ২২৩টি যা পৃথিবীর সপ্তম দীর্ঘতম মেট্রো সিস্টেম। এই মেট্রোর পার্ক পোবেডি স্টেশনটি মাটির ৮৪ মিটার গভীরে অবস্থিত, যা পৃথিবীর তৃতীয় গভীরতম স্টেশন। এই মেট্রোতে দৈনিক গড় যাত্রীসংখ্যা প্রায় ১ কোটি এবং ২০১৯ সালের পরিসংখ্যান অনুসারে মস্কো মেট্রোর বার্ষিক যাত্রীসংখ্যা ছিল ২৫০ কোটিরও বেশি। এটি ইউরোপের ব্যস্ততম মেট্রো সিস্টেম যা একটি পর্যটক আকর্ষণ হিসাবেও বিবেচিত হয়।

৮. উহান মেট্রো

উহান মেট্রো চীনের হুবেই প্রদেশের উহান শহরে অবস্থিত একটি দ্রুত গনপরিবহন ব্যবস্থা যা পৃথিবীর অষ্টম দীর্ঘতম মেট্রো। এটি মূলত পাতাল রেল ব্যবস্থা। যদিও এলিভ্যাটেড ও আন্ডারগ্রাউন্ড দুইভাবেই এটি পরিচালিত হয়। এটি চীনের ষষ্ঠ ব্যস্ততম ও দ্রুত ট্রানজিট ব্যবস্থা। ২০০৪ সালে নির্মিত ৩৩৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রোতে ২২৮টি স্টেশন রয়েছে। এই মেট্রোতে দৈনিক ৩০ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করে এবং ২০১৯ সালের পরিসংখ্যান অনুসারে উহান মেট্রোর বার্ষিক যাত্রীসংখ্যা ছিল ১২০ কোটিরও বেশি। এছাড়াও এটি একটি বিশ্বের দীর্ঘতম মেট্রো সেতুর মধ্যে একটি।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি মরুভূমি

৯. সিউল মেট্রোপলিটন সাবওয়ে

দক্ষিণ কোরিয়ার রাজধানীতে অবস্থিত সিউল মেট্রোপলিটান সাবওয়ে হল একটি মেট্রোপলিটন রেলওয়ে ব্যবস্থা যা দক্ষিণ কোরিয়ায় উত্তর-পশ্চিমে অবস্থিত এবং এটি বিশ্বের দীর্ঘতম মেট্রোর তালিকায় ৯ম অবস্থানে রয়েছে। প্রায় ৩১৯ কিলোমিটার দীর্ঘ এই সাবওয়ে ১৯৭৪ সালে চালু হয় যার স্টেশন সংখ্যা ২৯৩টি। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত মেট্রো হিসাবে পরিচিত, যেখানে বার্ষিক প্রায় ২০০ কোটি যাত্রী যাতায়াত করে। এছাড়াও সিউল মেট্রোপলিটন সাবওয়েতে আরও নতুন স্টেশন এবং নতুন লাইন তৈরি করার পরিকল্পনা রয়েছে যা ২০২৪ সালের মধ্যে খোলা হবে।

১০. মাদ্রিদ মেট্রো

মাদ্রিদ মেট্রো স্পেনের রাজধানী শহর মাদ্রিদকে সেবা প্রদানকারী দ্রুতগামী একটি গণপরিবহন ব্যবস্থা। এটি বিশ্বের ১০ম দীর্ঘতম মেট্রো সিস্টেম, যার মোট দৈর্ঘ্য প্রায় ২৯৪ কিলোমিটার এবং স্টেশন সংখ্যা ৩০২টি। মাদ্রিদ মেট্রো বিশ্বের প্রাচীনতম মেট্রোর মধ্যে একটি যা ১৯১৯ সালে প্রথম চালু হয়। এটি গত ১৭ অক্টোবর ২০১৯ সালে তার শততম বার্ষিকী উদযাপন করেছে। এই মেট্রো সিস্টেমে বিশ্বের সবচেয়ে বেশি এস্কেলেটর রয়েছে যার সংখ্যা ১৭০৫টি। এছাড়াও ৫২৯টি লিফট রয়েছে যা বিশ্বের অন্য কোন মেট্রো  সিস্টেমে দেখা যায় না। এই মেট্রোটি তালিকার অন্যান্য মেট্রোগুলোর মত ব্যস্ততম না হলেও প্রতি বছরে প্রায় ৪৫ কোটি মানুষ মাদ্রিদ মেট্রো ব্যবহার করে থাকে

তো এই ছিল পৃথিবীর দীর্ঘতম ১০টি মেট্রোর তালিকা। আজকের মতো আর কোন কোন বিষয়ের উপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আজকের বিষয়টি (সেরা ১০) ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম (জানা-অজানা) অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন