দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে

দক্ষিণ আমেরিকা পৃথিবীর সাত মহাদেশের মধ্যে চতুর্থ বৃহত্তম মহাদেশ। দক্ষিণ আমেরিকা দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি মহাদেশ। উত্তরে ক্যারিবীয় সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত মহাদেশটির দৈর্ঘ্য ৭,৪০০ কিলোমিটার। মহাদেশটির উত্তরে উত্তর আমেরিকা মহাদেশ অবস্থিত যা পানামা খাল দ্বারা দক্ষিণ আমেরিকা থেকে পৃথক হয়েছে। সাধারণত উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে একটি উপমহাদেশ হিসাবে বিবেচনা করা হয়, যেখানে আমেরিকা হল বৃহত্তর একটি মহাদেশ যার দুটি অংশ উত্তর ও দক্ষিণ। তবে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝামাঝি স্থানকে মধ্য আমেরিকা বলা হয়ে থাকে। The Earth Banglar আজকের পর্বে আমরা আপনাদের জানাবো দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে এমনই অজানা ও অবাক করার মত কিছু তথ্য। তার আগে চলুন দেখে নেয়া যাক এক নজরে দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে।

আরো জানুন: (এশিয়া মহাদেশ) (ইউরোপ মহাদেশ) (আফ্রিকা মহাদেশ)

দক্ষিণ আমেরিকা মহাদেশ পরিচিতি

  • আয়তন: ১,৭৮,৪০,০০০ বর্গকিলোমিটার
  • জনসংখ্যা: ৪৪ কোটি
  • জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ২১ জন
  • শতকরা আয়তন: পৃথিবীর মোট আয়তনের ১২%
  • শতকরা জনসংখ্যা: পৃথিবীর মোট জনসংখ্যার ৬.৫% 
  • মোট দেশ সংখ্যা: ১২ টি স্বাধীন রাষ্ট্র
  • জাতিসংঘ ভুক্ত দেশ: ১২ টি
  • ধর্ম: খ্রিষ্টান (৯০%), নাস্তিক (৭.৭%), অন্যান্য (২.১%)।
  • বৃহত্তম শহর: সাও পাওলো, লিমা, রিও ডি জেনেইরো, সান্তিয়াগো, কারাকাস,বুয়েনোস আইরেস, বোগোতা, লা পাজ ও ব্রাসিলিয়া।
  • সবচেয়ে জনবহুল শহর: সাও পাওলো
  • সবচেয়ে বড় দেশ: ব্রাজিল
  • সবচেয়ে ছোট দেশ: সুরিনাম
  • সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ: ব্রাজিল
  • সবচেয়ে কম জনসংখ্যার দেশ: সুরিনাম
  • সবচেয়ে ধনী দেশ: ব্রাজিল
  • সবচেয়ে গরিব দেশ: সুরিনাম
  • সর্বোচ্চ স্থান: আকোংকাগুয়া পর্বত (৬,৯৬০ মিটার উচু)
  • সর্বনিম্ন স্থান: লেগুনা ডেল কার্বন (সমুদ্র পৃষ্ঠতল থেকে ১০৫ মিটার নিচে)
  • ভাষা সংখ্যা: ৪৫০ এর বেশি
  • সবচেয়ে জনপ্রিয় ভাষা: স্প্যানিশ  (প্রায় ২১ কোটির বেশি মানুষ)
  • সবচেয়ে দামি মুদ্রা: পেরুভিয়ান সল (১  পেরুভিয়ান সল = ২৫ টাকা)
  • সবচেয়ে বড় নদী: আমাজন নদী (৬,৯৯২ কিলোমিটার)
  • সবচেয়ে বড় সাগর: আর্জেন্টাইন সাগর
  • নোবেল পাওয়া মানুষের সংখ্যা: ১৩ জন
  • মাথাপিছু জিডিপি: $৮,৩৪০ মার্কিন ডলার
  • সর্বোচ্চ মাথাপিছু জিডিপির দেশ: উরুগুয়ে ($১৮,৬৯৩ মার্কিন ডলার)
  • ডোমেইন সংকেত: .lat

দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে অজানা তথ্য

দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে অজানা ও অবাক করার মত কিছু তথ্য

  1. পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত যা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত কারণ এটি পৃথিবীতে উৎপাদিত মোট অক্সিজেনের ২০% একাই সরবরাহ করে। এছাড়াও আমাজন রেইনফরেস্ট পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ স্থান। 
  2. দক্ষিণ আমেরিকা মহাদেশে ৩০০ টিরও বেশি ভাষায় কথা বলা হয় কিন্তু এই মহাদেশের অধিকাংশ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। তবে অনেকেই ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে। এছাড়াও কিছু আদিবাসী ভাষা রয়েছে যেগুলি বিপুল সংখ্যক মানুষের মধ্যে বলা হয়, যেমন কেচুয়া, গুয়ারানি এবং আয়মারা ইত্যাদি।
  3. আলুর উৎপত্তি দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে। তবে বর্তমানে বিশ্বের তিন-চতুর্থাংশ আলু উৎপাদন হয় ইউরোপ মহাদেশে।
  4. বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ কফি উৎপাদিত হয় ব্রাজিলে যা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। ১৫০ বছরেরও বেশি সময় ধরে ব্রাজিল বিশ্বে সর্বোচ্চ কফি উৎপাদনকারী দেশ।
  5. বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী আমাজন দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে বয়ে গেছে যার অববাহিকায় আমাজন রেইনফরেস্ট গড়ে উঠেছে। এছাড়াও আমাজন নদী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এবং অন্য যে কোনও নদীর চেয়ে বেশি পানি ধারণ করে।
  6. দক্ষিণ আমেরিকায় এখনো কিছু আদিবাসী উপজাতি রয়েছে যাদের সাথে আধুনিক সভ্যতার কোন যোগাযোগ নেই এবং এদের অধিকাংশই আমাজন জঙ্গলের গহীনে বসবাস করে।
  7. বিশ্বের সবচেয়ে উচু রাজধানী লা পাজ দক্ষিণ আমেরিকার বলিভিয়ার অবস্থিত যার উচ্চতা ৩৬৪০ মিটার। লা পাজ হল বলিভিয়ার রাজধানী।
  8. দক্ষিণ আমেরিকা মহাদেশের দেখা মেলে বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল যার উচ্চতা ৯৭৯ মিটার বা ৩০০০ ফুটের বেশি! এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ।
  9. বিশ্বের ৪০% এরও বেশি গাছপালা এবং প্রাণীর প্রজাতি পাওয়া যায় দক্ষিণ আমেরিকা মহাদেশে।
  10. এই মহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এবং পৃথিবীজুড়ে দক্ষিণ আমেরিকার দেশগুলো ফুটবলের জন্য বিখ্যাত। এছাড়াও পেলে, ম্যারাডোনা, কাকা ও মেসির মত বিখ্যাত ফুটবলারের জন্ম এই মহাদেশ।
  11. বন জঙ্গলে ঘেরা মহাদেশ দক্ষিণ আমেরিকায় ৩০০ টিরও বেশি জাতীয় উদ্যান রয়েছে। এছাড়াও দক্ষিণ আমেরিকা মহাদেশর ৫০% এরও বেশি জায়গা বনভূমি দ্বারা আচ্ছাদিত।
  12. ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুটি ভিন্ন জিনিস। দক্ষিণ আমেরিকা বলতে দক্ষিণ আমেরিকা মহাদেশের সব দেশকে বোঝায় কিন্তু ল্যাটিন আমেরিকা বলতে দক্ষিণ আমেরিকার মধ্যে থাকা সেসব দেশগুলোকে বোঝায় যেগুলো ল্যাটিন ভাষাগুলির মধ্যে একটিতে কথা বলে, উদাহরণস্বরূপ, পর্তুগিজ, ফরাসি এবং স্প্যানিশ।
  13. প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন একটি দেশ যে দেশের বাড়ি গুলোতে কোন ডোরবেল নেই। সেখানে ডোরবেল পরিবর্তে ৩-৪ সেকেন্ডের জন্য হাততালি দেওয়া হয় নিজের উপস্থিতি বোঝানোর জন্য।
  14. উরুগুয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন একটি দেশ যে দেশে খাবারের সাথে লবণ নিষিদ্ধ।
  15. বিশ্বের বৃহত্তম সাপ সবুজ অ্যানাকোন্ডার আবাসস্থল দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজন জঙ্গলে। এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় অ্যানাকোন্ডাটি ছিল ৫ মিটার লম্বা এবং ৯৯ কেজি ওজন ।
  16. দক্ষিণ আমেরিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে গোলাপী ডলফিন রয়েছে। এটি বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু এবং ভেনেজুয়েলায় আমাজন ও অরিনোকো নদীর অববাহিকায় দেখা যায়।
  17. সুরিনাম দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম এবং ভারী বনভূমির দেশ। জাতিসংঘের মতে, দেশটির মোট ভূমির প্রায় ৯৪.৬% বনভূমি দ্বারা ঢাকা।
  18. ব্রাজিল হল দক্ষিণ আমেরিকা মহাদেশের একমাত্র দেশ যেখানে স্প্যানিশ ভাষার প্রচলন নেই। শুধুমাত্র ব্রাজিলের লোকেরা পর্তুগিজ ভাষায় কথা বলে।
  19. দক্ষিণ আমেরিকায় চিলিতে এখন পর্যন্ত রেকর্ড করা পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ১৯৬০ সালের ২২মে বিকেলে চিলির বন্দর শহর ভালদিভিয়াতে ৯.৫ মাত্রার একটি ভূমিকম্প হয় যা প্রায় ১০ মিনিট ধরে চলেছিল। এই ভূমিকম্পে ভালদিভিয়া শহরটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

আরো জানুন: (অ্যান্টার্কটিকা মহাদেশ) (জিল্যান্ডিয়া মহাদেশ)

এই ছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা সম্পর্কে জানা অজানা ও অবাক করার মত কিছু তথ্য। 

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন