আফ্রিকার সেরা ১০টি দেশ
উন্নত দেশ বলতে যখন কোনো সার্বভৌম দেশের অর্থনৈতিক উন্নয়ন এর পাশাপাশি সামাজিক উন্নয়ন, জীবনযাত্রার মান এবং প্রযুক্তি গত অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটে, মূলত সেই দেশ গুলোকে আমরা উন্নত দেশ বলে থাকি। এখন উন্নত দেশের নাম শুনলেই আমাদের মাথায় পশ্চিমা বিশ্বের দেশগুলোর নাম মনে হলেও কখনো আফ্রিকার কোন দেশকে কল্পনা করিনা। তবে আফ্রিকার এমনও কিছু দেশ হয়েছে যেগুলো আমাদের জানা আফ্রিকান দেশগুলোর থেকে অনেক আলাদা এবং সেখানকার মানুষদের জীবন যাত্রার মান অনেক উন্নত। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো আফ্রিকার সবচেয়ে উন্নত ১০টি দেশ সম্পর্কে।
১০. মরক্কো
আফ্রিকার সবচেয়ে উন্নয়নশীল দেশের তালিকায় ১০ নম্বরে রয়েছে উত্তর আফ্রিকার একটি মুসলিম দেশ মরক্কো। ০.৬৮৬ HDI স্কোর নিয়ে আফ্রিকার দশম স্থানে এবং পুরো বিশ্বে ১২১ তম স্থানে রয়েছে মরক্কো। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৮ বছর এবং সাক্ষরতার হার প্রায় ৯৮%। মরক্কো ১৯৫৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীন হওয়ার পর থেকে মরক্কো একটি স্থিতিশীল এবং সফল রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়ে আসছে। পর্যটন মরক্কোর অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলেও টেক্সটাইল, চামড়াজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, তেল পরিশোধন এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর উপর অনেকাংশে নির্ভরশীল।
৯. গ্যাবন
গ্যাবন মধ্য আফ্রিকায় অবস্থিত, আফ্রিকার অন্যতম ধনী ও উন্নয়নশীল একটি দেশ। তবে আয় বৈষম্যের কারণে দেশটির জনসংখ্যার একটি বড় অংশ এখনও দারিদ্র্যের মধ্যে বাস করে। ০.৭০৩ HDI স্কোর নিয়ে গ্যাবন আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে নবম স্থানে রয়েছে এবং বিশ্বের ১১৯ তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় ৬৭ বছর এবং সাক্ষরতার হার প্রায় ৮৬%। গ্যাবন ১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির অর্থনীতি তেল রপ্তানি কেন্দ্রিক হলেও বনায়ন, পর্যটন শিল্প এবং মৎস্য শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরো জানুন: (এশিয়া মহাদেশ) (ইউরোপ মহাদেশ) (আফ্রিকা মহাদেশ)
৮. মিশর
মিশর আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত একটি ঐতিহাসিক মুসলিম দেশ যা আফ্রিকার সবচেয়ে উন্নয়নশীল দেশের তালিকায় ৮ নম্বরে রয়েছে। ০.৭০৭ HDI স্কোর নিয়ে আফ্রিকার অষ্টম স্থানে এবং বিশ্বে ১১৬ তম স্থানে রয়েছে মিশর। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৩ বছর এবং সাক্ষরতার হার প্রায় ৭৩%। মিশর ১৯৯২ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, আবাদি জমির অভাব এবং নীল নদের উপর নির্ভরতার কারণে মিশরের অর্থনীতি প্রধানত কৃষি, পেট্রোলিয়াম আমদানি, প্রাকৃতিক গ্যাস এবং পর্যটনের উপর অধিক নির্ভরশীল।
৭. দক্ষিন আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত বিখ্যাত একটি দেশ। এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নয়নশীল দেশ যা ০.৭০৯ HDI স্কোর নিয়ে আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে সপ্তম স্থানে পেয়েছে এবং বিশ্বে ১০৯ তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় ৬৬ বছর এবং সাক্ষরতার হার প্রায় ৯৬%। দেশটি ১৯৬১ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। দক্ষিণ আফ্রিকার প্রধান অর্থনৈতিক খাতগুলি হল ম্যানুফ্যাকচারিং, পাইকারি এবং খুচরা বাণিজ্য, পরিবহন, খনি, কৃষি এবং পর্যটন।
৬. লিবিয়া
লিবিয়া উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি মুসলিম রাষ্ট্র যার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। প্রেসিডেন্ট গাদ্দাফি যখন ক্ষমতায় ছিলেন তখন লিবিয়া আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশ ছিল তবে বর্তমানে লিবিয়া ০.৭২৪ HDI স্কোর নিয়ে আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে ষষ্ঠ স্থান পেয়েছে এবং বিশ্বের ১০৫ তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছর এবং সাক্ষরতার হার প্রায় ৮৭%। দেশটি ১৯৭১ সালে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে। লিবিয়ার আয়ের প্রধান উৎস হল তেল এবং প্রাকৃতিক গ্যাস, যা দেশটির জাতীয় আয়ের প্রায় তিন-চতুর্থাংশ।
আরো জানুন: এশিয়ার সবচেয়ে উন্নত ১০টি দেশ
৫. বতসোয়ানা
বতসোয়ানা দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ যার শতকরা ৭০ ভাগ জুড়ে আছে কালাহারি মরুভূমি। ০.৭৩৫ HDI স্কোর নিয়ে বতসোয়ানা আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে এবং বিশ্বের ১০২ তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭০ বছর এবং সাক্ষরতার হার প্রায় ৮৭%। দেশটি ১৯৬৬ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে এবং বর্তমানে এটি একটি উচ্চ-মধ্যম আয়ের অর্থনীতি। এছাড়াও দেশটি বিশ্বের বৃহত্তম হীরা খনির আবাসস্থল।
৪. তিউনিসিয়া
তিউনিসিয়া আফ্রিকার উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তীরে এবং আলজেরিয়ার সীমান্তে অবস্থিত একটি রাষ্ট্র। তিউনিসিয়া আফ্রিকার সবচেয়ে উন্নয়নশীল দেশগুলির মধ্যে একটি যা ০.৭৪০ HDI স্কোর নিয়ে আফ্রিকার উন্নত দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এবং বিশ্বের ৯৮ তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৫ বছর এবং সাক্ষরতার হার প্রায় ৮৩%। দেশটি ১৯৫৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে এবং বর্তমানে এটি একটি মধ্যম আয়ের অর্থনীতি।
৩. আলজেরিয়া
আলজেরিয়া মূলত আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি মুসলিম রাষ্ট্র যা আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ। ০.৭৪৮ HDI স্কোর নিয়ে আলজেরিয়া আফ্রিকার উন্নত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবং বিশ্বের ৯১ তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৮ বছর এবং সাক্ষরতার হার প্রায় ৮২%। আলজেরিয়া ১৯৬২ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে এবং একটি উচ্চ-মধ্যম আয়ের অর্থনীতিতে পরিণত হয়। দেশটি প্রাকৃতিক গ্যাস এবং তেলের শক্তি রপ্তানিতে ব্যাপকভাবে নির্ভরশীল যা আলজেরিয়ার বার্ষিক জিডিপির প্রায় এক-তৃতীয়াংশ অবদান রাখে।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে বড় ১০টি অর্থনীতির দেশ
২. সেশেলস
সেশেলস পূর্ব আফ্রিকার উপকূলে অবস্থিত ১১৫ টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। ০.৭৯৬ HDI স্কোর নিয়ে সেশেলস আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক উন্নত দেশ এবং বিশ্বের ৬৭ তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছর এবং সাক্ষরতার হার প্রায় ৯৭%। এছাড়াও এটি আফ্রিকার অন্যতম ধনী একটি দেশ। সেশেলস বরাবরই এশিয়ান এবং ইউরোপীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। এই দেশের অর্থনীতি বেশিরভাগই পর্যটন শিল্প, কৃষি এবং মাছ ধরার উপর নির্ভর করে। ১৯৭৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এই দেশটি।
১. মরিশাস
মরিশাস আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে ভারত মহাসাগরে অবস্থিত অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। ০.৮০৪ HDI স্কোর নিয়ে মরিশাস আফ্রিকার সবচেয়ে উন্নত দেশ এবং বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে ৬৬ তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৫ বছর এবং সাক্ষরতার হার প্রায় ৯২%। দেশটির অর্থনীতি পর্যটনকেন্দ্রিক হলেও টেক্সটাইল, চিনি, সামুদ্রিক মাছ ইত্যাদির মাধ্যমে একটি সমৃদ্ধ অর্থনৈতিক গড়ে তুলেছে। এছাড়াও উন্নত অর্থনীতি এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার জন্য অধিক পরিচিত। ১৫০৭ সালে এই দ্বীপটি আবিষ্কার হয় এবং মরিশাসের অধিকাংশ মানুষ ভারতীয় বংশোদ্ভূত।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box