এশিয়ার সবচেয়ে জনবহুল ১০টি দেশ
প্রায় ৪৬৯ কোটি ৪৫ লক্ষ জনসংখ্যা নিয়ে এশিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ। ৪৮ টি দেশের সমন্বয়ে গঠিত এই মহাদেশটি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬০% এর আবাসস্থল। আয়তনের পাশাপাশি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর বেশিরভাগই এশিয়া মহাদেশে অবস্থিত। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে বড় ১০টি দেশ দেশ সম্পর্কে।
১০. তুরস্ক
জনসংখ্যায় এশিয়ার দশম বৃহত্তম দেশ তুরস্ক। এটি একটি ইউরেশিয়ান দেশ যা পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৮ কোটি ৫২ লক্ষ। এর মধ্যে প্রায় ৭ কোটি ৩৫ লক্ষ জনসংখ্যা দেশটির এশিয়ান অংশে বাস করে। দেশটির রাজধানী আঙ্কারা এবং বৃহত্তম শহর ইস্তাম্বুল। মহাদেশটির মোট জনসংখ্যার প্রায় ১.৫% তুরস্কের বাসিন্দা। দেশটিতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ০.৬% এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১১১ জন। তুরস্কের জনসংখ্যার বেশিরভাগই মুসলিম এবং তুর্কি জাতিগোষ্ঠীর। এছাড়াও দেশটিতে আর্মেনীয়, কুর্দি, গ্রীক, জর্জিয়ান, ইহুদি, ইতালীয়, আরব এবং অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজন বাস করে।
৯. ইরান
ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মুসলিম দেশ। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন দেশগুলোর একটি যা পূর্বে পারস্য নামে পরিচিত ছিল। এই দেশটির সভ্যতার ইতিহাস প্রায় ৪ হাজার বছরেরও বেশি পুরনো। জনসংখ্যার দিক থেকে ইরান এশিয়ার নবম দেশ। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ৮ কোটি ৭৫ লক্ষ যা এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় ১.৯% । দেশটির বেশিরভাগ জনসংখ্যাই শিয়া মুসলিম। তবে দেশটিতে সুন্নি মুসলিম, খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য ধর্মের লোকজন রয়েছে। ইরানের রাজধানী ও বৃহত্তম শহর তেহরান যাকে দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রও বলা হয়। দেশটিতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ০.৭% এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব মাত্র ৫৫ জন।
আরো জানুন: জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ
৮. ভিয়েতনাম
ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত এশিয়ার অষ্টম জনবহুল দেশ। দেশটির জনসংখ্যা প্রায় ১০ কোটি যা এশিয়ার মোট জনসংখ্যার প্রায় ২.১%। ১৯৮৮ সালে ভিয়েতনামে দুই সন্তান নীতি চালু করা হয় যার লক্ষ্য ছিল দেশটির ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। বর্তমানে এই দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ০.৭% এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ২৯৫ জন। ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং এর বৃহত্তম শহর হো চি মিন সিটি। বৈচিত্র্যময় প্রকৃতি এবং সংস্কৃতির এই দেশটি এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের একটি। হা লং বে, হ্যাংসন ডুং, গোল্ডেন ব্রিজের মতো অসাধারণ সব পর্যটন আকর্ষণগুলো দেখতে প্রতি বছর প্রায় ১ কোটি পর্যটক এই দেশে ভ্রমণ করে থাকে।
৭. ফিলিপাইন
ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ যা প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। এই দেশটি প্রায় ৭৬৪১ টি দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে মাত্র ২০০০ টি দ্বীপ জনবসতিপূর্ণ। এশিয়ার সপ্তম জনবহুল এই দেশটির জনসংখ্যা প্রায় ১০ কোটি ৯০ লক্ষ। এর মধ্যে প্রায় ৬ কোটি জনসংখ্যা দেশটির বৃহত্তম দ্বীপ লুসোনে বাস করে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা যা এই লুসোন দ্বীপেই অবস্থিত। এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় ২.৫% ফিলিপাইনের বাসিন্দা। দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৫% এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৩৩৮ জন। ফিলিপাইনের বেশিরভাগ জনসংখ্যা খ্রিস্টান ধর্মাবলম্বী যাদের মধ্যে রোমান ক্যাথলিকরা সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুদের মধ্যে ইসলাম অন্যতম।
৬. জাপান
জনসংখ্যায় এশিয়ার ষষ্ঠ জনবহুল দেশ জাপান যা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে অবস্থিত প্রায় ৬৮৫২ টি দ্বীপ নিয়ে গঠিত। এর বৃহত্তম চারটি দ্বীপ হল হোনশু, হোক্কাইদো, কিউশু এবং শিকোকু। এই চারটি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের প্রায় ৯৭% এলাকা নিয়ে গঠিত। জাপানের জনসংখ্যা প্রায় ১২ কোটি ৫৪ লক্ষ যা এশিয়ার মোট জনসংখ্যার প্রায় ২.৬%। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর টোকিও। উচ্চ আয়ুর দেশ হওয়া সত্ত্বেও জাপান বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ এবং দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার -০.৩%। অর্থাৎ এই দেশটির জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। জাপান সরকার জনসংখ্যা হ্রাস রোধের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তবে এই পদক্ষেপগুলোর কার্যকারিতা একটি দীর্ঘ সময়ের ব্যাপার। দেশটির প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৩৩০ জন।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি শহর
৫. বাংলাদেশ
বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ক্ষুদ্র দেশ। এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ যার জনসংখ্যা প্রায় ১৭ কোটি। এর মধ্যে প্রায় ২ কোটি জনসংখ্যা রাজধানী ঢাকায় বাস করে। এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩.৬% বাংলাদেশি। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম যেখানে দেশটির প্রতি বর্গকিলোমিটারে ১১৬৫ জন মানুষ বসবাস করে। দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১%। জাতিগতভাবে বাংলাদেশের প্রায় ৯৯% মানুষ বাঙালি এবং এদের বেশিরভাগ ইসলাম ধর্মের অনুসারী। দেশটির সংখ্যালঘুদের মধ্যে রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষ।
৪. পাকিস্তান
পাকিস্তান দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি মুসলিম রাষ্ট্র। প্রায় ২৪ কোটি ১৪ লক্ষ জনসংখ্যা নিয়ে এটি এশিয়ার চতুর্থ জনবহুল দেশ যা এশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৫%। দেশটির রাজধানী ইসলামাবাদ এবং বৃহত্তম শহর করাচি। দেশটিতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ২.৫% এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ২৭৩ জন। জনসংখ্যার দিক থেকে পাকিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এবং এটি পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। বর্তমানে দেশটির প্রায় ৯৬% মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং সংখ্যালঘুদের মধ্যে রয়েছে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের লোকজন।
৩. ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। প্রায় ১৭ হাজারের বেশি দ্বীপের সমন্বয়ে এই দেশটি গঠিত। জনসংখ্যার বিচারে এটি এশিয়ার তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ যেখানে জনসংখ্যা প্রায় ২৭ কোটি ৯১ লক্ষ। দেশটির বেশিরভাগ জনসংখ্যা জাভা দ্বীপে বাস করে। ইন্দোনেশিয়ার জনসংখ্যা অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে প্রায় ৭০০টিরও বেশি ভাষাভাষি জাতিগোষ্ঠী বাস করে। দেশটির জনসংখ্যা এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫.৭% এবং দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ০.৭%। ইন্দোনেশিয়ার রাজধানী ও বৃহত্তম শহর জাকার্তা। দেশটির জনসংখ্যার প্রায় ৮৭% মুসলিম যাদের মধ্যে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ। দেশটির জনসংখ্যা প্রধানত গ্রামাঞ্চলে বাস করে। তবে গত কয়েক দশকে শহুরে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশটির প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১৪৩ জন।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি মুসলিম দেশ
২. চীন
চীন পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ যা বিগত ৭ দশক ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত ছিল। তবে ২০২৩ সালে এই দেশটি এশিয়া এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে আসে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ১৪০ কোটি ৯৬ লক্ষ যা এশিয়ার মোট জনসংখ্যার ২৯%। চীনের জনসংখ্যা হ্রাসের পেছনে অনেকাংশে দায়ী করা হয় দেশটির বহুল সমালোচিত এক সন্তান নীতিকে যা ১৯৭৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটিতে কার্যকর ছিল। দেশটির প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১৪৫ জন এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার তেমন নেই বললেই চলে। চীনের রাজধানী বেইজিং এবং বৃহত্তম শহর সাংহাই। জনসংখ্যার পাশাপাশি অর্থনীতির দিক থেকেও চীন বেশ শক্তিশালী। বর্তমানে এই দেশটি এশিয়ার এবং বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি।
১. ভারত
বর্তমানে জনসংখ্যার বিচারে এশিয়া এবং বিশ্বের বৃহত্তম দেশ ভারত। এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ যা ২০২৩ সালে চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে। দেশটির রাজধানী নয়াদিল্লি এবং সবচেয়ে বড় শহর মুম্বাই। ভারত বেশ বৈচিত্র্যপূর্ণ একটি দেশ যেখানে নানান ভাষা, জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষ একসাথে বাস করে। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ১৪২ কোটি ৮৬ লক্ষ যা এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় ২৯.৯%। তবে দেশটির জনসংখ্যার সিংহভাগই তরুণ-তরুণী। ভারতের প্রায় ৫০% এরও বেশি জনসংখ্যার বয়স ২৫ বছরের নিচে। দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ০.৮% এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৪২৩ জন। তবে দেশটির মোট জনসংখ্যার একটি বিশাল অংশ গ্রামাঞ্চলে বাস করে থাকে।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box