বিশ্বের সবচেয়ে উন্নত ১০টি দেশ
উন্নত দেশ বলতে ঐ সকল সার্বভৌম দেশকে বুঝায় যারা অর্থনৈতিক উন্নয়ন এবং উচ্চতর প্রযুক্তিগত অবকাঠামোর সর্বোচ্চ স্তরে। উচ্চ জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ বেশ কয়েকটি ক্ষেত্র বিবেচনায় HDI বা Human Development Index এর মান নির্ধারণ করা হয় যা প্রায় ক্ষেত্রে উন্নত দেশের মানদন্ড হিসেবে ব্যবহৃত হয় । এই HDI এর ভিত্তিতে করা Ranking এ বেশিরভাগ দেশই ইউরোপ মহাদেশের হলেও এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের বেশ কিছু দেশও রয়েছে। এছাড়াও উন্নত দেশসমূহের জনগণের মাথাপিছু আয়ও অনেক বেশি হয়ে থাকে। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে উন্নত ১০টি দেশ সম্পর্কে।
১০. নেদারল্যান্ডস
নেদারল্যান্ড উত্তর-পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দেশ যা ০.৯৪১ HDI স্কোর নিয়ে বিশ্বের উন্নত দেশের তালিকায় ১০ম স্থানে রয়েছে। এটিও ইউরোপের সবচেয়ে নিচু দেশগুলির মধ্যে একটি এবং এর প্রায় এক তৃতীয়াংশ সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত। তবে ইউরোপীয় ইউনিয়নের প্রাকৃতিক গ্যাস সরবরাহের ২৫% এরও বেশি আসে নেদারল্যান্ডস থেকে। এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় কেমিক্যাল কম্পানিগুল নেদারল্যান্ডে অবস্থিত যা দেশটির অর্থনৈতিক অবকাঠামো আরো শক্তিশালী করেছে। প্রায় শতভাগ শিক্ষিত মানুষের দেশ এই নেদারল্যান্ডের বেকারত্বও নেই বললেই চলে। উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নূন্যতম আয় বৈষম্যের জন্য দেশটির বসবাসের জন্য অত্যন্ত উপযোগী।
৯. জার্মানি
জার্মানি পশ্চিম ইউরোপীয় দেশ যা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। এটি আল্পস পর্বতমালা থেকে উত্তর ইউরোপীয় সমভূমি পেরিয়ে উত্তর সমুদ্র এবং বাল্টিক সাগর পর্যন্ত প্রসারিত একটি দেশ যেখানে গত ২০ বছরে জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। বর্তমানে জার্মানি বিশ্বের উন্নত দেশের তালিকায় নবম স্থানে রয়েছে যার HDI স্কোর ০.৯৪২। শুধু উন্নত দেশ নয়, বরং পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর তালিকাতেও সেরা ২০টি দেশের মধ্যে আছে জার্মানি। অটোমোবাইল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ও ইলেক্ট্রিক্যাল ইন্ডাস্ট্রির জার্মানির অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। এছাড়া আইন শৃঙ্খলার বিচারেও জার্মানি পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি।
৮. আয়ারল্যান্ড
আয়ারল্যান্ড একটি দ্বীপ রাষ্ট্র যা উত্তর-পশ্চিম ইউরোপে অবস্থিত যা আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত। আয়ারল্যান্ডের উত্তরে উত্তর আয়ারল্যান্ড অবস্থিত, যা যুক্তরাজ্যের একটি অংশ। ০.৯৪৫ HDI স্কোর নিয়ে দেশটি বিশ্বের সবচেয়ে উন্নত দেশের তালিকায় ৮ম স্থানে রয়েছে। মাত্র ৫০ লক্ষ মানুষের এই দেশটিতে শিক্ষার হার প্রায় ৯৯%। ঔষধ, কেমিক্যাল্, কম্পিউটার সফটওয়্যার ইত্যাদি আয়ারল্যান্ডের অর্থনীতির চালিকা শক্তি। এছাড়াও দেশটির অনুকূল ট্যাক্স নীতির কারণে বহু বহুজাতিক কর্পোরেশনকে আকৃষ্ট করেছে। বৈচিত্রপূর্ণ প্রকৃতি ও উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বর্তমানে ভাগ্য গড়ার জন্য আয়ারল্যান্ডে পাড়ি জমাচ্ছে।
আরো জানুন: এশিয়ার সবচেয়ে উন্নত ১০টি দেশ
৭. সুইডেন
সুইডেন উত্তর ইউরোপের একটি রাষ্ট্র এবং এটি স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের একটি অংশ। দেশটির উত্তরে নরওয়ে, পূর্বে ফিনল্যান্ড, দক্ষিণে ডেনমার্ক ও পশ্চিমে উত্তর সাগর অবস্থিত। সুইডেনের বেশিরভাগ অংশ বন, ক্ষেত এবং তৃণভূমি দ্বারা আচ্ছাদিত। দেশটির জীবনযাত্রার মান উন্নত , আয় বৈষম্য কম এবং অবকাঠামো বেশ উন্নত। ০.৯৪৭ HDI স্কোর নিয়ে এটি বিশ্বের সপ্তম উন্নত দেশ। উচ্চ আয়, ভাল স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ এবং প্রাকৃতিক সৌন্দর্য সহ বেশ কিছু কারণে সুইডেন পৃথিবীর বসবাসের সবচেয়ে উপযোগী দেশগুলির একটি। দেশটির প্রধান রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে যন্ত্রপাতি, যানবাহন, ফার্মাসিউটিক্যালস এবং ইলেকট্রনিক্স। শতকরা ৯৯ ভাগ স্বাক্ষরতার এই দেশটিতে শিক্ষাব্যবস্থার পাশাপাশি চাকরির সুযোগও রয়েছে প্রচুর।
৬. ডেনমার্ক
ডেনমার্ক উত্তর-পশ্চিম ইউরোপে অবস্থিত একটি নর্ডিক দেশ। এটি মূলত জুটলান্ড উপদ্বীপের অধিকাংশ এলাকার উপর অবস্থিত এবং স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের দক্ষিণে অবস্থিত। দেশটিতে মৃদু সামুদ্রিক জলবায়ু রয়েছে, যা শীতকালে হালকা শীতল এবং গ্রীষ্মকালে উষ্ণ থাকে। ডেনমার্কের বেশিরভাগ অংশ বন, ক্ষেত এবং তৃণভূমি দ্বারা আচ্ছাদিত। তবে দেশটির জীবনযাত্রার মান উন্নত, আয়ের বৈষম্য কম এবং এখানে সামাজিক কল্যাণমূলক কর্মসূচীর উপর জোর দেওয়া হয় । ডেনমার্ক বিশ্বের উন্নত দেশের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে যার HDI স্কোর ০.৯৪৮। ডেনমার্কের পরিষেবা খাত অর্থনীতিতে আধিপত্য বিস্তার করে এবং দেশটির প্রায় ৮০% নাগরিক এই সেক্টরে কর্মরত। এছাড়া উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য ডেনমার্কে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য।
৫. অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি বিশাল দেশ, যা আর এই মহাদেশেরই বৃহত্তম দেশ এবং বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। চমৎকার আবহাওয়া ও নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য দেশটির পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি। ০.৯৫১ HDI স্কোর নিয়ে দেশটি বিশ্বের সবচেয়ে উন্নত দেশের তালিকায় ৫ম স্থানে রয়েছে। দেশটি মূলত খনিজ, কয়লা, লোহা আকরিক এবং কৃষি পণ্যের মতো পণ্য বিশ্বব্যাপী রপ্তানি করে থাকে । বর্তমানে দেশটির বেকারত্বের হার ৪% এর কম। উন্নত শিক্ষাব্যবস্থা, বিন্যমূল্যে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রায় সব ধরনের খেলাধূলার আন্তর্জাতিক পর্যায়েও অস্ট্রেলিয়া ভাল অবস্থানে রয়েছে।
আরো জানুন: এশিয়ার সবচেয়ে ধনী ১০টি দেশ
৪. হংকং
হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যা চীনের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। এটি ২৬০টিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে প্রধান দ্বীপটি হল হংকং দ্বীপ। এটি বিশ্বের উন্নত দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে যার HDI স্কোর ০.৯৫২। হংকংয়ের ভৌগলিক অবস্থানটি তার অর্থনীতি এবং সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটি ইউরোপ, এশিয়া এবং আমেরিকা মহাদেশের মাঝখানে হওয়ায় দেশটি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য এবং পরিবহন কেন্দ্র হয়ে উঠেছে। বর্তমানে দেশটির শিক্ষার হার প্রায় ৯৪.৬০ শতাংশ। এছাড়া এখানকার বেকারত্বের হার তিন শতাংশেরও কম যা থেকে বুঝা যায় যে, দেশটির মানুষ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খরচ যোগাতে বিশেষ কোন সমস্যার সম্মুখীন হয় না।
৩. আইসল্যান্ড
আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি নর্ডিক দ্বীপ। দেশটির প্রধান আকর্ষণ তাদের অত্যন্ত বৈচিত্রপূর্ণ প্রকৃতি। পর্বতমালা, হ্রদ ও নদী দিয়ে সাজানো ছবির মতো সুন্দর এক দেশ আইসল্যান্ডের আবহাওয়াও বেশ বিচিত্র। ০.৯৫৯ HDI স্কোর নিয়ে দেশটি বিশ্বের সবচেয়ে উন্নত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। দেশটির জীবনযাত্রা যেমন ব্যয়বহুল তেমনি সেখানে চাকরির সুযোগ ও আয়ের সুযোগও বেশি। আইসল্যান্ডের অর্থনীতি বৈচিত্র্যময়, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে মাছ ধরা, পর্যটন, পরিষেবা সহ নানা সেক্টর। দেশটির স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানও খুব ভাল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়ালেখার উদ্দেশ্যে প্রতি বছর পাড়ি জমায় আইসল্যান্ডে। এছাড়াও আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে অন্যতম।
২. নরওয়ে
নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান একটি দেশ। উন্নত দেশের দিক থেকে নরওয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যার প্রধান কারণ হিসেবে দেশটির উচ্চ আয়কে উল্লেখ করা যায়। জীবনযাত্রার উচ্চ মান, নিম্ন দুর্নীতি এবং শক্তিশালী সামাজিক উন্নয়নের কারণে নরওয়ে ধারাবাহিকভাবে HDI সূচকে উচ্চ অবস্থানে রয়েছে। বর্তমানে দেশটির HDI স্কোর ০.৯৬১। তেল ও গ্যাস রপ্তানির পাশাপাশি পেট্রোলিয়ামের বিশাল মজুদের জন্য নরওয়ে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর একটি। অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ হওয়ায় নরওয়ের বেকারত্বের হারও খুবই কম। আর এরই ফলশ্রুতিতে দারিদ্রের হারও খুবই কম দেশটিতে। এছাড়া দেশটির জনসংখ্যার ঘনত্ব খুবই কম। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ১৫ জন মানুষের বাস এখানে।
আরো জানুন: এশিয়ার সবচেয়ে ছোট ১০টি দেশ
১. সুইজারল্যান্ড
বিশ্বের সবচেয়ে উন্নত দেশ সুইজারল্যান্ড যা পশ্চিম ইউরোপের মধ্যভাগে অবস্থিত। দেশটির HDI স্কোর ০.৯৬২ এবং এটি একটি ক্ষুদ্র পর্বতময় দেশ। দেশটি তার আলপাইন ল্যান্ডস্কেপ, মনোরম হ্রদ এবং দৃষ্টিনন্দন শহরগুলির জন্য বিশ্বব্যাপী মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে । দেশটি মূলত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য গোটা বিশ্বে পরিচিত। সুইজারল্যান্ডের অর্থনীতি উন্নত, রপ্তানিমুখী এবং বৈচিত্র্যময় । এছাড়া দেশটির আরো কিছু উল্লেখযোগ্য দিকের মধ্যে আছে আর্থিক পরিষেবা, ফার্মাসিউটিক্যালস, উৎপাদন ব্যবস্থা এবং উচ্চ মানের পণ্যসমূহ। মূলত এই দেশের মাথাপিছু উচ্চ জিডিপি, রপ্তানিমুখী অর্থনীতি, উচ্চ জীবনযাত্রার মান এসব কারণে দেশটি ক্রমাগতভাবে বিশ্বের উন্নত দেশের তালিকায় শীর্ষে অবস্থান করে। এছাড়াও সুইজারল্যান্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর অবস্থিত।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box