ইউরোপের সবচেয়ে জনবহুল ১০টি দেশ
ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ মহাদেশ ইউরোপ। মহাদেশটি আয়তনে এশিয়া মহাদেশের পাঁচ ভাগের একভাগ হলেও জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ইউরোপ মহাদেশ বিশ্বের প্রথম। বর্তমানে ইউরোপের মোট জনসংখ্যার পরিমাণ প্রায় ৭৪ কোটির অধিক। তবে আশঙ্কার বিষয় হচ্ছে ইউরোপ মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্বের সর্বনিম্ন যার ফলে ধীরে ধীরে এই মহাদেশের জনসংখ্যা কমছে। মূলত উচ্চ আয়ুর মহাদেশ হয়েও নিম্ন জন্মহারের কারণে ইউরোপের জনসংখ্যা হ্রাস পাচ্ছে বলে ধারণা করা হয়। The Earth Banglar সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো জনসংখ্যায় ইউরোপের সবচেয়ে বড় ১০টি দেশ দেশ সম্পর্কে।
১০. নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস ইউরোপের উত্তর-পশ্চিমের মূল ভূখণ্ড এবং ক্যারিবীয় অঞ্চলের কিছু দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত একটি আন্তঃমহাদেশীয় দেশ। দেশটিকে অনানুষ্ঠানিকভাবে হল্যান্ড নামেও ডাকা হয়। জনসংখ্যার বিচারে এটি ইউরোপের দশম বৃহত্তম দেশ। দেশটির জনসংখ্যা প্রায় ১ কোটি ৮০ লক্ষ এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ০.৩%। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর আমস্টারডাম যার জনসংখ্যা প্রায় ৯ লক্ষের অধিক। নেদারল্যান্ডসের মোট জনসংখ্যার প্রায় ৯২% শহরাঞ্চলে বাস করে। উচ্চ মানের শিক্ষা, কম অপরাধের হার এবং উন্নত জীবনযাত্রার মানের জন্য নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত। বর্তমানে এই দেশটির প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫২০ জন।
৯. রোমানিয়া
রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি দেশ। এটি কৃষ্ণ সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত ইউরোপের নবম জনবহুল দেশ। দেশটির জনসংখ্যা প্রায় ১ কোটি ৯০ লক্ষ এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.২%। রোমানিয়ার রাজধানী ও বৃহত্তম শহর বুখারেস্ট যেখানে প্রায় ১৭ লক্ষ জনসংখ্যা বাস করে। দেশটির প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৮০ জন। রোমানিয়ার জনসংখ্যা বেশ বৈচিত্র্যময়। এখানে বিভিন্ন জাতিগত গোষ্ঠী বাস করে। দেশটির প্রধান জাতিগোষ্ঠী রোমানিয়ানরা হলেও হাঙ্গেরিয়ান, রোমানি, ইউক্রেনীয়, জার্মান এবং অন্যান্য জাতিগোষ্ঠীর উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে।
আরো জানুন: জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে বড় ১০টি দেশ
৮. পোল্যান্ড
পোল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত একটি দেশ যার জনসংখ্যা প্রায় ৩ কোটি ৮০ লক্ষ। এটি ইউরোপ মহাদেশের অষ্টম এবং ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম জনবহুল দেশ। দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ২.৯% এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১২২ জন। দেশটির অধিকাংশ জনসংখ্যাই ক্যাথলিক খ্রিস্টান। তবে প্রোটেস্ট্যান্ট, গ্রীক অর্থোডক্স এবং অন্যান্য ধর্মের অনুসারীরাও রয়েছে। পোল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর ওয়ারশ যার জনসংখ্যা প্রায় ১৮ লক্ষ। দেশটির অন্যান্য জনবহুল শহরগুলোর মধ্যে রয়েছে ক্রাকুফ, ভ্রৎসওয়াফ, উজ এবং পজনান।
৭. ইউক্রেন
ইউক্রেন পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ। এটি ইউরোপের সপ্তম জনবহুল দেশ যার জনসংখ্যা প্রায় ৩ কোটি ৩২ লক্ষ। আয়তনের দিক থেকে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিয়েভ। ইউরোপের অন্যতম বৃহৎ এই দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার -৭.৪% অর্থাৎ প্রতি বছর দেশটির জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। মূলত সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই ইউক্রেনের জনসংখ্যা পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে স্থানান্তরিত হচ্ছে। গত তিন দশকে দেশটির প্রায় ১ কোটি মানুষ কমেছে বলে ধারণা করা হয়। সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের জনসংখ্যা ইউরোপের অন্যান্য দেশগুলোতে অভিবাসিত হওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই দেশটির প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব মাত্র ৬০ জন।
৬. স্পেন
স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় দেশ। মূল ভূখণ্ড ইউরোপে হলেও দেশটির কিছু অঞ্চল আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর এবং আফ্রিকা মহাদেশে অবস্থিত। স্পেনের জনসংখ্যা প্রায় ৪ কোটি ৮৪ লক্ষ যা একে ইউরোপের ষষ্ঠ জনবহুল দেশ করেছে। দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার -০.১% এবং মোট জনসংখ্যার প্রায় ২০% এর বয়স ৬৫ বছর বা তার চেয়েও বেশি। অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার কমে যাওয়ার সাথে সাথে দেশটিতে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা স্পেনের অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ। বর্তমানে দেশটির প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৯৪ জন। স্পেনের রাজধানী মাদ্রিদ যা দেশটির সবচেয়ে জনবহুল শহর। অন্যান্য বৃহৎ শহরগুলির মধ্যে রয়েছে বার্সেলোনা, ভালেনসিয়া, সেভিল এবং জারাগোজা।
আরো জানুন: জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ
৫. ইতালি
প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, সুস্বাদু খাবার, ইতিহাস, স্থাপত্য, শিল্প এবং শৈলী নিয়ে ইতালি ইউরোপের সবচেয়ে মনোমুগ্ধকর দেশগুলোর একটি। প্রায় ৫ কোটি ৮৮ লক্ষ জনসংখ্যা নিয়ে এটি ইউরোপের পঞ্চম জনবহুল দেশ। ইউরোপের দক্ষিণ-পশ্চিম অংশ এবং আফ্রিকা মহাদেশের কিছু দ্বীপ নিয়ে গঠিত হওয়ায় এটি একটি আন্তঃমহাদেশীয় দেশ হিসেবে বিবেচিত হয়। ইউরোপের বেশ কিছু দেশের মতো ইতালির জনসংখ্যাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বর্তমানে দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার -০.৩% যার মধ্যে প্রায় ২৩% প্রবীণ জনসংখ্যা। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর রোম, যা প্রায় ২৫০০ বছরের বেশি পুরনো একটি শহর। ইউরোপের অন্যতম সুন্দর এই দেশটির প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ২০১ জন।
৪. যুক্তরাজ্য
যুক্তরাজ্য ইউরোপের উত্তর-পশ্চিম উপকূলের সন্নিকটে অবস্থিত একটি দেশ যা UK বা গ্রেট ব্রিটেন নামেও পরিচিত। এটি মূলত চারটি সাংবিধানিক রাষ্ট্র ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে গঠিত। এছাড়াও ইউরোপের মূল ভূখণ্ডের বাইরে বিভিন্ন অঞ্চলে যুক্তরাজ্য নিয়ন্ত্রিত বেশ কিছু দ্বীপ রয়েছে যা একে একটি আন্তঃমহাদেশীয় দেশ করেছে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ৬ কোটি ৬৯ লক্ষ। দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ০.৩% এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ২৭০ জন। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর লন্ডন যা ১৫০০ বছরেরও বেশি পুরনো একটি ঐতিহ্যবাহী শহর। যুক্তরাজ্যের অন্যান্য জনবহুল শহরগুলোর মধ্যে রয়েছে ম্যানচেস্টার, বার্মিংহাম, ব্রিস্টল এবং লিভারপুল।
৩. ফ্রান্স
প্রায় ৬ কোটি ৮০ লক্ষ জনসংখ্যা নিয়ে ফ্রান্স ইউরোপের তৃতীয় জনবহুল দেশ। এটি পশ্চিম ইউরোপের মূল ভূখণ্ড এবং ইউরোপের বাইরে ১৩ টি ফরাসি শাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি আন্তঃমহাদেশীয় দেশ। ষড়ভুজাকৃতির এই দেশটি আয়তনের দিক থেকেও ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ। বর্তমানে দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ০.২% এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১২১ জন। ফ্রান্স বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাংস্কৃতিক কেন্দ্রগুলির মধ্যে একটি। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর প্যারিস যা বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়াও দেশটির কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানের মধ্যে রয়েছে আইফেল টাওয়ার, ল্যুভর মিউজিয়াম, ভার্সাই প্রাসাদ ইত্যাদি।
আরো জানুন: বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি শহর
২. জার্মানি
জার্মানি ইউরোপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ যা জনসংখ্যায় ইউরোপের সবচেয়ে বড় দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ৮ কোটি ৪৬ লক্ষ এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার -০.১%। দেশটির প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ২৩৬ জন। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন যেখানে প্রায় ৩৮ লক্ষ জনসংখ্যা বাস করে। জার্মানি এর সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। বর্তমানে এটি একটি উন্নত অর্থনীতির দেশ এবং Human Development Index বা HDI সূচকে দেশটির অবস্থান বিশ্বে ৯ম।
১. রাশিয়া
জনসংখ্যার বিচারে ইউরোপের সবচেয়ে জনবহুল দেশ রাশিয়া। এটি একটি ইউরেশিয়ান দেশ যা পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ায় অবস্থিত। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১৪ কোটি ৭১ লক্ষ। এর মধ্যে প্রায় ১০ কোটি ৭৬ লক্ষ জনসংখ্যা দেশটির ইউরোপীয় অংশে বাস করে। অর্থাৎ রাশিয়ার মোট জনসংখ্যার সিংহভাগই ইউরোপের বাসিন্দা। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর মস্কো যা ইউরোপ মহাদেশেই অবস্থিত। তালিকার অন্য কিছু দেশের মতো রাশিয়াতেও জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। বর্তমানে দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার -০.২%। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব মাত্র ৮ জন যা রাশিয়াকে বিশ্বের অন্যতম কম ঘনবসতিপূর্ণ দেশ করে তুলেছে। উল্লেখ্য যে রাশিয়া জনসংখ্যার পাশাপাশি আয়তনের দিক থেকেও ইউরোপের সবচেয়ে বড় দেশ।
এছাড়াও যদি আপনি নিয়মিত বিশ্বের ছোট ছোট অদ্ভুত, রহস্যময় ও আশ্চর্যজনক বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।
ফেইসবুক পেইজ:
ইউটিউব চ্যানেল:
ইনস্টাগ্রাম পেজ: The Earth Bangla
ফেইসবুক গ্রুপ:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not Enter any spam comment or Link in the comment Box