বিশ্বের সবচেয়ে বড় ১০টি সমুদ্র সৈকত
সমুদ্র সৈকত হল বালু বা পাথর দ্বারা আবৃত স্থলভাগ যা কোনো সাগর বা মহাসাগরের তীরে অবস্থিত। কিন্তু নদী, হ্রদ বা হাওড়ের পাশে গড়ে ওঠা স্থলভাগকে সৈকত হিসেবে ধরা হয় না। এটি শুধুমাত্র সমুদ্রের পার্শ্ববর্তী স্থলভাগের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণত উপকূলবর্তী দেশগুলোতে তুলনামূলক বেশি সমুদ্র সৈকত দেখা যায় এবং কোনো সৈকতের আকার বা আকৃতি প্রধানত পানি এবং বাতাসের গতিবিধি দ্বারা পরিবর্তিত হয়ে থাকে। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো বিশ্বের দীর্ঘতম ১০টি সমুদ্র সৈকত সম্পর্কে।
১০. স্টকটোন বীচ, অস্ট্রেলিয়া
স্টকটোন বীচ হল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পূর্ব দিকে এবং স্টকটন শহরের কাছে অবস্থিত একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এবং এখানে বিস্তৃত বালির চর রয়েছে যা এই সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণ। সৈকতটি সাঁতার, সূর্যস্নান, বোটিং, ওয়াটার স্পোর্টস এবং ক্যাম্পিংয়ের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানী বাহিনীর হামলার বিরুদ্ধে এ স্থানটি ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু বছর ধরে স্টকটন বিচ অসংখ্য জাহাজ ধ্বংস এবং বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে। বর্তমানে এই বীচটি সৈকত ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ গন্তব্য এবং এটিতে সারা বছর ধরে পর্যটকদের ভিড় থাকে।
৯. লং বীচ, যুক্তরাষ্ট্র
লং বীচ যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের উপদ্বীপে অবস্থিত একটি সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার যা বিশ্বের নবম দীর্ঘতম সমুদ্র সৈকত। এটি আমেরিকান অন্যান্য সৈকতগুলির থেকে ভিন্ন। এই বিচে এখনো কোনো বড় পর্যটন অবকাঠামো নেই। শুধুমাত্র কয়েকটি ছোট শহর রয়েছে যেখানে মূলত স্থানীয়রা বসবাস করে। তবে লং বীচ পোর্টকে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর বলা হয়। রোদ ঝলমলে এবং নীল পানির এই সমুদ্র সৈকতটির অপার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটকদের ভীড় জমে।
আরো জানুন: পৃথিবীর সবচেয়ে বড় ১০টি জঙ্গল
৮. ভার্জিনিয়া বিচ, যুক্তরাষ্ট্র
ভার্জিনিয়া বিচ মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত একটি সমুদ্র সৈকত। ভার্জিনিয়া বিচ ভার্জিনা শহর থেকে উত্তর ক্যারোলিনার ওরেগন ইনলেট পর্যন্ত বিস্তৃত। প্রায় ৫৬ কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে এটি বিশ্বের অষ্টম দীর্ঘতম সমুদ্র সৈকত। এটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এবং একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। ভার্জিনিয়া বিচ তার সমৃদ্ধ স্থানীয় খাবারের দৃশ্য, সামুদ্রিক ইতিহাস, শিল্পকলা, বিনোদন এবং পরিবার-বান্ধব আকর্ষণের জন্য সুপরিচিত। মে মাসের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে ভার্জিনিয়া বিচে ভ্রমণের জন্য সবচেয়ে অনুকূল সময়।
৭. নাইনটি মাইল বীচ, নিউজিল্যান্ড
নাইনটি মাইল বীচ নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের সুদূর উত্তরের পশ্চিম উপকূলে অবস্থিত একটি সমুদ্র সৈকত। প্রাকৃতিক বিস্ময়ে ভরপুর নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে অবস্থিত এই সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য ৮৮ কিলোমিটার যা নিউজিল্যান্ডের বৃহত্তম এবং বিশ্বের ৭ম দীর্ঘতম সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি তার অপরূপ সৌন্দর্য, বিস্তৃত সৈকত, নীল জল এবং সবুজ পাহাড়ের দ্বারা বেষ্টিত। নাইনটি মাইল বীচ ১৯৩২ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিমানের রানওয়ে হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে এটি নিউজিল্যান্ডের সেরা পর্যটন কেন্দ্রগুলোর একটি এবং নিউজিল্যান্ডের আদিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থান।
৬. প্লেয়া নভিলেরো সমুদ্র সৈকত, মেক্সিকো
প্লেয়া নভিলেরো মেক্সিকোর উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত একটি সুন্দর সমুদ্র সৈকত। প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ এ সমুদ্র সৈকতটির অবস্থান হলো মেক্সিকোর টেকুয়ালা শহরে যা বিশ্বের ৬ষ্ঠ দীর্ঘতম সমুদ্র সৈকত। যদিও এটি কোন নিরবিচ্ছিন্ন সমুদ্র সৈকত নয় এবং এটি তার সাদা বালি, স্বচ্ছ জল এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। সৈকতের কাছাকাছি অনেক হোটেল, রেস্তোরাঁ এবং দোকান রয়েছে। প্রতি বছর মেক্সিকোর উষ্ণতম মাস জুন থেকে আগষ্টে এখানে প্রচুর সমুদ্রপ্রেমী পর্যটকের সমাগম ঘটে। মাছ ধরা ও চিংড়ি চাষের জন্য ও এ সমুদ্র সৈকতটি অত্যন্ত জনপ্রিয়। এটি পরিবার এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ১০টি সেতু
৫. গ্র্যান্ড স্ট্র্যান্ড সমুদ্র সৈকত, মার্কিন যুক্তরাষ্ট্র
গ্র্যান্ড স্ট্র্যান্ড সমুদ্র সৈকত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের উপকূলে লিটল রিভার থেকে উইনিয়াহ উপসাগর পর্যন্ত বিস্তৃত একটি সমুদ্র সৈকত। এটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি দীর্ঘ এবং প্রশস্ত বালুকাময় সৈকত যার দৈর্ঘ্য ৯৭ কিলোমিটার। এটি বিশ্বের পঞ্চম দীর্ঘতম সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতটি মার্টেল বিচ নামেও বিখ্যাত, যা এই অঞ্চলের জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। গ্র্যান্ড স্ট্র্যান্ড সমুদ্র সৈকতটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক গ্র্যান্ড স্ট্র্যান্ড সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে আসেন।
৪. কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ
কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি সমুদ্র সৈকত। আমরা অনেকেই জানি যে, কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত কিন্তু এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। কারণ আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত হল Praia do Cassino যা ব্রাজিলে অবস্থিত। আর কক্সবাজার সমুদ্র সৈকতের আয়তন ১২০ কিলোমিটার যা বিশ্বের চতুর্থ দীর্ঘতম সমুদ্র সৈকত। আসলে কক্সবাজার হল আন্তর্জাতিকভাবে স্বীকৃত পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিকভাবে নিরবচ্ছিন্ন সমুদ্রসৈকত। এজন্য কক্সবাজারকে বলা হয় The Longest Unbroken Sea-Beach। কক্সবাজার সমুদ্র সৈকতের বালুকাময় বিচ, নীল সমুদ্র, সবুজ পাহাড় ও ঝাউবন পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এবং এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
৩. নাইনটি মাইল বীচ, অস্ট্রেলিয়া
নাইনটি মাইল বীচ হল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের উত্তরে অবস্থিত একটি বিস্তৃত সমুদ্র সৈকত। এটি পোর্ট আলবার্ট থেকে লেক এন্ট্রান্স পর্যন্ত প্রায় ১৫১ কিলোমিটার বা ৯৪ মাইল দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত যা বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত। নাইনটি মাইল বীচ হল অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি। সৈকতের সৌন্দর্য ছাড়াও রয়েছে বীচে বসে ডলফিন ও তিমির দৃশ্য উপভোগ করার সুবিধা। এটি সাঁতার, সৈকত ভ্রমণ, সূর্যস্নান, ক্যাম্পিং, সার্ফিং, হাঁটা এবং বাইক চালানোর জন্য একটি দুর্দান্ত জায়গা। সৈকতের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করার জন্য প্রতি বছর পচুর সংখ্যক পর্যটক এখানে বেড়াতে আসে।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ১০টি নদী
২. পাদ্রে আইল্যান্ড আন্তর্জাতিক সমুদ্র সৈকত, যুক্তরাষ্ট্র
পাদ্রে আইল্যান্ড আন্তর্জাতিক সমুদ্র সৈকত হলো যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পাদ্রে দ্বীপে অবস্থিত একটি দীর্ঘ সমুদ্র সৈকত। পাদ্রে আইল্যান্ডের তীর ঘেঁষে গড়ে ওঠা দীর্ঘতম এ সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য প্রায় ১৮২ কিলোমিটার যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতটি পাদ্রে দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত এবং মেক্সিকোর উপসাগরের সাথে সীমাবদ্ধ। এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান যা সাদা বালি, নীল সমুদ্র এবং সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত। সমুদ্র সৈকতটি সূর্যস্নান, সাঁতার, সার্ফিং, হাইকিং, মাছ ধরা, পাখি দেখা এবং ক্যাম্পিংয়ের জন্য একটি দুর্দান্ত জায়গা। এছাড়াও এই সমুদ্র সৈকতটিতে বেশ কয়েকটি পাবলিক পার্ক এবং রিসর্টও রয়েছে।
১. প্রাইয়া দো কাসিনো বীচ, ব্রাজিল
প্রাইয়া দো কাসিনো হল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যা ব্রাজিলের রিও ডি জেনিরো শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রায় ২৫৪ কিলোমিটার। দীর্ঘ এ সমুদ্র সৈকতটি রিও গ্রান্ডে উপকূল থেকে উরুগুয়ে সীমান্ত পর্যন্ত বিস্তৃত। প্রাইয়া দো কাসিনো একটি প্রাকৃতিক সাদা বালির সৈকত। এই সমুদ্র সৈকতের জল খুব পরিষ্কার এবং এটি সাঁতারের জন্য নিরাপদ। সমুদ্র সৈকতটি খুব প্রশস্ত এবং এটি প্রায়শই জনশূন্য থাকে। এখানে বছরের যে কোনও সময়ই ভ্রমণ করা যেতে পারে তবে, এখানে গ্রীষ্মে সবচেয়ে বেশি ভিড় হয়।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box