উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে

উত্তর আমেরিকা মহাদেশ আয়তন বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং জনসংখ্যার বিচারে চতুর্থ বৃহত্তম মহাদেশ। উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে একত্রে বৃহত্তর আমেরিকা বা The Americas হিসাবে বিবেচনা করা হয় যার দুটি অংশ উত্তর ও দক্ষিণ। উত্তর আমেরিকা মহাদেশটি পৃথিবীর উত্তর ও পশ্চিম গোলার্ধে অবস্থিত। এই মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণ পূর্বে ক্যারিবীয় সাগর, এবং দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত। উত্তর আমেরিকার অধিকাংশ আয়তন জুড়ে তিনটি বৃহৎ দেশ (কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো) ও একটি বিশাল দ্বীপাঞ্চল (গ্রিনল্যান্ড) রয়েছে। মহাদেশটির উত্তরে অবস্থিত বেরিং প্রণালী এশিয়া মহাদেশ থেকে উত্তর আমেরিকাকে পৃথক করে রেখেছে এবং দক্ষিণে অবস্থিত পানামা খাল দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে। The Earth Banglar আজকের পর্বে আমরা আপনাদের জানাবো উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে এমনই অজানা ও অবাক করার মত কিছু তথ্য। তার আগে চলুন দেখে নেয়া যাক এক নজরে উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে।

আরো জানুন: (এশিয়া মহাদেশ) (ইউরোপ মহাদেশ) (আফ্রিকা মহাদেশ)

উত্তর আমেরিকা মহাদেশ পরিচিতি

  • আয়তন: ২,৪৭,০৯,০০০ বর্গকিলোমিটার
  • জনসংখ্যা: ৬০ কোটি
  • জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ২৬ জন
  • শতকরা আয়তন: পৃথিবীর মোট আয়তনের ১৬.৫%
  • শতকরা জনসংখ্যা: পৃথিবীর মোট জনসংখ্যার ৭.৫% 
  • মোট দেশ সংখ্যা: ২৩ টি স্বাধীন রাষ্ট্র (৯টি সংরক্ষিত ও বিতর্কিত অঞ্চল)
  • জাতিসংঘ ভুক্ত দেশ: ২২ টি
  • ধর্ম: খ্রিষ্টান (৭৪.৬%), নাস্তিক (১৯.২%), ইহুদি (১.৬%), ইসলাম (১.৩%), বৌদ্ধ (১.২%), অন্যান্য (২.১%)।
  • বৃহত্তম শহর: নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলে, টরোন্টো, শিকাগো, মেক্সিকো সিটি, মায়ামি, সানফ্রান্সিসকো, হিউস্টন, গুয়াদালাজারা, মন্ট্রিয়ল ও ফিলাডেলফিয়া। 
  • সবচেয়ে জনবহুল শহর: মেক্সিকো সিটি
  • সবচেয়ে বড় দেশ: কানাডা
  • সবচেয়ে ছোট দেশ: সেন্ট কিট্‌স ও নেভিস
  • সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ: যুক্তরাষ্ট্র
  • সবচেয়ে কম জনসংখ্যার দেশ: সেন্ট কিট্‌স ও নেভিস
  • সবচেয়ে ধনী দেশ: যুক্তরাষ্ট্র
  • সবচেয়ে গরিব  দেশ: হাইতি
  • সর্বোচ্চ স্থান: মাউন্ট ম্যাকিন্‌লি বা দেনালি পর্বত (৬,১৬৮ মিটার উচু)
  • সর্বনিম্ন স্থান: ডেথ ভ্যালি (সমুদ্র পৃষ্ঠতল থেকে ৮৬ মিটার নিচে)
  • ভাষা সংখ্যা: ৩৫০ এর বেশি
  • সবচেয়ে জনপ্রিয় ভাষা: ইংরেজি (প্রায় ৩৪ কোটির বেশি মানুষ)
  • সবচেয়ে দামি মুদ্রা: আমেরিকান ডলার (১ আমেরিকান ডলার = ১০৩ টাকা)
  • সবচেয়ে বড় নদী: মিসৌরি নদী (৩,৭৬৮ কিলোমিটার)
  • সবচেয়ে বড় সাগর: ক্যারিবীয় সাগর
  • নোবেল পাওয়া মানুষের সংখ্যা: ২৬৩ জন
  • মাথাপিছু জিডিপি: $৫৭,৪১০ মার্কিন ডলার
  • সর্বোচ্চ মাথাপিছু জিডিপির দেশ: আমেরিকা ($৬৫,২৬৫ মার্কিন ডলার)
  • ডোমেইন সংকেত: .us

উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে অজানা তথ্য

এবার তাহলে জেনে নেয়া যাক উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে অজানা ও অবাক করার মত কিছু তথ্য
  1. উত্তর আমেরিকায় ৩৫০ টিরও বেশি ভাষা প্রচলিত রয়েছে। তবে সবচেয়ে বেশি কথা বলা হয় ইংরেজি ভাষায়। স্প্যানিশ এবং ফরাসি মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহৃত হয়। যদিও স্প্যানিশ হল ক্যারিবীয় অঞ্চলের প্রধান ভাষা।
  2. উত্তর আমেরিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোন ল্যান্ড লক কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ নেই। অর্থাৎ এই মহাদেশের প্রতিটি দেশের সাথে সমুদ্র সীমা রয়েছে।
  3. উত্তর আমেরিকা পৃথিবীর সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদনকারী মহাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ভুট্টা উৎপাদনে শীর্ষে। এছাড়াও উত্তর আমেরিকা বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক মহাদেশ। 
  4. বিশ্বের সবচেয়ে ছোট আগ্নেয়গিরি Cuexcomate, উত্তর আমেরিকা মহাদেশের মেক্সিকোতে অবস্থিত যা মাত্র ৪৩ ফুট লম্বা। 
  5. কানাডা দেশটি উত্তর আমেরিকা মহাদেশের প্রায় অর্ধেক ভূমি এলাকা জুড়ে রয়েছে যা আয়তনে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে কিছুটা বড় এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। 
  6. বিশ্বের প্রথম স্কাইস্ক্র্যাপার ১৮৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে নির্মিত হয় যা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
  7. উত্তর আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়েছিল একজন ইউরোপিয়ান অভিযাত্রী আমেরিগো ভেসপুচির নামে।
  8. উত্তর আমেরিকা মহাদেশই পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে প্রায় সব ধরনের জলবায়ু রয়েছে। গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট থেকে শুরু করে শুষ্ক মরুভূমি সব রকমের স্থান রয়েছে এখানে।
  9. সুপিরিয়র হ্রদ হল বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ যা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। একই সাথে এটি ক্ষেত্রফলের দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম হ্রদ। এই হ্রদটি পৃথিবীর ১০% মিঠা পানি ধারণ করে থাকে।
  10. উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ হল কিউবা যা পৃথিবীর সবচেয়ে বেশি আখ উৎপাদনকারী দেশ। তাই এই দেশটিকে বিশ্বের চিনির বাটি বলা হয়ে থাকে
  11. পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকা মহাদেশের কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত। এই জলপ্রপাতটি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং এটি উত্তর আমেরিকার জলবিদ্যুতের মূল উৎস।
  12. উত্তর আমেরিকার সবচেয়ে বড় ও উন্নত দেশ যুক্তরাষ্ট্র এবং কানাডা হলেও, মহাদেশটির সবচেয়ে বড় ও জনবহুল শহর হল মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি
  13. উত্তর আমেরিকা মহাদেশ এখন পর্যন্ত বিশ্বে সর্বাধিক সংখ্যক অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী মহাদেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র-এর ক্রীড়াবিদরা বিশ্বের সর্বোচ্চ সংখ্যক অলিম্পিক পদক জিতেছে।
  14. উত্তর আমেরিকার দুটি দেশ কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্থল সীমান্ত বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্ত যার দৈর্ঘ্য ৮,৮৯৩ কিলোমিটার।
  15. উত্তর আমেরিকা মহাদেশকে টর্নেডো ও হারিকেনের মহাদেশও বলা হয়। কারণ প্রতিবছর উত্তর আমেরিকার উপকূলবর্তী এলাকাগুলোতে প্রায় ৪০০শ এর বেশি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে
  16. পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড যা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। আয়তনে এটি আমেরিকার আলাস্কা রাজ্যের থেকেও বড়। তবে এই দ্বীপটির ৯০ শতাংশ এখনো বরফে ঢাকা এবং মানুষের বসবাসের অনুপযোগী।
  17. উত্তর আমেরিকা কানাডা হতে মধ্য মিসিসিপি নদীর অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলে প্রচুর পরিমাণ গম চাষ করা হয়। তাই এই অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়
  18. উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কানাডাতে বিশ্বের ৬২% হ্রদ রয়েছে। তাই কানাডাকে হ্রদের দেশ বলা হয়ে থাকে
  19. অর্থনৈতিক ভাবে যুক্তরাষ্ট্র এবং কানাডা হলো উত্তর আমেরিকার সবচেয়ে ধনী ও উন্নত দেশ এবং এরপরেই আছে মেক্সিকো যা পৃথিবীর নতুন শিল্পোন্নত দেশ হিসেবে পরিচিত।

আরো জানুন: (অ্যান্টার্কটিকা মহাদেশ) (জিল্যান্ডিয়া মহাদেশ)

এই ছিল পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা সম্পর্কে জানা অজানা ও অবাক করার মত কিছু তথ্য। 

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন