বিশ্বের সেরা ১০টি খেলা
এই পৃথিবীতে ঠিক কত রকমের খেলা আছে তা কারো পক্ষে গণনা করা সম্ভব নয়। সারা বিশ্বে যেসব খেলাধুলা প্রচলিত রয়েছে তার মধ্যে কিছু খেলা আঞ্চলিক এবং কিছু খেলা আন্তর্জাতিক। তবে এমন অনেক খেলা আছে যেগুলো দেশ ও কাল ভেদে বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০টি খেলা সম্পর্কে।
১০. রাগবি
রাগবি আমেরিকান ফুটবল নামেও বহুল প্রচলিত এবং এই খেলাটি আমেরিকার খুবই জনপ্রিয় একটি খেলা। ঐতিহাসিক সূত্র মতে, এই খেলা শুরু হয় ২০০০ বছর পূর্বে চীন ও গ্রীক অঞ্চলে কিন্তু তখনো রাগবি কোন স্বীকৃত খেলার অন্তর্ভুক্ত ছিল না। পরবর্তীকালে, ১৮২৩ সালে ব্রিটেনে রাগবি একটি খেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় রাগবি খেলা অধিক জনপ্রিয়। সারা বিশ্বে প্রায় ৪০ কোটি দর্শক রাগবি খেলা দেখে থাকে এবং জনপ্রিয়তার দিক থেকে রাগবির অবস্থান দশম।
৯. গলফ
গলফ খেলার প্রচলন হয় আজ থেকে খ্রিষ্ট পূর্ব ১০০ বছর পূর্বে রোমান ও চীন সাম্রাজ্যে। গলফ নামটি উদ্ভব হয়েছে স্কটিশ ভাষা থেকে এবং আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয় ১৪৫৭ সালে। আর দশটি খেলার মত গলফ মাঠের কোন নির্দিষ্ট আকৃতি থাকে না। গল্ফ খেলা হয় খোলা মাঠে, যাকে বলা হয় গল্ফকোর্স। বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে গলফের অবস্থান বিশ্বে নবম এবং সারা পৃথিবীর প্রায় ৪৫ কোটি দর্শক গলফ খেলা দেখে থাকে।
আরো জানুন: বিশ্বের সেরা ১০টি স্মার্টফোন কোম্পানি
৮. বেস বল
বেসবল অনেকটা ক্রিকেটের মত বল ও ব্যাটের সমন্বয়ে খেলা হয়। আজ থেকে ২০০০ বছর পূর্বে প্রাচীন মিশরে ব্যাট ও বল দিয়ে এই খেলার প্রচলন লক্ষ্য করা যায়। ১৭৯১ সালে অফিশিয়াল ভাবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের পুরাতন কোর্ট হাউজে বেসবল নাম ব্যবহারকৃত নতি পাওয়া যায়। বর্তমানে যুক্তরাষ্ট্রে বেসবল খুবই জনপ্রিয় একটি খেলা। এছাড়াও জাপান, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্রে বেসবলের জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে সারা বিশ্বে প্রায় ৫০ কোটি দর্শক বেস বল খেলা দেখে থাকে এবং জনপ্রিয়তার দিক থেকে বেস বলের অবস্থান ৮ম।
৭. টেবিল টেনিস
টেবিল টেনিসের অপর নাম পিং পং বল গেম। ১৮৮০ সালে ইংল্যান্ডে টেবিল টেনিসের উৎপত্তি হলেও চায়নাতে এই খেলা জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ধারণা করা হয় চায়নাতে কোটির মত টেবিল টেনিস খেলোয়াড় রয়েছে এবং বিশ্বের অধিকাংশ সেরা টেবিল টেনিস খেলোয়াড় চীন দেশে জন্মগ্রহণ করেছেন। ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত অলিম্পিকে প্রথম বারের মত টেবিল টেনিস অন্তর্ভুক্ত হয়। জনপ্রিয়তার দিক থেকে টেবিল টেনিসের অবস্থান বিশ্বে ৭ম এবং সারা পৃথিবীর প্রায় ৮০ কোটি দর্শক টেবিল টেনিস খেলা দেখে থাকে।
৬. ভলিবল
ভলিবল দুটি টিমের মাধ্যমে খেলা হয় যেখানে নেটের দুই পাশে দুই টিমের ছয় জন করে খেলোয়াড় থাকে এবং তাদের উদ্দেশ্য থাকে প্রতিপক্ষ দলের সীমানার মধ্যে বলকে ভূমিতে স্পর্শ করার মাধ্যমে পয়েন্ট অর্জন করা। ১৮৯৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে প্রথম ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। তবে প্রাতিষ্ঠানিকভাবে ১৯৬৪ সালে ভলিবল খেলা অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে সারা বিশ্বে ভলিবল খেলার অনুসারী প্রায় ৯০ কোটির মত এবং জনপ্রিয়তার দিক থেকে ভলিবলের অবস্থান বিশ্বে ষষ্ঠ।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে পুরনো ১০টি ভাষা
৫. টেনিস
টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া। বিশ্বের অনেক দেশে লন টেনিস নামেও এ খেলার পরিচিতি রয়েছে। ইতিহাসবিদদের মতে ১২ শতাব্দীতে উত্তর ফান্সে প্রথম টেনিস খেলা শুরু হয়েছিল। ফ্রান্সে টেনিস এত জনপ্রিয় হয়ে উঠে যে, রাজা সপ্তম লুইস এটিকে নিষিদ্ধ ঘোষণা করেন। তবে প্রাতিষ্ঠানিকভাবে প্রথম টেনিস খেলা হয়েছিল ১৮৫৯ সালে ইংল্যান্ডের বার্মিংহামে। বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে টেনিসের অবস্থান বিশ্বে ৫ম এবং সারা পৃথিবীর প্রায় ১০০ কোটি অনুসারী টেনিস খেলা দেখে থাকে।
৪. হকি
হকি সাধারণত দুই প্রকার হয়ে থাকে ফিল্ড হকি ও আইস হকি। অন্যান্য খেলার মত হকি একক কোন ব্যক্তি বা জাতির মাধ্যমে উদ্ভব হয় নি। ইতিহাস অনুসারে দেখা যায় ৪০০০ বছর পূর্বে মিশরে হকির মত এক ধরনের খেলার প্রচলন ছিল যেখানে মিশরের সাধারন মানুষ মাঠে গিয়ে লাঠি হাতে ছোট্ট বল নিয়ে খেলত। আবার ১৬০০ শতকের দিকে নেদারল্যান্ডসে বরফের উপর লাঠি দিয়ে খেলার আয়োজন হত। পরবর্তীকালে আধুনিক হকির জন্ম হয় ১৮০০ সালে কানাডার ছোট্ট শহর উইন্ডসরে। হকি থেকে বর্তমান সময়ের আইস হকির উদ্ভব হয়েছে। বর্তমানে সারা বিশ্বে হকি খেলার অনুসারী প্রায় ২০০ কোটির মত এবং জনপ্রিয়তার দিক থেকে হকির অবস্থান বিশ্বে চতুর্থ।
৩. বাস্কেটবল
বাস্কেটবল হল সারা বিশ্বের তৃতীয় বহুল জনপ্রিয় খেলা। ১৮৯১ সালে তৎকালীন ক্রীড়া শিক্ষক ড. জেমস নাইজস্মিথ ফুটবলের মত একটি ইনডোর খেলার উদ্ভব করেন এবং বাস্কেটবল হিসাবে নাম করণ করেন। ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকে প্রথম বারের মত বাস্কেটবল অন্তর্ভুক্ত হয়। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং সারা পৃথিবীর প্রায় ২২০ কোটি অনুসারী বাস্কেটবল খেলা দেখে থাকে। এছাড়াও কানাডা, চীন ও ফিলিপিনে এই খেলার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে ধনী ১০টি ব্যাংক
২. ক্রিকেট
ক্রিকেট, অত্যন্ত জনপ্রিয় একটি খেলা বিশেষ করে দক্ষিণ এশিয়াতে। ক্রিকেট খেলার উদ্ভব হয় তের শতকে ইংল্যান্ডে। প্রাথমিক যুগে রাখাল বালকেরা ক্রিকেট খেলা খেলত বলে প্রচলিত রয়েছে। ১৭৪৪ সালে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট খেলার নিয়ম লিপি বদ্ধ করা হয় এবং টেস্ট ম্যাচ দিয়েই এ খেলার শুরু। পরবর্তীতে, টেস্ট এবং ওয়ানডে ছাড়িয়ে টি-২০ ম্যাচের মধ্যে দিয়ে ক্রিকেট আরো জনপ্রিয় হয়ে উঠে। বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেটের অবস্থান বিশ্বে দ্বিতীয় এবং সারা পৃথিবীর প্রায় ২৬০ কোটি অনুসারী ক্রিকেট খেলা দেখে থাকে।
১. ফুটবল
বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। পৃথিবীতে ফুটবল খেলা হয় না এমন দেশ হয়তো খুঁজে পাওয়া যাবে না তবে বিশ্বের কিছু অঞ্চলে এটি সকার নামেও পরিচিত। প্রাচীন চীনে খ্রিষ্ট পূর্ব ৪৭৬- ২২১ পর্যন্ত এক ধরনের খেলার প্রচলন ছিল, যার নাম ছিল কুজু। কাপড়ে দিয়ে তৈরি গোলাকার বলের মত মোড়ান বস্তু পায়ের মাধ্যমে লাথি মেরে খেলা হত। সৈনিকেরা দেহ সবল রাখার জন্য কুজু খেলত। বর্তমানে ফুটবল বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় খেলা। বর্তমানে সারা বিশ্বে ফুটবল খেলার অনুসারী প্রায় ৪০০ কোটির মত। তবে প্রকৃতপক্ষে সংখ্যাটা আরো বেশি হতে পারে।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box