আফ্রিকা মহাদেশ সম্পর্কে
আফ্রিকা মহাদেশ আয়তন ও জনসংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। মহাদেশটির উত্তরে ভূমধ্যসাগর, উত্তর-পূর্বে সুয়েজ খাল ও লোহিত সাগর, পূর্বে ভারত মহাসাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। উত্তর-পূর্ব দিকে আফ্রিকা সিনাই উপদ্বীপের মাধ্যমে এশিয়া মহাদেশের সাথে সংযুক্ত। আফ্রিকা একটি বিচিত্র মহাদেশ যেখানে রয়েছে নিবিড় সবুজ অরণ্য, বিস্তীর্ণ তৃণভূমি, জনমানবহীন মরুভূমি, সুউচ্চ পর্বত এবং খরস্রোতা নদী। বিজ্ঞানীরা মনে করেন প্রায় ৫ হাজার বছর আগে উত্তর-পূর্ব আফিকায় বিশ্বের প্রথম আধুনিক মানব সভ্যতা গুলির একটি, মিসরীয় সভ্যতা তৈরি হয়। The Earth Banglar আজকের পর্বে আমরা আপনাদের জানাবো আফ্রিকা মহাদেশ সম্পর্কে এমনই অজানা ও অবাক করার মত কিছু তথ্য। তার আগে চলুন দেখে নেয়া যাক এক নজরে আফ্রিকা মহাদেশ সম্পর্কে।
আরো জানুন: (এশিয়া মহাদেশ) (ইউরোপ মহাদেশ) (আফ্রিকা মহাদেশ)
আফ্রিকা মহাদেশ পরিচিতি
- আয়তন: ৩০,২২১,৫৩২ বর্গকিলোমিটার
- জনসংখ্যা: ১৪০ কোটি
- জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ৪৬ জন
- শতকরা আয়তন: পৃথিবীর মোট আয়তনের ২০.৪%
- শতকরা জনসংখ্যা: পৃথিবীর মোট জনসংখ্যার ১৮%
- মোট দেশ সংখ্যা: ৫৪ টি স্বাধীন রাষ্ট্র (৯টি সংরক্ষিত ও বিতর্কিত অঞ্চল)
- জাতিসংঘ ভুক্ত দেশ: ৫৪ টি
- ধর্ম: খ্রিষ্টান (৪৯%), ইসলাম (৪২%), লোকধর্ম (৮%), অন্যান্য (১%)।
- বৃহত্তম শহর: কায়রো, গিজা, লেগোস, জোহানেসবার্গ, লুয়ান্ডা, কিনশাসা, আবিজান, নাইরোবি ও আলজিয়ার্স।
- সবচেয়ে জনবহুল শহর: কিনশাসা
- সবচেয়ে বড় দেশ: আলজেরিয়া
- সবচেয়ে ছোট দেশ: সেশেলস
- সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ: নাইজেরিয়া
- সবচেয়ে কম জনসংখ্যার দেশ: সেশেলস
- সবচেয়ে ধনী দেশ: নাইজেরিয়া
- সবচেয়ে গরিব দেশ: বুরুন্ডি
- সর্বোচ্চ স্থান: কিলিমাঞ্জারো (৫,৮৯৫ মিটার উচু)
- সর্বনিম্ন স্থান: আসাল হ্রদ (সমুদ্র পৃষ্ঠতল থেকে ১৫৫ মিটার নিচে)
- ভাষা সংখ্যা: ২০০০ এর বেশি
- সবচেয়ে জনপ্রিয় ভাষা: সোয়াহিলি (প্রায় ২০ কোটির বেশি মানুষ)
- সবচেয়ে দামি মুদ্রা: তিউনিসিয়ান দিনার (১ তিউনিসিয়ান দিনার = ৩০ টাকা)
- সবচেয়ে বড় নদী: নীলনদ (৬,৮৫৩ কিলোমিটার)
- সবচেয়ে বড় সাগর: আফ্রিকার মধ্যেই কোনো সাগর নেই। তবে উত্তরে ভূমধ্যসাগর এবং উত্তর-পূর্বে লোহিত সাগরের সীমানা রয়েছে।
- নোবেল পাওয়া মানুষের সংখ্যা: ২৯ জন
- মাথাপিছু জিডিপি: $২,১৮০ মার্কিন ডলার
- সর্বোচ্চ মাথাপিছু জিডিপির দেশ: সেশেলস ($১৭,৬৯৩ মার্কিন ডলার)
- ডোমেইন সংকেত: .africa
আরো জানুন: (উত্তর আমেরিকা মহাদেশ) (দক্ষিণ আমেরিকা মহাদেশ) (ওশেনিয়া মহাদেশ)
আফ্রিকা মহাদেশ সম্পর্কে অজানা তথ্য
- আফ্রিকায় ২০০০ টিরও বেশি ভাষা প্রচলিত আছে এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা উপভাষা রয়েছে। তবে আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আরবি ভাষা এবং ইংরেজি দ্বিতীয়। এছাড়াও বিশ্বের ফরাসি ভাষী জনসংখ্যার ৫০% এরও বেশি মানুষ এই মহাদেশে বাস করে।
- আফ্রিকা মহাদেশ পৃথিবীর একদম মাঝ বরাবর অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অবস্থিত যেখানে বিষুবরেখা ও দ্রাঘিমা রেখা উভয়ই ০ ডিগ্রী অক্ষাংশে রয়েছে এবং একে অপরকে অতিক্রম করে।
- বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি সাহারা আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং আয়তনে এই মরুভূমি যুক্তরাষ্ট্রের থেকেও বড়।
- পৃথিবীর মোট খনিজ সম্পদের প্রায় ৩০ শতাংশ শুধু আফ্রিকা মহাদেশেই রয়েছ। এছাড়াও এই মহাদেশ থেকে বিশ্বের মোট প্ল্যাটিনাম ধাতুর ৯০% খনন করা হয় এবং সমগ্র বিশ্বের অন্তত ৫০% হীরা ও সোনা আফ্রিকার খনি থেকেই আসে।
- পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী নীলনদ এই আফ্রিকা মহাদেশেই অবস্থিত। এটি আফ্রিকার ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় যা মিশর, সুদান এবং দক্ষিণ সুদানে পানির প্রধান উৎস।
- পৃথিবীতে উৎপাদিত কফির বীজের ৭০% আসে আফ্রিকা মহাদেশ থেকে। পশ্চিম আফ্রিকার আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়া এবং ক্যামেরুন এই ৪টি দেশ কফির বীজ উৎপাদনে পৃথিবীর শীর্ষে।
- আফ্রিকা পৃথিবীর সবচেয়ে উষ্ণতম মহাদেশ হিসাবে ধরা হয়। আফ্রিকার প্রায় ৬০% ভূমি শুষ্ক এবং মরুভূমি দ্বারা আচ্ছাদিত। এছাড়াও আফ্রিকার লিবিয়াতে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা ৫৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
- বিশ্বের সবচেয়ে বড়, লম্বা এবং দ্রুততম প্রাণীগুলি আফ্রিকা মহাদেশেই দেখা যায়। আফ্রিকান হাতি হল বিশ্বের বৃহত্তম স্থল প্রাণী যারা আকারে ৭মিটার পর্যন্ত লম্বা হতে পারে। বিশ্বের সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ যারা উচ্চতায় ৬ মিটার পর্যন্ত হয় এবং বিশ্বের সবচেয়ে দ্রুততম স্থল প্রাণী চিতাবাঘ যারা প্রতি ঘন্টায় প্রায় ৬০ মাইল গতি বেগে দৌড়ায়। আর এই সবগুলো প্রাণী আপনি দেখতে পাবেন আফ্রিকা মহাদেশে।
- পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হল একজন আফ্রিকান। মানসা মুসা বা মালির মুসাকে ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয় যিনি ছিলেন আফ্রিকার মালি সাম্রাজ্যের দশম সম্রাট। ১৯৩৭ সালে তার মৃত্যুর সময়, তার মোট সম্পদের পরিমাণ এখনকার ডলারের হিসেবে প্রায় ৪০০ থেকে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ছিল যা এখন পর্যন্ত কোন ব্যক্তির নিজস্ব সম্পদের মধ্যে সর্বোচ্চ।
- ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, আফ্রিকার মরক্কোতে অবস্থিত আল-কারাওইন বিশ্ববিদ্যালয় হল বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় যা এখনও বিদ্যমান। বিশ্বের প্রথম ডিগ্রি প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান এটি। আল-কারাওইন বিশ্ববিদ্যালয় মূলত একটি মাদ্রাসা ছিল যা ১৯৬৩ সালে মরক্কোর আধুনিক রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- আফ্রিকা মহাদেশকে দারিদ্রতার পাশাপাশি একটি নিরক্ষর মহাদেশও বলা যায় কারণ আফ্রিকার জনসংখ্যার প্রায় ৪০% নিরক্ষর এবং এই পরিসংখ্যানের দুই-তৃতীয়াংশই নারী। এছাড়াও আফ্রিকার কিছু দেশে নিরক্ষরতার হার ৫০ শতাংশেরও বেশি।
- বিশ্বের মোট ১১৫৪ টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে প্রায় ১৩৫টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আফ্রিকায় অবস্থিত যা আফ্রিকা মহাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
- বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির ব্যাঙ গোলিয়াথ যা আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে দেখা যায়। এই ব্যাঙ ১৩ ইঞ্চির বেশি লম্বা হতে পারে।
- আফ্রিকা মহাদেশে ম্যালেরিয়া অত্যন্ত মারাত্মক একটি রোগ কেননা বিশ্বের সমস্ত ম্যালেরিয়ার ৯০% ঘটনা এই মহাদেশে ঘটে এবং আফ্রিকাতে প্রতিদিন প্রায় ৩০০০ শিশু ম্যালেরিয়া রোগে মারা যায়।
- আফ্রিকা মহাদেশের কিছু উন্নত দেশ ছাড়া বেশিরভাগ দেশের সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করে না। তাই আফ্রিকায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আমেরিকার শুধু নিউইয়র্ক সিটির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা থেকেও কম।
- আফ্রিকা আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলেও এই মহাদেশের প্রায় ৯০% ভূমি কৃষিকাজের জন্য উপযুক্ত নয়। তবে আফ্রিকার অর্থনীতির একটি বড় অংশ কৃষির উপর নির্ভর করে।
- আফ্রিকা মহাদেশ দারিদ্রতা ও নিরক্ষরতা ছাড়াও শিশুশ্রমে বিশ্বে সবার থেকে এগিয়ে। আফ্রিকায় ৫ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৪১% শিশু সক্রিয়ভাবে শিশুশ্রমে জড়িত।
এই ছিল পৃথিবী দ্বিতীয় বৃহত্তম ও অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা সম্পর্কে জানা অজানা কিছু তথ্য।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box