আয়তনে এশিয়ার বৃহত্তম ১০টি দেশ

প্রায় সাড়ে ৪ কোটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মোট ৫১টি দেশ নিয়ে গঠিত এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ। সমগ্র পৃথিবীর মোট স্থলভাগের প্রায় ৩০ শতাংশের বেশি দখল করে আছে এটি। আর তাই বৃহত্তম মহাদেশের পাশাপাশি বিশ্বের বড় বড় দেশ গুলোর অধিকাংশই এই মহাদেশে অবস্থিত। এছাড়াও মহাদেশটি জনবহুল হওয়ায় এর ধর্ম, বর্ণ, জাতি, ভাষা, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্রতা চোখে পড়ার মতো। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো আয়তনে এশিয়ার সবচেয়ে বড় ১০টি দেশ সম্পর্কে।

১০. তুরস্ক

তুরস্ক ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী একটি দেশ। তুরস্কের ভূখণ্ডটিকে সাধারণত দুটি অংশে ভাগ করা। আনাতোলিয়া তুরস্কের মূল ভূখণ্ড, যা এশিয়া মহাদেশে অবস্থিত এবং থ্রাস তুরস্কের ইউরোপীয় অংশ, যা কৃষ্ণ সাগরের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। আয়তনে এটি এশিয়ার দশম বৃহত্তম দেশ। দেশটির আয়তন ৭ লক্ষ ৮৩ হাজার ৫৬২ বর্গ কিলোমিটার যা এশিয়া মহাদেশের মোট আয়তনের ১.৭%। দেশটির বৃহত্তম ও জনবহুল শহর ইস্তাম্বুল যা পূর্বে তুরস্কের রাজধানী ছিল। বর্তমানে তুরস্কের জনসংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি তবে মোট জনসংখ্যার ৯০% তুরস্কের এশীয় অংশে বাস করে এবং বাকী ১০% ইউরোপীয় অংশে বাস করে। এছাড়াও দেশটিতে প্রাচীন গ্রীক, রোমান, এবং ইসলামিক সহ অন্যান্য সংস্কৃতির প্রভাব রয়েছে এবং এই দেশটি অটোমান সাম্রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।

৯. পাকিস্তান

পাকিস্তান এশিয়ার দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ যা পূর্বে ভারতবর্ষের অংশ ছিল। এর পূর্ব দিকে ভারত, পশ্চিমে আফগানিস্তান, দক্ষিণ-পশ্চিমে ইরান, উত্তর-পূর্ব দিকে চীন এবং দক্ষিণে আরব সাগরের অবস্থিত। এটি একটি মালভূমির দেশ, যার বেশিরভাগ অংশ পাহাড় এবং মালভূমি দ্বারা আচ্ছাদিত। ৮ লক্ষ ৮১ হাজার ৯১৩ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে পাকিস্তান এশিয়ার নবম বৃহত্তম দেশ যা এশিয়া মহাদেশের মোট আয়তনের ২.০%। দেশটির রাজধানী ইসলামাবাদ ও বৃহত্তম শহর করাচি। দেশটির জনসংখ্যা প্রায় ২৪ কোটি, যা দেশটিকে বিশ্বের ৫ম জনবহুল দেশ করে তোলে। জনসংখ্যার বেশিরভাগ অংশ মুসলমান, তবে কিছু সংখ্যক হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘু ধর্মের লোক রয়েছে। তবে উল্লেখ্য যে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশ।

আরো জানুন: এশিয়ার সবচেয়ে ছোট ১০টি দেশ

৮. মঙ্গোলিয়া

মঙ্গোলিয়া পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ যার উত্তরে রাশিয়া এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিম অর্থাৎ বাকি ৩ দিক চীন দ্বারা বেষ্টিত। দেশটির আয়তন ১৫ লক্ষ ৬৪ হাজার ১১৬ বর্গ কিলোমিটার যা এশিয়ার ৮ম বৃহত্তম দেশ এবং এশিয়া মহাদেশের মোট আয়তনের ৩.৫%। বিশাল আয়তনের এই দেশের জনসংখ্যা মাত্র  ৩৩ লাখ। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর উলানবাটর যেখানে মঙ্গোলিয়ার মোট জনসংখ্যার ৩৮ শতাংশ লোক বাস করে। দেশটি প্রাকৃতিকভাবে সুন্দর এবং এর বেশিরভাগ অংশ পাহাড়, মরুভূমি এবং তৃণভূমি দ্বারা আবৃত। এছাড়াও মঙ্গোলিয়া একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দেশ যেখানে চেঙ্গিস খান মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন যা ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল।

৭. ইরান

ইরান পশ্চিম এশিয়ার একটি দেশ, যা ঐতিহাসিকভাবে পারস্য নামে পরিচিত। এর উত্তরে তুরস্ক এবং আজারবাইজান, পূর্বে আফগানিস্তান এবং পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর এবং পশ্চিমে ইরাক দ্বারা বেষ্টিত। এটি এশিয়ার ৭ম বৃহত্তম দেশ, যার আয়তন প্রায় ১৬ লক্ষ ৪৮ হাজার ১৯৫ বর্গকিলোমিটার এবং দেশটি এশিয়া মহাদেশের মোট আয়তনের ৩.৭%। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর তেহরান এবং জনসংখ্যা প্রায় ৮ কোটি ৭৫ লক্ষ। ইরান একটি সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির দেশ যেখানে বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটির আবাসস্থল ছিল। এছাড়াও প্রাকৃতিকভাবে সুন্দর এই দেশটিতে উঁচু পর্বতমালা, বিস্তৃত মরুভূমি, বিস্তৃত উপকূলীয় অঞ্চল এবং উর্বর সমভূমি রয়েছে।

৬. ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ৫,০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র যা আয়তনে এশিয়ার ষষ্ঠ বৃহত্তম দেশ। দেশটির আয়তন প্রায় ১৯ লক্ষ ৪ হাজার ৫৬৯ বর্গ কিলোমিটার যা এশিয়া মহাদেশের মোট আয়তনের ৪.৪%। আয়তনের পাশাপাশি প্রায় ২৮ কোটি জনসংখ্যা নিয়ে এটি পৃথিবীর ৪র্থ জনবহুল দেশ। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর জাকার্তা যেখানে প্রায় ১ কোটি মানুষ বসবাস করে। এছাড়াও জনসংখ‍্যার বিচারে ইন্দোনেশিয়া হল পৃথিবীর বৃহত্তম মুসলিম জনবহুল দেশ। তবে ইন্দোনেশিয়ার সংস্কৃতি ভারতীয়, চীনা এবং ইসলামী সংস্কৃতি দ্বারা প্রভাবিত।

আরো জানুন: এশিয়ার সবচেয়ে ধনী ১০টি দেশ

৫. সৌদি আরব

সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি দেশ যা আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এর উত্তরে জর্দান ও ইরাক, উত্তরপূর্বে কুয়েত, দক্ষিণে ওমান ও ইয়েমেন, পূর্বে কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। দেশটির বেশিরভাগ অঞ্চলই মরুভূমি, তবে কিছু পর্বত এবং উপকূলীয় সমভূমিও রয়েছে। শুষ্ক জলবায়ুর কারণে ২১ লক্ষ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট বিশাল এই দেশের জনসংখ্যা মাত্র ৩ কোটি যার অধিকাংশ দেশটির রাজধানী রিয়াদ শহরে থাকে। তবে আয়তনে সৌদি আরব এশিয়ার পঞ্চম বৃহত্তম দেশ যা এশিয়া মহাদেশের মোট আয়তনের ৪.৮%। এছাড়াও এটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনা সহ অনেক ঐতিহাসিক এবং ধর্মীয় স্থানের কেন্দ্রস্থল।

৪. কাজাখস্তান

কাজাখস্তান হল মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র যা আয়তনে এশিয়ার চতুর্থ বৃহত্তম এবং বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। এর উত্তরে রাশিয়া, পূর্বে চীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান, ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে ক্যাস্পিয়ান সাগর। দেশটির আয়তন প্রায় ২৭ লক্ষ ২৪ হাজার ৯০০ বর্গ কিলোমিটার যা এশিয়া মহাদেশের মোট আয়তনের ৫.৮%। কাজাখস্তানের রাজধানী ও বৃহত্তম শহর হল আস্তানা এবং জনসংখ্যা মাত্র ২ কোটি। বিশাল আয়তনের এই দেশের জনসংখ্যা এতো কম হওয়ার প্রধান কারণ, এই দেশের জলবায়ু। এই দেশে গাছপালা কম থাকায় সাধারণত আবহাওয়া শীতল ও শুকনো, তবে পুরোপুরি মরুভূমির মতো নয়। এছাড়াও এটি এশিয়ার দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম।

৩. ভারত

ভারত দক্ষিণ এশিয়ার একটি দেশ যা আয়তনের বিচারে এশিয়ার ৩য় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র যা এশিয়া মহাদেশের মোট আয়তনের প্রায় ৭.৪% দখল করে নিয়েছে। দেশটির উত্তরে পাকিস্তান, চীন, নেপাল ও ভুটান, পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগর অবস্থিত। দেশটির রাজধানী নয়া দিল্লি, তবে সবচেয়ে বড় শহর হল মুম্বাই। গত শতাব্দীতে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের সীমানা কয়েকবার পরিবর্তিত হলেও ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট এই দেশের জনসংখ্যা প্রায় ১৪২ কোটি যা দেশটিকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় স্থান দিয়েছে। এই জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ গ্রাম অঞ্চলে বাস করে এবং দেশটিতে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা কিছুটা বেশি। তবে দেশটি তার বিশাল জনবল ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসাবে গড়ে উঠেছে।

আরো জানুন: এশিয়ার সবচেয়ে উন্নত ১০টি দেশ

২. চীন

চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যা আয়তনের বিচারে বিশ্বের ৪র্থ বৃহত্তম এবং এশিয়া মহাদেশের ২য় বৃহত্তম দেশ। বিশাল এই দেশের বর্ডার ১৪ টি দেশের সাথে সংযুক্ত যার মধ্যে (উত্তরে মঙ্গোলিয়া, উত্তর-পূর্বে রাশিয়া ও উত্তর কোরিয়া, পূর্বে চীন সাগর, দক্ষিণে ভিয়েতনাম, লাওস, মায়ানমার, ভারত, ভুটান, নেপাল, দক্ষিণ-পশ্চিমে পাকিস্তান, পশ্চিমে আফগানিস্তান, তাজিকিস্তান, কির্গিজিস্তান ও কাজাকিস্তান।)

দক্ষিণ-পশ্চিমে ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার এবং ভিয়েতনাম, পূর্বে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, উত্তরে রাশিয়া এবং মঙ্গোলিয়া, এবং পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং কিরগিজস্তান দ্বারা বেষ্টিত। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এই দেশটির আয়তন ৯৫ লক্ষ ৯৬ হাজার ৯৬১ বর্গ কিলোমিটার যা এশিয়ার মোট আয়তনের ২১.৫% এবং ভারতের আয়তনের প্রায় তিন গুণ। দেশটির রাজধানীর বেইজিং এবং জনসংখ‍্যা প্রায় ১৪১ কোটি। দেশটি এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করে পৃথিবীর অন্যতম পরাশক্তিতে পরিণত হচ্ছে। তাই দেশটি আয়তন ও জনসংখ্যার পাশাপাশি অর্থনীতির দিক থেকেও অনেক শক্তিশালী।

১. রাশিয়া

আয়তনের রাশিয়া এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বের সর্ব বৃহৎ দেশ যার পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশজুড়ে রাশিয়ার অবস্থান। চীনের মত রাশিয়ার বর্ডারও ১৪ টি দেশের সাথে সংযুক্ত। দেশগুলো হলো নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়া। প্রায় ১ কোটি ৭০ লক্ষ ৯৮ হাজার ২৪২ বর্গকিলোমিটার এলাকা বিশিষ্ট রাশিয়া এশিয়া মহাদেশের মোট আয়তনের প্রায় ২৯.৩% এবং আয়তনে ইউরোপ মহাদেশের চেয়ে বৃহত্তম দেশ রাশিয়া। বিশাল আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র ১৪ কোটি যার অধিকাংশই বসবাস করে দেশটির রাজধানী মস্কো শহরে। দেশটি খনিজ সম্পদে পরিপূর্ণ তবে তার বেশির ভাগই এখনো উত্তোলন যোগ্য নয়। প্রায় সারাবছরই শৈত্যপূর্ণ অবস্থা থাকার কারনে দেশটি বিশ্বের শীতলতম দেশ হিসেবেও পরিচিত।

এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।

ফেইসবুক পেইজ: The Earth Bangla

ইউটিউব চ্যানেল: The Earth Bangla

ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla

ফেইসবুক গ্রুপ: The Earth Bangla Family

Post a Comment

Please do not Enter any spam comment or Link in the comment Box

নবীনতর পূর্বতন