বিশ্বের শীর্ষ ১০টি পারমাণবিক শক্তিধর দেশ

বর্তমানে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো বিশ্বব্যাপী নিজেদের আধিপত্য ধরে রাখতে পরমাণু অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করতে ব্যস্ত। বর্তমানে বিশ্বে বেশ কয়েকটি দেশের কাছে প্রায় ১৩ হাজার ৮০ পারমাণবিক অস্ত্র রয়েছে বলে জানা যায়। তবে ৩০-৪০ আগেও বছর এই সংখ্যা আরো অনেক বেশি ছিল। বর্তমানে পারমাণবিক অস্ত্রধারী দেশের সংখ্যা বৃদ্ধি পেলেও বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০ শতাংশ আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো বিশ্বের পারমাণবিক শক্তিধর ১০টি দেশ সম্পর্কে।

১০. ইরান

ইরান দেশটি এই তালিকার অন্য ৯ টি দেশের মতো প্রতিষ্ঠিত পারমাণবিক শক্তিধর নাহলেও তাদের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ও সম্ভাব্যতা রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ প্রশ্ন তুললেও এই যাত্রা শুরু হয়েছিল আমেরিকার সরাসরি সহায়তায়। দেশটিতে পরমাণু তৎপরতা শুরু হয়েছিল ইসলামী বিপ্লবের অনেক আগেই। অনেকের আশঙ্কা, ইরান যেকোনো সময় পারমাণবিক অস্ত্রের পথে যাত্রা শুরু করতে পারে। যদিও তাদের পারমাণবিক অস্ত্রের মোট সংখ্যাটি স্পষ্ট নয়।

৯. উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সাময়িক প্রতিরক্ষায় একটি দুর্বল দেশ হলেও প্রায় ২০ টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে পারমাণবিক শক্তির দিক থেকে বিশ্বের ৯ম স্থানে রয়েছে। দেশটি ২০০৬ সালে প্রথমবার পারমাণবিক ক্ষমতা পরীক্ষা করে এবং পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। পরবর্তীতে ২০০৯ এবং ২০১৩ সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষা চালায়। বর্তমানে দেশটি পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদকে সমৃদ্ধ করার চেষ্টা করছে।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি মুসলিম দেশ

৮. ইসরায়েল

পারমাণবিক অস্ত্রধারী মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হচ্ছে ইসরায়েল। বর্তমানে এই দেশের কাছে ৯০ টি পারমাণবিক অস্ত্র মজুদ আছে। অবশ্য দেশটির নিজেদের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে প্রকাশ করে না। তবে ২০১৬ সালে ফাঁস হওয়া একটি ইমেইল হতে জানা যায় যে, ইসরায়েলের কাছে প্রায় ২০০টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে। যদিও এই সংখ্যাটি অতিরঞ্জিত বলে মনে করা হয়। বিমান থেকে নিক্ষেপ ছাড়াও বিভিন্ন পদ্ধতিতেও এই অস্ত্রগুলো ব্যবহার করা সম্ভব। এর মধ্যে সাবমেরিন থেকে ছোড়া যায় এমন ক্রুজ ক্ষেপণাস্ত্রও আছে।

৭. ভারত

পারমাণবিক অস্ত্রশক্তি বৃদ্ধি করে চলেছে এমন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম একটি দেশ। ভারত সর্বপ্রথম ১৯৭৪ সালে এই উপমহাদেশের মধ্যে প্রথম পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে ভারতে প্রায় ১৬০ টি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে যা দেশটিকে বিশ্বের ৭ম শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে জায়গা করে দিয়েছে। অবশ্য ভারতের পররাষ্ট্র নীতি অনুযায়ী, তারা আগে কোনো দেশকে আঘাত করবে না এবং যেসব দেশের পরমাণু অস্ত্র নেই, সেসব দেশের বিরুদ্ধে তারা এ ধরনের অস্ত্র ব্যবহার করবে না।

৬. পাকিস্তান

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর তালিকায় পাকিস্তানের অবস্থান ষষ্ঠ স্থানে। মূলত ভারত, চীন, আফগানিস্তান ও ইরানের মতো প্রতিবেশী দেশগুলোর মাঝে নিরাপত্তা ঝুঁকি থেকেই তারা ক্রমাগত তাদের পারমাণবিক কর্মসূচি বিস্তৃত করে যাচ্ছে। বর্তমানে পাকিস্তানের কাছে মোট ১৬৫ টি পারমাণবিক অস্ত্র মজুদ আছে যার মধ্যে প্রায় ১০০-১২০টি পারমাণবিক অস্ত্র রয়েছে যেগুলো স্থল ও আকাশ পথে ব্যবহার করা সম্ভব। ১৯৭১ সালে বাংলাদেশের কাছে পরাজয় তাদের পারমাণবিক কর্মসূচী দ্রুততর করেছে।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ১০টি দেশ

৫. যুক্তরাজ্য

যুক্তরাজ্য বিশ্বের শীর্ষ ১০টি পারমাণবিক শক্তিধর দেশের তালিকার ৫ম স্থানে রয়েছে। ১৯৫২ সালে যুক্তরাজ্য সরকারিভাবে তাদের পরমাণু কর্মসূচী চালু করে। এছাড়াও সমুদ্রে পারমাণবিক অস্ত্র স্থাপনের যাত্রা ১৯৬৯ সাল থেকে অব্যাহত আছে। বর্তমানে যুক্তরাজ্যের মোট মজুদকৃত পারমাণবিক অস্ত্রের সংখ্যা ২২৫ টি, এর মধ্যে ১৮০টি ই সামরিক এবং ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রযুক্ত সাবমেরিন।

৪. ফ্রান্স

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ফ্রান্স। ১৯৬০ সালে আলজেরিয়ার মরুভূমিতে প্রথম ফ্রান্স পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। ফ্রান্সের কাছে বর্তমানে সক্রিয় পারমাণবিক অস্ত্র রয়েছে ২৮০ টি ও নিষ্ক্রিয় ১০টি। সব মিলিয়ে মোট ২৯০টি পারমাণবিক অস্ত্র মজুদ আছে ফ্রান্সের কাছে। তবে ২০১৮ সালেও এই সংখ্যা ছিল ৩০০টি। কারণ ১৯৯৬ সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রের পরমাণু পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তিতে যুক্ত হয় যার ফলে দেশটির অস্ত্রাগারে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে।

৩. চীন

১৯৫১ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে গোপন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের পথে যাত্রা শুরু করে চীন। ষাটের দশকের শেষের দিকে চীন বেশ সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করে এবং এই পারমাণবিক প্রযুক্তিতে সহায়তা করে সোভিয়েত ইউনিয়ন। বর্তমানে ৩৫০টি পারমাণবিক অস্ত্র নিয়ে পারমাণবিক শক্তির দিক থেকে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে চীন। তবে এখনো চীনে মোতায়েন করা কোনো ক্ষেপণাস্ত্র নেই। এই অস্ত্রগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর রাষ্ট্রের জন্য হুমকি না হলেও বিশ্ব নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে সক্ষম।

আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি অর্থনীতির দেশ

২. যুক্তরাষ্ট্র

বিশ্বের যেকোনো ধরনের সক্ষমতার কথা বলা হলে তালিকার শীর্ষে থাকে যুক্তরাষ্ট্র। তবে পারমাণবিক অস্ত্রের হিসাবে রাশিয়ার চেয়ে কিছুটা নিচে যুক্তরাষ্ট্র। ১৯৪৫ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বর্তমানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৪২৮ টি এবং সংখ্যার দিক থেকে দেশটিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে মানব ইতিহাসে প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী দেশও এই যুক্তরাষ্ট্র। ১৯৪৫ সালের আগস্ট মাসে হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পরমাণু বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র যা আজও মানব ইতিহাসের একটি কালো অধ্যায়।

১. রাশিয়া

প্রায় ৬,০০০ পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে পারমাণবিক শক্তির দিক থেকে বিশ্বের শীর্ষে অবস্থান করছে রাশিয়া। তবে এর মধ্যে ১ হাজার ৫০০ টি অস্ত্র বর্তমানে নিষ্ক্রিয় এবং বাকি ৪ হাজার ৫০০ টি অস্ত্রের মধ্যে বেশিরভাগই ব্যালিস্টিক মিসাইল বা রকেট যেগুলো দিয়ে অনেক দূর পর্যন্ত নিশানা করা সম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে প্রথম রাশিয়া তাদের পারমাণবিক স্থাপনা চালু করে। পূর্বে রাশিয়ার নিকট বর্তমান সংখ্যার চেয়ে আরো অনেক বেশি পারমাণবিক অস্ত্র ছিল যা আন্তর্জাতিক নিরাপত্তা আইন অনুযায়ী ধীরে ধীরে নিষ্ক্রিয় করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ানদের হাতে এখনো এমন কিছু  মিসাইল আছে যার সাহায্যে বিশ্বের যেকোনো স্থানে সহজেই আঘাত হানতে পারবে।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন